সোনার তরী

সোনার তরী A Musical page
(2)

সোনার তরীর লোক সংগীতের আসর" পাখি কখন জানি উড়ে যায় " পর্বে আজ থাকবেন দেশের জনপ্রিয় ও মেধাবী শিল্পী শান্তা পাল তুলি। প্রথম...
14/10/2025

সোনার তরীর লোক সংগীতের আসর" পাখি কখন জানি উড়ে যায় " পর্বে আজ থাকবেন দেশের জনপ্রিয় ও মেধাবী শিল্পী শান্তা পাল তুলি।
প্রথম গানের শুরু ৪ বছর বয়সে ব্রাম্মনবাড়িয়া শিল্পকলাতে। প্রথম গুরু সন্ধ্যা রায়ের কাছেই তুলির সংগীতে হাতে খড়ি। পরবর্তীতে আলাউদ্দিন সংগীতাঙ্গনে গান শেখেন বহু বছর। তালিম নেন অনেক গুরুজির কাছে।
২০১৬ সনে চ্যানেল আই সেভেন আপ (7 up) মিউজিক্যাল প্রিমিয়ার লীগ প্রতিযোগিতার মাধ্যমে ঢাকা আসা। টপ ফোর বিজয়ী হন এই মেধাবী শিল্পী। তারপর তালিম নেন বরেন্য নজরুল সংগীত শিল্পী সুজিত মুস্তাফার কাছে। সংগীতে উচ্চতর ডিগ্রি নেন। সংগীত টাকে জেনে বুঝে গাইতে চান এই তরুন শিল্পী।

বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী তুলি সব ধরনের গান গাইতে সাচ্ছন্দ্য করেন। দেশের প্রায় সব বেসরকারি টেলিভিশনে তুলি নিয়মিত গান করেন।

আজ সোনার তরী'তে তুলি একগুচ্ছ লোকসংগীত শোনাবেন। আপনারা সকলে আমন্ত্রিত।

অভিনন্দন শান্তা পাল তুলি । অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইলো।

13/10/2025

পর্ব- ১৮০১ (খগেন্দ্রনাথ বৈরাগী )
সোনার তরীর লোকসংগীত এর আসর " পাখি কখন জানি উড়ে যায় " পর্বে আজকের আমন্ত্রিত শিল্পী খগেন্দ্রনাথ বৈরাগী।।

সকলে আমন্ত্রিত।

সোনার তরীর ১৮০০ তম পর্বের বিশেষ আয়োজন এখন ইউটিউবে।  যারা দেখতে পারেননি, তারা দেখে নিতে পারেন। ধন্যবাদ।।
13/10/2025

সোনার তরীর ১৮০০ তম পর্বের বিশেষ আয়োজন এখন ইউটিউবে। যারা দেখতে পারেননি, তারা দেখে নিতে পারেন। ধন্যবাদ।।

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

সোনার তরীর লোক সংগীতের আসর " পাখি কখন জানি উড়ে যায়  " পর্বে আজ থাকবেন দেশের  বিশিষ্ট  লোকসংগীত শিল্পী খগেন্দ্রনাথ বৈরাগী...
13/10/2025

সোনার তরীর লোক সংগীতের আসর " পাখি কখন জানি উড়ে যায় " পর্বে আজ থাকবেন দেশের বিশিষ্ট লোকসংগীত শিল্পী খগেন্দ্রনাথ বৈরাগী।
মানিকগঞ্জের মানিক গুনী শিল্পী খগেন্দ্রনাথ বৈরাগী ছোটবেলা থেকেই পারিবারিক সাংস্কৃতিক পরিমন্ডলে বেড়ে ওঠেন। তিনি একাধারে শিল্পী, গীতিকবি, সুরকার ও সংগীত প্রশিক্ষক। তিনি দীর্ঘদিন বাফায় সংগীত শিক্ষক হিসেবে আছেন। ভাব ও ভক্তিগীতিতে তার অনন্য অসাধারণ নিবেদন শ্রোতাদের এক অন্যজগতে নিয়ে যায়। দেশের গন্ডি পেরিয়ে তিনি বিদেশেও পারফরম্যান্স করে দেশের লোকজ সংস্কৃতিকে তুলে ধরেন আপন মহিমায়।
বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সিনিয়র শিল্পী খগেন্দ্র বৈরাগী দেশের বিভিন্ন চ্যানেলে ও মঞ্চে গান করেও দর্শক শ্রোতাদের মোহিত করে তোলেন, নিয়ে যান অন্য এক ভাবের জগতে।
আজ সোনার তরীতে এই গুনী শিল্পী একগুচ্ছ লোকসংগীত শোনাবেন। আমরা শুদ্ধ হবো তাঁর ভাব সংগীতের অমিয় রুপ,রস গন্ধে। সবাইকে আমন্ত্রণ।

অভিনন্দন প্রিয় শিল্পী। অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

12/10/2025

১৮০০তম পর্বের বিশেষ আয়োজনে সোনার তরী'তে আজ সুধী শিল্পী মিলন সমারোহ

� New to streaming or looking to level up? Check out StreamYard and get $10 discount! �

সংস্কৃতি হচ্ছে জাতির মানদণ্ড এবং সংগীত হচ্ছে সাংস্কৃতির প্রকাশিত রূপ যা জাতির মানদণ্ডের একটি মাপকাঠি। ঐ সংগীত জগৎ ধর্ম, ...
12/10/2025

সংস্কৃতি হচ্ছে জাতির মানদণ্ড এবং সংগীত হচ্ছে সাংস্কৃতির প্রকাশিত রূপ যা জাতির মানদণ্ডের একটি মাপকাঠি। ঐ সংগীত জগৎ ধর্ম, জাত-পাত, ধনী-দরিদ্র এমনকি সব ধরণের কূপমুণ্ডকতার বেড়া ভেঙে দেয় প্রতিনিয়ত। দিন - রাত যেমন নির্দিষ্ট নিয়ম মেনে সামনের দিকে এগিয়ে চলে তেমনই ' সোনার তরী ' সংগীতের ধারক ও বাহক হয়ে আজকে ১৮০০ তম পর্বের উদযাপনের জন্য এগিয়ে এসেছে অনেক রত্ন, মণি-মাণিক্য নদী, সাত সমুদ্র থেকে তুলে নিয়ে বহন করে চলেছে সুযোগ্য পরিচালকমণ্ডলীর সহয়তায়। ঐ সব রত্নদের বহন করে না নিয়ে আসলে তাদের অনেকেই হয়ত আলোকিত হতে পারতেন না, তাদের অনেকেরই আলো আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এক্ষেত্রে ' সোনার তরী' সহায়ক ভূমিকা প্রতিপালন করে চলেছে এটাই হচ্ছে ১৮০০ তম পর্বের সাফল্য। সোনার তরীর পরিবারের একজন সদস্য হিসাবে আরও সামনের দিকে এগিয়ে যাবে এটা আমার স্থির বিশ্বাস। এই বিশ্বাসকে অটুট রাখতে " সোনার তরীর " পরিচালকমণ্ডলীর নিরলস পরিশ্রমের প্রচেষ্টা হচ্ছে ১৮০০ তম পর্বের সাফল্যের চাবিকাঠি। এখনো যারা পিছনে পড়ে আছেন তাদেরকে সাথে নিয়ে পরিচালকমণ্ডলী 'সোনার তরীকে' সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এটাই শাশ্বত। দর্শক, শ্রোতা যারা " সোনার তরীকে " নিরলস ভাবে সমর্থন জুগিয়ে যাচ্ছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বোপরি অংশগ্রহণকারী সকল গুণীশিল্পীদের জানাই আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা, ধন্যবাদ ও অভিনন্দন। ওনারা যদি পরিচালকমণ্ডলীর বিনীত আমণ্ত্রনে সাড়া না দিতেন তাহলে ধারবাহিকভাবে এতদূর অগ্ৰসর হওয়া সম্ভব হতো না। সেইজন্য ওঁনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সকলের সার্বিক সহযোগিতায় সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে আগামী দিনে " সোনার তরী'কে আরও বহুদূর এগিয়ে নিয়ে গিয়ে বিশ্বের দরবারে সুপ্রতিষ্টিত করবে এই বিশ্বাস রাখি। জয় হোক " সোনার তরী'র, সফল হোক ১৮০০ তম পর্ব।। " জয়তু সোনার তরী "

শুভেচ্ছান্তে
রাজকুমার দত্ত
সোনার তরী পরিবারের সদস্য।।

সোনার তরীর ১৮শত তম পর্বের  বিশেষ আসরে আজ পুরো অনুষ্ঠান টি পরিচালনা ও সঞ্চালনা করবেন দুই বাংলার নন্দিত বাঁচিক শিল্পী,  আম...
12/10/2025

সোনার তরীর ১৮শত তম পর্বের বিশেষ আসরে আজ পুরো অনুষ্ঠান টি পরিচালনা ও সঞ্চালনা করবেন দুই বাংলার নন্দিত বাঁচিক শিল্পী, আমাদের অভিভাবক শ্রদ্ধেয় শিল্পী অধ্যাপক ড অমিতাভ কাঞ্জিলাল দাদা।

অভিনন্দন ও শুভকামনা রইলো।।

সোনার তরীর ১৮শত পর্বের বিশেষ আয়োজনে দেশের নন্দিত শিল্পী মাহমুদুল হাসান,  আলমগীর পারভেজ  বর্ণালী সরকার  ও সুদুর আমেরিকা থ...
12/10/2025

সোনার তরীর ১৮শত পর্বের বিশেষ আয়োজনে দেশের নন্দিত শিল্পী মাহমুদুল হাসান, আলমগীর পারভেজ বর্ণালী সরকার ও সুদুর আমেরিকা থেকে যুক্ত হবেন প্রিয় শিল্পী বিজয়া সেনগুপ্ত।

সবাকে সোনার তরীর আসরে স্বাগতম ও অভিনন্দন।।

সোনার তরীর ১৮০০ ৩ম পর্বে  শত ব্যাস্ততার মাঝে ও উপস্তিত হতে সম্মতি প্রদান করছেন দেশের বরেন্য রবীন্দ্র সংগীত শিল্পী শ্রদ্ধ...
12/10/2025

সোনার তরীর ১৮০০ ৩ম পর্বে শত ব্যাস্ততার মাঝে ও উপস্তিত হতে সম্মতি প্রদান করছেন দেশের বরেন্য রবীন্দ্র সংগীত শিল্পী শ্রদ্ধেয় ড মকবুল হোসেন।

আপনাকে বিনম্র শ্রদ্ধায় স্বাগতম।

সোনার তরীর ১৮০০ তম পর্বেব বিশেষ আয়োজন  উদ্বোধন করবেন দেশের বরেন্য সংগীতজ্ঞ, আমাদের অভিভাবক শ্রদ্ধেয় সংগীত গুরু পন্ডিত অস...
12/10/2025

সোনার তরীর ১৮০০ তম পর্বেব বিশেষ আয়োজন উদ্বোধন করবেন দেশের বরেন্য সংগীতজ্ঞ, আমাদের অভিভাবক শ্রদ্ধেয় সংগীত গুরু পন্ডিত অসিত দে।

পন্ডিতজী শুদ্ধ সংগীত চর্চা ও তার নানাবিধ বিষয় নিয়ে মুল্যবান উপদেশ প্রদান করবেন।

সকলকে সাথে থাকার বিনীত আমন্ত্রণ রইলো।।

আজ হাঁটি হাঁটি পা করে সোনার তরী গৌরবের ১৮শত তম পর্বে পৌছালো। আজকের এই দিনটিকে স্মরনীয় করে রাখতে সোনার তরী আয়োজন করতে যাচ...
12/10/2025

আজ হাঁটি হাঁটি পা করে সোনার তরী গৌরবের ১৮শত তম পর্বে পৌছালো। আজকের এই দিনটিকে স্মরনীয় করে রাখতে সোনার তরী আয়োজন করতে যাচ্ছে এক বিশেষ আয়োজন।
সোনার তরীর ১৮ শত তম পর্বের বিশেষ এই আয়োজনটির শুভ উদ্বোধন করবেন সংগীতাচার্য্য পন্ডিত অসিত দে। এবং দেশের নন্দিত শিল্পীগন যুক্ত হবেন। আমরা সত্যিই ধন্য ও কৃতজ্ঞ আপনাদের মত মহান শিল্পীগন সম্মতি দিয়েছেন আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আপনাদের শুভাশীর্বাদ প্রাপ্তিতে আমাদের সকলের আত্মশুদ্ধি হোক, সোনার তরী বয়ে চলুক তার আপন ঠিকানায়।
আজকের এই বিশেষ আয়োজনে যাঁরা সম্মতি দানে আমাদের ঋদ্ধ করেছেন তাঁরা হলেন : সর্বজন শ্রদ্ধেয় পন্ডিত অসিত দে, ড. মকবুল হোসেন, বিজয়া সেনগুপ্তা, মাহমুদুল হাসান, আলমগীর পারভেজ ও বর্ণালী সরকার।
পুরো অনুষ্ঠানটির পৌরোহিত্য করবেন নন্দিত বাচিক শিল্পী শ্রদ্ধেয় অধ্যাপক ড অমিতাভ কাঞ্জিলাল। অনুষ্ঠান টির সার্বিক পরিকল্পনায় রয়েছেন সোনার তরীর এডমিন শিল্পী বর্নালী সরকার ও আঞ্চলিক পরিচালক শিবেন্দু ভট্টাচার্য ও স্বাধীন দে এবং সমন্বয়কারী দীপেন চৌধুরী।
সুন্দর ও স্বার্থক হোক সোনার তরীর ১৮শত তম পর্বের বিশেষ আয়োজন।।

11/10/2025

পর্ব- ১৭৯৯ (পাগল ছানোয়ার সাইজি )
সোনার তরীর লোকসংগীত এর আসর " পাখি কখন জানি উড়ে যায় " পর্বে আজকের আমন্ত্রিত শিল্পী পাগল ছানোয়ার সাইজি। ।

সকলে আমন্ত্রিত।

Address

Ansarcamp, Mirpur/1
Dhaka
1216

Telephone

+8801911543075

Website

Alerts

Be the first to know and let us send you an email when সোনার তরী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category