08/07/2025
"ঘরের কাজ সবার হয়, নারীর শুধু একার নয়!" এই স্লোগানে প্রাগ্রসর তিন মাস ব্যাপী (১ লা জুলাই- ৩১ সেপ্টেম্বর,২০২৫ ) তরুণদেরসহ সমাজের অন্যান্যদের সচেতন করার লক্ষ্যে অনলাইন ও অফলাইন ক্যাম্পইন/ প্রচারণা শুরু করেছে।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশেগুলোতে এখনো অনেকের মধ্যে এই ধারণা দৃঢ় যে বাড়ির কাজ শুধুমাত্র নারীর দায়িত্ব। অথচ সত্যি হলো—বাড়ির কাজ একা নারীর নয়, বরং পরিবারের প্রতিটি সদস্যের দায়িত্ব কেননা এটা আমাদের নিজেদের কাজ।
একজন ছেলে যদি ছোটবেলা থেকেই ঘরের কাজে অংশ নেয়, তাহলে সে দায়িত্বশীল, সহানুভূতিশীল ও সমতাভিত্তিক চিন্তাধারার মানুষ হয়ে ওঠে।
কেনো শুধু মা, বোন, স্ত্রী / পার্টনার ঘরের কাজ করবে? বাবা, ভাই, স্বামী কিংবা ছেলেরাও হোক রান্নাঘরের, ঘর গোছানোর, সন্তান লালন-পালনসহ সকল কাজের সঙ্গী।
এই সচেতনতামূলক ক্যাম্পেইনের মাধ্যমে আমরা চাই—
✅ ছেলেরা ঘরের কাজে এগিয়ে আসুক
✅ দায়িত্ব ভাগাভাগির চর্চা বাড়ুক
✅ লিঙ্গভিত্তিক কাজের বিভাজন দূরীভূত হোক
📣 আসুন, বদলাই দৃষ্টিভঙ্গি।
সহযোগিতায়- ডিয়াকোনিয়া বাংলাদেশ