শব্দ সাগর - Shobdo Sagor

শব্দ সাগর - Shobdo Sagor Shobdo Sagor is a renowned publisher that aims at publishing quality books for the Bengali speaking people.

16/10/2024

ইংরেজি শিখতে চায় না বা ইংরেজিতে কথা বলতে চায় না এমন লোকের সংখ্যা আমাদের দেশে নেই বললেই চলে। শিক্ষার্থী, চাকুরিজীবী, কিংবা ব্যাবসায়ী সবাই ইংরেজিতে কথা বলতে চায়। প্রবল আগ্রহ থাকা সত্ত্বেও আমরা ইংরেজিতে কথা বলা শিখতে পারছি না। কিন্তু কেন? এর কারন হচ্ছে আমাদের মধ্যে অনেকে মনে করেন ইংরেজিতে কথা বলা শিখতে হলে আগে Grammar শিখতে হবে। Grammatical error এর উপর বেশি গুরুত্ব দিতে গিয়ে আমরা fluent speaker হতে পারি না। কারন fluency এর চেয়ে grammatical error এর দিকেই আমাদের বেশি মনোযোগ থাকে। আবার অনেকে মনে করেন ইংরেজিতে কথা বলার জন্য Grammar এর কোন প্রয়োজনীয়তাই নেই। Grammar অবহেলা করার কারনে তাদের ইংরেজি বাক্য গঠনে প্রচুর grammatical error থাকে, যার কারনে তারা প্রায়ই বিব্রতকর অবস্থার সম্মুখীন হন, এবং অবশেষে speaking practice করাই ছেড়ে দেন। তাহলে এ অবস্থা থেকে উত্তোরনের উপায় কি?

বইটি অর্ডার করতে কিল্ক করুন- https://www.durbarshop.com/book/5204/spoken-master/

12/08/2024

"Spoken Master " বইটি এখন পাওয়া যাচ্ছে আমাদের ওয়েবসাইট এ

Grammar কে অবহেলা করার কারনে তাদের ইংরেজি বাক্য গঠনে প্রচুর grammatical error থাকে, যার কারনে তারা প্রায়ই বিব্রতকর অবস্থার সম্মুখীন হন এবং অবশেষে speaking practice করাই ছেড়ে দেন। তাহলে এ অবস্থা থেকে উত্তোরণের উপায় কি?
উপায় হচ্ছে grammar এবং fluency এর মধ্যে proper balance করা। অর্থাৎ ১ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত আমরা যেসকল grammar শিখে থাকি এগুলো ব্যবহার করেই আমরা fluent speaker হতে পারি। এই বইয়ে ২০টি Lesson এর মাধ্যমে ক্রমান্বয়ে সহজ থেকে কঠিন গুলো কিভাবে এ ব্যবহৃত হয় আর কার্যকর পদ্ধতি তুলে ধরা হয়েছে। এছাড়া ২০টি Common Situation এ সাবলিলভাবে ইংরেজিতে কথা বলার সহজ উপায় বর্ণনা করা হয়েছে। এছাড়া রয়েছে ৫০টি গুরুত্বপূর্ণ Spoken Rules যা আমাদের বক্তব্যকে শ্রোতার কাছে আরো আকর্ষণীয় ও প্রানবন্ত করে তুলবে।

ইংরেজীতে কথা বলা শিখতে আগ্রহী যে কারো জন্য এই বইটি হতে পারে একটি মূল্যবান সংযোজন।

বইটি অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে অথবা সরাসরি মেসেজ করুন ইনবক্সে।

বইটির লিংক প্রথম কমেন্টে।

01/08/2024

ইংরেজি শিখতে চায় না বা ইংরেজিতে কথা বলতে চায় না এমন লোকের সংখ্যা আমাদের দেশে নেই বললেই চলে। শিক্ষার্থী, চাকুরিজীবী, কিংবা ব্যাবসায়ী সবাই ইংরেজিতে কথা বলতে চায়। প্রবল আগ্রহ থাকা সত্ত্বেও আমরা ইংরেজিতে কথা বলা শিখতে পারছি না। কিন্তু কেন? এর কারন হচ্ছে আমাদের মধ্যে অনেকে মনে করেন ইংরেজিতে কথা বলা শিখতে হলে আগে Grammar শিখতে হবে। Grammatical error এর উপর বেশি গুরুত্ব দিতে গিয়ে আমরা fluent speaker হতে পারি না। কারন fluency এর চেয়ে grammatical error এর দিকেই আমাদের বেশি মনোযোগ থাকে। আবার অনেকে মনে করেন ইংরেজিতে কথা বলার জন্য Grammar এর কোন প্রয়োজনীয়তাই নেই। Grammar অবহেলা করার কারনে তাদের ইংরেজি বাক্য গঠনে প্রচুর grammatical error থাকে, যার কারনে তারা প্রায়ই বিব্রতকর অবস্থার সম্মুখীন হন, এবং অবশেষে speaking practice করাই ছেড়ে দেন। তাহলে এ অবস্থা থেকে উত্তোরনের উপায় কি?
উপায় হচ্ছে grammar এবং fluency এর মধ্যে proper balance করা। অর্থাৎ ১০ম শ্রেনি পর্যন্ত আমরা যেসব grammar শিখে থাকি এগুলো ব্যাবহার করেই আমরা fluent speaker হতে পারি। এই বইয়ে ২০ টি lesson এর মাধ্যমে ক্রমান্বয়ে সহজ থেকে কঠিন grammar গুলো কিভাবে spoken English এ ব্যাবহৃত হয় তার কার্যকর পদ্ধতি তুলে ধরা হয়েছে। এছাড়া ২০টি Common Situation এ সাবলিলভাবে ইংরেজিতে কথা বলার সহজ উপায় বর্ণনা করা হয়েছে। এছাড়াও রয়েছে ৫০ টি গুরুত্বপূর্ণ spoken rules যা আপনার বক্তব্যকে শ্রোতার কাছে আরো প্রানবন্ত ও আকর্ষণীয় করে তুলবে। ইংরেজিতে কথা বলা শিখতে আগ্রহী যে কারো জন্য এই বইটি হতে পারে একটু মূল্যবান সংযোজন।
লেখক পরিচিতি : আজহারুল ইসলাম এর জন্ম কুমিল্লা জেলার মেঘনা উপজেলায়। ইংরেজিতে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করার পর তিনি শিক্ষকতা পেশায় যোগদান করেন। রাজধানী ঢাকার বেশ কিছু স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে তিনি শিক্ষকতা করেন, যার মধ্যে রয়েছে - শামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং ইনজিনিয়ারিং ইউনিভারসিটি গার্লস স্কুল এন্ড কলেজ। বর্তমানে তিনি ইনজিনিয়ারিং ইউনিভারসিটি গার্লস স্কুল এন্ড কলেজে প্রভাষক পদে কর্মরত আছেন। Spoken Master তার লেখা প্রথম বই, যা তিনি দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতার আলোকে লিখেছেন। খুব শীঘ্রই তার ২য় বই Vocab Master প্রকাশিত হতে যাচ্ছে। ইংরেজিতে কথা বলতে আগ্রহীরা বইটি পড়ে উপকৃত হলে লেখকের প্রচেষ্টা স্বার্থক হবে।
বই : Spoken Master
লেখক : Azharul Islam
পৃষ্ঠা : ২৫৬
কাভার : হার্ড কাভার
কাগজ : ৮০ গ্রাম অফসেট
মুদ্রিত মূল্য : ৪৮০ টাকা
বিক্রয় মূল্য : ৩৬০ টাকা
বইটির কিছু অংশ পড়ে দেখতে এবং অর্ডার করতে নিচের লিংকে ক্লিক করুন।
https://www.bookpointbd.com/book/spoken-master
অথবা আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
যেকোন প্রয়োজনে কল করুন : 01760-171148

সুখবর! সুখবর!! সুখবর!!!Spoken Master বইটি এখন আমাদের বাংলাবাজার আউটলেটে এভেইলেবল আছে। লাইব্রেরি বা অনলাইন শপের ভাইয়েরা ব...
29/07/2024

সুখবর! সুখবর!! সুখবর!!!
Spoken Master বইটি এখন আমাদের বাংলাবাজার আউটলেটে এভেইলেবল আছে। লাইব্রেরি বা অনলাইন শপের ভাইয়েরা বইটি বাংলাবাজার কাউন্টার থেকে পাইকারি দামে সংগ্রহ করতে পারেন।
বই সংক্রান্ত যেকোন তথ্য বা মেটিরিয়ালের জন্য নিচের নাম্বারে যোগাযোগ করুন।
01729-011588 (WhatsApp)

Address

34 Northbrook Hall Road, Banglabazar
Dhaka
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when শব্দ সাগর - Shobdo Sagor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category