Education 360.

Education 360. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Education 360., Video Creator, Dhaka.

30/06/2024

প্রতিযোগিতার এই যুগে অডিয়েন্স টার্গেট, অ্যাড অপ্টিমাইজেশন, ROI ও ROAS বৃদ্ধির টেকনিকসহ ফেসবুক অ্যাড পরিচালনার সকল বিষয় রপ্ত করে ব্যবসা, চাকরি কিংবা ক্যারিয়ারে এক ধাপ এগিয়ে যেতে এনরোল করুন 'Facebook Ads Mastery' কোর্সটিতে!

30/06/2024

ইউটিউবে শুধু ভিডিও দেখা কিংবা আপলোড দেওয়া যায় না, ইউটিউবে মার্কেটিং করাও সম্ভব। তাও আবার কোনো প্রকার দামি কম্পিউটার কিংবা টেকনিক্যাল স্কিল শেখার ঝামেলা ছাড়াই! তাছাড়া বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং এর জগতে বেশ জনপ্রিয় একটি সেক্টর হল YouTube Marketing। আমাদের “YouTube Marketing করে Freelancing” কোর্সে এই সেক্টরের সকল গুরুত্বপূর্ণ ও খুঁটিনাটি বিষয়গুলো বিস্তারিতভাবে শেখানো হয়েছে। পাশাপাশি, কিভাবে কাজ করলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সফলতা অর্জন করা যায় এবং কোন কোন টুলের ব্যবহার এখানে আছে তার বিস্তারিত একটা গাইডলাইন দেওয়া হয়েছে এই কোর্সে। তাই, খুব সহজেই এই জনপ্রিয় স্কিল শিখে ফ্রিল্যান্সিং করতে এখনই এনরোল করুন ‘YouTube Marketing করে Freelancing’কোর্সে।

30/06/2024

Forbes ম্যাগাজিনের তথ্য মতে, পৃথিবীতে প্রায় ১১৩ কোটি ওয়েবসাইট রয়েছে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে, এর প্রায় ৪৩% ওয়েবসাইটই তৈরি করা হয়েছে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে। ওয়ার্ডপ্রেস থিম ব্যবহার করে কোডিং ছাড়াই ওয়েবসাইট তৈরি করা যায় বলে সমগ্র বিশ্বে এটি অধিক জনপ্রিয়। আর তাই ফ্রিল্যান্সিং জগতেও ওয়ার্ডপ্রেসে তৈরি ওয়েবসাইটের চাহিদা যেমন বেশি, কাজের পারিশ্রমিকও তুলনামূলকভাবে বেশি। টেন মিনিট স্কুলের ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রিল্যান্সিং কোর্সে, হাতে-কলমে ভিন্ন ভিন্ন ১০ রকমের ওয়েবসাইট তৈরি করা শেখার পাশাপাশি, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এবং মার্কেটপ্লেসের বাইরে কিভাবে কাজ করে আয় করা যায়, তার বিস্তারিত বিষয়গুলো শেখানো হয়েছে এই কোর্সে। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শিখে ফ্রিল্যান্সিং করতে এখনই ভর্তি হয়ে যান ‘WordPress দিয়ে Freelancing’ কোর্সে।

30/06/2024

জনপ্রিয় স্কিল শিখে ফ্রিল্যান্সিং করতে এখনই এনরোল করুন ‘Email Marketing করে Freelancing’কোর্সে।

IELTS LIVE Batchউদ্দেশ্য যদি হয় বিদেশে পড়তে যাওয়া কিংবা চাকরি করা, তাহলে IELTS পরীক্ষায় ভালো Band Score করার বিকল্প নেই।...
26/05/2024

IELTS LIVE Batch
উদ্দেশ্য যদি হয় বিদেশে পড়তে যাওয়া কিংবা চাকরি করা, তাহলে IELTS পরীক্ষায় ভালো Band Score করার বিকল্প নেই। বিশ্বজুড়ে প্রায় সব দেশেই ইংরেজি ভাষা দক্ষতা যাচাই এর জন্য IELTS পরীক্ষা সার্বজনীনভাবে স্বীকৃতি পায়। তাই, যারা বিদেশে যেতে আগ্রহী এবং IELTS পরীক্ষায় উন্নত ব্যান্ড স্কোর করতে চান, তাদের জন্য টেন মিনিট স্কুল নিয়ে এসেছে ‘IELTS LIVE Batch’। এই লাইভ কোর্সে IELTS পরীক্ষার প্রস্তুতি স্বরূপ ৪টি স্কিল, যথা: Listening, Reading, Writing এবং Speaking সংক্রান্ত সকল বিষয়গুলো একদম হাতে-কলমে শেখানো হবে। আমাদের সেরা শিক্ষকদের শেখানো কৌশল ও গাইডলাইনে, মাত্র ৩৬টি ইন্টারেক্টিভ লাইভ ক্লাসেই, ১২ সপ্তাহের মধ্যে IELTS পরীক্ষার প্রস্তুতি হবে ১০০ তে ১০০। তাই দেরি না করে, আপনার কাঙ্ক্ষিত IELTS Band Score পেতে এখনই এনরোল করুন IELTS LIVE Batch - এ।

IELTS এর সকল মডিউলের জন্য সেরা প্রস্তুতি নিশ্চিত করতে আজই জয়েন করুন আমাদের IELTS LIVE Batch-এ!

Address

Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when Education 360. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share