05/08/2024
আমারে একটা বাচ্চা ছেলে দুইটা ছবি পাঠাইছে৷ পাঠায়া বলে আপু, আমি গাজীপুর থেকে ঢাকা আসবো কিছু টাকা লাগবে। আমি ভাবলাম মনেহয় ২/৩ হাজার তো লাগবেই। জিজ্ঞাসা করলাম কতো ভাইয়া? সে আমাকে বলল আপনার উপর ডিপেন্ড করে আপু কিন্তু ২৫০ টাকা দিলে ভালো হয়৷ আমি আসলে কাঁদতেও পারতেসিনা৷ জিজ্ঞাসা করলাম কীসে পড়ো ভাইয়া? বলে এইচএসসি দিতেসি৷ ও চাইলে আমি ওরে ৫ হাজার অব্দি দিতে রাজি ছিলাম ও ৫০০ ও চায়নাই। শুধু যাওয়ার ভাড়াটা চাইছে৷
এই নি/র্লোভ, নি/র্মোহ বাচ্চাগুলা একটা স্বপ্ন দেখছে। একটা স্বাধীন দেশের। আল্লাহ তুমি এদের ফিরাইতে পারোনা৷
©Faria Hossain