Tithi Foods

Tithi Foods তিথি ফুডস হলো একটি ই-কমার্স প্ল্যাটফর্ম, যা প্রতিটি পরিবারে নিরাপদ ও মানসম্পন্ন খাবার সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ করে।

ঘি – শুধু খাবার নয়, এটা এক জীবনের বিনিয়োগ! আমাদের দাদী-নানীরা বলতেন “এক চামচ খাঁটি ঘি শরীর ও মনকে করে শক্তিশালী।”আজ বিজ্...
15/08/2025

ঘি – শুধু খাবার নয়, এটা এক জীবনের বিনিয়োগ!

আমাদের দাদী-নানীরা বলতেন “এক চামচ খাঁটি ঘি শরীর ও মনকে করে শক্তিশালী।”
আজ বিজ্ঞানও বলছে, ঘি-তে আছে ভিটামিন A, D, E, K, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা—

👉হজমশক্তি বাড়ায়
👉রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে
👉ত্বক ও চুলকে করে উজ্জ্বল
👉মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়

ভাত, রুটি, খিচুড়ি, কিংবা গরম দুধ - এক ফোঁটা খাঁটি ঘি-ই যথেষ্ট স্বাদ ও পুষ্টির জন্য।

প্রশ্ন হলো: আপনি কি আজকের খাবারে সেই আসল ঘি যোগ করেছেন?
যেটা শুধু শরীর নয়, মনেরও যত্ন নেয়… ❤️

ওজন কমাতে চান? জেনে নিন কোন খাবার খাবেন আর কোনটা এড়িয়ে চলবেন!**যেসব খাবার ওজন কমাতে সাহায্য করে:**🥗 সবুজ শাকসবজি (পালং, ...
13/08/2025

ওজন কমাতে চান? জেনে নিন কোন খাবার খাবেন আর কোনটা এড়িয়ে চলবেন!

**যেসব খাবার ওজন কমাতে সাহায্য করে:**

🥗 সবুজ শাকসবজি (পালং, লাল শাক, লেটুস)
🥒 শসা, টমেটো, গাজর
🥜 বাদাম ও আখরোট (পরিমাণমতো)
🥛 লো-ফ্যাট দই ও দুধ, ঘি
🫖 গ্রিন টি / লেবু পানি
🥩 চর্বিহীন মাংস ও মাছ

**যেসব খাবার ওজন বাড়িয়ে দেয় (এড়িয়ে চলুন):**

🍟 ভাজাপোড়া (ফ্রেঞ্চ ফ্রাই, সমুচা, পিঁয়াজু)
🥤 চিনি মিশ্রিত পানীয় ও সফট ড্রিংক
🍰 কেক, পেস্ট্রি, ডোনাট
🍚 অতিরিক্ত ভাত ও পরোটা
🍫 অতিরিক্ত মিষ্টি ও চকোলেট

#সুস্থ\_জীবন #ঘি

13/08/2025

প্রতিদিনের সুস্থতার জন্য প্রাকৃতিক সমাধান – খাঁটি ঘি

প্রতিদিন ১ চামচ গাওয়া ঘি শুধু আপনার খাবারের স্বাদই বাড়ায় না, বরং শরীরের জন্য নিয়ে আসে অসংখ্য উপকার।

💛 উপকারিতা:

শরীরে শক্তি জোগায় ও ক্লান্তি দূর করে

হজম শক্তি উন্নত করে

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

ত্বক ও চুল রাখে স্বাস্থ্যকর ও উজ্জ্বল

গরম ভাত, রুটি, খিচুড়ি কিংবা ডালের সঙ্গে খান খাঁটি ঘি—স্বাদও পাবেন, স্বাস্থ্যও পাবেন।

✅ ১০০% প্রাকৃতিক, কোনো রাসায়নিক ছাড়া

#ঘি #গাওয়া_ঘি #সুস্থ_জীবন #হেলথিলিভিং ゚viralfbreelsfypシ゚viral

আমাদের ঘিএর মন মুগ্ধকর ঘ্রান ও দানা আপনাদের মনে জায়গা করে নিবেই। সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তে নিতে পারবেন। অগ্রিম ১ টাক...
06/08/2025

আমাদের ঘিএর মন মুগ্ধকর ঘ্রান ও দানা আপনাদের মনে জায়গা করে নিবেই।

সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তে নিতে পারবেন। অগ্রিম ১ টাকাও দিতে হবে না।

১ বার নিলে আপনি আমাদের ঘি এর প্রেমে পড়ে যাবেন গ্যারান্টি।

#ঘি ゚viralfbreelsfypシ゚viral

📢 ভয়াবহ ভাইরাস জ্বর চলছে — সতর্ক হোন, যত্ন নিন!এই মুহূর্তে একটা নতুন ধরনের ভাইরাস জ্বর ছড়িয়ে পড়েছে চারদিকে।ডেংগু বা ...
27/07/2025

📢 ভয়াবহ ভাইরাস জ্বর চলছে — সতর্ক হোন, যত্ন নিন!

এই মুহূর্তে একটা নতুন ধরনের ভাইরাস জ্বর ছড়িয়ে পড়েছে চারদিকে।
ডেংগু বা চিকনগুনিয়া নয়, তবে লক্ষণগুলো ভয়াবহ এবং অনেকেই এতে আক্রান্ত হচ্ছেন।

যাদের বেবিদের এই জ্বরটা হবে , আমি প্রথমেই বলব আপনারা আগে ভেঙ্গে পড়বেন না , আপনারা ভেঙে পড়লে সেবা করতে পারবেন না। কারণ দিনশেষে আপনাদের সুস্থ থাকতে হবে তাহলেই বাচ্চারা ভালো থাকবে

আমার ছেলেটাও এই জ্বরে ভুগছে,
শুধু বলছে মাথা ব্যথা পা ব্যথা হাত ব্যাথা,
মনে রাখবেন যে অসুস্থ হবে
তাকে কিছুক্ষণ পরপর স্বাস্থ্যকর খাবার দিবেন খাবারের উপরে কোন মেডিসিন নাই।

আমিও তাই করছি বর্তমানে এইসব রোগীরা খাবার দেখলে মনে করে বি*ষ, অল্প অল্প করে কিছুক্ষণ পরপর খাবার দিবেন
বমি করলে বমির মেডিসিন দিয়ে বমি বন্ধ করবে আগে।

🛑 লক্ষণগুলো:
হঠাৎ করে তীব্র জ্বর (১০৩°–১০৪°F)
শরীরের বিভিন্ন জায়গায় প্রচণ্ড ব্যথা (মাসল, জয়েন্ট, চোখ, পিঠ) মাথা ব্যাথা
প্রচণ্ড দুর্বলতা, মাথা ঘোরা
প্রেসার লো হয়ে যেতে পারে
জ্বর নেমে যাওয়ার পরও শরীরের ব্যথা রয়ে যায় অনেকদিন এবং প্রচুর দুর্বল থাকে।

কী করবেন? চিকিৎসা ও সেরে ওঠার টিপস:

🥣 খাবার:
1. ভিটামিন সি-যুক্ত ফল: মাল্টা, কমলা, লেবু, আমলকি আমড়া,পেয়ারা,
2. জিঙ্ক ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবার: কলা, পাকা পেঁপে, ডিমের কুসুম
3. প্রোটিন: ডিম (সিদ্ধ),ঘি, চিকেন স্যুপ, ডাল, খিচুড়ি মাছ
4. পানি বেশি করে খান – দিনে অন্তত ৩ লিটার ( স্যালাইন
বা লেবুর শরবত খাওয়া যেতে পারে) তবে চিনি খাওয়া মোটেই ঠিক নয়।

ব্যথা ও জ্বরের জন্য:

প্যারাসিটামল (ডাক্তারের পরামর্শ অনুযায়ী)
গরম পানির সেঁক বা হালকা ম্যাসাজ
তুলসি, আদা, মধু দিয়ে ভাপ বা কাশির জন্য পানীয়

জ্বরের পরের শরীর ব্যথা কমানোর ঘরোয়া টিপস:

গরম পানিতে লবণ দিয়ে গা মুছানো
হালকা স্ট্রেচিং বা ধীরে ধীরে হাঁটা শুরু করা
ম্যাগনেসিয়ামযুক্ত খাবার (পানিতে ভেজানো বাদাম, কলা)
আয়ুর্বেদিক তেল (যেমন নারকেল তেল বা পুদিনার তেল) দিয়ে হালকা মালিশ

কখন হাসপাতালে যাবেন:

বারবার জ্বর আসছে
প্রেসার খুব কমে যাচ্ছে
খাওয়া বন্ধ করে দিয়েছে/অজ্ঞান ভাব
রক্তচাপ ও হৃদস্পন্দন অনিয়মিত

মনে রাখবেন:

> জ্বর চলে গেলেও শরীর পুরোপুরি দুর্বল হয়ে পড়ে।
তাই ধৈর্য ধরে বিশ্রাম, ভালো খাবার, আর পর্যাপ্ত পানি–এগুলোই দ্রুত সেরে ওঠার চাবিকাঠি।

আপনাদের আশেপাশে কেউ আক্রান্ত হলে পোস্টটা শেয়ার করে তাকে জানাও কীভাবে একটু ভালোভাবে যত্ন নিতে পারে।

❤️ সুস্থ থাকুক তোমার পরিবার, বন্ধুবান্ধব, আশপাশের সবাই।

21/07/2025

সেনাবাহিনীর বিশেষ উদ্ধার অভিযান চলছে মাইলস্টোন কলেজে এ উত্তরাতে
⚠️ জরুরি রক্তের প্রয়োজন!

উত্তরা মাইলস্টোন স্কুলের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অনেক শিশু ও সাধারণ মানুষ গুরুতর আহত হয়েছেন। এখন প্রচুর পরিমাণে ব্লাড ডোনার প্রয়োজন।

যাঁরা সুস্থ এবং সক্ষম, রক্তদানে এগিয়ে আসুন।
এটি এখন আমাদের মানবিক দায়িত্ব।

📍 রক্ত প্রয়োজন নিচের হাসপাতালগুলোতে:
🔸 ঢাকা মেডিকেল বার্ন ইউনিট
🔸 কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
🔸 উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
🔸 কুয়েত মৈত্রী হাসপাতাল
🔸 উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
🔸 মনসুরআলী মেডিকেল কলেজ

🚫 দয়া করে দুর্ঘটনাস্থলে ভিড় করবেন না—এতে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

🤲 আল্লাহ সকলকে হেফাজত করুন।

শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন! 🩸

আপনি কি জানেন? শিশুর পরিপূর্ণ শারীরিক ও মানসিক বিকাশে প্রোটিন অপরিহার্য—শুধু পেট ভরলেই যথেষ্ট নয়। প্রোটিন কেন এত দরকার শ...
16/07/2025

আপনি কি জানেন? শিশুর পরিপূর্ণ শারীরিক ও মানসিক বিকাশে প্রোটিন অপরিহার্য—শুধু পেট ভরলেই যথেষ্ট নয়।

প্রোটিন কেন এত দরকার শিশুর জন্য?
🔹 মস্তিষ্কের সঠিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
🔹 শক্তিশালী পেশি ও হাড় তৈরিতে সহায়ক
🔹 রোগ-জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ে বাড়ায় প্রতিরোধ ক্ষমতা
🔹 সারাদিন এনার্জি ধরে রাখতে সাহায্য করে

প্রোটিন পাওয়া যায় অনেক সহজলভ্য খাবারে, যেমনঃ

🥚 ডিম – মস্তিষ্ক গঠনে সহায়ক ও উচ্চমানের প্রোটিনের উৎস
🥛 দুধ – হাড় শক্ত করে, পুষ্টি ও প্রোটিনে ভরপুর
🥜 ছোলা ও পিনাট বাটার – উদ্ভিজ প্রোটিন ও শক্তির চমৎকার উৎস
🐟 মাছ ও মুরগি – সহজপাচ্য ও উচ্চমানের প্রাণিজ প্রোটিন
🥩 গরুর মাংস – আয়রন ও প্রোটিনের দারুণ কম্বিনেশন
🧈 ঘি – প্রোটিনের কার্যকারিতা বাড়ায়, হজমে সহায়তা করে ও শিশুর শক্তি ধরে রাখতে সাহায্য করে

🥪 শুধু টেস্ট নয়, চাই পুষ্টিও!
বাচ্চার টিফিন হোক স্বাদ ও পুষ্টির পরিপূর্ণ সংমিশ্রণ।

নিয়মিত প্রোটিনযুক্ত খাবার রাখলে শিশু থাকবে:

✅ আরও মনোযোগী
✅ আরও সক্রিয়
✅ রোগ প্রতিরোধে আরও শক্তিশালী

04/07/2025

শক্তি, বুদ্ধি আর রোগ প্রতিরোধ - সব থেমে যায় খাবারের অনীহায়!

বাচ্চার মস্তিষ্কের বিকাশ, রোগ প্রতিরোধ ক্ষমতা আর শক্তির প্রয়োজন প্রতিদিনই।
কিন্তু খাবারে অনীহা থাকলে সেই গুরুত্বপূর্ণ পুষ্টি সে পাচ্ছে না।

প্রতিদিন মাত্র মাত্র ২ চামচ Tithi Premium ঘি আপনার সন্তানকে দেবে প্রোটিন, ভিটামিন এবং মিনারেলের সম্পূর্ণ চাহিদা।

গবেষণায় প্রমাণিত, সুপার ফুড ঘি-তে থাকা প্রাকৃতিক প্রোটিন বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আমাদের পণ্যে কোন কৃত্রিম রং, প্রিজারভেটিভ ব্যবহার করা হয় না - শুধুমাত্র প্রকৃতির সেরা উপাদান দিয়ে তৈরি।

প্রতিদিন মাত্র এক চামচ ঘি খাবারের সাথে খেতে দিন - এই ছোট রুটিনই বদলে দিতে পারে আপনার সন্তানের স্বাস্থ্য।

অর্ডার করতে কল করুন +8801643266394 অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
👉 https://tithifoods.com

22/06/2025

শুকনো আবহাওয়ায় ত্বক খসখসে লাগে? চুল রুক্ষ, খুশকিতে ভরে থাকে?

কারণ:
শরীরে স্যাচুরেটেড ফ্যাট ও Vitamin E-এর ঘাটতি
স্ক্যাল্পে রক্ত চলাচলের অভাব
শুষ্কতা ও ইনফ্লামেশন

সমাধান:
সপ্তাহে ২ দিন হালকা গরম ঘি মাথায় ম্যাসাজ করুন
মুখে ১৫ মিনিট ঘি দিয়ে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন
খাবারে প্রতিদিন ১ চামচ ঘি রাখুন
ঘি-তে থাকা স্যাচুরেটেড ফ্যাট, ভিটামিন A, E ও Butyric Acid চুল ও ত্বকে অভ্যন্তরীণভাবে পুষ্টি দেয়।

☎️ঘি-অর্ডার করতে কল করুনঃ ০১৬৪৩-২৬৬৩৯৪

🌎 প্রবাসে থেকেও পরিবারের জন্য ভালোবাসা পৌঁছে দিন সহজেই!
📩 WhatsApp-এ অর্ডার করতে: +8801643-266394

🌐 ঝামেলামুক্ত অর্ডারের জন্য ভিজিট করুন:
👉 tithifoods.com

💖 ভালো খান, সুস্থ থাকুন, Tithi Foods এর সাথেই থাকুন

#ঘি

Add a spoonful of purity and flavour to every meal.Bring home Tithi Premium Gawa Ghee today!!
19/06/2025

Add a spoonful of purity and flavour to every meal.
Bring home Tithi Premium Gawa Ghee today!!

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Tithi Foods posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share