Asif Mahmud

Asif Mahmud Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Asif Mahmud, Digital creator, Dhaka.

21/09/2024

গত ১৬ বছরে ক্যাম্পাসে কয়েক হাজার শিক্ষার্থীকে নির্যাতন করেছে, হামলা করেছে ছাত্রলীগ। এসব ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়েছে শুধুমাত্র ২০১৭ সালের একটি ঘটনার। মামলা না করে যদি বিচার চাওয়া হয় তাহলে কিসের ভিত্তিতে বিচার হবে?

গত ১৬ বছরের ভিক্টিমদের সুনির্দিষ্ট তথ্য, হামলা কিংবা নির্যাতনের বিস্তারিত, অভিযুক্তের নিপীড়নের বিবরণসহ মামলা করার আহ্বান জানাচ্ছি।

বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরাও ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন, আপনারাও মামলা করুন যাতে করে কোন অপরাধী আবারও পুনর্বাসনের সুযোগ না পায়। তবে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মামলায় কারো নাম না দেওয়ার অনুরোধ থাকবে।

22/08/2024

কুমিল্লার গোমতী নদী বুড়বুড়িয়া মানে বুড়িচং উপজেলা সাইডে ভাঙ্গা পড়েছে বলে কনফার্ম হওয়া গেছে।

শত শত গ্রাম প্লাবিত হবে। সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার প্রস্তুতি নিন।

সময়: ১১.৫৭ মিনিট

অন্তত একটি শেয়ার করে উপকার করতে পারেন

22/08/2024

উপদেষ্টা হিসেবে আমার প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেব। সংকট মোকাবিলায় সকলে এগিয়ে আসুন।

ফেনীর ছাত্রদের খুনিনাম:আজগর ফকির গ্রাম: নৈরাজপুর,ফরহাদ নগর ইউনিয়ন, ওরফে >>রিপন চেয়াম্যানের দেহরক্ষীএভাবেই একেকটাকে তথ্য ...
20/08/2024

ফেনীর ছাত্রদের খুনি
নাম:আজগর ফকির গ্রাম: নৈরাজপুর,ফরহাদ নগর ইউনিয়ন, ওরফে >>রিপন চেয়াম্যানের দেহরক্ষী

এভাবেই একেকটাকে তথ্য উপাত্ত দিয়ে আইনের কাছে ধরিয়ে দিন

20/08/2024

আহ্ দারুন ১০টি সংগঠন
১. সুশীল লীগ
২. আফসোস লীগ
৩. আবেগ লীগ
৪. এমন স্বাধীনতা চেয়েছিলাম লীগ
৫. আগেই ভালো ছিলো লীগ
৬. বিনম্র শ্রদ্ধা লীগ
৭. গুজব লীগ
৮. হতাশা লীগ
৯.সনাতনী লীগ
১০.ডাকাত লীগ

মানবিকতার চরম বিপর্যয়ের মধ্যে আছে পুরো বাংলাদেশ। ছাত্রলীগ, আওয়ামিলীগের দেওয়া মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে বারবার যেতে হয়েছ...
17/08/2024

মানবিকতার চরম বিপর্যয়ের মধ্যে আছে পুরো বাংলাদেশ।
ছাত্রলীগ, আওয়ামিলীগের দেওয়া মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে বারবার যেতে হয়েছে এই লোহার খাঁচায়। শুনানি-হাজিরায় ছোট্ট একটা খাঁচায় আমাদের ২৪ জনকে ঢোকাতো।

বাংলাদেশ থেকে সকল অমানবিক, ফ্যাসিবাদী উপকরণ উপড়ে ফেলা হবে।

13/08/2024

লড়াই সার্বজনীন

#আসিফ_মাহমুদ

13/08/2024

ছাত্র রাজনীতি নয়, প্রয়োজন রাজনৈতিক সচেতনতা। ক্যাডারভিত্তিক বাহিনী বানানো, নির্যাতন-নিপীড়ন, লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছি।

ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকাতেই ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে লড়াই সম্ভব হয়েছে। ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকলে পথ হারাবে না বাংলাদেশ।

ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্র নেতৃত্ব নির্বাচিত হবে। পেশিশক্তির রাজনীতি, নির্যাতন-নিপীড়নের রাজনীতি, লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির পতনের সময় এসেছে।

#আসিফ_মাহমুদ

একটি ভাইরাল ভিডিওতে গনহত্যার অন্যতম হুকুমদাতা সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীকে যেই পুলিশ অফিসার নিজের করা খুনের বর্ণনা দিচ্ছিল...
12/08/2024

একটি ভাইরাল ভিডিওতে গনহত্যার অন্যতম হুকুমদাতা সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীকে যেই পুলিশ অফিসার নিজের করা খুনের বর্ণনা দিচ্ছিলেন তিনি হলেন ২৭ তম ব্যাচের পুলিশ ক্যাডার মোহাম্মদ ইকবাল হোসাইন। বর্তমানে মনে হয় ঢাকার ওয়ারীতে কর্মরত এডিসি হিসেবে।

ওই ভিডিওতে তাকে বলতে শুনা যায়,"গুলি করে করে লাশ নামানো লাগসে স্যার। গুলি করি, মরে একটা, একটাই যায় স্যার। বাকিরা যায়না।"

২০২০ সালে মেজর সিনহা হত্যার সময় সে কক্সবাজারে এএসপি হিসেবে কর্মরত ছিল। আশ্চর্যের ব্যাপার হচ্ছে ২০২০ সালে তার বীরোচিত কর্মকান্ডের জন্য সে ২০২২ সালে এসে বিপিএম সেবা পদকের জন্য মনোনীত হয়।

#পিনাকি_ভট্টাচার্য

12/08/2024

১৫ ই আগস্টকে কেন্দ্র করে জুলাই-আগস্ট হত্যাকান্ডের হুকুমের আসামিরা ফিরে আসার ষড়যন্ত্রে লিপ্ত।

পরাজিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্রকে রুখে দিতে ছাত্র-জনতাকে রাজপথে থাকতে হবে। হত্যাকান্ডের সাথে জড়িতদের নামে মামলা করুন, সরকার দ্রুত ব্যবস্থা নিবে।

#আসিফ_মাহমুদ

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asif Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share