14/06/2025
ইউক্রেনকে ১২০০ সামরিক সদস্যের দেহাবশেষ হস্তান্তর করল রাশিয়া
তিন বছরেরও বেশি সময় ধরে চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতে এই প্রথম একসঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক সামরিক সদস্যের দেহাবশেষ ফিরিয়ে দিয়েছে রাশিয়া।
স্থানীয় সময় শুক্রবার (১৩ জুন) ইউক্রেনের হাতে হস্তান্তর করা হয় ১,২০০ জন সাবেক ইউক্রেনীয় সামরিক সদস্যের দেহাবশেষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যমের সূত্রে।
প্রতিবেদনে বলা হয়, এই হস্তান্তরটি যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্যতম বৃহৎ পুনরায় হস্তান্তর। ইস্তাম্বুলে সম্প্রতি অনুষ্ঠিত এক শান্তি আলোচনার পরপরই এই প্রক্রিয়া সম্পন্ন হয়।
রাশিয়ার দাবি অনুযায়ী, এটি ছিল একতরফা মানবিক উদ্যোগ, কারণ তারা এখনও ইউক্রেনের পক্ষ থেকে রুশ পক্ষের দেহাবশেষ ফেরত পায়নি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সূত্রের তথ্য অনুযায়ী, এই ১,২০০ জন ছিলেন ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর সদস্য এবং তাদের দেহাবশেষ ইউক্রেনকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্টের কর্মকর্তা ভ্লাদিমির মেদিনস্কি জানিয়েছেন, ইউক্রেন গত ৭ জুন কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই হস্তান্তর ও আটক সদস্যদের বিনিময়ের প্রক্রিয়া স্থগিত করে।
অন্যদিকে, ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেহাবশেষ শনাক্তকরণের কাজ শুরু হয়েছে এবং ফরেনসিক টিম বিষয়টি তদারকি করছে। তাদের ধারণা, প্রাপ্ত দেহাবশেষগুলো ইউক্রেনীয় সেনাবাহিনীর সদস্যদের।
এই সপ্তাহের শুরুতেও রাশিয়া আরও ১,২১৩ জন সদস্যের দেহাবশেষ হস্তান্তর করেছে এবং বিনিময়ে তারা পেয়েছে মাত্র ২৭ জনের।
যদিও পরিস্থিতি এখনও উত্তপ্ত, তবুও দুই পক্ষই নীতিগতভাবে ছয় হাজারের বেশি সেনা ও আটক সদস্যের পুনরায় বিনিময়ে সম্মত হয়েছে। অগ্রাধিকার দেওয়া হচ্ছে গুরুতর শারীরিকভাবে অসুস্থ, আঘাতপ্রাপ্ত, ও ২৫ বছরের কম বয়সী সদস্যদের।
এদিকে, শুক্রবারও সক্রিয় অবস্থানে ছিল ফ্রন্টলাইন এবং দুই পক্ষ থেকেই নতুন ক্ষয়ক্ষতির খবর এসেছে। রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে একটি আকাশপথে চালিত অভিযানে একটি শিশু প্রাণ হারায় এবং আরও দুইজন আহত হন বলে জানিয়েছেন অঞ্চলের গভর্নর।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা ২৬০টির বেশি ইউক্রেনীয় আকাশযান প্রতিহত করেছে। এ ছাড়া গত সপ্তাহে বিভিন্ন দূরপাল্লার প্রতিরক্ষা প্রযুক্তি ও বিস্ফোরণজনিত উপকরণ ভূপাতিত করার কথাও তারা জানিয়েছে, যার মধ্যে ছিল নেপচুন মিসাইল, গাইডেড বোমা, আমেরিকান প্রযুক্তিতে তৈরি রকেট এবং ফিক্সড-উইং আকাশযান।
---
#রাশিয়া_ইউক্রেন_যু*দ্ধ
#মর*দেহ_ফেরত
#যুদ্ধের_মানবিক_মুখ
#সৈন্য_বিনিময়
#আন্তর্জাতিক_সম্পর্ক
#যুদ্ধবন্দি
#মানবিক_বিনিময়
#রাশিয়ার_ঘোষণা
#ইউক্রেনীয়_সেনা