Notun Vor-নতুন ভোর

Notun Vor-নতুন ভোর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Notun Vor-নতুন ভোর, Media/News Company, 7 no Road, 5 no sector, uttara, Dhaka.

📢 নতুন ভোর — বাংলাদেশের প্রতিটি খবর, প্রতিটি মুহূর্তে।
জাতীয় থেকে স্থানীয়, রাজনীতি থেকে প্রযুক্তি — সারা দিনের সঠিক সংবাদ আপনার হাতের মুঠোয়।
নির্ভরযোগ্য | আপডেটেড | ২৪/৭

🟢আজ টাইগারদের গর্জনে থামবে কি ভারতের জয়ের ধারা❓ 🐅 vs 🇮🇳
24/09/2025

🟢আজ টাইগারদের গর্জনে থামবে কি ভারতের জয়ের ধারা❓ 🐅 vs 🇮🇳

🟢আজ টাইগারদের গর্জনে থামবে কি ভারতের জয়ের ধারা❓ 🐅 vs 🇮🇳

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সারাদেশের নিরাপত্তায় বিশেষ উদ্যোগ 👮‍♂️✨২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ৩১,৫৭৬ পূজাম...
23/09/2025

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সারাদেশের নিরাপত্তায় বিশেষ উদ্যোগ 👮‍♂️✨
২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ৩১,৫৭৬ পূজামণ্ডপে মোতায়েন থাকবেন ২ লক্ষাধিক প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্য।

🔹 অধিক গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে থাকবেন ৮ জন
🔹 গুরুত্বপূর্ণ ও সাধারণ পূজামণ্ডপে থাকবেন ৬ জন করে সদস্য
🔹 ৬৪ জেলায় মোতায়েন থাকবে ৯২টি ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স

এবারের নিরাপত্তা হবে আরো আধুনিক ও প্রযুক্তিনির্ভর—কারণ ‘শারদীয় সুরক্ষা অ্যাপস’-এর মাধ্যমে যেকোনো দুর্ঘটনা বা গুরুত্বপূর্ণ তথ্য তাৎক্ষণিকভাবে শেয়ার করা হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে।

👉 শান্তি, নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে সবাইকে শারদীয় শুভেচ্ছা। 🌸 #সনাতনী #পূজা #দূর্গা

🌍 ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতিবিশ্ব কূটনীতিতে বড় পদক্ষেপ—ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে...
22/09/2025

🌍 ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি
বিশ্ব কূটনীতিতে বড় পদক্ষেপ—ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

🔹 কানাডা প্রথম জি-সেভেন দেশ হিসেবে এই ঘোষণা দেয়।
🔹 এরপর অস্ট্রেলিয়া জানায়, এটি দুই রাষ্ট্র সমাধানের পথে আন্তর্জাতিক প্রয়াস।
🔹 কিছুক্ষণ পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার ভিডিও বার্তায় জানান, যুক্তরাজ্যও ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে।

📌 বিশ্লেষকরা বলছেন, এটি পশ্চিমা পররাষ্ট্রনীতির বড় পরিবর্তনের ইঙ্গিত, যেখানে শান্তির প্রক্রিয়া ও টেকসই দ্বি-রাষ্ট্রীয় সমাধানের চাপ বাড়বে।

আপনার মতে—এই স্বীকৃতি কি ফিলিস্তিন-ইসরাইল সংকট সমাধানের নতুন পথ খুলে দেবে? 🤔🇵🇸🇬🇧🇨🇦🇦🇺

সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনে পুলিশের পেশাদার ভূমিকা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের...
21/09/2025

সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনে পুলিশের পেশাদার ভূমিকা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে শুরু হয়েছে ৩ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। 🚔🗳️

সিএমপি কমিশনার হাসিব আজিজ উদ্বোধনী অনুষ্ঠানে বলেন—
👉 নির্বাচন দায়িত্ব পালন পুলিশের জন্য যেমন গৌরবের, তেমনি একটি বড় দায়িত্বও।
👉 প্রশিক্ষণ পুলিশের পেশাগত দক্ষতা, ধৈর্য ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা আরও বাড়াবে।
👉 জনগণের আস্থা অর্জন করাই হবে পুলিশের সবচেয়ে বড় সফলতা।

📌 এই কর্মশালায় নির্বাচনকালীন দায়িত্ব পালনের কৌশল, সংকট মোকাবিলা, জনসংযোগ, প্রযুক্তির ব্যবহার ও আইনের প্রয়োগ বিষয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হবে।

আপনার মতে, নির্বাচনে পুলিশের কোন ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ? 💬

🏏 দুবাইয়ে লাল-সবুজের জয়ধ্বনি!বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে হারাল ৪ উইকেটে। 🇧🇩🔥ম্যাচজুড়ে কখন...
21/09/2025

🏏 দুবাইয়ে লাল-সবুজের জয়ধ্বনি!

বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে হারাল ৪ উইকেটে। 🇧🇩🔥

ম্যাচজুড়ে কখনো ক্যাচ ফেলা, কখনো শরীফুলের খরুচে ওভার—দর্শকদের মধ্যে দুশ্চিন্তা ছিলই। কিন্তু মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিং আর সাইফ হাসান ও তাওহিদ হৃদয়ের ঝলমলে ব্যাটিংয়ে শেষ পর্যন্ত হাসলো বাংলাদেশ। 🌟

📌 হাইলাইটস:

মোস্তাফিজ ৩ উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দিলেন 💥

সাইফ হাসানের ৪৫ বলে দুর্দান্ত ৬১ রান 🙌

হৃদয়ের আগ্রাসী ব্যাটিংয়ে সহজ হলো রান তাড়া

শেষ ওভারের উত্তেজনা পেরিয়ে এলো স্বপ্নের জয় 🏆

👉 সামনে ভারতের বিপক্ষে ১৭ তারিখ আর পাকিস্তানের বিপক্ষে ১৮ তারিখে ম্যাচ। অন্তত একটি জয় পেলেই ফাইনালের রাস্তা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। 🇧🇩

আপনার বিশ্বাস—বাংলাদেশ কি এবার এশিয়া কাপের ফাইনালে উঠতে পারবে? ✨

সংবিধান আদেশে’ বাস্তবায়ন হবে জুলাই সনদ. #জুলাইসনদ
19/09/2025

সংবিধান আদেশে’ বাস্তবায়ন হবে জুলাই সনদ.
#জুলাইসনদ

সংবিধান আদেশে’ বাস্তবায়ন হবে জুলাই সনদ.

#জুলাইসনদ

19/09/2025

৫ আগস্ট শেখ রেহানা ও সালমান এফ রহমান এর ফোনালাপ ফাঁস।

🇧🇩🇬🇧 টিউলিপ এখনো বাংলাদেশের ভোটার!লেবার পার্টির এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক বারবার বলেছেন—তিনি কেবলই ব্রিটিশ নাগরিক। কি...
18/09/2025

🇧🇩🇬🇧 টিউলিপ এখনো বাংলাদেশের ভোটার!

লেবার পার্টির এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক বারবার বলেছেন—তিনি কেবলই ব্রিটিশ নাগরিক। কিন্তু অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভিন্ন সত্য—
🔎 তাঁর নামে রয়েছে বাংলাদেশি এনআইডি,
🔎 তিনি ধানমন্ডি এলাকায় ভোটার তালিকাভুক্ত,
🔎 এমনকি বাংলাদেশি পাসপোর্টও ইস্যু হয়েছিল তাঁর নামে।

📑 নথি বলছে—২০০১ সালে প্রথম পাসপোর্ট, ২০১১ সালে দ্বিতীয়বার পাসপোর্ট ইস্যু হয়। একই বছরে তৈরি হয় তাঁর এনআইডি, ঠিকানা ‘সুধা সদন’।

👉 অথচ টিউলিপের দাবি, “আমি ব্রিটিশ এমপি, আমি বাংলাদেশি নই।”
কিন্তু সরকারি ডেটাবেস ও নির্বাচনী নথি ভিন্ন গল্প বলছে।

⚖️ দুর্নীতি দমন কমিশন (দুদক) বলছে—তথ্যপ্রমাণের ভিত্তিতেই মামলা করা হয়েছে, কোনো ‘অপপ্রচার’ নয়।
📌 এদিকে টিউলিপের মুখপাত্র অভিযোগ করেছেন—“তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চলছে।”

🔥 প্রশ্ন এখন একটাই—
টিউলিপ সিদ্দিক কি আসলেই শুধু ব্রিটিশ, নাকি এখনো বাংলাদেশের নাগরিকও?

🗳️ চাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের হিড়িক!চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ম...
17/09/2025

🗳️ চাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের হিড়িক!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ছিল উৎসবমুখর পরিবেশ। মঙ্গলবার একদিনেই সংগ্রহ হয়েছে ১,০৮৭টি ফরম!

📌 কেন্দ্রীয় সংসদের জন্য বিক্রি হয়েছে ৪৮৮টি ফরম
📌 হল সংসদের জন্য বিক্রি হয়েছে ৫৯৯টি ফরম

👉 ছাত্রদল ও ছাত্রশিবির এককভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তবে তারা প্যানেল ঘোষণা করেনি, সিদ্ধান্ত আসবে কেন্দ্র থেকে।
👉 বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) এবার নির্বাচনে অংশ নিচ্ছে না, ফলে তাদের পক্ষ থেকে কোনো প্যানেল নেই।
👉 নির্বাচন কমিশনার ড. মনির উদ্দিন জানান, শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র বিতরণ সম্পন্ন হয়েছে।

এখন সবার অপেক্ষা—কে দেবে শক্তিশালী প্যানেল আর নির্বাচনের মাঠে কারা লড়বেন 🗳️

17/09/2025

ডাকসু ও জাকসু নির্বাচন কি শুধুই ছাত্ররাজনীতি? না, এটা জেন-জি'র (Gen-Z) মনোজগতের প্রতিফলন! কেন তরুণরা তথাকথিত প্রগতিশীলতা বা পুরোনো স্লোগানে আস্থা রাখছে না? জানতে চান, কেন রাজনীতিতে বড়াই আর চেতনার ব্যবসা এখন অচল? দেখুন আর শেয়ার করুন, কারণ জনগণের শক্তিই আসল।

বিচার বিভাগকে নিপীড়নের হাতিয়ার বানিয়েছিল হাসিনাআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দী দিতে গিয়ে আমার দেশ সম্পাদক মাহম...
16/09/2025

বিচার বিভাগকে নিপীড়নের হাতিয়ার বানিয়েছিল হাসিনা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দী দিতে গিয়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে বিচার বিভাগকে পুরোপুরি দখলে নেন। নিরপেক্ষ বিচারব্যবস্থাকে ধ্বংস করে রাজনৈতিক প্রতিপক্ষ ও ভিন্নমত দমনে ব্যবহার করেন।

তার ভাষ্য অনুযায়ী—

সেনাবাহিনীকে দুর্বল করার পর বিচার বিভাগকে কন্ট্রোল করে বিরোধী ও ইসলামপন্থী শক্তিকে টার্গেট করা হয়।

প্রণব মুখার্জির বই থেকে তিনি উল্লেখ করেন, ২০০৮ সালের নির্বাচনের ফলাফল দিল্লিতেই আগে থেকে ঠিক করা হয়েছিল।

বিডিআর হত্যাকাণ্ড, শাহবাগ আন্দোলন, শাপলা গণহত্যা—সবই ছিল পরিকল্পিত ফ্যাসিবাদী শাসনের অংশ।

স্কাইপ কেলেঙ্কারি ও ভুয়া নির্বাচন দেখিয়েছে, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছিল।

মাহমুদুর রহমান বলেন, “শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংস করে বাংলাদেশকে একটি ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছিলেন।

16/09/2025

মোদি সরকারের পতনের দাবিতে ফুঁসছে ভারত

Address

7 No Road, 5 No Sector, Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Notun Vor-নতুন ভোর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share