24/11/2025
৮১' ট্র্যাজেডির পর একটা সময়ে দিশেহারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব গ্রহন করেন একজন গৃহবধু- বেগম খালেদা জিয়া। দলের এবং দেশের ভিতরে বাইরে সমস্ত ষড়যন্ত্রের নাগপাশ ছিন্ন করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। দেশের রাজনীতিতে তিনি হয়ে যান আপোষহীন গণতান্ত্রিক নেত্রী। শহীদ জিয়ার হাতে গড়া দল বিএনপি'কে নিয়ে যান মানুষের অন্তরের অন্তস্থলে।
নিজের ব্যক্তিজীবনের সমস্ত যন্ত্রনা সয়ে গেছেন নীলকন্ঠী'র মতন। দেশের মানুষকে ছেড়ে চলে যাননি, এই দেশকেই মেনেছেন নিজের ঠিকানা। শহীদ জিয়া এবং বেগম জিয়ার গড়া স্বপ্নের দল বিএনপি অন্য কোন নেতার কারনে বা কারিশমায় জনগণের দলে পরিনত হয়নি।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক। বাংলাদেশের মানুষের মনিকোঠায় বেগম জিয়ার স্থান চির অম্লান। বেগম জিয়ার সাথে বেশ অনেকটা সময় রাজনীতির মাঠে কাজ করার সুযোগ পেয়েছি, স্নেহ পেয়েছি। আমি উনার চির গুণমুগ্ধ একজন অনুগত জাতীয়তাবাদী। ম্যাডামের শারীরিক অবস্থা একটু নাজুক। দেশের সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য স্বার্থপরের মতই চাই- বেগম জিয়া সুস্থ্য হয়ে উঠুন। আপনার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করি ম্যাডাম। মহান আল্লাহ্ আপনার সহায় হউন। আমিন।
ভালবাসা অবিরাম...
fans BNP