08/11/2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল ইস্যুতে ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ
আজ (০৮.১১.২৫) দৈনিক ইনকিলাবসহ বিভিন্ন সংবাদমাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী হল সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেত্রী হিসেবে 'ইমু' নামের এক শিক্ষার্থীকে উল্লেখ করা হয়েছে।
আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে, শিক্ষার্থী ইমু আমাদের সংগঠনের কর্মী নন। তাকে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার নেত্রী হিসেবে উপস্থাপন করা সম্পূর্ণ ভিত্তিহীন।
এছাড়া আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার প্যানেল থেকে “হল ভিপি” হিসেবে উক্ত শিক্ষার্থী দাঁড়াবেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও অনুমাননির্ভর তথ্য। বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার প্যানেলের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণার আগেই কাউকে এই পদে আখ্যায়িত করা উদ্দেশ্যমূলক ও দায়িত্বজ্ঞানহীন বলে আমরা মনে করি।
আমরা সংবাদ প্রকাশে এমন অযাচিত ও যাচাইবিহীন তথ্য ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে উক্ত মিথ্যাচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দুঃখপ্রকাশ ও ভিত্তিহীন সংবাদ সংশোধনের জোর দাবী জানাচ্ছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, হলের সার্বিক উন্নয়ন, ছাত্রীদের অধিকার ও কল্যাণ নিশ্চিতের বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা সবসময় সচেতন ও দায়িত্বশীল এবং ভবিষ্যতেও থাকবে ইন শা আল্লাহ।
আমরা বিশ্বাস করি, সাংবাদিকতার মূলনীতি সত্য, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা—ভিত্তিহীন তথ্য প্রচার নয়। আমরা গণমাধ্যমের সকল প্রতিনিধিকে দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানাচ্ছি।
মায়াসসালাম,
সুখীমন খাতুন
সভানেত্রী
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা
বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা