আব্দুল বারী Abdul Bari 002

আব্দুল বারী Abdul Bari 002 অজান্তে কারো মনে আঘাত দিয়ে থাকলে মাফ করবেন https://www.facebook.com/groups/730464846572686/?ref=share&mibextid=NSMWBTগ্রুপের লিংক
(11)

07/11/2025
আমার জীবনের সব থেকে বড় সত্রু,,,,,,,,,,😆😆😆 #গনিত
02/11/2025

আমার জীবনের সব থেকে বড় সত্রু,,,,,,,,,,😆😆😆
#গনিত

জীবন ধ্বংস করার ,,,,,,,,,,,হা,,,,,,,তি,,,,,,,,য়া,,,,,র,,,,,,,,,,
01/11/2025

জীবন ধ্বংস করার ,,,,,,,,,,,হা,,,,,,,তি,,,,,,,,য়া,,,,,র,,,,,,,,,,

“নিশ্চয়ই আল্লাহই সেই সত্তা, যিনি আকাশ ও পৃথিবীর সৌন্দর্য সৃষ্টি করেছেন। প্রতিটি গাছ, প্রতিটি নদী, প্রতিটি রোদের কণায় র...
24/10/2025

“নিশ্চয়ই আল্লাহই সেই সত্তা, যিনি আকাশ ও পৃথিবীর সৌন্দর্য সৃষ্টি করেছেন। প্রতিটি গাছ, প্রতিটি নদী, প্রতিটি রোদের কণায় রয়েছে তাঁর মহিমার নিদর্শন।”
#প্রকৃতির_নিদর্শন #আল্লাহর_মহিমা #ইসলামিক_অনুপ্রেরণা #প্রাকৃতিক_সৌন্দর্য #সবুজ_পৃথিবী #সূর্যের_আলো #ইসলামিক_ক্যাপশন #আব্দুলবারী

কুরআনের আইন বাংলাদেশে চালু করতেই হবে এনশাআল্লাহ আজ আমাদের দেশের চোর ডাকাত চাদাবাজ ধর্ষক দিন দিন বাড়ছে যেই দিন এই দেশে ক...
17/10/2025

কুরআনের আইন বাংলাদেশে চালু করতেই হবে এনশাআল্লাহ আজ আমাদের দেশের চোর ডাকাত চাদাবাজ ধর্ষক দিন দিন বাড়ছে যেই দিন এই দেশে কুরআনের আইন চালু হবে সেই দিন এই বাংলার মানুষ শান্তিতে বাঁচতে পারবে বর্তমান যুগে মানুষ আর মানুষ নেই কিছু কিছু মানুষ হয়েছে জানো য়া রে র মতো এদের কুরআনের আইন দিয়ে বিচার করতে হবে ,x

11/10/2025

কে কাকে পরিচালনা করে

09/10/2025

এ ভাই আপনি কিসের মুসলিম আপনার ঈমান এতো দূর্বল তোমার লজ্জা করে না নোংরা ভিডিও দেখতে নিজে দেখ আবার বন্ধুকে শেয়ার কর ভালো ভিডিও শেয়ার করতে হাত কাঁপে

Payout 🏆🏆🏆
08/10/2025

Payout 🏆🏆🏆

**"যে পৃথিবীতে একটা শিশুর আঁকাবাঁকা আঁচড়ে গড়ে উঠতে পারত ভবিষ্যৎ, সেখানে এখন ছাই আর ধ্বংসস্তূপ ছাড়া কিছু নেই। ফিলিস্তি...
05/10/2025

**"যে পৃথিবীতে একটা শিশুর আঁকাবাঁকা আঁচড়ে গড়ে উঠতে পারত ভবিষ্যৎ, সেখানে এখন ছাই আর ধ্বংসস্তূপ ছাড়া কিছু নেই। ফিলিস্তিনের ভাঙা ঘরবাড়ি শুধু ইট-পাথরের পতন নয়, এটি মানবতার বিবেকের ভাঙ্গনের প্রতিচ্ছবি। যে ভূমিতে একসময় আজানের সুরে সকাল হতো, সেখানে এখন গোলার শব্দে রাত শেষ হয়। প্রতিটি গুঁড়িয়ে যাওয়া দেয়াল যেন চিৎকার করে বলে—আমাদের স্বপ্নগুলো কি দোষ করেছিল? কোথায় গেল মানবাধিকার, কোথায় লুকালো সভ্যতার গর্বিত মুখোশ?

বাংলাদেশের লাল-সবুজ পতাকা আজ ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে একটাই সত্য ঘোষণা করে—আমরা অন্যায়ের বিরুদ্ধে জন্মেছি বলে প্রতিবাদ করি, ভয়ের জন্য নয়। আমাদের ইতিহাস শিখিয়েছে, রক্তের মূল্য বোঝে কেবল সেই জাতি, যারা নিজের বুকের ভেতরেও ক্ষত বয়ে বেড়িয়েছে। তাই ফিলিস্তিনের প্রতিটি ভাঙা ইট, প্রতিটি নিঃশব্দ কান্না, প্রতিটি হারিয়ে যাওয়া ঘরবাড়ি আমাদের নিজের মনে হয়।

এই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে শুধু মানুষ নয়—চাপা পড়ে আছে স্বপ্ন, হাসি, শৈশব, আলোর পথচলা। পৃথিবী যখন নীরব, তখন পতাকাগুলো কথা বলে। বাংলাদেশের পতাকা যেন হাতে তুলে নিয়েছে ফিলিস্তিনের ক্ষত, আর বলছে—তোমার ধ্বংস কোনো সমাপ্তি নয়, এটা আমাদের যৌথ সংগ্রামের শুরু।

আজ যারা ঘর হারিয়েছে, তারা কেবল ভিটে হারায়নি—তারা হারিয়েছে তাদের পরিচয়, ইতিহাস, জীবনের নিরাপদ মানচিত্র। তবু এই ধ্বংসই হয়ে উঠবে মুক্তির ভাষা। কারণ আগুন আর গোলার ভেতর থেকেও যে জাতি মাটি আঁকড়ে দাঁড়িয়ে থাকে, তাকে কখনো শেষ করা যায় না।

আমরা যারা দূর থেকে দেখি, তাদের চোখে জল শুধু আবেগ নয়—এটা প্রমাণ যে পৃথিবী পুরোটা এখনও অন্ধকারে ডুবে যায়নি। ফিলিস্তিনের ধুলোয় মিশে থাকা তারা উঠেই আবার আলো দেবে, আর বাংলাদেশ সেই আলোয় কাঁধ মিলিয়ে দাঁড়াবে—কারণ অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ আমাদের মানবতার অস্থিমজ্জা থেকে উঠে আসে #ফিলিস্তিন #বাংলাদেশ #ইসলামী_স্মরণ

"ফিলিস্তিনের ভাঙা ঘরবাড়ি আজ সাক্ষী দিচ্ছে নিষ্ঠুরতার। ইট-পাথরের স্তূপ থেকে ভেসে আসছে শিশুদের কান্না, মায়েদের আহাজারি আ...
05/10/2025

"ফিলিস্তিনের ভাঙা ঘরবাড়ি আজ সাক্ষী দিচ্ছে নিষ্ঠুরতার। ইট-পাথরের স্তূপ থেকে ভেসে আসছে শিশুদের কান্না, মায়েদের আহাজারি আর মানবতার শেষ চিৎকার। এই ধ্বংসস্তূপ কেবল ঘরের পতন নয়, বরং সভ্যতার মুখে এক কালো দাগ। আমরা বাংলাদেশীরা আমাদের ভাইদের এই রক্তভেজা মাটিকে নিজের মাটি মনে করি, তাদের কান্নাকে নিজের কান্না বানাই। আমরা প্রতিবাদ করি—কারণ নীরবতা মানে অপরাধীদের শক্তি দেওয়া। হে আল্লাহ! অত্যাচারীদের ধ্বংস কর, নিরপরাধদের মুক্তি দাও। ফিলিস্তিনের প্রতিটি ইট একদিন আবার দাঁড়াবে স্বাধীনতার প্রতীকে।"
#ফিলিস্তিন #বাংলাদেশ

🌿 আল্লাহর কুদরতের এক অনন্য নিদর্শন – ঝর্ণার কলকল ধ্বনি আমাদের মনে করিয়ে দেয়, স্রষ্টার সৃষ্টি কত সুন্দর ও শান্তিময়।✨ “...
01/10/2025

🌿 আল্লাহর কুদরতের এক অনন্য নিদর্শন – ঝর্ণার কলকল ধ্বনি আমাদের মনে করিয়ে দেয়, স্রষ্টার সৃষ্টি কত সুন্দর ও শান্তিময়।
✨ “তোমরা কি দেখো না, আকাশ থেকে আমি পানি বর্ষণ করি, অতঃপর আমি তা দ্বারা শস্য উৎপন্ন করি, যা তোমরা খাও।” (সুরা সাজদাহ: 27)

#আল্লাহরকুদরত #ইসলামী_স্মরণ #প্রাকৃতিক_দৃশ্য

ভুল বললে মাফ করবেন  ゚
18/09/2025

ভুল বললে মাফ করবেন ゚

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when আব্দুল বারী Abdul Bari 002 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share