01/08/2023
প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে চাইলে,
আপনাকে পাঁচটি স্টেপ ফলো করতে হবে।
সফটওয়্যার হিসেবে শিখতে পারেন-
+ এডোবি ফটোশপ।
+ এডোবি ইলাস্ট্রেটর।
প্রথম স্টেপে কিছু বিষয় মুখস্থ করে ফেলবেন-
+ সবগুলো টুলের নাম।
+ সবগুলো টুলের আইকন ফেইস।
দ্বিতীয় স্টেপে
+ প্রত্যেকটি টুলের মিনিমান ১টি করে কাজ শিখুন।
+ প্রয়োজনীয় প্যানেলগুলোর ব্যবহার শিখুন।
তৃতীয় স্টেপে আপনাকে শিখতে হবে-
+ ফাইল, ইডিট থেকে শুরু করে যতগুলো মেনুবার আছে, শিখে নিন।
+ বিভিন্ন ব্যবহারিক ফাংশন ও খুঁটিনাটি ব্যাপারগুলো শিখুন।
চতুর্থ স্টেপে আপনাকে শিখতে হবে-
+ কালার ম্যাচিং, কালার থিউরি ও কালার মিনিং ইত্যাদি।
+ ডিজাইন প্রিন্সিপাল ও ডিজাইন বিউটি হ্যাক্স ইত্যাদি।
+ ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরীর ফর্মূলা।
পঞ্চম স্টেপে আপনাকে শিখতে হবে-
+ কমার্শিয়াল কমিউনিকেশন।
+ কাস্টমার ম্যানেজ এন্ড হ্যান্ডেলিং।
+ মার্কেটপ্লেস ।
সার্ভিসের জন্য যেভাবে প্রস্তুত হবেন-
# আপনাকে চমৎকার কিছু সমন্বয়ে একটি প্রাথমিক পোর্টফোলিও তৈরি করতে হবে, কনফিডেন্ট লেভেলও বাড়বে।
# কাজের কোয়ালিটি অনুযায়ী একটি রিজনেবল প্রাইজলিস্ট তৈরী করতে হবে, এতে প্রাইজ বিষয় আপনার ইতস্ততা দূর হবে।
সবকিছুর ওয়েল অর্গানাইজের জন্য-
মেইনটেইন করতে হবে রুটিন এন্ড সেলফ ইমপ্রুভমেন্ট রুলস।
এই সিম্পল বিষয়গুলো খেয়াল রাখলে-
আপনার ডিজাইন শেখার জার্নি অনেক সুন্দর হবে এবং একটি স্মার্ট ও আরামদায়ক ক্যারিয়ার উপভোগ করতে পারবেন। ইনআল্লাহ
গ্রাফিক ডিজাইন একটি পরিপূর্ণ স্কিল। আপনি নিশ্চয়ই জানেন, কোন একটি স্কিলে দক্ষ হওয়ার জন্য দীর্ঘ সময় দিতে হয়। শেখার তো কোন শেষ নেই, প্রতিনিয়তই নতুন-নতুন বিষয় সামনে আসতে থাকে এবং আমরা শিখতেই থাকি।
আপনি যেহেতু স্কিল শিখতে চাচ্ছেন, এজন্য আপনাকে প্রথমে সময় নির্ধারণ করতে হবে- শেখার জন্য আপনি আসলে কতদিন সময় দিতে পারবেন ? যদি আপনার হাতে ছয় মাস বা এক বছরের সময় থাকে, তাহলে অবশ্যই আপনি ছয় মাস বা বছরের জন্য প্ল্যান করবেন।
আর যদি আপনার হাতে খুব বেশি সময় না থাকে, তাহলে মিনিমাম তিন মাসের জন্য- প্ল্যান করতে হবে। তবে এই ক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণ হার্ডওয়ার করতে হবে, প্রতিদিন মিনিমাম ৫ থেকে ৭ ঘন্টা সময় দিতে হবে, শেখাও প্র্যাকটিস করার জন্য।
আপনি নিজে নিজে ঘরে বসে গ্রাফিক ডিজাইন শিখতে চাইলে, এতক্ষণ যেই নিয়মগুলো বললাম এগুলো আপনাকে হেল্প করবে।
©©