14/10/2025
সোনার তরীর লোক সংগীতের আসর" পাখি কখন জানি উড়ে যায় " পর্বে আজ থাকবেন দেশের জনপ্রিয় ও মেধাবী শিল্পী শান্তা পাল তুলি।
প্রথম গানের শুরু ৪ বছর বয়সে ব্রাম্মনবাড়িয়া শিল্পকলাতে। প্রথম গুরু সন্ধ্যা রায়ের কাছেই তুলির সংগীতে হাতে খড়ি। পরবর্তীতে আলাউদ্দিন সংগীতাঙ্গনে গান শেখেন বহু বছর। তালিম নেন অনেক গুরুজির কাছে।
২০১৬ সনে চ্যানেল আই সেভেন আপ (7 up) মিউজিক্যাল প্রিমিয়ার লীগ প্রতিযোগিতার মাধ্যমে ঢাকা আসা। টপ ফোর বিজয়ী হন এই মেধাবী শিল্পী। তারপর তালিম নেন বরেন্য নজরুল সংগীত শিল্পী সুজিত মুস্তাফার কাছে। সংগীতে উচ্চতর ডিগ্রি নেন। সংগীত টাকে জেনে বুঝে গাইতে চান এই তরুন শিল্পী।
বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী তুলি সব ধরনের গান গাইতে সাচ্ছন্দ্য করেন। দেশের প্রায় সব বেসরকারি টেলিভিশনে তুলি নিয়মিত গান করেন।
আজ সোনার তরী'তে তুলি একগুচ্ছ লোকসংগীত শোনাবেন। আপনারা সকলে আমন্ত্রিত।
অভিনন্দন শান্তা পাল তুলি । অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইলো।