69bangla Tv

69bangla Tv News & Entertainment

23/07/2025
মানুষ সুন্দরের পূজারী
23/07/2025

মানুষ সুন্দরের পূজারী

22/07/2025

প্রশিক্ষণ যুদ্ধ বিমান S-7 দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের প্রতি 69bangla Tv এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। ইয়া আল্লাহ্ আপনি নিহত জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমিন।

প্রতারণার আরেক নাম অনলাইন শপ সঠিকভাবে যাচাই না করে কেউ প্রোডাক্ট নিবেন না এ সমস্ত প্রতারণার বিষয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর...
21/07/2025

প্রতারণার আরেক নাম অনলাইন শপ সঠিকভাবে যাচাই না করে কেউ প্রোডাক্ট নিবেন না এ সমস্ত প্রতারণার বিষয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি,এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।

হারানো  বিজ্ঞাপন🔴 ঠিকানা : ছোটদারোগা হাট, ধম পুর মোহন্ত আস্তান কালী বাড়ির ➤ বয়স:৪৫ বছর নি*খোঁ*জ রয়েছে।⭕কাল দুপুরে নিজ বা...
14/07/2025

হারানো বিজ্ঞাপন

🔴 ঠিকানা : ছোটদারোগা হাট, ধম পুর মোহন্ত আস্তান কালী বাড়ির
➤ বয়স:৪৫ বছর নি*খোঁ*জ রয়েছে।

⭕কাল দুপুরে নিজ বাসা থেকে বের হওয়ার পর থেকে সে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

➤নি*খোঁ*জ মানুষ তথ্য:
নাম: সুনিল চন্দ নাথ
বয়স: ৪৫বছর
পিতার নাম: কুমারবন্ধু নাথ
বাড়ীর নাম: কুমার বন্ধু সরকার বাড়ীর
সর্বশেষ অবস্থান:ছোটদারোগা হাট, ধম পুর মোহন্ত আস্তান কালীবাড়ী
যদি কেউ সুনিল নাথ খোঁজ পান বা কোনো তথ্য জানতে পারেন, অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করুন:
📞 01811884297
🚫01789446291

🔛আশরাফ জুট মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয়।কাঞ্চন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। EIIN: 112502🔜➤শিক্ষক নিয়োগ 🔛🔝NTRCA ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে-...
11/07/2025

🔛আশরাফ জুট মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয়।কাঞ্চন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। EIIN: 112502

🔜➤শিক্ষক নিয়োগ 🔛🔝
NTRCA ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে-নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে নিম্নের বিষয়সমূহে ০১ জন করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
১) ইংরেজি
২) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩) চারু ও কারুকলা
৪) গ্রন্থাগারিক

🔥 নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের জন্য অত্র প্রতিষ্ঠান থেকে গ্র্যাচুয়েটি,প্রভিডেন্ট ফান্ড ও অন্যান্য সুযোগ-সুবিধা সর্বোচ্চ টাই প্রাপ্ত হবেন।
তাই যোগ্যতা সম্পন্ন ও উদ্যোমী প্রার্থীদের অত্র প্রতিষ্ঠানে দরখাস্ত করার পরামর্শ থাকবে।
🎆 এটা নিশ্চিতভাবে বলা যায়, শিক্ষকতা পেশায় অত্র প্রতিষ্ঠান হবে আপনার জন্য অনন্য।

আমাদের সাথেই থাকুন
05/07/2025

আমাদের সাথেই থাকুন

নিয়োগ বিজ্ঞপ্তি সারাদেশে  69Bangla Tv তে  কিছু সংবাদদাতা  নিয়োগ দেয়া হবে, আগ্রহীদের যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হ...
04/07/2025

নিয়োগ বিজ্ঞপ্তি

সারাদেশে 69Bangla Tv তে কিছু সংবাদদাতা নিয়োগ দেয়া হবে, আগ্রহীদের যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো। ইমেইল [email protected].

📌সন্তান মিথ্যা বললে কী করবেন? জেনে নিন ৮টি সঠিক উপায়:সন্তানকে মিথ্যা বলতে দেখা একজন বাবা-মায়ের জন্য চিন্তার কারণ হতে প...
03/07/2025

📌সন্তান মিথ্যা বললে কী করবেন? জেনে নিন ৮টি সঠিক উপায়:
সন্তানকে মিথ্যা বলতে দেখা একজন বাবা-মায়ের জন্য চিন্তার কারণ হতে পারে। তবে মনে রাখতে হবে, শিশুদের বেড়ে ওঠার পথে মিথ্যা বলা অনেক সময়ই এক ধরনের স্বাভাবিক আচরণ। এটি হতে পারে শাস্তির ভয়, মনোযোগ পাওয়ার চেষ্টা কিংবা বিব্রতকর পরিস্থিতি এড়ানোর জন্য। তাই বিষয়টিকে সঠিকভাবে বোঝা এবং সামলানো জরুরি।
চলুন জেনে নেই, কীভাবে আপনি সন্তানের মিথ্যা বলার প্রতিক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখতে পারেন:

১.কেন মিথ্যা বলছে, সেটা আগে বোঝার চেষ্টা করুন
শিশুরা জন্মগতভাবে মিথ্যাবাদী নয়। তাই তারা কেন মিথ্যা বলেছে, সেই কারণ খুঁজে বের করা দরকার। অনেক সময় তারা ভয় বা চাপ থেকে মিথ্যা বলে।

২.খোলামেলা কথা বলার পরিবেশ তৈরি করুন
আপনার সন্তান যেন জানে, সে তার কথা ভুল হলেও আপনার সঙ্গে ভাগ করে নিতে পারবে। বিশ্বাস ও ভালোবাসার সম্পর্ক গড়ে তুললে শিশুরা সত্য বলার সাহস পায়।

৩.রাগ না করে শান্তভাবে প্রতিক্রিয়া দিন
সন্তানকে মিথ্যা বলতে ধরলে হঠাৎ রেগে না গিয়ে শান্ত থেকে কথা বলুন। এতে সে ভয় না পেয়ে নিজের ভুল বুঝতে পারবে।

৪.কল্পনা আর মিথ্যার পার্থক্য শেখান
শিশুরা অনেক সময় কল্পনার জগতে ডুবে যায়। গল্প বানানো আর ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলার মধ্যে পার্থক্য বোঝাতে সাহায্য করুন।

৫.সত্য বলার গুরুত্ব বুঝিয়ে দিন
পরিবারে কিছু সহজ নিয়ম তৈরি করুন। যেমন, “আমরা সবসময় সত্য বলি, কারণ এতে সবার উপর বিশ্বাস থাকে।” নিয়মগুলো স্পষ্ট ও সহজভাবে বলুন।

৬.নিজের আচরণে সততার উদাহরণ দিন
আপনি নিজে যেমন আচরণ করবেন, সন্তান তা-ই শিখবে। তাই নিজের কথাবার্তায় ও কাজের মাধ্যমে সততা দেখান।

৭.সততা উদযাপন করুন
সন্তান যখন সত্য কথা বলবে। এমনকি যদি সেটা কোনো ভুলের কথা হয়,তখন তাকে প্রশংসা করুন। এতে সে বুঝবে, সত্য বলা ভালো কিছু।

৮.প্রতিটি ভুল থেকে শেখানোর সুযোগ নিন
শাস্তি না দিয়ে বুঝিয়ে বলুন, মিথ্যার কী পরিণাম হতে পারে। এতে শিশুর দায়িত্ববোধ বাড়ে।

শিশুর মিথ্যা বলা মানেই সে খারাপ হয়ে যাচ্ছে এমন ভাবার দরকার নেই। ধৈর্য, ভালোবাসা ও বোঝাপড়া দিয়ে তাকে সত্যের পথে নিয়ে আসা সম্ভব। মনে রাখবেন, সন্তান মানুষ করার পথটা দীর্ঘ কিন্তু সুন্দর। যেখানে ছোট ছোট প্রতিক্রিয়াও বড় প্রভাব ফেলে।

আপনার ভালোবাসা আর সচেতনতাই তাকে সত্যবাদী মানুষ করে তুলবে।

Address

Dhaka

Telephone

+8801405397931

Website

Alerts

Be the first to know and let us send you an email when 69bangla Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 69bangla Tv:

Share

Category