জবিয়ানস ভয়েস - JnU'ins Voice

জবিয়ানস ভয়েস - JnU'ins Voice Truth always struggle for truths.

08/11/2025

প্রকাশিত সংবাদের প্রতিবাদে হল সংসদের পদপ্রার্থী ফাতেমা তুজ জোহরা ইমুর সংবাদ সম্মেলন

08/11/2025

জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল ইস্যুতে ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আজ (০৮.১১.২৫) দৈনিক ইনকিলাবসহ বিভিন্ন সংবাদমাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী হল সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেত্রী হিসেবে 'ইমু' নামের এক শিক্ষার্থীকে উল্লেখ করা হয়েছে।

আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে, শিক্ষার্থী ইমু আমাদের সংগঠনের কর্মী নন। তাকে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার নেত্রী হিসেবে উপস্থাপন করা সম্পূর্ণ ভিত্তিহীন।

এছাড়া আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার প্যানেল থেকে “হল ভিপি” হিসেবে উক্ত শিক্ষার্থী দাঁড়াবেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও অনুমাননির্ভর তথ্য। বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার প্যানেলের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণার আগেই কাউকে এই পদে আখ্যায়িত করা উদ্দেশ্যমূলক ও দায়িত্বজ্ঞানহীন বলে আমরা মনে করি।

আমরা সংবাদ প্রকাশে এমন অযাচিত ও যাচাইবিহীন তথ্য ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে উক্ত মিথ্যাচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দুঃখপ্রকাশ ও ভিত্তিহীন সংবাদ সংশোধনের জোর দাবী জানাচ্ছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, হলের সার্বিক উন্নয়ন, ছাত্রীদের অধিকার ও কল্যাণ নিশ্চিতের বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা সবসময় সচেতন ও দায়িত্বশীল এবং ভবিষ্যতেও থাকবে ইন শা আল্লাহ।

আমরা বিশ্বাস করি, সাংবাদিকতার মূলনীতি সত্য, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা—ভিত্তিহীন তথ্য প্রচার নয়। আমরা গণমাধ্যমের সকল প্রতিনিধিকে দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানাচ্ছি।

মায়াসসালাম,
সুখীমন খাতুন
সভানেত্রী
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা
বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা

ড্রাইভারকেও ভোট দেয়াবে শিবির। শিবিরের দেয়া গঠনতন্ত্র মুখস্থ করে বাসের সামনেই রেখেছে ড্রাইভার।
08/11/2025

ড্রাইভারকেও ভোট দেয়াবে শিবির। শিবিরের দেয়া গঠনতন্ত্র মুখস্থ করে বাসের সামনেই রেখেছে ড্রাইভার।

জবিসাসের জরিপে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৭০ জন (প্রায় ৬৬ শতাংশ) জানান যে ...
08/11/2025

জবিসাসের জরিপে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৭০ জন (প্রায় ৬৬ শতাংশ) জানান যে তারা জকসু নির্বাচনের জন্য ঘোষিত তারিখে সন্তুষ্ট নন। অপরদিকে, ৮৭ জন (৩৪ শতাংশ) শিক্ষার্থী নির্ধারিত তারিখে ভোট অনুষ্ঠানের পক্ষে মত দেন।

08/11/2025

আমি ফাতেমা তুজ জোহরা ইমু।

আজকের চলমান ইস্যু নিয়ে আমার প্রতি যে মিথ্যাচার করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে একটি প্রেস ব্রিফিং করতে চাচ্ছি।
জরুরী প্রেস কনফারেন্স

তারিখঃ ৮/১১/২০২৫
স্থানঃ নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল,গেস্ট রুম, গ্রাউন্ড ফ্লোর।
সময়ঃ ৯ টা

আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।প্রিয় আপুরা,নারী নির্যাতন, সম্মান হানি, নারীর অবমাননা চারিদিকে ব্যাপ...
08/11/2025

আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

প্রিয় আপুরা,
নারী নির্যাতন, সম্মান হানি, নারীর অবমাননা চারিদিকে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। যা আমাদের নারীদের জীবন করে তুলেছে বিষাদময়।

এমনি সময় আমরা নারীরা এসবের বিরুদ্ধে প্রতিবাদ করার পাশাপাশি যদি *বলিষ্ঠ আর প্রতিহত* করার মতো শক্তি অর্জন করতে পারি তাহলে জীবন আরও সহজ হতো।আর তাই *মেয়েরা Self Defence কিভাবে করবে তা জানা থাকা প্রয়োজন।*

এ জন্যই *বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা* নারী শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছি *২ দিন ব্যাপী Self "Defence Workshop"*। যেখানে থাকবে প্রোফেশনাল ট্রেইনার, শিখানো হবে নানা কৌশল এবং প্রশিক্ষন শেষে সার্টিফিকেট পাওয়ার বিশেষ সুযোগ।

_*ওয়ার্কশপ টি তে প্রশিক্ষণমূলক যা যা থাকছে*_:
১| ফিটনেস ডায়নামাইট
২| কিহন (দ্যা বেসিক কারাতে স্ট্রাইক, ব্লক এন্ড স্ট্যানসেস)
৩| মোশন অফ কারাতে
৪| সেল্ফ ডিফেন্স ড্রিলস
৫| অ্যাপ্লিকেশন অফ কারাতে টেকনিকস ইন সেল্ফ ডিফেন্স।
৬| কারাতে মাইন্ডসেট এন্ড মেন্টাল ডিসিপ্লিন সেশন।

*📅 তারিখ:* ৯/১১/২৫ এবং ১০/১১/২৫
*🕛সময়:* বেলা ৩:০০টা-৫:০০টা

👉অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশন করে ফেলুন এখনই!

*রেজিস্ট্রেশন লিংক:*
https://forms.gle/ZxFDmFSRfHykukGG9

*📅রেজিস্ট্রেশনের সময়সীমা:* ৮/১১/২৫ ইং, রাত ১২:০০টা অবধি

বিস্তারিত জানতে আমাদের পেইজের সাথে থাকুন,
https://www.facebook.com/share/1ZwigdayUV/

আয়োজনে,
বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, জবি

08/11/2025

ঠিক কিনা?

🎙️
08/11/2025

🎙️

08/11/2025

ক্যাম্পাসে আসার পর গতকালই প্রথমবারের মতো এতো উৎসবমুখর পরিবেশ দেখতে পেলাম। ভাবসিলাম নিমন্ত্রণ যেহুতু ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর কালচারাল উইং সেহুতু অনেকেই এই প্রোগ্রাম অ্যাভয়েড করবে। তবে সেরকমটা হয়নি।

নারী শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি ছিলো এছাড়াও ভিন্ন ধর্মাবলম্বীরাও ব্যাপক উৎসাহের সাথে অনুষ্ঠান উপভোগ করেছে। এছাড়া বাচ্চাকাচ্চা সহকারে পুরান ঢাকা থেকে অনেক পরিবারও এসেছিলো। সবমিলিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে মোটামুটি একটা ফেস্টিভ ভাইবস পেয়েছে।

©️সামিউল ইসলাম সামি

08/11/2025

কাওয়ালীতে অসাধারণ নাটক পরিবেশনা
#কাওয়ালী

08/11/2025

কাওয়ালী শেষে ক্যাম্পাস পরিষ্কার করল শিবির
#শিবির #জগন্নাথ_বিশ্ববিদ্যালয় #কাওয়ালী

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when জবিয়ানস ভয়েস - JnU'ins Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জবিয়ানস ভয়েস - JnU'ins Voice:

Share