Umesh Blogs 01

Umesh Blogs 01 1. Motivational speeches for success in life
2. General knowledge and maths
3. Practice English speaking skills
4. Health Tips
5. A Travel Blogger

কোন মহাদেশে কতটি দেশ।
09/10/2025

কোন মহাদেশে কতটি দেশ।

জেনে রাখা প্রয়োজন।
09/10/2025

জেনে রাখা প্রয়োজন।

গণিত জ্যামিতি কোণ সম্পর্কিত তথ্য
09/10/2025

গণিত জ্যামিতি কোণ সম্পর্কিত তথ্য

কখনো অন্যের কথা শুনে কাউকে বিচার করবেন না।
06/10/2025

কখনো অন্যের কথা শুনে কাউকে বিচার করবেন না।

মনে রাখবেন আপনার জীবনের জন্য।
06/10/2025

মনে রাখবেন আপনার জীবনের জন্য।

06/10/2025

সবাই বন্ধু না, সবাই শত্রুও না — সবাই ব্যস্ত নিজের স্বার্থে।

তুমি যদি ঠকতে না চাও, যদি বারবার হৃদয় ভাঙতে না চাও, তাহলে আগে একটুখানি বুঝে নাও — এই পৃথিবীতে সবাইকে এক চোখে দেখা যায় না। কেউ সত্যিই পাশে থাকে, আবার কেউ পাশে থাকার ভান করে — যতক্ষণ না তার প্রয়োজন ফুরায়। কেউ তোমার কাঁধে মাথা রাখে, আবার সেই একই মানুষ তোমার দুর্বলতাকে একদিন অস্ত্র বানাতে পারে। তাই শেখো — মানুষকে বুঝে চলা, সম্পর্ককে যাচাই করে এগোনো।

তুমি হয়তো নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করেছো, দিনের পর দিন, নিজেরটা না দেখে তারটা ভেবেছো। কিন্তু যখন তোমার একটু দরকার, তখন খেয়াল করো — অনেকেই হঠাৎ করেই ব্যস্ত হয়ে যায়, উদাসীন হয়ে যায়, অথবা একেবারেই হারিয়ে যায়। এটা তোমার দোষ না — এটাই বাস্তবতা। মানুষ নিজের দরকার ফুরালে সম্পর্কও ফেলে যায়। সেটা বন্ধুত্ব হোক, প্রেম হোক, বা সহকর্মিতার সম্পর্ক।

জীবনের একটা কঠিন সত্য হলো — সবাই মুখে মিষ্টি কথা বলবে, কিন্তু মনের ভিতর সবাই একরকম নয়। কারো হাসির পেছনে ঈর্ষা থাকে, কেউ আবার ভালোবাসার ছায়ায় স্বার্থ লুকিয়ে রাখে। তুমি যদি মানুষ চেনার চোখ তৈরি না করো, তাহলে মুখোশকে মুখ ভাববে, আর তাতেই ঠকবে বারবার। তাই কাউকে বিশ্বাস করার আগে ভাবো — সে তোমার পাশে আছে ভালোবাসা থেকে, নাকি প্রয়োজনে?

জানি, এই কথাগুলো একটু কঠিন, একটু তেতো — কিন্তু সত্য। এই সত্যটাই তোমাকে রক্ষা করবে। মানুষকে একশো ভাগ বিশ্বাস করার আগে বুঝে নাও, কে কেমন সময়ে কেমন থাকে। মানুষ চিনতে পারা একটা দক্ষতা, আর নিজেকে আগলে রাখা একটা দায়িত্ব। মনে রেখো, সবাই খারাপ না, আবার সবাই ভালোও না। সবাই নিজের মতো করে চলে — নিজের স্বার্থ, সুবিধা আর শান্তির পেছনে।

তাই আজ থেকে একটু বদলে যাও — কষ্ট পেয়ে নয়, বুদ্ধিমান হয়ে। কাউকে ভালোবাসো, পাশে দাঁড়াও, সম্মান দাও — কিন্তু নিজের অস্তিত্ব বিসর্জন দিয়ে নয়। নিজেকে হারিয়ে নয়। কারণ দিন শেষে, যদি তুমি নিজেই নিজের পাশে না থাকো, তবে আর কেউই থাকবে না।

02/10/2025

নিজের উন্নতি ও মর্যাদা বজায় রাখার জন্য ২০টি টিপস

১. যারা আপনাকে খোঁজে না, তাদের পিছনে দৌড়ানো বন্ধ করুন।
২. কারও কাছ থেকে ভিক্ষার মতো কিছু চাইবেন না।
৩. প্রয়োজনের বাইরে অযথা কথা বলবেন না।
৪. কেউ অসম্মান করলে সাথে সাথে সীমা টেনে দিবেন।
৫. অন্যের জিনিস নিজের চেয়ে বেশি ব্যবহার করবেন না।
৬. যাদের কাছে দিয় থাকেন কিন্তু প্রতিদান পান না, তাদের সাথে মেলামেশা কমান।
৭. নিজের উপর বিনিয়োগ করুন,, নিজেকেই খুশি রাখুন।
৮. অন্যদের নিয়ে গসিপ বন্ধ করুন।
৯. বলার আগে ভেবে নিবেন —আপনার কথাই আপনার আসল মূল্য নির্ধারণ করে।
১০. সর্বদা নিজের সেরা ভার্সনটা দেখান—পোশাক ও ব্যক্তিত্বে।
১১. লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকুন, সফলতার দিকে মন দেন।
১২. সময়কে সম্মান করুন, অপচয় করবেন না।
১৩. যেখানে সম্মান বা মূল্য নেই, সেখান থেকে বের হয়ে আসুন।
১৪. নিজের উপর টাকা খরচ করুন—এভাবেই অন্যরা আপনাকে মূল্য দিবেন।
১৫. মাঝে মাঝে নিজেকে দুর্লভ করে তুলুন।
১৬. গ্রহীতার চেয়ে দাতা হওয়ার চেষ্টা করুন।
১৭. যেখান থেকে আমন্ত্রণ নেই সেখানে যাবেন না।
18. মানুষের সাথে ঠিক ততটাই আচরণ করুন, যতটা তারা প্রাপ্য।
19. যদি টাকা ধার না থাকে তবে কাউকে দু’বারের বেশি ফোন করবেন না। যারা আপনাকে গুরুত্ব দেবেন, তারা নিজেই ফিরে আসবেন।
20. যা করো তাতে দক্ষ হন, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করুন।

সোশ্যাল মিডিয়ার আবিস্কার সাল
01/10/2025

সোশ্যাল মিডিয়ার আবিস্কার সাল

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রাচীন নাম।
01/10/2025

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রাচীন নাম।

দুধ চা খেলে শরীরের যেসব ক্ষতি হয় জেনে রাখুন।
01/10/2025

দুধ চা খেলে শরীরের যেসব ক্ষতি হয় জেনে রাখুন।

অজানা তথ্য জেনে রাখুন।
01/10/2025

অজানা তথ্য জেনে রাখুন।

বাংলাদেশ বিষয়াবলী জেনে রাখুন।
01/10/2025

বাংলাদেশ বিষয়াবলী জেনে রাখুন।

Address

Khagrachari
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Umesh Blogs 01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share