Insaf Eye

Insaf Eye Insaf Eye পেইজে আপনাকে স্বাগতম. সত্য ও ন্যায়ের পথে সদা অবিচল। ✍️
(1)

প্রথম ব্যারেজের সব মিসাইল হাইফা কে টার্গেট করেছে। যেটা আজ বলচতেছিলাম ১৫০ টি লোকেশন টার্গেট না করে নির্দিষ্ট লোকেশন টার্গ...
15/06/2025

প্রথম ব্যারেজের সব মিসাইল হাইফা কে টার্গেট করেছে। যেটা আজ বলচতেছিলাম ১৫০ টি লোকেশন টার্গেট না করে নির্দিষ্ট লোকেশন টার্গেট করে ধ্বংস নিশ্চিত করা।
mahin

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে☠️
13/06/2025

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে☠️

12/06/2025

এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্তে নি*হ*ত বেড়ে ২৯৪: রয়টার্স

ইমার্জেন্সি এক্সিটের পাশে বসেছিলেন এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটির বেঁচে যাওয়া যাত্রী বিশোয়াস কুমার রমেশ। তিনি সাংবাদিকদের নিজে...
12/06/2025

ইমার্জেন্সি এক্সিটের পাশে বসেছিলেন এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটির বেঁচে যাওয়া যাত্রী বিশোয়াস কুমার রমেশ। তিনি সাংবাদিকদের নিজের প্লেনের বোর্ডিং পাস দেখিয়েছেন। সেখানে তার নাম রয়েছে এবং আসন সংখ্যা উল্লেখ করা আছে ১১এ...

বিমান বিধ্বস্তের আগে পাইলটের শেষ বার্তা ‘মে ডে কল’ আসলে কী?এটা আসলে ফরাসি একটি শব্দবন্ধ। maider-এর মানে হলো, আমাকে সাহায...
12/06/2025

বিমান বিধ্বস্তের আগে পাইলটের শেষ বার্তা ‘মে ডে কল’ আসলে কী?

এটা আসলে ফরাসি একটি শব্দবন্ধ। maider-এর মানে হলো, আমাকে সাহায্য করো। এটি প্রথম ব্যবহার করা হয়েছিল ১৯২০ সালে।

এয়ার ইন্ডিয়ার একটি বিমান গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দর থেকে সবে উড়েছিল। টেক অফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল সেটি। ২৪২ জন যাত্রী ছিল লন্ডনগামী ওই বিমানে।

ভেঙে পড়ার আগে এটিসির কাছে ‘মে ডে কল’ পাঠিয়েছিলেন পাইলট। এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে এসেছিল সেই কল। এরপরই বিমানের সাথে সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরই ভেঙে পড়ে বিমানটি।

‘মে ডে কল’ আসলে কী?
এনডিটিভি জানায়, ‘মে ডে কল’ হলো- আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিপদের সিগন্যাল। মূলত প্রাথমিকভাবে এটা বিমানের ক্ষেত্রে ও নৌপথে ব্যবহার করা হয়। মূলত বড় কোনো বিপদে পড়লে আপৎকালীন পরিস্থিতিতে এই ‘মে ডে কল’ করা হয়।

এটা আসলে ফরাসি একটি শব্দবন্ধ। maider-এর মানে হলো, আমাকে সাহায্য করো। এটি প্রথম ব্যবহার করা হয়েছিল ১৯২০ সালে। এটা বর্তমানে একটা স্ট্যান্ডার্ড প্রটোকল বলে ধরা হয়। সাধারণত তিনবার এই কল করা হয়। মে ডে, মে ডে, মে ডে। যাতে ভালোভাবে এটিসি বুঝতে পারে সে কারণেই এই ‘মে ডে কল’ করা হয়।

কে এই ‘মে ডে কল’টি ইস্যু করেন?
বিমানের ক্ষেত্রে পাইলট ও জাহাজের ক্ষেত্রে ক্যাপ্টেন এই মে ডে কল ইস্যু করেন। মূলত তার হাতেই এই বিমানের পরিচালনার ভার থাকে। তিনি যদি বুঝতে পারেন যে বড় কোনো দুর্ঘটনার মুখে পড়তে চলেছে বিমান, তখন এই ধরনের কল করা হয়।

সাধারণ নানা ধরনের বিপদের মুখে পড়ে এই ধরনের কল করা হয়। ইঞ্জিনের যদি কোনো ত্রুটি ধরা পড়ে, যদি বিমান আকাশে থাকার সময় আগুন ধরে যায়, যদি বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তবে এই ধরনের কল করা হয়।

মূলত সাহায্য চেয়ে এই ধরনের কল করা হয়। রেডিওর মারফৎ এই কল করা হয় বিমান থেকে এটিসির কাছে। কিছু ক্ষেত্রে কাছাকাছি যে বিমানটি রয়েছে সেই বিমানও প্রয়োজনে এটিসির কাছে এই ধরনের কল করে।

এই মে ডে কল পাওয়ার পরই সতর্ক হয়ে যায় এটিসি। বিমান তার লোকেশন জানিয়ে দেয়। আপৎকালীন সব ব্যবস্থা শুরু করে দেয় এটিসি।



12/06/2025

রাখে আল্লাহ মারে কে!

12/06/2025

এনসিপি নেতার ভাইরাল ভিডিও। 👇👇👇

ভারতের বিমান বিধ্বস্ত।  নিহতদের পরিবারের জন্য ১ কোটি টাকা।
12/06/2025

ভারতের বিমান বিধ্বস্ত। নিহতদের পরিবারের জন্য ১ কোটি টাকা।

নতুন বিশ টাকার নোট! আপনার মতামত কমেন্টে জানান।👇👇👇
12/06/2025

নতুন বিশ টাকার নোট! আপনার মতামত কমেন্টে জানান।👇👇👇

12/06/2025

ব্রেন কি চিন্তা করে তা বলে দিবে মেশিন।
হাতে আর কাজ করা লাগবে না।

ভারতে বিমান বি'ধ্বস্তবিমানটিতে মোট ২৪২ জন ছিলেন। তাদের মধ্যে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু ছিলেন।যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভ...
12/06/2025

ভারতে বিমান বি'ধ্বস্ত
বিমানটিতে মোট ২৪২ জন ছিলেন। তাদের মধ্যে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু ছিলেন।
যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, এক জন কানাডার নাগরিক এবং সাত জন পর্তুগিজ নাগরিক।
#ছবি_সংগৃহীত

Address

Kazi Nazrul Avenue
Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when Insaf Eye posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Insaf Eye:

Share