Something Interesting

  • Home
  • Something Interesting

Something Interesting Stay close to anything that makes you glad you are alive.�

05/08/2024

আমারে একটা বাচ্চা ছেলে দুইটা ছবি পাঠাইছে৷ পাঠায়া বলে আপু, আমি গাজীপুর থেকে ঢাকা আসবো কিছু টাকা লাগবে। আমি ভাবলাম মনেহয় ২/৩ হাজার তো লাগবেই। জিজ্ঞাসা করলাম কতো ভাইয়া? সে আমাকে বলল আপনার উপর ডিপেন্ড করে আপু কিন্তু ২৫০ টাকা দিলে ভালো হয়৷ আমি আসলে কাঁদতেও পারতেসিনা৷ জিজ্ঞাসা করলাম কীসে পড়ো ভাইয়া? বলে এইচএসসি দিতেসি৷ ও চাইলে আমি ওরে ৫ হাজার অব্দি দিতে রাজি ছিলাম ও ৫০০ ও চায়নাই। শুধু যাওয়ার ভাড়াটা চাইছে৷

এই নি/র্লোভ, নি/র্মোহ বাচ্চাগুলা একটা স্বপ্ন দেখছে। একটা স্বাধীন দেশের। আল্লাহ তুমি এদের ফিরাইতে পারোনা৷

©Faria Hossain

মা❤️
05/08/2024

মা❤️

05/08/2024

এখন পর্যন্ত ৫০ লাখেরও বেশি মানুষ ঢাকার বাইরে থেকে প্রবেশ করেছেন। এই সংখ্যা প্রতি মুহূর্তে বেড়েই চলছে।

সারাদেশ থেকে জনস্রোত আসছে ঢাকার দিকে। ধারণা করা হচ্ছে সকাল দশটার মধ্যেই কেবলমাত্র ঢাকার বাইরে থেকে অন্তত ১ কোটি মানুষের আগমন ঘটবে।

এর সাথে যোগ হবে ঢাকার স্থানীয় লোকজন।

ইতিহাসের সাক্ষী হতে আসা সকল মুক্তিযো-দ্ধা তোমাদের সালাম 🫡

ছাত্রলীগ নেত্রী আতিকার গ্রামের বাড়িতে ভাঙচুর৷ বাসার সামনে সাইনবোর্ড টাঙিয়ে লিখে দিছে "সাদ্দামের খাটের রাণী" 🙂
04/08/2024

ছাত্রলীগ নেত্রী আতিকার গ্রামের বাড়িতে ভাঙচুর৷ বাসার সামনে সাইনবোর্ড টাঙিয়ে লিখে দিছে "সাদ্দামের খাটের রাণী" 🙂

মায়ের প্রশ্ন : তোরা কি পাগল? জীবনের রিস্ক নিয়া কেউ এরকম করে?সন্তানের উত্তর : আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে?
04/08/2024

মায়ের প্রশ্ন : তোরা কি পাগল? জীবনের রিস্ক নিয়া কেউ এরকম করে?
সন্তানের উত্তর : আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে?

04/08/2024

সেনাবাহিনী দাবার গুটির মতো কাজ করবে যার মাস্টার প্লান আগেই করা ছিল।

ছাত্রদের প্রটেকশন দেওয়ার নামে নির্দিষ্ট নির্দিষ্ট এরিয়ায় আবদ্ধ করে রাখবে যাতে সব ছাত্র - জনতা একত্রিত হতে না পারে।

পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য কারফিউ, সাধারণ ছুটি ঘোষণা, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে যাতে সেনাবাহিনী পরিকল্পিত ভাবেই ছাত্র আন্দোলন ব্যার্থ করতে পারে।

ভাই তাদের ত্রিশ বছরের রাজনৈতিক বুদ্ধির কাছে আমরা সামান্য বাচ্চা মাত্র।

দয়া করে কোন বাহিনীর উপর ই বিশ্বাস বা আস্থা রাখবেন না।

04/08/2024

আজ ঢাবির চত্তরে পকেট রাউটারের ব্যাবস্থা করা হয়েছে, দুপুর ১টা থেকে রাত ১২ টা পর্যন্ত এখানে সবাই ওয়াইফাই পাবেন, ৮ হাজার জিবি কেনা হয়েছে।
Username :- Save Students
Password :- Free

03/08/2024

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি‌‌!!!

03/08/2024

এখন আর ৯ দফা না!🙅‍♂️🙅‍♂️🙅‍♂️
এখন শুধু ১ দফা!✊✊✊

03/08/2024

কেন্দ্রীয় শহীদ মিনার 🔥
ঢাকা বিশ্ববিদ্যালয়📍
০৩/০৮/২০২৪

03/08/2024

উত্তাল বরিশাল 🔥
০৩/০৮/২০২৪

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Something Interesting posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share