Giyasuddin-গিয়াসউদ্দিন

Giyasuddin-গিয়াসউদ্দিন 𝑨𝒍͜͡𝒉𝒂͜͡𝒎𝒅𝒖𝒍𝒍͜͡𝒊𝒍𝒂𝒉🩷
"মহান আল্লাহ্ তাআ'লা সর্বশক্তিমান"

29/07/2025

নবীজি ﷺ বলেছেন:
❝তুমি বারবার ভুল করার পরও, যদি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসো তিনি তোমাকে ক্ষমা করবেন।❞
(~তিরমিজি ৩৫৪০)

আমাদের হবিগঞ্জের কৃতি সন্তান সৈয়দ আহমদুল হক (পৈলের সাব) উনি মারা যাওয়ার আগে উনার সন্তানকে জানিয়ে জান যে, উনার কাছে বিচার...
29/07/2025

আমাদের হবিগঞ্জের কৃতি সন্তান সৈয়দ আহমদুল হক (পৈলের সাব) উনি মারা যাওয়ার আগে উনার সন্তানকে জানিয়ে জান যে, উনার কাছে বিচার সালিশের মানুষের ৩২কোটি টাকা আমানত আছে।

ভাবা যায় কী পরিমাণ সৎ লোক ছিলেন উনি🤔

একজন মানুষ কতটা সৎ হলে এমন আস্থা অর্জন করতে পারে তার উদাহরণ তিনি নিজেই।

উনার জানাযার নামাজে যখন উনার ছেলে মাইক দিয়ে এই বিষয়টা জানান যে উনার বাবার কাছে মানুষের অর্থ এতো কোটি টাকা আমানত রয়েছে, তখন জানাযার নামাজে উপস্থিত লাখো মুসল্লী অবাক হয়ে যান।😯

বর্তমানে আমরা মানুষের টাকা মারা নিয়ে ব্যস্ত আর উনি এতো কোটি টাকা জমা রেখে এক দৃষ্টান্ত তৈরী করে গেছেন।

যেখানে অনেক এলাকার বিচারকগণ ৫০০টাকা খেয়ে বিচার এদিক সেদিক করে ফেলে, আর উনি ছিলেন ন্যায় বিচারক সমগ্র হবিগঞ্জ জেলা জুরে।💝

উনার জীবনে বহুবার তিনি পৈল ইউনিয়নের চেয়ারম্যান এবং পরে হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান হন। আর এমন মানুষ চেয়ারম্যান হতে গেলে জীবনেও ভোট ডাকাতি করা লাগবে না।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় উনার চেয়ে বেশি কেউ চেয়ারম্যান হয়েছে বলে আমার জানা নেই।

উনার আরেক পরিচয় হলো উনি আল্লামা ফুলতলী সাহেব ক্বিবলাহ (রহঃ) এর জামাতা।

আল্লাহ তাআলা যেন উনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন.... আমীন। 💝💚

29/07/2025

এই সুন্দর পৃথিবীতে আমরা কেউ থাকবো না জেনে ও নিজেকে নিয়ে কত শত অহংকার করি।
হে সৃষ্টিকর্তা আমাকে মাফ করে দাও

28/07/2025

জীবনে চাহিদা যত কম জীবন ততই সুন্দর!

28/07/2025
বর্তমানে একটা ভয়াবহ ভাইরাস জ্বরের প্রকোপ চলছে।তীব্র জ্বর আসবে, ১০৩°/১০৪° এর মতো শরীরের তাপমাত্রা উঠে যাবে। সাথে শরীরের ব...
28/07/2025

বর্তমানে একটা ভয়াবহ ভাইরাস জ্বরের প্রকোপ চলছে।

তীব্র জ্বর আসবে, ১০৩°/১০৪° এর মতো শরীরের তাপমাত্রা উঠে যাবে।
সাথে শরীরের বিভিন্ন জায়গায় তীব্র ব্যথা হবে।
শরীরে ভয়াবহ রকমের দূর্বলতা থাকবে।

প্রেসার লো করবে। ব্লাড টেস্ট করালে দেখা যায় এটা ডেংগু ও না, চিকনগুনিয়া ও না। কিন্তু ভয়াবহ এক জ্বর। হসপিটালাইজড ও হওয়া লাগতে পারে।

আর জ্বর সেরে গেলেও শরীরের ব্যথা সহজে সারে না। সকলেই সাবধানে থাকুন। শরীরের ইমিউনিটি বাড়ান, সকালে তুলসী, আদা, লবঙ্গ, দারুচীনি ছেচে ( পারলে এক চামচ মধু দিয়ে) রং চা পান করুন, ভাল ফল পাবেন।

28/07/2025
28/07/2025
28/07/2025
27/07/2025

নিজেকে অন্তত ফুলের মত সাজাও, ঘ্রাণ না আসুক
সৌন্দর্য তোমার মনে ছাপ রেখে যাবে। 💚💛💙

27/07/2025

- তুমি আমার জীবনের সেই অধ্যায়,
যাকে আমি আঁকড়ে ধরে বাঁচতে চাই সারাজীবন..!🖤😌
Sabiyatun Jannat Muntaha 💚

আহ! আফসোস ড. মুহাম্মদ ইউনূসকে হয়তো আমরা বেশি দিন পাবো না! বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে তাঁর বক্তৃতা শুনছিলাম…উনি ছিলেন আ...
10/04/2025

আহ! আফসোস ড. মুহাম্মদ ইউনূসকে হয়তো আমরা বেশি দিন পাবো না! বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে তাঁর বক্তৃতা শুনছিলাম…
উনি ছিলেন আবেগে ভেসে যাওয়া এক জীবন্ত ইতিহাস।
দেশের দারিদ্রতা, ১৯৭৪ সালের সেই হৃদয়বিদারক দুর্ভিক্ষের কথা তুলে ধরলেন যখন।মনটা কেমন যেন ভার হয়ে গেল!

একবার অন্তর থেকে নিজেকে প্রশ্ন করুন—
এই মানুষটার মধ্যে রাষ্ট্রনায়ক হওয়ার গুণাবলি নেই?

একটা সত্য কেবল মনে রাখবেন—
যাদের বক্তৃতা শোনাতে হলে সিংগাড়া-পেপসি দিয়ে মানুষ আনতে হয়,
তাদের পাশে দাঁড়িয়ে এই ইউনূসের মতো মানুষকে কেউ তুলনা করবেন না!

যে মানুষকে শুনতে বিশ্বের মানুষ
৭৫ হাজার ডলার খরচ করতে রাজি,
সেই মানুষকে আমরা পেয়ে ছিলাম
এটা আমাদের গর্ব!

কিন্তু আফসোস…
এই জাতিই হয়তো তাকে বেশিদিন ধারণ করতে পারবে না।

Address

Habiganj Sadar
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Giyasuddin-গিয়াসউদ্দিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Giyasuddin-গিয়াসউদ্দিন:

Share