Sohrab Hossain Sourav.

Sohrab Hossain Sourav. .

টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম হলে কেমন হবে??যারা পেইজটি ফলো করো নাই তারা দ্রুতো ফলো করে দিও।
31/10/2025

টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম হলে কেমন হবে??
যারা পেইজটি ফলো করো নাই তারা দ্রুতো ফলো করে দিও।

👉আসসালামু_আলাইকুম✅সালামের_উত্তর_দেওয়া_ওয়াজিব✅মধু_সমপর্কে_জানতে_একটু_পড়ে_দেখুন✅কিছু_প্রিঅর্ডার_আছে। ✅ইনশাআল্লাহ_মঙ্গলবারে...
30/10/2025

👉আসসালামু_আলাইকুম
✅সালামের_উত্তর_দেওয়া_ওয়াজিব

✅মধু_সমপর্কে_জানতে_একটু_পড়ে_দেখুন
✅কিছু_প্রিঅর্ডার_আছে। ✅ইনশাআল্লাহ_মঙ্গলবারে_ডেলিভারি____সমপূর্নকরবো।
✅যারা_প্রি_অর্ডার_করবেন_কমেন্টস_করে_পাশে_থাকুন♥

✅এই_পোস্টটি_সবার_জন্য_জরুরি

✅খাটি_মধু_ভেজাল_প্রমানে_৪৮_ঘন্টার_মদ্ধে_মুল্য_ফেরত

😘মধু_আপনি_কি_জানেন_মধুর_অসাধারণ_
✅গুনাবলী_সম্পর্কে?

😘প্রতিদিন মাত্র ১ চামচ মধু,আপনাকে শরীরের অনেক রোগ থেকে বাচাবে, আপনার ত্বক কে ভেতর থেকে উজ্জ্বল করবে
😘আপনার_ওজন কমাতে সাহায্য করবে

😍আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে

😍আপনার শারিরীক যে কোন দুর্বলতা, এমনকি পুরুষ এর গোপন দুর্বলতার ক্ষেত্রেও চমৎকার ফলাফল দিবে

😍এছাড়াও আরো অগণিত গুনাগুন আছে মধুর, শুধু এতটুকুই খেয়াল রাখতে হবে মধু আসল হতে হবে

😘☞ আপনি কি ভেজাল মুক্ত সুন্দরবনের মধু খোঁজ করছেন?

😘☞ কথা দিচ্ছি আপনি 100% খাঁটি মধু পাবেন ৷
☞ আমরা বিশ্বাস্ত মৌয়ালের মাধ্যমে মধু সংগ্রহ করে থাকি ৷

😍☞ মধুতে ভেজাল প্রমাণে আপনার টাকা ফেরত পাবেন

😍☞ আপনারা বিভিন্ন ফুলের মধু 100% গ্যারেন্টি সহকারে ক্রয় করতে পারেন

😍☞ বাংলাদেশের যে-কোন প্রান্ত থেকে মধু নিতে পারবেন ৷

😍☞ আপনি চাইলে পাইকারি ও মধু নিতে পারবেন

😍☞ অর্ডার করতে আপনার পূর্ণ ঠিকানা, পরিমাণ,নাম ও মোবাইল নাম্বার ইনবক্স করুন।

😍☞ মিনিমাম ১কেজি অর্ডার করতে হবে

😍☞ অর্ডারের 48 ঘন্টার মধ্যে ডেলিভারি সুনিশ্চিত করা হয়
😍খাঁটি মধু চেনার উপায়

😍খাঁটি মধু কিংবা ভেজাল মধু চেনার সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে ল্যাব টেস্ট।😍
😍 এর বাইরে আরেকটি উপায় আনুসরন করা যেতে পারে।😘

তাহলোঃ
😍 মধু নিয়ে গবেষণা করেন এবং মধু বিষয়ে সঠিক জ্ঞান রাখেন ও সত্য কথা বলেন, এমন কোনো বাক্তি যদি বলেন মধু খাঁটি বা ভেজাল🥰 তাহলে তার কথায় আস্থা রাখা যায়🥰 এর বাইরে সাধারণ মধু ক্রেতাদের আর কোনো উপায় নাই খাঁটি বা ভেজাল মধু চেনার

প্রচলিত কিছু ভুল পরীক্ষাঃ
আগুন পরীক্ষা
পানি পরীক্ষা
পিঁপড়া পরীক্ষা
ফ্রিজিং পরীক্ষা
চুন পরীক্ষা ইত্যাদি

খাঁটি মধু বলতে আমরা কি বুঝি?
খাঁটি মধুর নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে

যেগুলো জানা থাকা জরুরি
যেমনঃ

১মধুর উপরের স্তরে হালকা ফেনা হওয়া,
২.গ্যাস হওয়া৩.গাদ জমা
৪. তলানীতে চিনিরমত পদার্থ জমা🍚 (যা মুলত সুক্রোজ ও গ্লুকোজ)

💗৫ মধু পাতলাও হতে পারে, যেমন বরই ফুলের মধুতে ময়েশ্চারের পরিমাণ বেশি থাকে এজন্য পাতলা হয় এবং প্রচুর গ্যাস হয়।

💁অনেকেই মধুর নানা ধরণের পরীক্ষার কথা বলেন, যা আসলে মধুর ধরণভেদে ভিন্ন-ভিন্ন ফলাফল প্রদান করে থাকে।

💁এক্ষেত্রে জেনে রাখা উচিৎ – এসব প্রচলিত পরীক্ষা পদ্ধতি আদৌ সঠিক নয়, বিজ্ঞানসম্মতও নয়।

💗খাঁটি মধু চেনার উপায় নিয়ে প্রচলিত পরীক্ষা পদ্ধতিগুলো সঠিক নয় কেন ?
💗অনেকের ধারণা খাঁটি মধু কখনোই জমাট বাধে না। কিন্তু তা সঠিক নয়।

💗 মধুর প্রধান উপাদানগুলোর মধ্যে আছে সুক্রোজ এবং গ্লুকোজ। গ্লুকোজ সুযোগ পেলে জমাট বাধবেই।

💗একে বলে ক্রিসটালাইজেশন। 💗বিভিন্ন কারণে বিভিন্ন ফুলের মধু জমাট বাধতে দেরী হতে পারে।

🤷‍♀যেমন – আসল সুন্দরবনের মধুতে পানির পরিমাণ বেশি হওয়ায় এটা জমাট বাধে না। কিন্তু যে মধুতে পানির পরিমান কম থাকে, তা সময়ের সাথে সাথে ক্রিস্টালাইজড হতে শুরু করে। বিভিন্ন ফুলের মধুর গ্রেড কম বেশির কারণে বা ময়েশ্চারের কম বেশির কারণে জমাট বাধতে সময় নেয়।

💓আবার, মধুর ঘনত্ব-ভিত্তিক টেস্টের বিষয়টি ভিত্তিহীন। কারণ, মধু পাতলাও হতে পারে।

🤷‍♀যেমন – বরই ফুলের মধুতে ময়েশ্চারের পরিমাণ বেশি থাকে, এজন্য তা পাতলা হয় এবং প্রচুর গ্যাস হয়। 💞

💞সিজনাল কারণে ময়েসচারের তারতম্য থাকলে মধুর ঘনত্ব পরিবর্তন খুবই স্বাভাবিক।

💞 একারণে পানিতে ঢেলে পরীক্ষা, আঙ্গুলের নখে নিয়ে পরীক্ষা, টিস্যু বা নিউজপ্রিন্ট কাগজে নিয়ে পরীক্ষা করার ফলাফল মোটেও সঠিক ফলাফল দিতে সক্ষম নয়।

💝মধুতে আগুন ধরলে আসল মধু, ধারণাটি সম্পূর্ণ অমূলক। মধুর সাথে মোম মিশিয়ে যদি তাতে আগুন ধরিয়ে দেয়া হয় তবে মধুতে খুব সহজেই আগুন জ্বলবে। মজার ব্যাপার হচ্ছে, এই মোমটা যদি মধুতে না মিশিয়ে চিনির শিরাতে মিশিয়ে দেই, তাহলেও একই ফল পাবেন। বিশ্বাস না হলে নিজেই পরীক্ষা করে দেখুন

💁ভেজালমুক্ত প্রাকৃতিক মধু চেনার উপায়

❤প্রাকৃতিকগত ভাবেই কিছু কিছু মধু পাতলা হয় সেই মধু যদি এই সকল পরীক্ষা করা হয় পানির গ্লাসে পরীক্ষা করলে কখন সঠিক রেজাল্ট পাওয়া যাবেনা। চাষের মধু অনেক সময় পাতলা হওয়ার কারণ হল, মৌচাক হতে যখন মধু সংগ্রহ করা হয় সেখানে একটা নিদিষ্ট সময় লাগে মৌমাছিদের পুষ্প রস থেকে মধু তৈরি করতে সময়ের কম বেশি হওয়ার কারণে অনেক সময় মধু কম ঘনত্ব বা পাতলা হয়। যেমনঃ সুন্দরবনের ফুলের মধু, বরই ফুলের মধু প্রাকৃতিকগত ভাবেই পাতলা হয়।

💓খাঁটি মধুতে পিপড়া ধরেনাঃ মিষ্টি বস্তুতে পিপড়া ধরবেনা এটাতো কল্পনা করা যায় না, পিপড়া ওই সকল জায়গায় বেশি আকৃষ্ট যেখানে সুক্রোজ ও গ্লুকোজ থাকে। মধুর প্রধান দুইটা উপাদান হল সুক্রোজ ও গ্লুকোজ।

🤔মৌমাছিকে চিনি খাওয়ানোর বিষয়টা বাস্তবঃ

☕চায়ের দোকানে কিংবা মিষ্টির দোকানে প্রায়শই দেখে থাকবেন মৌমাছির আনাগোনা। মৌমাছিগুলো কী করে ওখানে? হ্যা, মৌমাছিরা চিনি থেকে তরল অংশ বা লিকুইড চিনি শুষে নেয়। প্রকৃতিতেই আমরা মৌমাছির এই চিনি গ্রহণের ব্যাপারটা হরহামেশাই দেখে থাকি, তাই নয় কি?
🙋আপনাদের যদি কখনো সুযোগ হয় একদম নিজের সামনে চাকে ভাঙ্গা মধু নিয়ে পরীক্ষাগুলো করে দেখবেন

অসাধু ব্যবসায়ীরা মধুতে বিভিন্ন ভেজাল মিশিয়ে সহজেই আপনার এই পরীক্ষাগুলো উত্তীর্ণ হতে পারে। এই বিষয়ে আপনারা কোন মধু চাষী অথবা কোন মধু বিশেষজ্ঞ থেকে জানতে পারেন।

🤷‍♀আশা করি খাঁটি মধু চেনার উপায় সম্পর্কে আপনাদের ভালো ধারণা দিতে পেরেছি।

💌মিনিমাম ১কেজি অর্ডার করলে যে কোনো যায়গায় ডিলিভারি করা হয়।

💌অর্ডার করলেই মধু পাবেন💌

💰পেমেন্ট পরে করবেন, আগে প্রডাক্ট নিবেন ভালো হলে পেমেন্ট করবেন,না হলে প্রডাক্ট ফেরত দিবেন।
শর্ত প্রযোয্য।
সেপিক পেইজের সাথে থাকার জন্য ধন্যবাদ।

আমাদের এই পোস্ট যারা শেয়ার করবেন,তাদের জন্য থাকবে আমাদের পেইজে পক্ষ থেকে গিফট। প্রবাসী ভাইদের জন্য পরিবারকে সারপ্রাইজ দে...
29/10/2025

আমাদের এই পোস্ট যারা শেয়ার করবেন,তাদের জন্য থাকবে আমাদের পেইজে পক্ষ থেকে গিফট।
প্রবাসী ভাইদের জন্য পরিবারকে সারপ্রাইজ দেওয়ার উপযুক্ত খাবার।
👉✅এক বক্সেই পাচ্ছেন ৫ রকম সন্দেশের স্বাদ!
বগুড়ার বিখ্যাত ছানার কম্বো সন্দেশ এখন পাচ্ছেন আমাদের মাধ্যমে- যা একদম ফ্রেশ ও মজাদার স্বাদে।

✔️ ৫ রকমের ভিন্ন ভিন্ন স্বাদের ছানার সন্দেশ।
✔️ সরাসরি বগুড়ার শেরপুরের অভিজ্ঞ কারিগরের তৈরি।
✔️ ফ্রেশ প্যাকেজিং ও হোম ডেলিভারির সুবিধা।

🍱 ৫০০ গ্রাম সন্দেশের প্যাকেজ।
🍱 ১০০০ গ্রাম সন্দেশের প্যাকেজ।

SEPIC পেইজের মাধ্যমে সারা বাংলাদেশের বিখ্যাত খাবার গুলো পাবেন।

🚛 সমগ্র শাহরাস্তিতে হোম ডেলিভারি করা হয়।

☎️ বিস্তারিত জানতে কল করুন 01965-201828 নম্বরে।

🏠 শো-রুম ঠিকানাঃ শাহরাস্তি মধ্য ঠাকুর বাজার,শাহরাস্তি চাঁদপুর।

আমাদের এই পোস্ট যারা শেয়ার করবেন,তাদের জন্য থাকবে আমাদের পেইজে পক্ষ থেকে গিফট।
পোস্ট শেয়ার করে একটা কমেন্ট দিবেন।

বগুড়ার অথেনটিক দুধের ছানার রসমালাই টা অসম্ভব মজাদার। এক বসাতে ১ কেজি শেষ করে ফেলা যাবে, এতোটাই মজাদার।এটাই বাস্তব সত্য। ...
29/10/2025

বগুড়ার অথেনটিক দুধের ছানার রসমালাই টা অসম্ভব মজাদার। এক বসাতে ১ কেজি শেষ করে ফেলা যাবে, এতোটাই মজাদার।
এটাই বাস্তব সত্য। ট্রাই করে দেখুন একবার, ফ্যান হয়ে যাবেন এই রসমালাই এর।

কথা দিচ্ছি, কুমিল্লার চেয়ে বগুড়ার রসমালাই খেয়ে অনেক বেশি আত্মতৃপ্তি পাবেন ইনশাআল্লাহ।

বগুড়ার দই যেমন বিখ্যাত, রসমালাইও তার কম নয়।
একবার খেলেই হারিয়ে যাবেন স্বাদের দুনিয়ায়।

খাঁটি দুধের ছানা দিয়ে তৈরি রসমালাই, রসমালাইয়ের আসল টেস্ট পাবেন ইনশাআল্লাহ।
টাটকা ফ্রেশ রসমালাই স্টকে এসেছে, আপনার কত কেজি লাগবে এখনই অর্ডার করে ফেলুন।

📌 SEPIC
☎️ 01965-201828 (WhatsApp).

29/10/2025

সৌরভ টেলিকম এন্ড কম্পিউটার
ঠাকুর বাজার,শাহরাস্তি চাঁদপুর
মোবাইলে 01965201828


আমাদের এই ৩ আইটেম অথেনটিক প্রোডাক্ট টেস্ট না করলে মিস করবেন স্বাধের সমাহার।পরিবারের ছোট বড় সবার পছন্দের শীর্ষে আমাদের এই...
28/10/2025

আমাদের এই ৩ আইটেম অথেনটিক প্রোডাক্ট টেস্ট না করলে মিস করবেন স্বাধের সমাহার।
পরিবারের ছোট বড় সবার পছন্দের শীর্ষে আমাদের এই বগুড়ার দই, বগুড়ার ছানা কম্বো সন্দেশ, বগুড়ার রসমালাই।
আপনার পরিবারকে সারপ্রাইজ করতে আমাদের প্রডাক্ট হতে পারে সেরা মাধ্যম।
দেশ বিদেশ থেকে অর্ডার করুন নিশ্চবন্তে।
বগুড়া থেকে সরাসরি আপনাদের হাতের নাগালে পৌছে দিচ্ছে সেপিক।
অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন।
কল করতে পারেন 01965-201828 এই নাম্বারে।
তাছাড়া পেইজে মেসেজ করেও অর্ডার করতে পারবেন।

এক লোক রাতে বাড়িতে এসে দেখেন, তার সন্তানরা সবাই ঘুমিয়ে পড়েছে। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, 'ওরা নামায পড়েছে'?স্ত্রী বললেন, '...
25/10/2025

এক লোক রাতে বাড়িতে এসে দেখেন, তার সন্তানরা সবাই ঘুমিয়ে পড়েছে। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, 'ওরা নামায পড়েছে'?

স্ত্রী বললেন, 'বাড়িতে কোনো খাবার ছিলোনা। সবাই ক্ষুধায় কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। নামায পড়েনি'।

'ওদেরকে জাগিয়ে দাও। ওরা নামায পড়ুক'।

'ওদেরকে জাগিয়ে উঠালে খাবার না পেয়ে ওরাতো ক্ষুধায় আবার কান্না-কাটি করবে'।

'ওদেরকে জাগিয়ে দিতে বলেছি জাগিয়ে দাও। আমার আদেশ পালন করো। তাদের রিজিকের দায়িত্ব আমার না। রিজিকের দায়িত্ব আল্লাহ তাআ'লার উপর'।

আল্লাহ তাআ'লা বলেছেন,

আর তোমার পরিবারবর্গকে নামাযের নির্দেশ দাও এবং তাতে অবিচল থাকো। আমরা তোমার কাছে রিযিক চাই না; আমরাই তোমাকে রিযিক দিই, আর [সর্বোত্তম] পরিণতি হলো তাকওয়ার।

"তোমার পরিবারবর্গকে নামাযের আদেশ দাও এবং তার উপর অবিচল থাকো। আমি তোমার কাছে কোন রিযিক চাইনা আমিই তোমাদেরকে রিযক দান করি। শুভ পরিণাম তো শুধুমাত্র মুত্তাকীদের জন্য"।

(১৩২ - সূরা ত্বহা)

একথা শুনে স্ত্রী তৎক্ষণাৎ সন্তানদের জাগিয়ে নামায়ে দাঁড় করিয়ে দিলেন। নামায শেষ করে যখন তারা উঠলো। এমন সময় দরজার বাইরে থেকে সালামের আওয়াজ ভেসে আসলো। দরজা খুলে দেখা গেলো, এক লোক তার কাধে অনেক খাবার। লোকটি বললো, 'এগুলো আপনার পরিবারের জন্য। গ্রহণ করুন'।

লোকটি কৈফিয়তের সুরে আরো বললো, ' শহর থেকে একজন নেতা আমার বাসায় মেহমান হয়ে এসেছিলেন। তার সামনে আমি খাবারগুলো পরিবেশন করলাম। কিন্তু খাবার শুরু করার পূর্বেই আমাদের মাঝে প্রচন্ড কথা কাটাকাটি হয়ে গেলো।

মেহমান রাগান্বিত হয়ে কিছু না খেয়েই চলে গেলেন। অতঃপর আমি খাবারগুলো নিয়ে বের হলাম। ভাবলাম, আল্লাহ যেদিকেই নেন, যেখানে নেন সেখানে খাবারগুলো দিয়ে আসবো।

আল্লাহর নামে শপথ করে বলছি, হাঁটতে হাঁটতে আমি আপনার দরজায় এসে দাড়িয়ে গেলাম। আমি বুঝতে পারছিনা, কে আমাকে আপনার দরজার সামনে এনে দাঁড় করিয়ে দিলো'
আল্লাহু আকবার।
©

25/10/2025

গাড়ি ছি/ন/তা/ই কারীদের সাথে একাই লড়লেন চালক।

ভিডিও সংগ্রীহিত।

দিনের শুরুটা হোক আল্লাহর শুকরিয়া আদায় এর মাধ্যমে, আলহামদুলিল্লাহশুভ সকাল 😍
22/10/2025

দিনের শুরুটা হোক আল্লাহর শুকরিয়া আদায় এর মাধ্যমে, আলহামদুলিল্লাহ
শুভ সকাল 😍

হাইরে মা!রাতে কচুরিপানার মধ্যে নবজাতককে ফেলে গেল।এর জন্য সারাজীবন কাঁদতে হবে।এই ফুটফুটে নবজাতককে এভাবে ড্রেনের পাশে কচুর...
21/10/2025

হাইরে মা!
রাতে কচুরিপানার মধ্যে নবজাতককে ফেলে গেল।এর জন্য সারাজীবন কাঁদতে হবে।এই ফুটফুটে নবজাতককে এভাবে ড্রেনের পাশে কচুরিপানার মধ্যে ফেলে আসতে খলিজা কাঁপলো না!💔যারা তার কেউ না তারা আজ উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলো।আর যার জন্য আজ তার এই অবস্থা তারা লজ্জার কারণে এভাবে তাকে ফেলে দিয়ে গেল।তাহলে এই কাজ না করলে তো হয়।ঘটনাটি ঘটেছে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায়।স্থানীয় এক মহিলা উদ্ধার করে পরে নবজাতককে সদর হাসপাতালে নেয়া হয়।খাগড়াছড়ি সদর জোনের কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম শিশুটির দায়িত্ব নিয়েছেন।
তথ্য সংগ্রীহিত

আল আরাফাহ এক্সপ্রেস লিমিটেড এর পক্ষ থেকে সবাই কে জানাই শুভরাত্রি। আপনার কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বলুন। ধন্যবাদ
21/10/2025

আল আরাফাহ এক্সপ্রেস লিমিটেড এর পক্ষ থেকে সবাই কে জানাই শুভরাত্রি। আপনার কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বলুন।
ধন্যবাদ

20/10/2025

এই সম্মান টা কখনো টাকা দিয়ে পাওয়া যায় না




Address

Dhaka

Telephone

+8801965201828

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sohrab Hossain Sourav. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share