
23/06/2024
চলছে বর্ষার মৌসুম। পুরো দেশজুড়ে রাসেল ভাইপার নামক এক বিষাক্ত সাপের উৎপাত খুব বাড়ছে। বাংলাদেশসহ পুরো বিশ্বে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি অন্যতম বিষাক্ত সাপ। দেশে বিলুপ্ত প্রায় বিষধর প্রজাতির এ সাপ নতুন করে ফিরে এসেছে। এর কামড়ে দেশের বিভিন্ন জায়গায় প্রাণহানির ঘটনাও ঘটছে। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন। সাপের বিস্তার রোধে বাসা-বাড়ি ও ক্ষেত-খামারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাসহ এই দুআটি বেশী বেশী পাঠ করুন।
( সংগৃহীত : Mizanur Rahman Azhari )