03/03/2025
Please send your Zakat Money in UCEP's Zakat Fund. যাকাত দিয়ে নিজের সম্পদকে পবিত্র করে নিন। পিছিয়ে পড়া হতদরিদ্র মানুষের পাশে থেকে কাজ করার অনুভূতি অন্যরকম।
#যাকাত
আপনার যাকাতের মাধ্যমে বদলে যেতে পারে অসংখ্য জীবন। সুবিধাবঞ্চিত মুসলিম শিশু ও যুবাদের শিক্ষাগত ও দক্ষতা উন্নয়ন এবং তাদের কর্মসংস্থান নিশ্চিত করে দারিদ্র্য দূরীকরণে আপনার যাকাতের ভূমিকা অনন্য। ইউসেপ বাংলাদেশ একটি বিশেষ ‘শরিয়াহ বোর্ড’-এর তত্ত্বাবধানে যাকাতের অর্থের সঠিক ও ন্যায়সঙ্গত ব্যয় নিশ্চিত করে, যাতে এর প্রকৃত প্রাপকদের কাছে পৌঁছে যথাযথভাবে ব্যবহৃত হয়।
আপনার যাকাতের মাধ্যমে গড়ে তুলুন আলোকিত ও দারিদ্র্যমুক্ত ভবিষ্যৎ।
Transform lives and create a brighter, poverty-free future through your Zakat. Your Zakat empowers disadvantaged youth with education, skills, and employment opportunities. UCEP Bangladesh ensures the proper and just use of Zakat funds under the supervision of a special "Shariah Board," ensuring that the funds reach the rightful recipients and are utilized appropriately.