Subodh Balika

Subodh Balika আল্লাহ আমার জন্য যথেষ্ট।
(1)

09/07/2025

যারা এইবার এসএসসি পরীক্ষা দিয়েছো, সবার রেজাল্টের জন্য অনেক দুআ রইলো।

টেনশনের কিছু নেই, যা তাকদিরে আছে সেটাই হবে, সেটার মধ্যেই কল্যাণ নিহিত আছে । যা হবে আলহামদুলিল্লাহ। যদি আশানুরূপ না ও হয়, তাও আলহামদুলিল্লাহ ♥️

Allah's plan is always better than your desire.

বেশি বেশি দুরুদ শরীফ পড়তে থাকো।
SSC Batch 2025

"ঘরের কাজ সবার হয়, নারীর শুধু একার নয়!" এই স্লোগানে প্রাগ্রসর তিন মাস ব্যাপী (১ লা জুলাই- ৩১ সেপ্টেম্বর,২০২৫ ) তরুণদেরসহ...
08/07/2025

"ঘরের কাজ সবার হয়, নারীর শুধু একার নয়!" এই স্লোগানে প্রাগ্রসর তিন মাস ব্যাপী (১ লা জুলাই- ৩১ সেপ্টেম্বর,২০২৫ ) তরুণদেরসহ সমাজের অন্যান্যদের সচেতন করার লক্ষ্যে অনলাইন ও অফলাইন ক্যাম্পইন/ প্রচারণা শুরু করেছে।

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশেগুলোতে এখনো অনেকের মধ্যে এই ধারণা দৃঢ় যে বাড়ির কাজ শুধুমাত্র নারীর দায়িত্ব। অথচ সত্যি হলো—বাড়ির কাজ একা নারীর নয়, বরং পরিবারের প্রতিটি সদস্যের দায়িত্ব কেননা এটা আমাদের নিজেদের কাজ।

একজন ছেলে যদি ছোটবেলা থেকেই ঘরের কাজে অংশ নেয়, তাহলে সে দায়িত্বশীল, সহানুভূতিশীল ও সমতাভিত্তিক চিন্তাধারার মানুষ হয়ে ওঠে।

কেনো শুধু মা, বোন, স্ত্রী / পার্টনার ঘরের কাজ করবে? বাবা, ভাই, স্বামী কিংবা ছেলেরাও হোক রান্নাঘরের, ঘর গোছানোর, সন্তান লালন-পালনসহ সকল কাজের সঙ্গী।

এই সচেতনতামূলক ক্যাম্পেইনের মাধ্যমে আমরা চাই—
✅ ছেলেরা ঘরের কাজে এগিয়ে আসুক
✅ দায়িত্ব ভাগাভাগির চর্চা বাড়ুক
✅ লিঙ্গভিত্তিক কাজের বিভাজন দূরীভূত হোক

📣 আসুন, বদলাই দৃষ্টিভঙ্গি।

সহযোগিতায়- ডিয়াকোনিয়া বাংলাদেশ

04/07/2025

Now I m living in Spain
Where 's' is silent 😄

02/07/2025

গেছিলাম পড়াইতে বাকিটা ইতিহাস!!!
স্টুডেন্ট আমার Salman Mohammad Muqtadir ভাইয়ার fan 😄
বিদ্র: পারমিশন নিয়ে পোস্ট করা 😇

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Subodh Balika posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share