Marché10

Marché10 শিক্ষামূলক ভিডিও দেখার জন্য আমাদের পেজটিকে ফলো করুন।

04/09/2025

জানিনা কার ঘরের খাবারে মুখ দিয়েছিল নাকি কারো ঘরে ঢুকে একটু বিরক্ত করেছিল যে এমন অবস্থা করে রাস্তায় ফেলে দিয়ে গেছে।
কারো পালিত আদরের ছানা হলে এভাবে রাস্তায় ফেলে রাখত না।
একটা মানুষের বাচ্চা হলে এতক্ষনে হইহুল্লোড় পরে যেত চারিদিকে।
নিষ্পাপ নিথর দেহখানা মানুষ চলাচলের রাস্তার পাশেই পড়ে আছে স্তব্ধ হয়ে😢😢😢

03/09/2025

এই খাবার খেতে পারলে শরীরে কোন কিছুর ঘাটতি হবে না

গোধূলি বেলার রক্তিম আকাশ......!!!!!
03/09/2025

গোধূলি বেলার রক্তিম আকাশ......!!!!!

হাইলাইট করা চুলে পারফেক্ট রিবন্ডিং
29/08/2025

হাইলাইট করা চুলে পারফেক্ট রিবন্ডিং

৪০% ডিস্কাউন্ট এ সার্ভিস নিতে হলে আমাদের মিরপুর ব্রাঞ্চে চলে আসবেন মারশিটেন গ্ল্যাম
09/08/2025

৪০% ডিস্কাউন্ট এ সার্ভিস নিতে হলে আমাদের মিরপুর ব্রাঞ্চে চলে আসবেন
মারশিটেন গ্ল্যাম

09/08/2025
মূলত এই গাছটার আসল নাম কি???
07/07/2025

মূলত এই গাছটার আসল নাম কি???

কার কার কাছে ভালো লাগে মাঝে মাঝে খেতে??
03/07/2025

কার কার কাছে ভালো লাগে মাঝে মাঝে খেতে??

ঈশা খার বাড়ির একাংশ। ৫০০ বছরের পুরনো এই বাড়িটিতে এখন ঈসা খার ১৬তম বংশধররা বসবাস করছে। এক সময় কত জৌলসপূর্ণ ছিল এই বাড়...
03/07/2025

ঈশা খার বাড়ির একাংশ।
৫০০ বছরের পুরনো এই বাড়িটিতে এখন ঈসা খার ১৬তম বংশধররা বসবাস করছে।
এক সময় কত জৌলসপূর্ণ ছিল এই বাড়ি।
কত ক্ষমতা আর অর্থবিত্তে স্বয়ং সম্পূর্ণ ছিল তাদের পরিবার।

কত দাস-দাসী দাসত্ব করত এই পরিবারের।
অথচ বর্তমানে এই ঈশা খানের বংশধরের এমনও মানুষ আছে যাদের তিন বেলা খেয়ে বাচতে কষ্ট হয়।
পৃথিবীতে অর্থ বিত্ত ক্ষমতা কোন কিছুই চিরস্থায়ী হয় না।
হয়তো অর্থ ও ক্ষমতা একসময় কালের অতল গভীরে তলিয়ে যায় নয়তো বা যে মানুষটা বিত্তবান ক্ষমতাবান সেই মানুষটাই একসময় সকল অর্থবিত্ত ও ক্ষমতা
ফেলে রেখে বিদায় নেয় এই ক্ষণস্থায়ী পৃথিবী থেকে।

মোট কথা অর্থ এবং ক্ষমতার পেছনে দৌড়ে কোন লাভ নেই। পৃথিবীতে আসার মূল যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য হাসিল করার পেছনেই বেশিরভাগ সময় ব্যয় করাই বুদ্ধিমান এর কাজ।

দুনিয়াবি স্বার্থ হাসিলের পেছনে সময় কম দেয়াই প্রকৃত বুদ্ধিমানের কাজ। কারণ যেই সার্থকতা দুই দিনের মাত্র সেই স্বার্থের পেছনে দৌড়ে কি লাভ।
দুনিয়াবী স্বার্থ হাসিল করতে করতে মানুষ একসময় মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে যায়।

মানুষ দুনিয়াতে যত বড় কিছুই হোক না কেন যখন মৃত্যু চলে আসে তখন পৃথিবীর সমস্ত কিছুই মূল্যহীন অকেজো হয়ে পড়ে।
তখন সব থেকে বেশি মূল্যবান হয়ে যায় ঈমান আমল।
অথচ জীবদ্দশায় এইটাকে আমরা সবথেকে কম গুরুত্ব দিয়ে থাকি।

মৃত্যুকে নিয়ে ভাবতে হবে প্রতিমুহূর্তে।
মৃত্যু আমার একেবারেই সামনে, খুব কাছে, অতি নিকটে। কখন যে মৃত্যুর ভয়াল থাবায় প্রাণটা বেরিয়ে আসে সেই প্রস্তুতি নিয়ে থাকতে হবে প্রতিদিন।

দুনিয়াতে যে যত বড় অর্জন করুক না কেন কোন কিছুই সাথে যাবে না এটা মনে রাখতে হবে প্রতি মুহূর্তে।তাহলে দুনিয়ার সময় গুলো অনেক সহজ হয়ে যাবে।

02/07/2025

এটার টেস্টটাই অন্যরকম

বলতে হবে এটা কি
02/07/2025

বলতে হবে এটা কি

এই ফুলটার নাম কি?
01/07/2025

এই ফুলটার নাম কি?

Address

Dhaka
1100

Telephone

+8801776304471

Website

Alerts

Be the first to know and let us send you an email when Marché10 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Marché10:

Share