রাবিয়ান ভাই

রাবিয়ান ভাই I have always had an instinct for doing new things. Call it good or bad, I love to experiment.

নাইস 😁👏👏
18/07/2025

নাইস 😁👏👏

এটা মেনে নেয়া যায় কি??তুমি কি অনুমতি নিয়েছো??এখানে বসেছো?? গত সপ্তাহে ও দেখলাম!!আজকে এগুলো নিয়ে চলে চাও আর এসো না।:- রাজ...
21/01/2025

এটা মেনে নেয়া যায় কি??

তুমি কি অনুমতি নিয়েছো??
এখানে বসেছো??
গত সপ্তাহে ও দেখলাম!!
আজকে এগুলো নিয়ে চলে চাও আর এসো না।
:- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি থেকে এমনটা জানানো হয়েছে গত শুক্রবারে।আমি তখন স্টলে ছিলাম না।পরে আমার প্রতিনিধিরা জালালো আমাকে।

আমি কোনো এলিগেশন বা অভিযোগ করতে আসিনি।স্যার তার দায়িত্ব থেকেই আমাদের অনুরোধের সুরেই বলেছেন।তবে আমি শুধু মনের কিছুটা আক্ষেপ আপনাদের সাথে শেয়ার করতে আসলাম।

আমি রেজওয়ান। ইসলামিক স্টাডিজ বিভাগে ৩য় বর্ষে পড়ি আর জোহা হলে থাকি।আমার হোমটাউন দিনাজপুর।আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগেই আমার মা পুরো শরীর প্যারালাইজসড হয়ে যান।থমকে যায় আমার জীবনের গতি।বাপের এক ছেলে হওয়াতে কখনো অভাব বুঝতে পারিনি। বাবা গ্রামের বাজারের একজন সম্মানিত গজা ও নিমকি বিক্রেতা। কিন্তু মায়ের এমন অবস্থায় সবকিছু যেন এলোমেলো হয়ে গেল।তার চিকিৎসা শুরু হলো।এক এক করে সব সঞ্চয় শেষ হলো।অবশেষে আমার মা একটু সুস্থ হলেন।কিন্তু ততদিনে আববু নাজেহাল। বিজনেস এর ৬০ শতাংশ গুছাতেন মা।কিন্তু......... 🥹🥹
আমার বিশ্ববিদ্যালয় জীবন শুরু হলো।বাবা মায়ের চিকিৎসা টাই ঠিকমতো চালাতে পারছেন না।তখন আমি ২৩ বছরের এক গ্রাম থেকে উঠে আসা নাদান ছেলে।বাবার একপুত্র হওয়ায় পড়াশোনা ছাড়া অন্যান্য দক্ষতা জিরো।টিউশন শুরু করলাম ভর্তির ৩ মাসের মধ্যেই। এরপর একটা ইংলিশ ব্যাচ পড়ালাম।কিন্তু ততদিনে বুঝে আসলো রাজশাহীতে রয়াল ডেপ্ট এর না হলে টিউশন দিয়ে ভাত যুগানো ও যাবে না।

বন্ধুদের থেকে টাকা নিয়ে বিজনেসে ১ম পা দিলাম।
কিন্তু দুনিয়ার সবচেয়ে কঠিন জিনিস হলো বিজনেস।
বিজনেস+পরিবার+নিজের চলা+অসুস্থতা সব মিলিয়ে মোটামুটি কয়েক লক্ষ টাকার মতো ঋনে পড়লাম। একদম পুরোপুরি ডিপ্রেশনে ডুবে গেলাম।আবার টাকার পর্যাপ্ত ব্যবস্থা না হওয়াতে প্রায় বছর দেড়েক ধরে আম্মুর চেক আপ বন্ধ হয়ে গেল।তারপর আবার ঋণপরিশোধ ও মায়ের চিকিৎসার জন্য আবার নতুন করে খালি হাতেই আবার বিজনেস শুরু করলাম। আলহামদুলিল্লাহ বেশ ভালো সাড়া পেয়েছি।
আমার যাবতীয় কাজ অনলাইনে।ভালো প্রডাক্ট সোর্স করার কারনে একটু দাম বেশি হয়ে যায়।অনেকের সাধ্যের বাহিরে চলে যায়।আবার পরিমাণ নিয়ে ভাবতে হয়।তাই চিন্তা করলাম সপ্তাহান্তে ক্যাম্পেইন করবো।
যেখানে সীমিত লাভে মোটামুটি পাইকারী দরে খুচরা দিব।এবং যার যতটুকু প্রয়োজন নিবে।এই ভেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদ প্রাঙ্গণে নিয়মিত বসার চেষ্টা করছি।
কিন্তু, সেখানে আমার পারমিশন ব্যতিত বসা হচ্ছে না।
আমি যেমন প্রডাক্ট বিক্রি করি তা ক্যাম্পাসের অন্য জায়গায় চলে না।তাই এখানেই বসতে হয়।

মাঝে মাঝে ভাবি;- এই ক্যাম্পাসে কনসার্ট হয়,গঞ্জিকা সেবন হয়,উচ্চশব্দে গানবাজনা হয়,মিছিল মিটিং সব ই হয়।শুধু মাত্র সপ্তাহে একদিন গুড়-মধু পারমিশন নিয়ে বিক্রি করতে হবে??
অথচ আমি এই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র।
তবে বহিরাগতদের ই অধিকার বেশি??

নোট: আমাকে সেন্ট্রাল মসজিদের সামনে বসতেই হবে।তাতে যদি ভিসি স্যারের সাথে সাক্ষাৎ করা লাগে লাগুক।আমার ও আমার পরিবারের খরচ আমাকেই যোগাড় করতে হবে যে!!!!!

© Md. Rezwan Islam

বিশ্ববিদ্যালয় পর্যায়ে আত্মহত্যা করা শিক্ষার্থীদের দুই তৃতীয়াংশই ছাত্রী!ভয়াবহ অবস্থা 😶আঁচল ফাউন্ডেশনের তথ্যানুসারে, ২০২৪ ...
18/01/2025

বিশ্ববিদ্যালয় পর্যায়ে আত্মহত্যা করা শিক্ষার্থীদের দুই তৃতীয়াংশই ছাত্রী!
ভয়াবহ অবস্থা 😶

আঁচল ফাউন্ডেশনের তথ্যানুসারে, ২০২৪ সালে দেশে আত্মহত্যা করেছেন ৩১০ জন শিক্ষার্থী। আত্মহত্যাকারী শিক্ষার্থীদের মধ্যে ১৭.৭৪ শতাংশই বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষার্থী। এর মধ্যে নারী শিক্ষার্থীর হার ৬৫.৪৬ শতাংশ, পুরুষ শিক্ষার্থীদের ৩৪.৫৪ শতাংশ। পরিসংখ্যান থেকে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে ছাত্রীদের আত্মহত্যার হার বেশি।

13/01/2025

রাবির দ্বাদশ সমাবর্তন ১৭ ফেব্রুয়ারি 😃

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৩ জানুয়ারি ২০২৫:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন ১৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সমাবর্তন সম্পর্কিত বিস্তারিত তথ্যাবলী পরে জানানো হবে।

প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর

রাবিতে কুরআন পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন
12/01/2025

রাবিতে কুরআন পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন

12/01/2025

রাবি ক্যাম্পাসে সকলকে পরিচয়পত্র সঙ্গে রাখার পরামর্শ

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১২ জানুয়ারি ২০২৫:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৫টি আবাসিক হলে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট সকলকে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো সময় পরিচয়পত্র দেখতে চাইতে পারে।

উল্লেখ্য আইন-শৃঙ্খলার সুষ্ঠু ব্যবস্থাপনা ও শিক্ষার সার্বিক পরিবেশ সমুন্নত রাখার লক্ষ্যে রাবি ক্যাম্পাসে বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করে দেওয়া পূর্বের নিষেধাজ্ঞা যথারীতি বহাল আছে।

প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর

রাবিতে পোষ্য কোটার জটিলতায় ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে !
10/01/2025

রাবিতে পোষ্য কোটার জটিলতায় ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে !

সেক্রেটারিই হলেন রাবি শিবিরের নতুন সভাপতি— অনার্সে ফল ৩.৭৬, মাস্টার্সে ৩.৯২!
07/01/2025

সেক্রেটারিই হলেন রাবি শিবিরের নতুন সভাপতি— অনার্সে ফল ৩.৭৬, মাস্টার্সে ৩.৯২!

06/01/2025

রাবির ভিসি, প্রো-ভিসিই কোটার সুবাদে চেয়ারে বসে আছেন: অভিযোগ কর্মচারীদের

😁😁

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটা অন্যতম তাৎপর্যপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে  আজ। নির্ধারিত সময়ের অন্তত আধা ঘন্টা প...
06/01/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটা অন্যতম তাৎপর্যপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে আজ। নির্ধারিত সময়ের অন্তত আধা ঘন্টা পূর্বে উপস্থিত হয়েছেন সুবিধা বঞ্চিত সন্তানদের অভিভাবকরা! 🙂

কি আজব দাবী রে বাবা 😁🤣ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা অর্জন করলেই শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সন্তানদের বিশ্ববিদ্যালয়ে...
05/01/2025

কি আজব দাবী রে বাবা 😁🤣

ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা অর্জন করলেই শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সন্তানদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে হবে দাবি রাবি অফিসার সমিতির! 🫣

04/01/2025

ঘোষণা 🗣️🗣️

রাবিতে প্রথমবর্ষে ভর্তির অনলাইনে প্রাথমিক আবেদনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৪ জানুয়ারি ২০২৫:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে আবেদনের বিষয়ে বিভিন্ন পত্রিকাতে প্রকাশিত বিজ্ঞপ্তির ১(ক)- এ উল্লেখিত অনলাইনে প্রাথমিক আবেদন শুরুর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো।

প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর

Address

Dhaka

Telephone

+880721750244

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাবিয়ান ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রাবিয়ান ভাই:

Share