Student News

Student News For Students, By Students

অস্ট্রেলিয়ার এক ফুটবল মাঠে ডিম পেড়েছে একটি সংরক্ষিত প্রজাতির প্লোভার পাখি। বাচ্চা ফোটার আগ পর্যন্ত যাতে কেউ বিরক্ত না কর...
02/09/2025

অস্ট্রেলিয়ার এক ফুটবল মাঠে ডিম পেড়েছে একটি সংরক্ষিত প্রজাতির প্লোভার পাখি। বাচ্চা ফোটার আগ পর্যন্ত যাতে কেউ বিরক্ত না করে, তাই মাঠটি এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। প্রাণী রক্ষায় এমন মানবিক সিদ্ধান্তে খুশি সবাই, ফুটবল বন্ধ হলেও ভালোবাসা জিতে নিয়েছে প্রকৃতি!

25/06/2025

খেলাযোগ ৫ ফেব্রুয়ারি ২০২৫ |


25/06/2025

বাংলাদেশ ক্রিকেট খারাপ খেললেই ডাক পড়ে জিম্বাবুয়ের

বাংদেশের হয়ে ৮ নম্বর জার্সিতে খেলবেন হামজা
25/06/2025

বাংদেশের হয়ে ৮ নম্বর জার্সিতে খেলবেন হামজা

শেয়ার বাজার নিয়ে সাকিব আল হাসান
25/06/2025

শেয়ার বাজার নিয়ে সাকিব আল হাসান

16/06/2025

যুদ্ধ কেন হয়? Anthropology আর ইসলাম কী বলে?

With Evernote voice ( AI )




ইরানে ভ'য়া'বহ হা'ম'লা চালিয়েছে ইসরায়েল। এর জবাবে পাল্টা হা'ম'লা শুরু করেছে ইরানও। মধ্যপ্রাচ্যে ক্রমেই ঘনাচ্ছে উত্তেজনার...
15/06/2025

ইরানে ভ'য়া'বহ হা'ম'লা চালিয়েছে ইসরায়েল। এর জবাবে পাল্টা হা'ম'লা শুরু করেছে ইরানও। মধ্যপ্রাচ্যে ক্রমেই ঘনাচ্ছে উত্তেজনার মেঘ। এর মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মুসলিম বিশ্বের ইরান ও পাকিস্তানকে ঘিরে দেওয়া এক পুরোনো সাক্ষাৎকারের ভিডিও আবারও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই সাক্ষাৎকারে হুঁ'শি'য়ারি উচ্চারণ করে বলেছিলেন যে ইসলামি মিলিটাইজেশনকে কেন্দ্র করে ইরান ও পাকিস্তান এই অঞ্চলে অ'স্থি'রতা সৃষ্টি করছে এবং এ দুটি দেশই থাকতে পারে ইসরায়েলের পরবর্তী টার্গেট।

নেতানিয়াহু বলেন, বর্তমান বাস্তবতায় পাকিস্তানকে অত্যন্ত সাবধানে ও দূরদর্শিতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কী পথ বেছে নেবে। তার ভাষায়, এখনই পাকিস্তানে উচিত একটা সুস্পষ্ট ও কৌশলগত সিদ্ধান্ত নেওয়া— তারা কি ইরানে বিশ্বাস ও বন্ধুত্ব বজায় রাখবে নাকি আত্মরক্ষায় আলাদা পথ নেবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সেই সাক্ষাৎকারের ভিডিওটি এরই মধ্যেই লাখোবার দেখা হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা শুরু হয়েছে, তা আরও বিস্তার পেতে পারে এবং এর সুদূরপ্রসারী পরিণতি পেতে পারে।

ই'স'রায়েলের সঙ্গে চলমান হা'ম'লা-পাল্টা হা'ম'লার মাঝে ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে বিশ্বের মু...
14/06/2025

ই'স'রায়েলের সঙ্গে চলমান হা'ম'লা-পাল্টা হা'ম'লার মাঝে ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে বিশ্বের মুসলিম দেশগুলোকে ই'স'রায়েলের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে দেশটি।

শনিবার পাকিস্তানের জাতীয় পরিষদে বক্তব্য রাখতে গিয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ‘‘আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় প্রত্যেকটি আন্তর্জাতিক মঞ্চে সমর্থন জানাবো।’’

তিনি বলেন, ‘‘ইরান, ইয়েমেন এবং ফিলিস্তিনকে লক্ষ্যবস্তু বানিয়েছে ই'স'রায়েল। যদি মুসলিম রাষ্ট্রগুলো এখন ঐক্যবদ্ধ না হয়, তাহলে প্রত্যেককেই একই পরিণতির মুখোমুখি হতে হবে।’’

বিশ্বের সকল মুসলিম দেশকে অবিলম্বে ই'স'রায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান পাকিস্তানের এই মন্ত্রী। পাশাপাশি ইসরায়েল ইস্যুতে একটি যৌথ কৌশল নির্ধারণে ইসলামি সহযোগিতা সংস্থাকে (ওআইসি) জরুরি বৈঠকে বসার প্রস্তাব দিয়েছেন তিনি।

খাজা আসিফ বলেন, ইরানের সঙ্গে পাকিস্তানের গভীর সম্পর্ক রয়েছে এবং ইসলামাবাদ ‘‘এই কঠিন সময়ে তেহরানের পাশে রয়েছে।’’

যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ওঠায় তাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে হবে...
14/06/2025

যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ওঠায় তাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। লন্ডন সফরের সময় ব্রিটিশ টেলিভিশন চ্যানেল আইটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক সংলাপের মাধ্যমে নয় আদালতে যেকোনো অভিযোগ মোকাবেলা করা উচিত। সাক্ষাতের জন্য টিউলিপ সিদ্দিকের পাঠানো চিঠি আমি নিজেই প্রত্যাখ্যান করেছি।

টিউলিপ সিদ্দিক তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে অবৈধভাবে জমি গ্রহণ করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া বেআইনিভাবে ঢাকার গুলশানে একটি বিলাসবহুল ফ্ল্যাট নেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বিষয়টি সরাসরি অস্বীকার করে টিউলিপ সিদ্দিক বলেন, এটি বাংলাদেশি কর্তৃপক্ষের ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’।

ইউক্রেনকে ১২০০ সামরিক সদস্যের দেহাবশেষ হস্তান্তর করল রাশিয়াতিন বছরেরও বেশি সময় ধরে চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতে এই প্রথম ...
14/06/2025

ইউক্রেনকে ১২০০ সামরিক সদস্যের দেহাবশেষ হস্তান্তর করল রাশিয়া

তিন বছরেরও বেশি সময় ধরে চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতে এই প্রথম একসঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক সামরিক সদস্যের দেহাবশেষ ফিরিয়ে দিয়েছে রাশিয়া।

স্থানীয় সময় শুক্রবার (১৩ জুন) ইউক্রেনের হাতে হস্তান্তর করা হয় ১,২০০ জন সাবেক ইউক্রেনীয় সামরিক সদস্যের দেহাবশেষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যমের সূত্রে।

প্রতিবেদনে বলা হয়, এই হস্তান্তরটি যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্যতম বৃহৎ পুনরায় হস্তান্তর। ইস্তাম্বুলে সম্প্রতি অনুষ্ঠিত এক শান্তি আলোচনার পরপরই এই প্রক্রিয়া সম্পন্ন হয়।

রাশিয়ার দাবি অনুযায়ী, এটি ছিল একতরফা মানবিক উদ্যোগ, কারণ তারা এখনও ইউক্রেনের পক্ষ থেকে রুশ পক্ষের দেহাবশেষ ফেরত পায়নি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সূত্রের তথ্য অনুযায়ী, এই ১,২০০ জন ছিলেন ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর সদস্য এবং তাদের দেহাবশেষ ইউক্রেনকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্টের কর্মকর্তা ভ্লাদিমির মেদিনস্কি জানিয়েছেন, ইউক্রেন গত ৭ জুন কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই হস্তান্তর ও আটক সদস্যদের বিনিময়ের প্রক্রিয়া স্থগিত করে।

অন্যদিকে, ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেহাবশেষ শনাক্তকরণের কাজ শুরু হয়েছে এবং ফরেনসিক টিম বিষয়টি তদারকি করছে। তাদের ধারণা, প্রাপ্ত দেহাবশেষগুলো ইউক্রেনীয় সেনাবাহিনীর সদস্যদের।

এই সপ্তাহের শুরুতেও রাশিয়া আরও ১,২১৩ জন সদস্যের দেহাবশেষ হস্তান্তর করেছে এবং বিনিময়ে তারা পেয়েছে মাত্র ২৭ জনের।

যদিও পরিস্থিতি এখনও উত্তপ্ত, তবুও দুই পক্ষই নীতিগতভাবে ছয় হাজারের বেশি সেনা ও আটক সদস্যের পুনরায় বিনিময়ে সম্মত হয়েছে। অগ্রাধিকার দেওয়া হচ্ছে গুরুতর শারীরিকভাবে অসুস্থ, আঘাতপ্রাপ্ত, ও ২৫ বছরের কম বয়সী সদস্যদের।

এদিকে, শুক্রবারও সক্রিয় অবস্থানে ছিল ফ্রন্টলাইন এবং দুই পক্ষ থেকেই নতুন ক্ষয়ক্ষতির খবর এসেছে। রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে একটি আকাশপথে চালিত অভিযানে একটি শিশু প্রাণ হারায় এবং আরও দুইজন আহত হন বলে জানিয়েছেন অঞ্চলের গভর্নর।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা ২৬০টির বেশি ইউক্রেনীয় আকাশযান প্রতিহত করেছে। এ ছাড়া গত সপ্তাহে বিভিন্ন দূরপাল্লার প্রতিরক্ষা প্রযুক্তি ও বিস্ফোরণজনিত উপকরণ ভূপাতিত করার কথাও তারা জানিয়েছে, যার মধ্যে ছিল নেপচুন মিসাইল, গাইডেড বোমা, আমেরিকান প্রযুক্তিতে তৈরি রকেট এবং ফিক্সড-উইং আকাশযান।

---
#রাশিয়া_ইউক্রেন_যু*দ্ধ
#মর*দেহ_ফেরত
#যুদ্ধের_মানবিক_মুখ
#সৈন্য_বিনিময়
#আন্তর্জাতিক_সম্পর্ক
#যুদ্ধবন্দি
#মানবিক_বিনিময়
#রাশিয়ার_ঘোষণা
#ইউক্রেনীয়_সেনা










এই গোল চিহ্নিত ফ্লাটে ছিলেন  খুব সম্ভবত ইরানের রেভলুশনারি গার্ডের প্রধান। তাকে প্রায় দুই হাজার কিলোমিটার দূর থেকে টার্গে...
14/06/2025

এই গোল চিহ্নিত ফ্লাটে ছিলেন খুব সম্ভবত ইরানের রেভলুশনারি গার্ডের প্রধান। তাকে প্রায় দুই হাজার কিলোমিটার দূর থেকে টার্গেট করে তাকে হ'ত্যা করা হয়েছে। কোনো প্রকার হেরফের হয়নি। না অন্যকোনো ফ্ল্যাটে আ'ঘাত হেনেছিল, না আ'ঘাত ২ হাজার কিলো দূরত্ব দ্বারা বাধাগ্রস্ত হয়েছিল।

কতটা নিখুঁত প্রযুক্তি চিন্তা করেছেন।
আপনি আমি কেউই কিন্তু নিরাপদ না। নিরাপদ হতে পারেন নাই ইরানের আর্মির সিজিএস (সেনাপ্রধানের পরের সর্বোচ্চ পদ)। তারা নিজ গৃহে মা'রা গেছেন। যু'দ্ধ ক্ষেত্রে যেতে হয় নাই। এই হচ্ছে আমাদের সময়ের বাস্তবতা।

এর আগে এক নিমিষে হি'জ'বুল্লাহর কমান্ডদের ধ্বং'স করে ফেলেছিল। শুনে মনে হবে জাদু যে আপনি বহু দূরে বসে কেবল বললেন হও। আর সাথে সাথে হয়ে গেলো উদ্দেশ্য সাধন। জি, পেজার হা'ম'লার কথা বলছি। এই সবকিছু একদিনে হয় নাই। বহুদিন ধরে বাহিনীর কোন কোন সদস্য সত্যিকার অর্থে কার্যকর, তাদের চিন্তা কেমন, কোথায় থাকে, কীভাবে তাদের আ'ক্রমণ করা হবে এই সব তথ্য সংগ্রহ করে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে। মেধা, প্রযুক্তি, তথ্য আর স্ট্র্যাটেজির এই অপূর্ব সম্মিলিন দেখে আমাদেরকেও মাথা নাড়িয়ে বলতে হয় যে সত্যিই অপূর্ব।

যোগ্যতা এই লড়াইয়ে সমকক্ষ হবার কোন প্রচেষ্টা আমাদের আছে কি? নাকি আশা করছি পাগলামি, সমালোচনা আর নিজেদের মাঝে ঝগড়া করতে করতে আমরা জিতে যাবো?

#আধুনিক_যুদ্ধ
#প্রযুক্তির_ক্ষমতা #জাতীয়_নিরাপত্তা #গোয়েন্দা_কৌশল
#বিশ্বরাজনীতি
#ইরান_হামলা #ড্রোন_স্ট্রাইক
#স্নাইপার_অপারেশন
#মধ্যপ্রাচ্য #আন্তর্জাতিক_সম্পর্ক
#নিরাপত্তা_বিপদে
#অসাধারণ_স্ট্র্যাটেজি
#গোপন_অপারেশন #মিলিটারি_টেকনোলজি
#রেভলুশনারি_গার্ড
#পেজার_হামলা


24/05/2025

১৩৫ কোটি টাকা আত্মসাৎ | শ্রমিকদের বিদেশে নিয়ে যাওয়া কোম্পানিগুলো শতকোটি টাকা হাতিয়ে নিচ্ছে

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Student News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share