03/07/2025
ঈশা খার বাড়ির একাংশ।
৫০০ বছরের পুরনো এই বাড়িটিতে এখন ঈসা খার ১৬তম বংশধররা বসবাস করছে।
এক সময় কত জৌলসপূর্ণ ছিল এই বাড়ি।
কত ক্ষমতা আর অর্থবিত্তে স্বয়ং সম্পূর্ণ ছিল তাদের পরিবার।
কত দাস-দাসী দাসত্ব করত এই পরিবারের।
অথচ বর্তমানে এই ঈশা খানের বংশধরের এমনও মানুষ আছে যাদের তিন বেলা খেয়ে বাচতে কষ্ট হয়।
পৃথিবীতে অর্থ বিত্ত ক্ষমতা কোন কিছুই চিরস্থায়ী হয় না।
হয়তো অর্থ ও ক্ষমতা একসময় কালের অতল গভীরে তলিয়ে যায় নয়তো বা যে মানুষটা বিত্তবান ক্ষমতাবান সেই মানুষটাই একসময় সকল অর্থবিত্ত ও ক্ষমতা
ফেলে রেখে বিদায় নেয় এই ক্ষণস্থায়ী পৃথিবী থেকে।
মোট কথা অর্থ এবং ক্ষমতার পেছনে দৌড়ে কোন লাভ নেই। পৃথিবীতে আসার মূল যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য হাসিল করার পেছনেই বেশিরভাগ সময় ব্যয় করাই বুদ্ধিমান এর কাজ।
দুনিয়াবি স্বার্থ হাসিলের পেছনে সময় কম দেয়াই প্রকৃত বুদ্ধিমানের কাজ। কারণ যেই সার্থকতা দুই দিনের মাত্র সেই স্বার্থের পেছনে দৌড়ে কি লাভ।
দুনিয়াবী স্বার্থ হাসিল করতে করতে মানুষ একসময় মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে যায়।
মানুষ দুনিয়াতে যত বড় কিছুই হোক না কেন যখন মৃত্যু চলে আসে তখন পৃথিবীর সমস্ত কিছুই মূল্যহীন অকেজো হয়ে পড়ে।
তখন সব থেকে বেশি মূল্যবান হয়ে যায় ঈমান আমল।
অথচ জীবদ্দশায় এইটাকে আমরা সবথেকে কম গুরুত্ব দিয়ে থাকি।
মৃত্যুকে নিয়ে ভাবতে হবে প্রতিমুহূর্তে।
মৃত্যু আমার একেবারেই সামনে, খুব কাছে, অতি নিকটে। কখন যে মৃত্যুর ভয়াল থাবায় প্রাণটা বেরিয়ে আসে সেই প্রস্তুতি নিয়ে থাকতে হবে প্রতিদিন।
দুনিয়াতে যে যত বড় অর্জন করুক না কেন কোন কিছুই সাথে যাবে না এটা মনে রাখতে হবে প্রতি মুহূর্তে।তাহলে দুনিয়ার সময় গুলো অনেক সহজ হয়ে যাবে।