SomOyer Kotha - সময়ের কথা

SomOyer Kotha - সময়ের কথা ওয়ার্ল্ডের সকল নিউজ জানতে আমাদের সাথেই থাকুন

ছেলেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো, আমরা বিশ্ব থেকে ১২০ বছর পিছিয়ে।১৯০৫ সালে প্রথম উড়োজাহাজ পরীক্ষামূলকভাবে উড়েছিল, আর ১২...
06/03/2025

ছেলেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো, আমরা বিশ্ব থেকে ১২০ বছর পিছিয়ে।

১৯০৫ সালে প্রথম উড়োজাহাজ পরীক্ষামূলকভাবে উড়েছিল, আর ১২০ বছর পর এক বাংলাদেশি মেকানিক ইউটিউব দেখে একটি উড়োজাহাজ বানিয়ে সেটি আকাশে ওড়ালেন। প্রশংসনীয় হলেও, এতে আনন্দিত হওয়ার চেয়ে আমাদের লজ্জিত হওয়া উচিত। যারা ১২০ বছর আগে উড়োজাহাজ তৈরি করেছিল, তাদের কাছে আজকের মতো প্রযুক্তি ছিল না, তবু তারা নতুন কিছু সৃষ্টি করেছিল। আর আমরা শুধু নকল করছি!

আমাদের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো কেন পিছিয়ে যাওয়ার সময়টা কমাতে পারছে না? কারণ, সেগুলো উদ্ভাবক তৈরি করছে না, বরং বিদেশি কোম্পানির জন্য শিক্ষিত শ্রমিক তৈরি করছে। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা আমাদের কর্মচারী বানিয়েছে, গবেষক নয়।

তাই নতুন কিছু করো, এমন কিছু যা বিশ্বে প্রথম হবে। কপি নয়, আবিষ্কার করো, যাতে তোমার পরিচয় হয় উদ্ভাবক হিসেবে, মেকানিক হিসেবে নয়।

16/10/2024

লুঙ্গির মতো দেখতে কিন্তু সেলাই নাই তাকে বলে ( গামছা )
🤭
নেতা নেতা ভাব কিন্তু পদ নাই তাকে বলে ( চা'মচা )

24/09/2024

আফা আর যাই করুক, দেশের জন্য অনেক কাজ করেছে” বলা পাবলিকগুলার জন্য একটা তথ্য:

বাংলাদেশের বর্তমান ঋণ ৯৯.৩ বিলিয়ন মার্কিন ডলার, আর গত ১৬ বছরে পাচার হইছে ৯৩.৭৬বিলিয়ন মার্কিন ডলার।***( জুনের ৩তারিখের হিসাব অনুযায়ী ৯৩.৭৬ ডলার, সো জুন মাসের পুরোটা মিলিয়ে কত হবে?)

"''এগারো লক্ষ কোটি, আশি লক্ষ, উনিশ হাজার পাঁচশ তিন টাকা মাত্র ""
I mean:- 93.76 billion dollar 💵

যা প্রায় প্রতি সেকেন্ডে গড়ে ২২ হাজার টাকা,
প্রতি মিনিটে ১৩ লক্ষ টাকা পাচার হয়েছে🥺
তাহলে প্রতি দিনের বা (১৪৪০ মিনিটে) কত টাকা গেলো?
উত্তর= 1872000000 টাকা ডেলি অথবা 15936805.87 american dollars ডেলি 🙂

আপনার আমার মাথাপিছু বৈদেশিক ঋণ কত জানেন???
দেড় লক্ষ টাকা🙂

"এশিয়ার সর্বোচ্চ ধনী মুকেশ আম্বানির টোটাল সম্পত্তির পরিমাণ ১১২.৬ বিলিয়ন মার্কিন ডলার।
আর ১৯.৪৪ বিলিয়ন পাচার করলেই আম্বানির সমপরিমান হয়ে যেতো🙂

"গৌতম আডানির মোট সম্পদের পরিমান ৮৩.৯বিলিয়ন ডলার" উনার মোট সম্পত্তি থেকে আমাদের দেশের পাচার হওয়া টাকার পরিমান ৯.৮৬বিলিয়ন ডলার বেশি🙂

এই টাকা দিয়ে খুব বেশি না ৫৭ টা মেট্রোরেল আর ২৬ টা পদ্মা সেতু করা যাইত,,, এইটার নাম হচ্ছে উন্নয়ন 😰

সরকার পতনের পর রেমিট্যান্স প্রবাহ আবার হু হু করে বাড়তে থাকে। সেই ধারাবাহিকতায় চলতি আগস্ট মাসের ২৮ দিনে অর্থাৎ বুধবার (২৮...
29/08/2024

সরকার পতনের পর রেমিট্যান্স প্রবাহ আবার হু হু করে বাড়তে থাকে। সেই ধারাবাহিকতায় চলতি আগস্ট মাসের ২৮ দিনে অর্থাৎ বুধবার (২৮ আগস্ট) পর্যন্ত দেশে বৈধপথে রেমিট্যান্স এসেছে ২০৭ কোটি বা ২ দশমিক ০৭ বিলিয়ন ডলার

কাপ্তাই বাঁধের ১৬টি গেট খোলা হবে আজ রাত ১০টায়; জরুরি সতর্কতা🥺🥺
24/08/2024

কাপ্তাই বাঁধের ১৬টি গেট খোলা হবে আজ রাত ১০টায়; জরুরি সতর্কতা🥺🥺

13/08/2024

এতোগুলো তাজা প্রাণ হারানোর চেয়ে "আপা" হারানোর শোক যাদের কাছে বেশি তারা মূসা আ: যুগে জন্মালেও ফেরাউনের জন্য শোক করতো।

13/08/2024

আপনি যদি আপনার মতের বিপক্ষে কথা শুনলে ক্ষেপে যান, তাহলে আপনিও স্বৈরাচার।

06/08/2024

লাইক এবং ফলো দিয়ে সাপোর্ট করে যাবেন

06/08/2024

একদল ১৭ বছর খেয়ে গেলো,
আরেকদল ১৭ বছরের ক্ষুধার্ত!...
মুদ্রার এপিট ওপিট সমান
নতুনত্বের অপেক্ষায়…

05/08/2024

ছাত্রলীগ কারো ভিসা লাগলে
ইনবক্সে কইরেন ॥

04/08/2024

আজকের রাত অনেক ভয়ংকর হতে পারে,, সাবধানে থাকবেন,
প্রিয় ছাত্র ভাইয়েরা

04/08/2024

রসুলﷺবলেছেন:-
যে ব্যক্তি অত্যাচারি শাসকের বিরুদ্ধে হক কথা বলে সেটাই সর্বোত্তম জিহাদ।

মিশকাত-৩৭০৫

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when SomOyer Kotha - সময়ের কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share