04/06/2025
হে কতিপয় নব-বিবাহিতরা, ফেসবুকে লোক দেখানো ভাল থাকা আর কয়দিন 😅😅?
মাঝে মাঝে দেখবেন, কিছু কাপল বা কিছু নারী কিংবা পুরুষ, নিজের স্বামী কিংবা স্ত্রীকে বা সংসার নিয়ে এতো এতো ছবি, ভিডিও, স্টোরি পোস্ট করে, শেয়ার করে, আপনি হয়তো দেখে মুগ্ধ হয়ে, আশ্চর্য হয়ে বলেই ফেলবেন, ওয়াও, কি মধুর সম্পর্ক, মধুর বন্ডেজ, কত ভাল জায়গায় বিয়ে হইছে!! কেউ কেউ তো দেখে জেলাসও করে 😅😅 কিন্তু বাস্তবে যদি ঘেটে দেখেন, পুরাটাই ঢেউটিন, সব শুধুই লোক দেখানো ভাল থাকার মিথ্যা অভিনয়। অথচ এদের ভাব দেখলে মনে হয়, বউ একটা না পাইয়া পাইছে, জামাই একখান না পাইয়া পাইছে। কিন্তু বাস্তবে ঘাটলে দেখবেন পুরাটাই তিতা। মাঝে মাঝে এমন কিছু ব্যক্তিদের পোস্ট দেখে, তাদের অভিনয় দেখে, খুব হাসি, কারন আমি জানি ব্যক্তিগত ও সাংসারিক জীবনে এরা একটাও সুখে নেই, ভাল নেই। অথচ এরা বউ কিংবা জামাইয়ের সাথে রোমান্টিক রোমান্টিক ছবি, ভিডিও ইত্যাদি শেয়ার করে ফেসবুক পুরাই কাপাইয়া ফেলে। সেটা তারা করতেই পারে। কিন্তু আমার কথা হচ্ছে, এতে লাভটা কি? এই সব ছোটলোকি করে নিজেদের সম্পর্কে বদনজর না লাগালেই কি নয়? 👉এবার বলি প্রথম কারন, বেশির ভাগ মানুষেরই অল্প আলো থেকে বেশি আলোতে গেলে চোখ ঝলসে যায়, রাতারাতি নিজেকে আকাশের চাঁদ মনে করে, যোগ্যতার চেয়ে তিল পরিমাণ বেশি কিছু পেয়ে গেলে যা হয় আরকি। 👉আর ২য় কারন হচ্ছে, এদের ইগো মাত্রাতিরিক্ত লেভেলের। এরা নিজেদের সম্পর্কে বানিয়ে বানিয়ে পাবলিকের কাছে চাপা ছাড়তে খুব মজা পায়, এভাবে তারা অন্যের কাছে নিজেকে সেরা ও বিজয়ী হিসেবে জাহির করে, অথচ বাস্তবে পুরাটাই মাকাল ফল। এদের থেকে এর চেয়ে ভাল কিছু আশা করা যায় না। এরা অন্যের মন্দতে টিটকারি করে, আর অন্যের ভালোতে হিংসায় জ্বলে পুড়ে মরে।