Abdur Rouf Official

Abdur Rouf Official " হে অন্তরের পরিবর্তনকারী আমার অন্তরকে দ্বীনের উপর অবিচল রাখুন 🤲
(11)

25/10/2025

মরুভূমির মাঠে জিরাফ।

🌸 সুবহানাল্লাহ! কত গভীর ও হৃদয় ছুঁয়ে যাওয়া একটি কথা! 🌸✨ ইসলামিক স্ট্যাটাস ✨সফল তো সেদিনই হবো,যেদিন আল্লাহ তায়ালা বলবেন —...
25/10/2025

🌸 সুবহানাল্লাহ! কত গভীর ও হৃদয় ছুঁয়ে যাওয়া একটি কথা! 🌸

✨ ইসলামিক স্ট্যাটাস ✨
সফল তো সেদিনই হবো,
যেদিন আল্লাহ তায়ালা বলবেন —
"হে আমার বান্দা!
তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিলাম,
আর জান্নাতে প্রবেশের অনুমতি দিলাম।" 💖
— এটাই প্রকৃত সফলতা।

25/10/2025

পূর্নিযান হেলিকপ্টার।

🌿 ১. ভোরের হাওয়াতে আছে জান্নাতি এক সুখ,যে মন ফজরে জাগে, সে মন পায় আল্লাহর মুখ।🌸 ২. ফজরের নামাজেই লুকিয়ে আছে দিনের বরকত,য...
25/10/2025

🌿 ১. ভোরের হাওয়াতে আছে জান্নাতি এক সুখ,
যে মন ফজরে জাগে, সে মন পায় আল্লাহর মুখ।

🌸 ২. ফজরের নামাজেই লুকিয়ে আছে দিনের বরকত,
যে তা আদায় করে, তার জীবনে নেমে আসে রহমত।

☁️ ৩. ভোরের আলো বলে —
“আজও আল্লাহ তোমাকে জীবন দিয়েছে, যেন তুমি তওবা করো।”

🌼 ৪. সূর্য ওঠার আগে যারা সিজদায় ঝুঁকে পড়ে,
আল্লাহ তাঁদের জন্য জান্নাত সাজিয়ে রাখেন।

🌺 ৫. ভোরের নিস্তব্ধতায় আল্লাহর নাম নাও,
দেখবে দুঃখ গলে যাবে শিশিরের মতো।

🌙 ৬. যে ভোরে আল্লাহকে স্মরণ করে,
তার দিন হয় শান্তিতে ভরা, আর হৃদয় হয় প্রশান্তিতে ভাসা।

💫 ৭. ফজরের আজান মানে —
আল্লাহ তোমাকে ডাকছেন জান্নাতের পথে।

24/10/2025

জেব্রা টি দেখে কেমন।

রাসুলুল্লাহ ﷺ বলেছেন—> "যে ব্যক্তি জুমার দিনে গোসল করে, তারপর মসজিদে যায়, মনোযোগ দিয়ে খুতবা শোনে ও চুপ থাকে, তার এ জুমা ...
24/10/2025

রাসুলুল্লাহ ﷺ বলেছেন—

> "যে ব্যক্তি জুমার দিনে গোসল করে, তারপর মসজিদে যায়, মনোযোগ দিয়ে খুতবা শোনে ও চুপ থাকে, তার এ জুমা থেকে পরের জুমা পর্যন্ত এবং অতিরিক্ত তিন দিনের গুনাহ মাফ করে দেওয়া হয়।"
(সহিহ মুসলিম ৮৫৭)

📿 অর্থাৎ:
জুমার দিন আল্লাহ তায়ালার রহমত ও মাফের দরজা উন্মুক্ত থাকে। এটি এক সপ্তাহের গুনাহ মোচনের মহান সুযোগ।

তাই বলা যায়—
🌙 “শুক্রবার মানে গুনাহ মাফের আরেকটা সুযোগ, জান্নাতের পথে এক নতুন শুরু।

24/10/2025

প্রচলিত জাল হাদিস।

“গরীবের হজ্জ জুমার দিন” — এই কথাটি অনেক সময় লোকমুখে শোনা যায়, তবে এটি কোনো হাদীস নয়। অর্থাৎ, রাসূলুল্লাহ ﷺ এই কথা বলেননি...
24/10/2025

“গরীবের হজ্জ জুমার দিন” — এই কথাটি অনেক সময় লোকমুখে শোনা যায়, তবে এটি কোনো হাদীস নয়। অর্থাৎ, রাসূলুল্লাহ ﷺ এই কথা বলেননি।

তবে এর অর্থটা সুন্দর ও শিক্ষণীয়। কেননা, সহীহ হাদীসগুলোতে জুমার দিনের অনেক ফজিলত বর্ণিত হয়েছে, যেমন—

🔹 রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

> "সূর্য উদিত হয়েছে এমন দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিনেই আদম (আঃ) সৃষ্টি হয়েছিলেন, এই দিনেই তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং এই দিনেই তাঁকে জান্নাত থেকে বের করা হয়েছিল। আর কিয়ামতও এই দিনেই সংঘটিত হবে।"
📚 সহীহ মুসলিম, হাদীস: 854

🔹 আবার হাদীসে এসেছে—

> "যে ব্যক্তি সুন্দরভাবে অজু করে জুমার নামাজের জন্য যায়, মনোযোগ দিয়ে খুতবা শোনে, অনর্থক কাজ করে না, তার এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত গুনাহ মাফ হয়ে যায়, সাথে তিন দিনের অতিরিক্ত গুনাহও।"
📚 সহীহ মুসলিম, হাদীস: 857

🕌 অর্থাৎ: জুমার দিনে নামাজ, দোয়া, ইস্তেগফার ও সওয়াব অর্জনের সুযোগ এত বেশি যে, এটি গরীব মুসলমানদের জন্য একপ্রকার “হজ্জের বিকল্প ফজিলতের দিন” বলা যায় — তবে সেটি কেবল অর্থের দিক থেকে তুলনামূলকভাবে, হাদীস নয়।

---

সংক্ষেপে:

> “গরীবের হজ্জ জুমার দিন” — কথাটি হাদীস নয়, বরং সাধারণভাবে প্রচলিত একটি অর্থবহ বাণী, যা জুমার দিনের ফজিলত বোঝাতে বলা হয়।

23/10/2025

ভাগ্যের খেলা বদলায়।

🌿 ১️⃣ নবী ﷺ বলেছেন:> “মুমিনের পরিপূর্ণ ঈমান সেই ব্যক্তির, যার চরিত্র উত্তম।”(সূত্র: তিরমিজি, হাদীস ১১৬২)🌿 ২️⃣ আরেক হাদীস...
23/10/2025

🌿 ১️⃣ নবী ﷺ বলেছেন:

> “মুমিনের পরিপূর্ণ ঈমান সেই ব্যক্তির, যার চরিত্র উত্তম।”
(সূত্র: তিরমিজি, হাদীস ১১৬২)

🌿 ২️⃣ আরেক হাদীসে রাসূল ﷺ বলেছেন:

> “তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার নিকটতম হবে কিয়ামতের দিন, যার চরিত্র সবচেয়ে উত্তম।”
(সূত্র: তিরমিজি, হাদীস ২০১৮)

🌿 ৩️⃣ উত্তম চরিত্রের মাধ্যমে জান্নাত লাভ সহজ হয়

> নবী ﷺ বলেছেন, “মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করায় আল্লাহভীতি (তাকওয়া) ও উত্তম চরিত্র।”
(সূত্র: তিরমিজি, হাদীস ২০০৪)

🌿 ৪️⃣ উত্তম চরিত্রের ওজন অনেক ভারী হবে কিয়ামতের দিনে

> “কিয়ামতের দিন মিজানে উত্তম চরিত্রের চেয়ে ভারী কিছু থাকবে না।”
(সূত্র: আবু দাউদ, হাদীস ৪৭৯৯)

🌿 ৫️⃣ উত্তম চরিত্রের মানুষ নবীদের নিকটবর্তী হবে

> “যার চরিত্র উত্তম, সে জান্নাতে আমার নিকটতম হবে।”
(সূত্র: তিরমিজি)

✨ সংক্ষেপে:
উত্তম চরিত্র হলো ঈমানের পূর্ণতা, জান্নাতের পথ, এবং নবীর নিকটতার উপায়।
যে মানুষ নম্র, সত্যবাদী, দয়ালু ও ধৈর্যশীল — সে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত।

23/10/2025

দুনিয়াতে থাকতে নামাজকে মূল্য দেন।

ফজরের সালাতে সত্যিই রয়েছে অনেক বরকত।রাসূলুল্লাহ ﷺ বলেছেন—> "ফজরের নামাজে বরকত রয়েছে।"(সহিহ মুসলিম)🔹 ফজরের সালাতের বরকতসম...
23/10/2025

ফজরের সালাতে সত্যিই রয়েছে অনেক বরকত।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন—

> "ফজরের নামাজে বরকত রয়েছে।"
(সহিহ মুসলিম)

🔹 ফজরের সালাতের বরকতসমূহ:

1. এটি দিনের শুরুতে আল্লাহর স্মরণ করায়, ফলে দিনটি হয় প্রশান্ত ও সফল।

2. ফেরেশতারা ফজরের সময় উপস্থিত থাকে এবং বান্দার নামাজের সাক্ষী হয়।

3. ফজরের সালাত আদায়কারী ব্যক্তি আল্লাহর হেফাজতে থাকে সারা দিন।

4. ফজরের সালাতের পর কুরআন তেলাওয়াত ও দোয়া করলে রিজিকে বরকত আসে।

📖 আল্লাহ তাআলা বলেন:

> “আর কুরআনুল ফজর (ফজরের কুরআন) নিশ্চয়ই সাক্ষ্যপ্রাপ্ত।”
— সূরা আল-ইসরা, আয়াত ৭৮

Address

Gazipur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdur Rouf Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category