PixelonLalin

PixelonLalin Elevate your brand with stunning designs. Design portfolios and services. Crafting beautiful designs with a blend of creativity, innovation and passion.

Helping businesses to promote their brand through engaging visuals!

📢 **🚨 হোয়াটসঅ্যাপে নতুন প্রতারণা পদ্ধতি! সতর্ক থাকুন!** 🚨  হোয়াটসঅ্যাপে কল মার্জ সিস্টেমের মাধ্যমে প্রতারিত হওয়ার সম্ভ...
10/03/2025

📢 **🚨 হোয়াটসঅ্যাপে নতুন প্রতারণা পদ্ধতি! সতর্ক থাকুন!** 🚨

হোয়াটসঅ্যাপে কল মার্জ সিস্টেমের মাধ্যমে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ পদ্ধতির মাধ্যমে প্রতারকরা আপনাকে বা পরিচিত কাউকে কল করে তারপর তৃতীয় একজনকে কল মার্জ করে প্রতারণা চালায়।

⚠️ কীভাবে প্রতারণা করা হচ্ছে?
🔹 প্রতারক প্রথমে পরিচিত কারও নাম্বার ব্যবহার করে কল দেয়।
🔹 তারপর আপনাকে ও আরেকজনকে মার্জ করে কথোপকথন শোনে।
🔹 এই কৌশলে আপনার ব্যক্তিগত তথ্য বের করে নেয়া হতে পারে বা আপনার নামে কেউ প্রতারণা করতে পারে।

✅ নিজেকে সুরক্ষিত রাখার উপায়:
✔️ অপরিচিত কল এড়িয়ে চলুন।
✔️ সন্দেহজনক কল মার্জ হলে দ্রুত কল কেটে দিন।
✔️ হোয়াটসঅ্যাপের প্রাইভেসি সেটিংস আপডেট করুন।
✔️ কখনো ব্যক্তিগত বা ব্যাংক সংক্রান্ত তথ্য শেয়ার করবেন না।

🔁 তথ্যদি শেয়ার করে আপনার পরিবার ও বন্ধুদের সতর্ক করুন!

📢 বর্তমান যুগটা প্রায়ই সম্পূর্ণ ডিজিটাল হয়ে গেছে। এ যুগে টিকে থাকতে চাইলে ডিজিটাল লিটারেসি শেখা বাধ্যতামূলক!আমাদের দৈনন্...
12/02/2025

📢 বর্তমান যুগটা প্রায়ই সম্পূর্ণ ডিজিটাল হয়ে গেছে। এ যুগে টিকে থাকতে চাইলে ডিজিটাল লিটারেসি শেখা বাধ্যতামূলক!

আমাদের দৈনন্দিন জীবন এখন ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল। কিন্তু আমরা কি সত্যিই জানি, কীভাবে নিরাপদে এবং দক্ষতার সঙ্গে এই ডিজিটাল জগতে চলতে হয়? 🤔

🔹 চাকরি ও ক্যারিয়ার– অফিসের কাজ, ফ্রিল্যান্সিং, বা অনলাইন জব – সব কিছুতেই ডিজিটাল স্কিল অপরিহার্য।
🔹 সাইবার নিরাপত্তা– হ্যাকিং, স্ক্যাম, ফিশিং থেকে রক্ষা পেতে ডিজিটাল সচেতনতা জরুরি।
🔹 অনলাইন লেনদেন ও কেনাকাটা– সঠিকভাবে মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট করতে জানতে হবে।
🔹 শিক্ষা ও গবেষণা– ইন্টারনেট থেকে শিক্ষামূলক কন্টেন্ট ও অনলাইন কোর্স করার দক্ষতা থাকতে হবে।
🔹 সোশ্যাল মিডিয়া সচেতনতা– ভুয়া খবর এড়িয়ে চলা ও নিজের গোপনীয়তা রক্ষা করা জানতে হবে।

⚠️ ডিজিটাল লিটারেসি এখন আর অপশন নয়, বরং জীবনের অপরিহার্য অংশ!
✅ তাই ডিজিটাল দক্ষতা অর্জন শুরু করুন এবং সবার সঙ্গে এই গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করুন! 🌍💻

🚨 ফ্রি Wi-Fi ব্যবহার নিয়ে সতর্ক হোন! 🚨  আপনি কি রেস্টুরেন্ট, ক্যাফে বা কোনো পার্কে ফ্রি Wi-Fi ব্যবহার করেন? তাহলে সাবধান...
11/02/2025

🚨 ফ্রি Wi-Fi ব্যবহার নিয়ে সতর্ক হোন! 🚨

আপনি কি রেস্টুরেন্ট, ক্যাফে বা কোনো পার্কে ফ্রি Wi-Fi ব্যবহার করেন? তাহলে সাবধান! 🛑 হ্যাকাররা সহজেই পাবলিক Wi-Fi ব্যবহারকারীদের তথ্য চুরি করতে পারে।

⚠️ কেন পাবলিক Wi-Fi বিপজ্জনক?*
🔹 ডাটা হ্যাকিং: হ্যাকাররা সহজেই আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।
🔹 ফেক Wi-Fi নেটওয়ার্ক: অনেক সময় হ্যাকাররা নকল Wi-Fi হটস্পট তৈরি করে, যা আসল Wi-Fi মনে হয়।
🔹 ম্যান-ইন-দ্য-মিডল (MITM) আক্রমণ: হ্যাকাররা আপনার ডিভাইসের সঙ্গে সার্ভারের মাঝখানে প্রবেশ করে তথ্য চুরি করতে পারে।

🔐 খুব যদি প্রয়োজন হয় তাহলে নিরাপদ থাকার জন্য এই পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন:
✅ পাবলিক Wi-Fi ব্যবহারের সময় সবসময় VPN চালু রাখুন।
✅ ব্যাংকিং, অনলাইন কেনাকাটা বা গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড টাইপ করা থেকে বিরত থাকুন।
✅ Auto-Connect” অপশন বন্ধ রাখুন, যেন আপনার ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে কোনো পাবলিক Wi-Fi-তে না যুক্ত হয়।
✅ Two Factor Authentication (2FA) ব্যবহার করুন। আপনার একাউন্ট হ্যাক হলেও, অতিরিক্ত নিরাপত্তার জন্য 2FA সাহায্য করবে।
✅ শুধুমাত্র HTTPS সাইট ব্যবহার করুন। কোনো ওয়েবসাইট ব্রাউজ করার সময় নিশ্চিত থাকতে হবে যে ওয়েবসাইটটি “HTTPS” দ্বারা সুরক্ষিত কিনা।

⚠️ সর্বোপরি সুরক্ষিত থাকার জন্য সতর্ক থাকতে হবে। আপনার তথ্য সুরক্ষা আপনার হাতেই। এই পোস্ট দ্বারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার টাইমলাইনে শেয়ার করুন যেন আপনার ফ্রেন্ড লিস্টের সবাই নিরাপদ থাকতে পারে! 🔒

🚀

কাউকে আপনার স্মার্ট ফোনটি দেওয়ার আগে এই সেটিংসটি চালু করুন যাতে ঐ ব্যক্তি নির্দিষ্ট এপ্লিকেশনটি ছাড়া অন্য কোনো এপ্লিকেশন...
01/02/2025

কাউকে আপনার স্মার্ট ফোনটি দেওয়ার আগে এই সেটিংসটি চালু করুন যাতে ঐ ব্যক্তি নির্দিষ্ট এপ্লিকেশনটি ছাড়া অন্য কোনো এপ্লিকেশন দেখতে না পারে। বাচ্চাদের হাতে ফোন দেওয়ার সময়ও কর পারেন।

এই অপশনটির নাম Screen Pinning.
Screen Pinning এমন একটি ফিচার যা একটি নির্দিষ্ট অ্যাপ বা স্ক্রিনকে লক করে রাখে, যাতে অন্য কেউ ফোন ব্যবহার করার সময় ওই স্ক্রিন থেকে বাইরে যেতে না পারে।

কেন এটি ব্যবহার করবেন?
- 🔒 গোপনীয়তা রক্ষা: আপনার ফোন অন্য কাউকে দেওয়ার সময় নিশ্চিত হতে পারেন যে তারা শুধুমাত্র নির্দিষ্ট অ্যাপেই থাকবে।
- 👶 বাচ্চাদের জন্য নিরাপদ: বাচ্চারা ফোনে অন্য কিছুতে যাওয়া বা অনাকাঙ্ক্ষিত কিছু ডিলিট করতে পারবে না।
- 📱 অফিস বা বন্ধুদের মধ্যে নিরাপদ শেয়ারিং: প্রয়োজনীয় অ্যাপ দেখানোর সময় অন্য ডেটা নিরাপদ থাকবে।

কীভাবে চালু করবেন?
👉 Settings > Security & Privacy > Advanced Settings > Screen Pinning
👉 এটি অন করুন এবং কোনো অ্যাপ খোলার পরে "Recents" বোতামে ক্লিক করে অ্যাপটিকে পিন করে রাখুন।
👉 এরপর আনপিন করতে পাসওয়ার্ড বা প্যাটার্ন দরকার হবে।

পোস্টটি কাজে লাগল কিনা কমেন্ট করে জানান! 😊

পড়াশোনা কিংবা কাজের সময়ে মোবাইলটা মনোযোগ কেড়ে নিচ্ছে? আপনার ফোনে এমন একটি সেটিংস রয়েছে যা আপনি হয়তো জানেনই না। এটা চালু ...
31/01/2025

পড়াশোনা কিংবা কাজের সময়ে মোবাইলটা মনোযোগ কেড়ে নিচ্ছে? আপনার ফোনে এমন একটি সেটিংস রয়েছে যা আপনি হয়তো জানেনই না। এটা চালু করে রাখুন যতক্ষণ পর্যন্ত পড়াশোনা বা কাজ চালিয়ে যেতে চান। আর মনোযোগ বিচ্ছিন্ন হবে না। এই ফিচারের নাম হলো ফোকাস মোড

🔥 ফোকাস মোড কী?
ফোকাস মোড আপনার ফোনের অ্যাপগুলিকে সাময়িকভাবে বন্ধ করে রাখে, যাতে আপনি গুরুত্বপূর্ণ কাজ বা পড়াশোনায় মনোযোগ দিতে পারেন।

💡 কেন ব্যবহার করবেন?
- 🚫 বিকল্পহীন মনোযোগ: সোশ্যাল মিডিয়া বা অন্য অ্যাপের নোটিফিকেশন আর বিরক্ত করবে না।
- ⏳ সময় বাঁচান: শুধুমাত্র প্রয়োজনীয় অ্যাপগুলিকে সক্রিয় রেখে বাকি সব বন্ধ রাখুন।
- 🌱 ডিজিটাল ডিটক্স: ফোনে কম সময় কাটিয়ে নিজের জন্য সময় বের করুন।

📖 কীভাবে চালু করবেন?
👉 Settings > Digital Wellbeing & Parental Controls > Focus Mode*
👉 আপনার পছন্দমতো অ্যাপ নির্বাচন করুন এবং ফোকাস মোড চালু করুন।

আপনার সময়কে আরও ইফেক্টিভ করতে এই অজানা ফিচারটি ব্যবহার করুন। অথবা এই ফিচারটি কখনো কি ব্যবহার করেছেন? কমেন্টে জানান!

Adobe Photoshop এর কিছু নতুন এবং অসাধারণ ফিচারস্ যেগুলো আপনার ক্রিয়েটিভিটিকে বাড়াতে সাহায্য করবে🎨বর্তমানে Adobe Photosho...
31/01/2025

Adobe Photoshop এর কিছু নতুন এবং অসাধারণ ফিচারস্ যেগুলো আপনার ক্রিয়েটিভিটিকে বাড়াতে সাহায্য করবে🎨

বর্তমানে Adobe Photoshop আগের চেয়ে অনেকগুণ শক্তিশালী! 🚀 এমন ফিটার আসবে হয়তো ২-৩ বছর আগে কেউ কল্পনা করেনি।
দেখে নিন নতুন আপডেটগুলো, যা আপনার ডিজাইনিং অভিজ্ঞতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে:

🔥 Generative Fill & Expand (Ai Feature):
মাত্র কয়েক ক্লিকে ইমেজে নতুন ইলিমেন্টস্ যোগ করতে, সরাতে, বা ক্যানভাস বাড়াতে এটি ব্যবহৃত হয়।

🎯 Object Selection Tool:
কোনো জটিল অবজেক্ট সিলেক্ট করতে এই টুলটি ব্যবহৃত হয়। আগের চেয়ে আরও দ্রুত ও নিখুঁতভাবে অবজেক্ট সিলেক্ট করা যায় এই টুলটি দ্বারা

🌈 Real Time Gradient Preview:
গ্রেডিয়েন্ট edit করার সময় সরাসরি রেজাল্ট দেখা যায়। কোনো আন্দাজের দরকার নেই! আপনার কালার পারফেক্ট করুন এক নিমিষেই।

📸 Advanced Camera Raw Workflow:
এই ফিচারটির সাহায্যে Raw ইমেজ আরও সহজে ইডিট করা , এবং ফটোগ্রাফি থেকে ডিজাইনে import করা যায়।

📐 Non-Destructive Remove Tool:
অরিজিনাল লেয়ার সুরক্ষিত রেখে যে কোনো অপ্রয়োজনীয় ইলিমেন্টস্ রিমুভ করা যায় এই টুলের সাহায্যে। বুঝাই যাচ্ছে টুলটি কতটুকু উপকারী।

Adobe Photoshop এর এই নতুন ফিচারগুলো আপনার কাজকে দ্রুত, স্মার্ট এবং কনফিডেন্সের সাথে সম্পন্ন করতে সাহায্য করবে।

💡 আপনার প্রিয় নতুন ফিচার কোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না!

Ai জগতে হঠাৎ করে বিশ্বের শীর্ষ স্থানে থাকা এআই চ্যাটবট ChatGPT কে পেছনে ফেলে DeepSeek যে শোরগোল শুরু করে দিয়েছে তার রেশ ...
30/01/2025

Ai জগতে হঠাৎ করে বিশ্বের শীর্ষ স্থানে থাকা এআই চ্যাটবট ChatGPT কে পেছনে ফেলে DeepSeek যে শোরগোল শুরু করে দিয়েছে তার রেশ এখনো শেষ হয়নি। এরই মধ্যে আবারো নতুন করে চমকে দিলো আর একটি এআই চ্যাটবট Qwen chat. এটি আলিবাবার তৈরি। বলা হচ্ছে এটি DeepSeek এর চেয়ে বেশি তথ্যভান্ডার নিয়ে মার্কেটে লঞ্চ হয়েছে। ChatGPT কে পেছনে ফেলে দিয়ে DeepSeek যে চমকটা দেখিয়েছে Qwen Chat এর আগমনে মনে হলো এ যেন বাপেরও বাপ থাকে। কি হচ্ছে এসব!

DeepSeek এর নতুন ভার্সনটি মার্কেটে আসার সাথে সাথে এত দ্রুত ChatGPT কে ছাড়িয়ে যাচ্ছে তার কারণ হলো কার্যকরীতা। দেখা গেছে প...
28/01/2025

DeepSeek এর নতুন ভার্সনটি মার্কেটে আসার সাথে সাথে এত দ্রুত ChatGPT কে ছাড়িয়ে যাচ্ছে তার কারণ হলো কার্যকরীতা। দেখা গেছে প্রোগ্রামিংয়ের কাজগুলো ছাড়া অন্য অনেক কাজে DeepSeek ই ভালো রেজাল্ট দিচ্ছে। জটিল সমস্যার সমাধান, ভাষার অনুবাদ, ঐতিহাসিক বিশ্লেষণ, সৃজনশীল লেখা, যৌক্তিকতা নির্ণয়, নীতিগত দ্বিধা ইত্যাদি কাজগুলোর ক্ষেত্রে ChatGPT কে হারিয়ে দিচ্ছে DeepSeek. বছরখানেক আগে ChatGPT আসার কারণে অনেক কঠিন কাজ সহজতর হয়েছে। এবার DeepSeek সেই সকল কাজগুলোকে আরো নিখুঁত করতে সাহায্য করবে।

Open Ai এর ChatGPT কে টেক্কা দিতে চলে এসেছে চীনের একটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্ট কোম্পানী DeepSeek. গত কিছুদিন আগে তাদের...
28/01/2025

Open Ai এর ChatGPT কে টেক্কা দিতে চলে এসেছে চীনের একটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্ট কোম্পানী DeepSeek. গত কিছুদিন আগে তাদের নতুন ভার্সন DeepSeek-V3 লঞ্চ করা হয়েছে। অনেকের মতে এটি ChatGPT এর চেয়ে ভালো পারফর্ম করছে। একারণে এটা নিয়ে বেশ সোরগোল শুরু হয়ে গেছে। বলা যায় আমেরিকার ঘুম হারাম করে দিচ্ছে চীনা এই কোম্পানীটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নাকি এ বিষয়ে সতর্ক থাকতে নির্দেশ দিয়ে ফেলেছে।

আমরা বেশিরভাগই Google বলতে শুধুমাত্র সার্চ ইঞ্জিন বা যেখানে কোনো কিছু জানার জন্য সার্চ করা হয় সেটাকেই বুঝি। ছবিতে গুগলের...
26/01/2025

আমরা বেশিরভাগই Google বলতে শুধুমাত্র সার্চ ইঞ্জিন বা যেখানে কোনো কিছু জানার জন্য সার্চ করা হয় সেটাকেই বুঝি। ছবিতে গুগলের যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এরকম প্রায় ৮০টির কাছাকাছি নিজস্ব প্রোডাক্ট বা সার্ভিস রয়েছে তাদের। শুধুমাত্র একটি গুগল একাউন্ট থাকলেই এই প্রোডাক্টগুলোর সুবিধা নেওয়া যায় ফ্রিতেই। এমন অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো হয়তো আপনার এতোদিনে অনেক উপকারে আসতো কিন্তু সেগুলো এখনো আপনি জানেনই না। যেমন- Gemini, Google Meet, Docs, Sheet, Slide ইত্যাদি। আবার এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো নিয়মিত ব্যবহার করে থাকেন কিন্তু এখনো জানেন না যে আপনি আসলে গুগলের সার্ভিসই ব্যবহার করছেন। যেমন- Android, Play Store, Chrome, Youtube, Gboard, Messages ইত্যাদি।
আরো অন্যান্য যে প্রোডাক্টগুলো রয়েছে একটু এক্সপ্লোর করলেই অনেক কিছু জানতে পারবেন। এবং কোনো না কোনো ক্ষেত্রে অনেক কাজেও আসবে।

Introducing the Quack Logo 🦆✨—a perfect blend of playfulness and professionalism! Designed to capture joy, creativity, a...
25/01/2025

Introducing the Quack Logo 🦆✨—a perfect blend of playfulness and professionalism! Designed to capture joy, creativity, and trust, this vibrant logo is ideal for children’s products and entertainment brands. 🎨💛

What do you think of this design? Share your thoughts below! 👇
See the full project on behance. Link in the comment below

What you see isn't what your brain gets:Our brains come up with isn't exactly what our eyes are seeing.  - Susan M. Wein...
12/11/2024

What you see isn't what your brain gets:
Our brains come up with isn't exactly what our eyes are seeing.
- Susan M. Weinschenk (100 Things)

Address


Alerts

Be the first to know and let us send you an email when PixelonLalin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PixelonLalin:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share