04/07/2024
খুবই মর্মান্তিক, চোখের সামনেই মৃত্যুকে দেখেছি, খুবই হৃদয় বিদারক, বিশেষ করে ছোট ছোট বাচ্চাগুলোর বাচার আকুতি চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিলনা,মৃত্যু নামক ভয়ানক জলপ্রপাতের স্রোতে সবাইকে তলিয়ে যেথে দেখে খুব দুঃখ পেলাম,এখনো সেই ভয়াল দৃশ্য আমার চোখে বার বার ভেসে ওঠে।