ThreeSixty Degree

ThreeSixty Degree Connect For More Entertainment & Information.

06/06/2025

Eid Mubarak!!

05/06/2025

শুভ রাত্রি

29/05/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

সতর্কবার্তা ⁉️যারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়েছেন,তারা অনেকেই সেট আপ পাওয়া মাত্রই পে আউট সেট আপ করতে চলে যান। এমন ও ...
28/05/2025

সতর্কবার্তা ⁉️
যারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়েছেন,তারা অনেকেই সেট আপ পাওয়া মাত্রই পে আউট সেট আপ করতে চলে যান। এমন ও অনেকে আছে তারা কিছু নামধারী পেইজের দ্বারস্থ হয় যারা কিনা টাকার বিনিময়ে এই মনিটাইজেশন সেট আপ ও পে আউট সেট আপ করে দেয় তাও আবার ১০০০ টাকার বিনিময়ে।আমি আপনাদের উদ্দেশ্য বলব যেখানে আপনার মনিটাইজেশ মাত্র অন হয়েছে, এখনো কোন ডলার জমা হয় নি বা হতে দেরি আছে।তারা কেবল মনিটাইজেশন সেট আপ টা ২ ক্লিকেই সেট করে ফেলতে পারবেন।আর এটা সেট আপ করার পরে যখন আস্তে আস্তে ডলার জমা হতে শুরু করবে তখনই আপনারা পে আউট একাউন্ট যোগ করবেন।আর এটা অত্যন্ত সহজ একটা কাজ।আপনারা ভিডিও দেখে দেখেই সেট আপ টা করে নিতে পারবেন।অযথা মনিটাইজেশন সেট আপ পেয়েই কাউকে টাকা খাইয়ে পে আউট একাউন্ট সেট করতে যাবেন না...!!!

অনফিল্ডে ভিডিও প্রকাশের পর বিসিবি গেম ডেভেলপমেন্টের নজরে এসেছেন কিশোরগঞ্জের লেগস্পিনার মোহাম্মদ আব্দুল্লাহ। যোগ দেয়ার কথ...
28/05/2025

অনফিল্ডে ভিডিও প্রকাশের পর বিসিবি গেম ডেভেলপমেন্টের নজরে এসেছেন কিশোরগঞ্জের লেগস্পিনার মোহাম্মদ আব্দুল্লাহ। যোগ দেয়ার কথা শাহেদ মাহমুদের তত্ত্বাবধানে বিসিবির লেগ স্পিন ক্যাম্পে।

-- অন ফিল্ড

Captains at the Gaddafi Stadium 🇵🇰🇧🇩©️KFC Presents Bank Alfalah Pakistan vs Bangladesh T20I Series 2025 trophy unveiled ...
27/05/2025

Captains at the Gaddafi Stadium 🇵🇰🇧🇩©️

KFC Presents Bank Alfalah Pakistan vs Bangladesh T20I Series 2025 trophy unveiled

🏆

|

27/05/2025

📌যারা ফেসবুক স্টোরি থেকে আয় করতে চান, তাদের অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে:

1. যোগ্যতা:

ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসি মেনে চলতে হবে।

স্টোরিগুলো পাবলিক (Public) থাকতে হবে।

আপনাকে অবশ্যই ফেসবুকের যোগ্য দেশগুলোর মধ্যে থাকতে হবে।

2. মনিটাইজেশন প্রোগ্রামে যোগদানের নিয়ম:

আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল পেশাদার মোডে (Professional Mode) থাকতে হবে।

যথেষ্ট ভিউ এবং এনগেজমেন্ট থাকতে হবে (ফেসবুক সাধারণত নির্দিষ্ট ভিউ রিকোয়ারমেন্ট দেয়)।

3. আয়ের ধরন:

ফেসবুক স্টোরির উপর অ্যাড ব্রেকস (Ad Breaks) বা ইন-স্টোরি অ্যাডস যুক্ত হতে পারে।

স্পন্সরশিপ ও ব্র্যান্ড ডিলের মাধ্যমে অতিরিক্ত ইনকামের সুযোগ থাকবে।

ফেসবুক স্টোরি থেকে আয় করার স্টেপ-বাই-স্টেপ গাইড

১. প্রোফাইল বা পেজ মনিটাইজেশন চেক করুন

প্রথমে দেখে নিন, আপনি ফেসবুকের মনিটাইজেশন পলিসির আওতায় পড়েন কিনা। এটি চেক করতে:

Facebook Creator Studio বা Meta Business Suite এ যান।

Monetization সেকশনে গিয়ে Eligibility Status চেক করুন।

২. স্টোরি পাবলিক করুন

ফেসবুক স্টোরি পোস্ট করার সময় সেটাকে “Public” অপশনে সেট করুন।

প্রাইভেট বা ফ্রেন্ডস অনলি স্টোরি মনিটাইজড হবে না।

৩. নিয়মিত ও আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করুন

কন্টেন্ট যেন অরিজিনাল এবং এনগেজিং হয়।

স্টোরির মাধ্যমে ব্র্যান্ড বা প্রোডাক্ট প্রোমোশনও করা যেতে পারে।

৪. ইন-স্টোরি অ্যাডস চালু করুন

Meta Business Suite বা Facebook Creator Studio থেকে In-Story Ads অপশন চালু করুন।

একবার চালু হয়ে গেলে, ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে স্টোরিগুলোর মধ্যে অ্যাড ইনসার্ট করবে।

৫. ইনকাম ট্র্যাক করুন এবং উত্তোলন করুন

ফেসবুক পেমেন্ট সেটআপ করুন (PayPal বা ব্যাংক অ্যাকাউন্ট)।

আয়ের রিপোর্ট চেক করতে Meta Business Suite → Monetization Section এ যান।

নির্দিষ্ট থ্রেশহোল্ড (সাধারণত $100) অতিক্রম করলে টাকা তুলতে পারবে

ফেসবুক স্টোরি মনিটাইজেশন সম্পর্কিত সাধারণ প্রশ্ন

১. স্টোরির জন্য ইনকাম কেমন হয়?

ইনকাম নির্ভর করে ভিউ, এনগেজমেন্ট, এবং বিজ্ঞাপনের ধরন এর উপর। উন্নত দেশ থেকে ভিউ বেশি হলে সিপিএম রেট বেশি পাওয়া যায়।

২. নতুন পেজ বা প্রোফাইল কি মনিটাইজ হবে?

না, নতুন পেজ বা প্রোফাইলের জন্য নির্দিষ্ট পরিমাণ এনগেজমেন্ট এবং ফলোয়ার দরকার।

৩. স্টোরির মনিটাইজেশন কবে চালু হবে?

ফেসবুক এই ফিচার কিছু নির্দিষ্ট দেশে চালু করেছে, ধীরে ধীরে অন্য দেশেও চালু হবে।

৪. সব স্টোরি কি মনিটাইজড হবে?

না, শুধু পাবলিক স্টোরিগুলো মনিটাইজড হবে এবং ফেসবুকের নীতিমালা মেনে চলতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ThreeSixty Degree posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share