Nadim On the Go - Bangla

Nadim On the Go - Bangla আমার মা আমার পৃথিবী�Work hard. Be kind.

বোকা আর দুর্বল ভেবে মানুষ আমাকে যে পরিমাণ আঘাত করেছে, আমি আসলে তার চেয়ে অধিক বেশি আঘাত সহ্য করার ক্ষমতা রাখি।কারণ আমি বো...
26/08/2025

বোকা আর দুর্বল ভেবে মানুষ আমাকে যে পরিমাণ আঘাত করেছে, আমি আসলে তার চেয়ে অধিক বেশি আঘাত সহ্য করার ক্ষমতা রাখি।কারণ আমি বোকা আর দুর্বল নই।আমি কেবল আমার রবের ফয়সালার আশায় সব কিছু মুখ বুঝে সহ্য করে থাকি।কারণ আমার রব বলেই দিয়েছেন নিশ্চয়ই তিনি ধৈর্যশীলদের পাশেই রয়েছেন।আর নিশ্চয়ই তিনি উত্তম পরিকল্পনাকারী।

কোথাও পালিয়ে যাবার জায়গা নেই।কীভাবে থাকে!যেদিকেই যাই না কেন ঘুরে ফিরে সেই পৃথিবীই তো! দুইদন্ড শান্তি পাওয়ার নেশায় কোনো ম...
13/08/2025

কোথাও পালিয়ে যাবার জায়গা নেই।
কীভাবে থাকে!
যেদিকেই যাই না কেন ঘুরে ফিরে সেই পৃথিবীই তো!
দুইদন্ড শান্তি পাওয়ার নেশায় কোনো মালিনীর বাগানের রাতফুল হবো কেন? যদি পাই বাগান হওয়ার আশ্বাস। ভেবে দেখতে পারি।

নিহীনতম অন্ধকারে গিয়েও তো সেই মানুষকেই মনে পড়ে মানুষের।
সেই সমুদ্র, সেই প্রজাপতির বন তাহলে কীসের শান্তিশ্রম!

তাই আমি কোথাও পালাতে চাই না।
আমি বরং এই ভেবে ভালো থাকি হয়তো অন্যকোথাও থেকে পালিয়ে এখানে এসেছি! যে জায়গাটা পৃথিবী থেকেও ধুরন্ধর!

তাই কিছুটা চালাকের ভান ধরে বেঁচে থাকি।

পৃথিবীর সাথে এখন আমার শুধু থাকা-খাওয়ার সম্পর্ক।

────────────────
জামিল হাদী
| ১৩ই নভেম্বর | ২০২৩ |

সময় ভালো হলে সবাই আপন               আরসময় খারাপ হলে সবাই পর
22/05/2025

সময় ভালো হলে সবাই আপন
আর
সময় খারাপ হলে সবাই পর

02/05/2025

তুমি কৃষ্ণচূড়ার মতোই রঙিন ;
আমি তো তোমার ডালে উড়ে এসে বসা বেদুইন।

পৃথিবীর কোনো সম্পর্কই যোগাযোগ ছাড়া ভালো থাকে না! সম্পর্কে শারীরিক দূরত্ব কোনো বিষয় নয়, যদি সেই সম্পর্কে পরস্পর পরস্পরের ...
14/04/2025

পৃথিবীর কোনো সম্পর্কই যোগাযোগ ছাড়া ভালো থাকে না! সম্পর্কে শারীরিক দূরত্ব কোনো বিষয় নয়, যদি সেই সম্পর্কে পরস্পর পরস্পরের সাথে নিয়ম করে যোগাযোগ রাখে, কথা বলে, সময় দেয় এবং মন থেকেই ভালোবাসে।

যোগাযোগহীনতায় কোনো সম্পর্কই ভালো থাকতে পারে না। সম্পর্কে একে অপরকে ভালোবাসলে এমনিতেই যোগাযোগের পথ মসৃণ হয়। দিনের পর দিন কথা না বলে, দেখা না করে, অনিয়মে কোনো সম্পর্কই বেশিদিন টিকে না।

আপনি যদি সম্পর্কের মানুষটার সাথে কথা না বলেন, তাকে না শোনেন, তাকে সময় না দেন, তবে সেই মানুষটার মনের অবস্থা কী করে বুঝবেন? সম্পর্কে নিয়মিত কথা না হলে, সেখানে আদৌ ভালোবাসা আছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকে যায়।

সম্পর্কে যোগাযোগহীনতা তখনই সৃষ্টি হয়, যখন একপক্ষের উদাসীনতা চরম আকার ধারণ করে! যখন গুরুত্বহীন হয়ে পড়ে সম্পর্ক এবং সম্পর্কের মানুষ।

পৃথিবীর সমস্ত ক্লান্তি নিয়ে, বিষন্নতা কিংবা হতাশা নিয়ে মানুষ তার ভালোবাসার মানুষটার সান্নিধ্যে থাকতে চায়। সামান্য শান্তির আশায় ভালোবাসার মানুষটার পাশে থাকতে চায়। একতরফা ভাবে সম্পর্ক কতদূর আর এগিয়ে নেয়া যায়? একপক্ষের যোগাযোগে, আগ্রহে কখনোই সম্পর্ক ভালো থাকে না।

সম্পর্কে উভয় পক্ষের আগ্রহে যোগাযোগের পথ সুগম হয়। উভয় পক্ষের ভালোবাসা, মনের টান কিংবা আকুতি বাধ্য করে দু'জন দু'জনকে নিয়ে ব্যস্ত থাকতে। আর যখন সম্পর্কে একপক্ষ চরম উদাসীনতা দেখায়, তখনই ধীরে ধীরে যোগাযোগের আগ্রহ এবং রাস্তা বন্ধ হতে থাকে!

নিয়মিত যোগাযোগ না করা, সময় না দেয়া, কথা না বলা, এসবে মূলত সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হতে থাকে! আর তারপর? সম্পর্কে উদাসীনতা, গুরুত্বহীন মনে করা, মানুষটার প্রতি আগ্রহ হারিয়ে ফেলার মতো ভয়াবহ সম্ভাবনা দেখা দেয়।

যে সত্যি ভালোবাসে, সম্পর্ক ভেঙ্গে যাওয়ার ক্ষত বা যন্ত্রণা যে নিতে পারে না, সে কখনোই চায় না সামান্য কারণে সম্পর্ক নষ্ট হোক। সে সম্পর্ক এবং সম্পর্কের মানুষটাকে আগলে রাখতে চায়। আর যার কাছে সম্পর্কের বিন্দুমাত্র গুরুত্ব নেই, মানুষটার প্রতি আগ্রহ নেই, সেই গা ছাড়া ভাব নিয়ে সম্পর্কে থাকে। যোগাযোগহীনতায় ফেলে রাখে সব। তার কাছে সম্পর্ক থাকা, না থাকা দুটোই সমান!

©

র*ক্ত সম্পর্ক হোক অথবা আত্বীয়তার সম্পর্ক,হাত বাড়ালেই  যাকে পাশে পাওয়া যায়, আমার কাছে সেই আপন! 🩵
11/02/2025

র*ক্ত সম্পর্ক হোক অথবা আত্বীয়তার সম্পর্ক,
হাত বাড়ালেই যাকে পাশে পাওয়া যায়, আমার কাছে সেই আপন! 🩵

লাইফে টাকার গুরত্ব তখন বুঝতে পারবেন যখন দেখবেন মার্কেটে আপনার আদরের সন্তান একটা খেলনা পছন্দ করেছে কিন্তু আপনি কিনে দিতে ...
06/02/2025

লাইফে টাকার গুরত্ব তখন বুঝতে পারবেন যখন দেখবেন মার্কেটে আপনার আদরের সন্তান একটা খেলনা পছন্দ করেছে কিন্তু আপনি কিনে দিতে পারছেন না।
যখন দেখবেন স্ত্রী সহ বিয়েতে গিয়েছেন, আপনার স্ত্রীকে একদম ফিকে লাগছে।
শশুরবাড়িতে গিয়েছেন, আপনি এবং অন্য জামাই দুজনের প্রতি দুই রকমের ব্যবহার এবং সমাদর।
আপনার বউয়ের গোমড়া মুখ দেখলে বুঝবেন টাকা কেনো প্রয়োজন। বউয়ের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে না পারলে বুঝবেন টাকা কেনো প্রয়োজন।
সন্তান বায়না ধরে বসলো একটা সাইকেল লাগবে, বাবা হিসেবে তখন বুঝবেন টাকা কত প্রয়োজন।
পরিবার নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলে বুঝবেন টাকা কেনো প্রয়োজন।
আপনার বউ যখন দেখবে, আপনার কাছে টাকা নেই বলে কেউ আপনাকে পাত্তা দেয় না, তখন বুঝবেন টাকা কেনো দরকার!
টাকার গুরুত্ব তখন বুঝবেন যখন দেখবেন, আপনার কাছে টাকা নেই বলে আপনার সন্তানকে কেউ ওভাবে আদর করে না। আপনার আত্মীয়স্বজন তেমন একটা যোগাযোগ রাখে না। তখন বুঝবেন টাকা কেনো এতো দরকার!
বিপদে পড়ে দেখুন; টাকার কী দরকার। যার টাকা নেই, তার বিপদে কেউ পাশে থাকে না, এমন কি টাকা দিয়েও তেমন একটা সহযোগিতা করে না। তখন বুঝবেন টাকার কেনো এতো দরকার।
আপনার কাছে টাকা না থাকলে টাকার গুরুত্ব বুঝবেন।
তাই প্রচুর পরিমাণে টাকা কামাতে হবে, এমন মনে হয় টাকা থাকলে জীবনের 90 পার্সেন্ট প্রবলেম সলভ হয়ে যায়।

02/02/2025

Welcome to the new Era. Look who is back!🤟

আমার সাথে যদি কারো সম্পর্ক ভেঙে যায়, তাহলে নিশ্চয়ই সে এমন কিছু করেছে যা আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। কেননা, আমি সহজে ক...
24/12/2024

আমার সাথে যদি কারো সম্পর্ক ভেঙে যায়,
তাহলে নিশ্চয়ই সে এমন কিছু করেছে যা আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। কেননা, আমি সহজে কারো সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করিনা। আমি যাদের ভালোবাসি তাদের আমি আগলে রাখতে চাই। কিন্তু কিছু মানুষ আমার ভালোবাসার যোগ্য নয়।

দীর্ঘতম রাতে একটাই প্রার্থনা,দীর্ঘজীবী হোক পৃথিবীর সকল বাবা-মা।
21/12/2024

দীর্ঘতম রাতে একটাই প্রার্থনা,
দীর্ঘজীবী হোক পৃথিবীর সকল বাবা-মা।

আচ্ছা, আমরা যারা একলা হতে হতে আরো একাকীত্বে ডুবে গেলাম, আমাদের তো কখনো আর পৃথিবীটা সুন্দর করে দেখা হলো না। একটা নিভু নিভ...
30/11/2024

আচ্ছা, আমরা যারা একলা হতে হতে আরো একাকীত্বে ডুবে গেলাম, আমাদের তো কখনো আর পৃথিবীটা সুন্দর করে দেখা হলো না। একটা নিভু নিভু আশার প্রদীপের মতো অপেক্ষায় দিন, মাস, বছর কেটে যায়।

কিন্তু, আমাদের সময়টা পরিবর্তন হয় না। রোজকার একঘেয়ামীর জীবন, রুমের মধ্যে চুপটি করে বসে থাকো, না হয় মুঠোফোন হাতে নিয়ে মানুষের হাসিমুখগুলোতে রিয়েক্ট দিতে থাকা। কখনো বা জানালা দিয়ে আকাশ দেখা।

কত অমাবস্যা, পূর্ণিমা মাঝখান দিয়ে জীবন থেকে চলে যায়। জীবনের আয়ুরেখায় সেসবের কোনো ছায়া পড়ে না। ।

রোজ মা ফোন দেই,এরপর ভুল করেও কারো কল আর আসে না। কোনো এক নাম জানা বিষন্নতায় ডুবে যাই।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nadim On the Go - Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category