Creative Masum

Creative Masum HI, I'm Md Masum Billah, I am Graphics Designer and Digital Marketer. I try to design and Marketing better all the time. Graphic Design

30/03/2025

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!
ঈদ মোবারক 🌙❤️

27/09/2023

আজ ২৮ সেপ্টেম্বর
বৃহস্পতিবার ১২ রবিউল আউয়াল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) এর জন্মদিন।💖
আলহামদুলিল্লাহ্।

27/09/2023

বিশ্বকাপে ৫ ম্যাচ খেলবো -এটা কখনো বলি নাই, ফিজিও রিপোর্টে আমি ফিট ছিলাম,

বিশ্বকাপে কাপে মিডল অর্ডারে ব্যাট করতে বলেছিল বিসিবি, ১৭ বছর ধরে ওপেনিং করছি, এটা মেনে নেয়া সম্ভব হয়নি। আমি ক্যারিয়ারে ২-৩ পজিশনেও ব্যাট করি নাই"
ভক্ত সমর্থকদের উদ্দেশ্যে "আমাকে মনে রাইখেন, ভুলে যাইয়েন না "
-তামিম ইকবাল

New Interior design    Creative Masum        Creative Masum
25/09/2023

New Interior design
Creative Masum Creative Masum

what a beauty Background beside coffee....
21/09/2023

what a beauty Background beside coffee....

  Creative Masum
04/09/2023

Creative Masum

14/08/2023

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন😭😭

কোরআনের পাখি ৮:৪০-এ দুনিয়ার সফর শেষ করেছেন....

ঢাকা শহর সহ পুরো বাংলাদেশ কাপিয়ে উঠলো ভুমিকম্পে ৮ঃ৫১ মিনিটে
আল্লাহ তায়ালা আমাদের হেফাজত করুন 🙏😭😭
#আল্লামাসাঈদী #কুরআনেরপাখি

01/08/2023

প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে চাইলে,
আপনাকে পাঁচটি স্টেপ ফলো করতে হবে।

সফটওয়্যার হিসেবে শিখতে পারেন-
+ এডোবি ফটোশপ।
+ এডোবি ইলাস্ট্রেটর।

প্রথম স্টেপে কিছু বিষয় মুখস্থ করে ফেলবেন-
+ সবগুলো টুলের নাম।
+ সবগুলো টুলের আইকন ফেইস।

দ্বিতীয় স্টেপে
+ প্রত্যেকটি টুলের মিনিমান ১টি করে কাজ শিখুন।
+ প্রয়োজনীয় প্যানেলগুলোর ব্যবহার শিখুন।

তৃতীয় স্টেপে আপনাকে শিখতে হবে-
+ ফাইল, ইডিট থেকে শুরু করে যতগুলো মেনুবার আছে, শিখে নিন।
+ বিভিন্ন ব্যবহারিক ফাংশন ও খুঁটিনাটি ব্যাপারগুলো শিখুন।

চতুর্থ স্টেপে আপনাকে শিখতে হবে-
+ কালার ম্যাচিং, কালার থিউরি ও কালার মিনিং ইত্যাদি।
+ ডিজাইন প্রিন্সিপাল ও ডিজাইন বিউটি হ্যাক্স ইত্যাদি।
+ ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরীর ফর্মূলা।

পঞ্চম স্টেপে আপনাকে শিখতে হবে-
+ কমার্শিয়াল কমিউনিকেশন।
+ কাস্টমার ম্যানেজ এন্ড হ্যান্ডেলিং।
+ মার্কেটপ্লেস ।

সার্ভিসের জন্য যেভাবে প্রস্তুত হবেন-
# আপনাকে চমৎকার কিছু সমন্বয়ে একটি প্রাথমিক পোর্টফোলিও তৈরি করতে হবে, কনফিডেন্ট লেভেলও বাড়বে।
# কাজের কোয়ালিটি অনুযায়ী একটি রিজনেবল প্রাইজলিস্ট তৈরী করতে হবে, এতে প্রাইজ বিষয় আপনার ইতস্ততা দূর হবে।

সবকিছুর ওয়েল অর্গানাইজের জন্য-
মেইনটেইন করতে হবে রুটিন এন্ড সেলফ ইমপ্রুভমেন্ট রুলস।

এই সিম্পল বিষয়গুলো খেয়াল রাখলে-
আপনার ডিজাইন শেখার জার্নি অনেক সুন্দর হবে এবং একটি স্মার্ট ও আরামদায়ক ক্যারিয়ার উপভোগ করতে পারবেন। ইনআল্লাহ

গ্রাফিক ডিজাইন একটি পরিপূর্ণ স্কিল। আপনি নিশ্চয়ই জানেন, কোন একটি স্কিলে দক্ষ হওয়ার জন্য দীর্ঘ সময় দিতে হয়। শেখার তো কোন শেষ নেই, প্রতিনিয়তই নতুন-নতুন বিষয় সামনে আসতে থাকে এবং আমরা শিখতেই থাকি।

আপনি যেহেতু স্কিল শিখতে চাচ্ছেন, এজন্য আপনাকে প্রথমে সময় নির্ধারণ করতে হবে- শেখার জন্য আপনি আসলে কতদিন সময় দিতে পারবেন ? যদি আপনার হাতে ছয় মাস বা এক বছরের সময় থাকে, তাহলে অবশ্যই আপনি ছয় মাস বা বছরের জন্য প্ল্যান করবেন।

আর যদি আপনার হাতে খুব বেশি সময় না থাকে, তাহলে মিনিমাম তিন মাসের জন্য- প্ল্যান করতে হবে। তবে এই ক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণ হার্ডওয়ার করতে হবে, প্রতিদিন মিনিমাম ৫ থেকে ৭ ঘন্টা সময় দিতে হবে, শেখাও প্র্যাকটিস করার জন্য।

আপনি নিজে নিজে ঘরে বসে গ্রাফিক ডিজাইন শিখতে চাইলে, এতক্ষণ যেই নিয়মগুলো বললাম এগুলো আপনাকে হেল্প করবে।
©©

28/06/2023

Creative Masum পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক 🌟🌙

Address

Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Creative Masum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Creative Masum:

Share