06/10/2025
সবাই বন্ধু না, সবাই শত্রুও না — সবাই ব্যস্ত নিজের স্বার্থে।
তুমি যদি ঠকতে না চাও, যদি বারবার হৃদয় ভাঙতে না চাও, তাহলে আগে একটুখানি বুঝে নাও — এই পৃথিবীতে সবাইকে এক চোখে দেখা যায় না। কেউ সত্যিই পাশে থাকে, আবার কেউ পাশে থাকার ভান করে — যতক্ষণ না তার প্রয়োজন ফুরায়। কেউ তোমার কাঁধে মাথা রাখে, আবার সেই একই মানুষ তোমার দুর্বলতাকে একদিন অস্ত্র বানাতে পারে। তাই শেখো — মানুষকে বুঝে চলা, সম্পর্ককে যাচাই করে এগোনো।
তুমি হয়তো নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করেছো, দিনের পর দিন, নিজেরটা না দেখে তারটা ভেবেছো। কিন্তু যখন তোমার একটু দরকার, তখন খেয়াল করো — অনেকেই হঠাৎ করেই ব্যস্ত হয়ে যায়, উদাসীন হয়ে যায়, অথবা একেবারেই হারিয়ে যায়। এটা তোমার দোষ না — এটাই বাস্তবতা। মানুষ নিজের দরকার ফুরালে সম্পর্কও ফেলে যায়। সেটা বন্ধুত্ব হোক, প্রেম হোক, বা সহকর্মিতার সম্পর্ক।
জীবনের একটা কঠিন সত্য হলো — সবাই মুখে মিষ্টি কথা বলবে, কিন্তু মনের ভিতর সবাই একরকম নয়। কারো হাসির পেছনে ঈর্ষা থাকে, কেউ আবার ভালোবাসার ছায়ায় স্বার্থ লুকিয়ে রাখে। তুমি যদি মানুষ চেনার চোখ তৈরি না করো, তাহলে মুখোশকে মুখ ভাববে, আর তাতেই ঠকবে বারবার। তাই কাউকে বিশ্বাস করার আগে ভাবো — সে তোমার পাশে আছে ভালোবাসা থেকে, নাকি প্রয়োজনে?
জানি, এই কথাগুলো একটু কঠিন, একটু তেতো — কিন্তু সত্য। এই সত্যটাই তোমাকে রক্ষা করবে। মানুষকে একশো ভাগ বিশ্বাস করার আগে বুঝে নাও, কে কেমন সময়ে কেমন থাকে। মানুষ চিনতে পারা একটা দক্ষতা, আর নিজেকে আগলে রাখা একটা দায়িত্ব। মনে রেখো, সবাই খারাপ না, আবার সবাই ভালোও না। সবাই নিজের মতো করে চলে — নিজের স্বার্থ, সুবিধা আর শান্তির পেছনে।
তাই আজ থেকে একটু বদলে যাও — কষ্ট পেয়ে নয়, বুদ্ধিমান হয়ে। কাউকে ভালোবাসো, পাশে দাঁড়াও, সম্মান দাও — কিন্তু নিজের অস্তিত্ব বিসর্জন দিয়ে নয়। নিজেকে হারিয়ে নয়। কারণ দিন শেষে, যদি তুমি নিজেই নিজের পাশে না থাকো, তবে আর কেউই থাকবে না।