31/10/2025
জুম্মা মোবারক, শুক্রবার হলো আমাদের সাপ্তাহিক ঈদের দিন। এদিন একদিকে পরিবার নিয়ে সুন্দর সময় কাটানোর আবার গুনাহ মাফ করানোর ও বিশেষ সুযোগ। বেশিরভাগ ক্ষেত্রে আমরা বেড়িয়ে, ঘুরে একদিক থেকে পালন করে থাকি, আমার মনে হয়, এদিন যদি ছুটি পেতাম তবে নিরিবিলি বাচ্চাদের নিয়ে জিকির করে সময় কাঁটাতাম,পরের শুক্রবার তো সুযোগ নাও পেতে পারি -- এতো বড়ো সুযোগ হেলায় হারাই আমরা ----। আল্লাহ সঠিক ভাবে হক আদায়ের তৌফিক দেন