Story Of Zara

Story Of Zara আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য!🙂
(1)

03/08/2025

একটা অনুরোধ করি, নিজের সন্তানকে নিয়ে অন্যের কাছে কখনো সমালোচনা করবেন না...এমনকি আপনার ভাই বোন, বাবা, মায়ের কাছেও না..পৃথিবীতে একটা সন্তান সবচেয়ে বেশি কষ্ট পায় যখন তার বাবা-মা তার সম্পর্কে অন্য কারো কাছে নেগেটিভ কথা বলে ! 😥

আজ আপনি যার কাছে আপনার সন্তান সম্পর্কে দুঃখ প্রকাশ করছেন, হয়তো তিনি তার সন্তানকে নিয়ে আপনার চাইতেও বেশি হতাশ, তবে তিনি এতটা বোকা নন যে তিনি তার নিজের সন্তানকে আপনার সামনে ছোট করবে। 🙂

মনে রাখবেন, সন্তানের সাথে বাবা মায়ের সম্পর্কটা কখনোই কোন স্বার্থের হতে পারে না, প্রতিটি সন্তানই একেকটা আলাদা মানুষ। তার নিজস্ব চিন্তার সাথে আপনার চিন্তার নাও মিল থাকতে পারে, তাই বলে কোন সুস্থ্য সন্তানই তার বাবা মা কে পৃথিবীর কারো সামনে ছোট হতে দিতে পারে না , তেমনি আমরা যারা বাবা মা হয়েছি, আমাদের সন্তানদেরকে কোন অবস্থাতেই অন্যের সামনে ছোট করা উচিত নয়।
cp post

মাশাল্লাহ 💗অপুর পোস্ট এর অপেক্ষায় আছি🫠
03/08/2025

মাশাল্লাহ 💗
অপুর পোস্ট এর অপেক্ষায় আছি🫠

পর কখনো আপন হয় না শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি 😥 আজ আপনার কিছু হোক বা অসুস্থ হন আপনার বাবা ভাই কখনো চোখের পাতা এক করতে ...
02/08/2025

পর কখনো আপন হয় না শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি 😥

আজ আপনার কিছু হোক বা অসুস্থ হন আপনার বাবা ভাই কখনো
চোখের পাতা এক করতে পারবে না আপনাকে কষ্টে ছটফট করতে দেখলে
তারা শান্তই হতে পারবে না যতখন না পর্যন্ত আপনি একটু সুস্থ হবেন শান্ত হয়ে ঘুমাবেন কারন তারা আপনার আপন।
আর পর মানুষেরা আপনাকে যন্ত্রণায় ছটফট করতে দেখেও নিশ্চিন্তে সুন্দর একটা ঘুম দিতে পারে তাদের কোনো চিন্তাই নেই আপনি বাঁচলেন নাকি মরলেন
কারন তারা আপনার পর আপনি যতই আপন মানুষের তকমা লাগিয়ে দেন না কেনো কখনোই আপন হবে না তিতা হলেও এটাই সত্যি 🙂

02/08/2025

মাইগ্রেন যার আছে তার আলাদা
কোনো শত্রুর প্রয়োজন হয় না 😥

01/08/2025

বাবা তোমায় এতো কেন মনে পড়ে আজকাল
তোমার মতো করে কেউ কেনো ভালোবাসে না।
তুমি বলতে না এতো আব্দার করিস পরে কি করবি দেখো বাবা আমি আব্দার করতে ভুলে গেছি। বড় হয়ে গেছি আমি কেউ আর এখন পছন্দের কিছুর খোজ রাখে না 😥বাবা তুমিও চলে গেলে আমার যত্ন নেওয়াটাও নিয়ে গেলে সাথে করে। এখন বন্ধুরা আমাকে দেখলে উপহাস করে তখন আমার অনেক খারাপ লাগে ভেতরটা ফেটে যায় কিছু বলতে পারি না😥
জানো বাবা তোমার কত টাকা নষ্ট করেছি তুমি বলতে মেয়েটা আর হিসাবি হইলো না তোমার টাকার কোনো হিসাব দিতে হতো না যেভাবে মন চায় খরচ করতাম।
মাস এর শুরুতেই আমার জন্য আলাদা টাকা রাখতে না জানি মেয়ে কি চেয়ে বসে।
এখন আমি অনেক হিসাবি নিজের জন্য আর খরচ করা হয় না ইচ্ছে মতো কোথাও ঘুড়তে যাওয়া হয় এখন আমি ঘরের এক কোনায় পরে থাকি।
তুমি সেই যে গেলে আর এলে না আমার জীবটাও এলোমেলো হয়ে গেলো।
তুমি থাকলে এসব কছুই হতো না।
জানো বাবা অন্যের কথা ভাবতে ভাবতে নিজেকে নিয়ে আর ভাবা হয়ে ওঠেনি নিজের জন্য কিছু করাও হয় নি। এখন আফসোস হয় কেনো নিজেকে নিঃস্ব করে পরের জন্য এতো করতে গেলাম।অন্যের কথা এতো ভেবেছি বলেই হয়তো এখন নিজের কপালে কিছু নেই 🙂পরের টাকা খরচ করা অনেক কষ্টের।
এখনো শুধু দিয়েই গেলাম বিনিময়ে কিছুই পেলাম না🙂
অবহেলা অপমান আমার নিত্যদিনের সঙ্গী😥
মৃত্যুর আগে বোধয় আর দেখা হবে না বাবা তেমার মেয়ের শরীরে রোগ দিয়ে আসতে আসতে ছেয়ে যাচ্ছে। আমার মৃত্যু বোধয় নিকটে।
আল্লাহ তোমার অধৈর্য মেয়েকে অনেক ধৈয্য দিয়েছে এটাই তো চাইতে তুমি
যেখানেই থাকো ভালো থেকো বাবা 💗

বাবার পরে মেয়েদের আপন কেউ হয় না 😥যদিও কেও হয় সেটা শুধুমাত্র নিজ সার্থে🙂This is true.
31/07/2025

বাবার পরে মেয়েদের আপন কেউ হয় না 😥
যদিও কেও হয় সেটা শুধুমাত্র নিজ সার্থে🙂
This is true.

আমি লাইভে আসলে কে কে আড্ডা দিতে চলে আসবেন      কমেন্ট করুন 😊
31/07/2025

আমি লাইভে আসলে কে কে আড্ডা দিতে চলে আসবেন
কমেন্ট করুন 😊

💗
30/07/2025

💗

তোমার আমি💗🫠
30/07/2025

তোমার আমি💗🫠

29/07/2025

💗 সুন্দরী বান্ধবীর সাথে এক টুকরো বিকেল
অবশ্য এটা অনেকদিন আগের ভিডিও 😊


আমাদের সেই পিচ্চি 💗
28/07/2025

আমাদের সেই পিচ্চি 💗

26/07/2025

এতো অসুস্থতা আর নিতে পারছি না 😥

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Story Of Zara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category