Nahid's World-নাহিদ'স ওয়ার্ল্ড

Nahid's World-নাহিদ'স ওয়ার্ল্ড ব্যবসা সততার মুল্য।

20/08/2025

Nahid's World-নাহিদ'স ওয়ার্ল্ড | সরাসরি পদ্মা-মেঘনা থেকে আপনার দরজায়!
🔴 ১০০% ফ্রেশ, ফরমালিন মুক্ত & দেশি ইলিশ — ঢাকাসহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি!

🎯 এখন ঘরে বসেই পাবেন চাঁদপুরের সেরা রুপালি ইলিশ —
✅ আসল দেশি ইলিশ
✅ ওজন অনুযায়ী সঠিক দাম
✅ গ্যারান্টিযুক্ত মান
✅ কাটা ও পরিষ্কারের সুবিধাসহ
✅ বরফিংসহ প্যাকেজ ডেলিভারি

💥 মূল্য তালিকা:
🐟১০ পিস মাছে ৫ কেজি =১৫০০ টাকা।

🐟৮ পিস মাছে ৫ কেজি= ১৭০০ টাকা।

🐟৬ পিস মাছে ৫ কেজি= ২০০০ টাকা।

🐟৫ পিস মাছে ৫ কেজি= ২৫০০ টাকা।

🐟৫ পিস মাছে ১০ কেজি= ৪০০০ টাকা।

🍤 অন্য পণ্যে:
🐟৬ কেজি ইলিশের ডিম= ৪২০০টাকা।

🐟রূপচাঁদা= ৪০০৳/কেজি।

🐟১০ কেজি পাঙ্গাস মাছ= ৫,০০০ টাকা।

🐟৮ কেজি কাতলা মাছ= ৪,০০০ টাকা।

🐟৬ কেজি রূপচাদা মাছ= ৫,৫০০টাকা।

🐟৩ কেজি রূপচাদা মাছ= ৩,০০০টাকা।

🐟৬ কেজি চিংড়ি মাছ= ৩,৬০০ টাকা।

🐟৩ কেজি বেলে মাছ= ৩,০০০ টাকা।

🚚হোম ডেলিভারি অর্ডার করুন এখনই⤵।
✅অর্ডার কনফার্ম করতে।
👉নামঃ
👉ঠিকানাঃ
👉গ্রামঃ
👉জেলাঃ
👉থানাঃ
👉ফোন নাম্বারঃ
(সারা বাংলাদেশে হোম ডেলিভারি + বরফিং = ৫৫০৳ অগ্রিম প্রদানযোগ্য)

🔥বিশ্বাসের সাথে তাজা মাছের ঘ্রাণ নিয়ে আসুন চাঁদপুর থেকে – আপনার নিজের ঘরে!
💯 টাটকা, দেশি, ও বিশ্বস্ত ডেলিভারি – ইলিশ মানেই "Nahid's World-নাহিদ'স ওয়ার্ল্ড"!

কেমনে পারলেন আপু?আন্টিকে এত্ত কষ্ট দিতে....?আমিও চিন্তায় পড়ে গেলাম এই মাছ কাটা-কুটি নিয়ে। নিশ্চিত আবার আজকে আন্টি চিল্লা...
20/08/2025

কেমনে পারলেন আপু?
আন্টিকে এত্ত কষ্ট দিতে....?
আমিও চিন্তায় পড়ে গেলাম এই মাছ কাটা-কুটি নিয়ে। নিশ্চিত আবার আজকে আন্টি চিল্লা-চিল্লি করবে,তবে এর পিছনে একটু ভালোবাসা থাকবে...মনে মনে এই উপহার দেখে উনি অনেক খুশি হবে।ভাববে আমার মেয়েটা বড় হয়ে গেছে❤️

আজকে আপুর জন্মদিন,এখন তিনি কানাডায় থাকেন।
তাই চাইলেও তো আর সরাসরি মায়ের সাথে খুনসুটি করা সম্ভব না...
নিজের হাতে মাকে সারপ্রাইজ দেওয়া সম্ভব না।
তাই আপু একবক্স মাছ আন্টিকে সারপ্রাইজ দেওয়ার কথা চিন্তা করলেন.....

যেই ভাবনা সেই কাজ।
আমাদের কল করে জানালেন কি কি করতে হবে,কিভাবে দিতে হবে।
আমরাও সেই অনুযায়ী আজকে মাছ রেডি করে পাঠাই দিলাম।
তবে স্পেশাল ছিলো সেই চিরকুট টি.....কত্ত সুন্দর অনূভুতি প্রকাশ মায়ের কাছে🥰

আপু চাইলেই কেটে নিতে পারতেন হয়তো,কিন্তু এতে বড় মাছগুলো দেখে সেই চিল্লা-চিল্লি করত না।
মায়ের সেই রাগমাখা কন্ঠ শুনতে পেত না...
তাই আস্ত বক্সই যাচ্ছে আন্টির বাসায়।
সুন্দর না?
এত সুন্দর মোমেন্টের সাক্ষী হতে পারা কি আসলেই স্পেশাল কিছু না????

আপনি নিজেও চাইলে বিশাল বড় সাইজের মাছ উপহার দিতে পারেন মা বাবার কাছে,যেইটা একসময় আমাদের ঐতিহ্য ছিলো। কুটুম বাড়ি ঘুরতে যাওয়া মানেই বাজারেত সবচেয়ে বড় মাছ রশিতে ঝুলিয়ে নিয়ে যাওয়া হয়.....

যদিও ওই মধুর সময় আর নেই,তবুও আমরা চেষ্টা করছি সেরা কিছু করার🥰

📲: 01806074438 (whatsapp)
Nahid's World-নাহিদ'স ওয়ার্ল্ড

টানা ১৮ ঘন্টা পরিশ্রমের পর যখন এমন গাড়ি রেডি কর‍তে পারি তখন গাড়িভরা মাছ দেখে ভালোই লাগে...এটাই সিজনের ভাইব।সারাদিন ঢাকায়...
20/08/2025

টানা ১৮ ঘন্টা পরিশ্রমের পর যখন এমন গাড়ি রেডি কর‍তে পারি তখন গাড়িভরা মাছ দেখে ভালোই লাগে...এটাই সিজনের ভাইব।
সারাদিন ঢাকায় গেছে এর চেয়েও বেশি।
এখন যাচ্ছে ৪৪ টা জেলায়।
এই ইলিশ যাওয়া দেখেই বোঝা যাচ্ছে সিজন এসে।

কেউ নিচ্ছে ২ টা ,কেউ নিচ্ছে ৪ টা কেউবার ১০ টা...
যার যতটুকু লাগে আর কি...আমি কাউকেই জোর করিনা বেশি ইলিশ নিতে..

এইযে ভোর থেকে শুরু করে রাত,আমি নিজেই লেগে আছি আপনাদের সেরা সেবা দেওয়ার জন্য....সাথে আমার কিছু উঠছি তরুন,এদের অক্লান্ত পরিশ্রমেই কিন্তু এই আমানত পাঠাতে পারছি।

আমি নিজে লেগে আছি কারণ চাপ বেড়ে গেলেও কোয়ালিটি তে হেরফের না হয় যাতে।
আমি কোয়ান্টিটির থেকেও কোয়ালিটি তে বিশ্বাস করি সবসময়..
মাছ হাতে পেয়ে যেন আপনি সন্তুষ্ট হোন তাই এত পরিশ্রম।

//-
আর ভরা সিজনে যদি এমন গাড়িভরা মাছ না যায় তাহলে কি সেটা সিজন মনে হবে...?
সিজন মানেই হলো কাজের চাপে খাওয়ার,ঘুমানোর সুযোগ হবে না।
আলহামদুলিল্লাহ আমরা সেটাই পার করছি।

অগ্রিম কোন টাকা ছাড়াই কিন্তু এত্তগুলা যাচ্ছে।
আপনার কষ্টের টাকায় যদি বিন্দুমাত্র মহব্বত থাকে,তাহলে দয়া করে লোভে পড়ে ফেইক পেজে টাকা দিয়েন না...
ইলিশের কখনো অফার হয়না।
আমরা কখনোই ৫০০/৭০০ টাকা অগ্রিম চাইনা।

মাছের আপডেট রেগুলার পাবেন nahid's world-নাহিদ'স ওয়ার্ল্ড পেজে।

চেষ্টার কোন কমতি নেই...আমার টিম থাকা সত্তেও এবার আমি নিজেই প্যাকেজিং টিমে কাজ করছি যেন কোয়ালিটি তে সমস্যা না হয়,যেন কোন ...
20/08/2025

চেষ্টার কোন কমতি নেই...
আমার টিম থাকা সত্তেও এবার আমি নিজেই প্যাকেজিং টিমে কাজ করছি যেন কোয়ালিটি তে সমস্যা না হয়,যেন কোন ক্রেতা মাছ খারাপ না পায়।আমি চ্যালেঞ্জ নিয়েছি যে ঘাটের সেরা মাছটাই দেব ইনশাআল্লাহ।
হয়তো ক্রেতার সাথে সরাসরি আমি কথা বলতে পারছি না,তবে আমাদের ছেলেগুলো বলছে।অনেকেই চাচ্ছেন সরাসরি কথা বলে মাছ নিতে,আসলে ব্যাস্থতায় হয়ে উঠছে না
তবে কাজের ফাঁকে যতটুকু সম্ভব চেষ্টা করছি।
মাছ চেক করা,ওজন করা ,আবার প্রতিটি মাছের ভিডিও এবং ছবি ক্রেতাকে দেওয়া অনেক কাজ করতে হচ্ছে।
যেহেতু কোয়ালিটি আমাদের প্রধান লক্ষ্য ,তাই আমি এসব করছি।

এখন ইলিশের ভরা সিজন,স্বাভাবিকভাবেই আমাদের চাপ বেড়ে গেছে ,আর মাছ পাওয়া যাচ্ছে কম। তাই একটু সময় লাগছে বেশি।
অগ্রিম কোন টাকা ছাড়াই নিন এসব মাছ আমাদের পেজ থেকে।

20/08/2025

২ মাস পর এত্তোবড় মাছ আসছে....
আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি নদীর ফ্রেশ মাছ দেওয়ার,সচরাচর নদীর বড় মাছ সবসময় সেভাবে পাওয়া যায়না।আর বড় মাছের সিজনই কিন্তু শীতকাল।
তবুও মাঝে মাঝে রুই,কাতল,আইড় পাচ্ছি ,যারজন্য ক্রেতাদের অপেক্ষা করতে হয় ৫-৭ দিন।
যদি ভাগ্য ভালো হয় তাহলে অল্প সময়েই মিলে যায়।
সেই জায়গায় নদীর পাঙ্গাশ ব্যাতিক্রম ,ইলিশের সাথে ওঠে,তাই ভালোই পাওয়া যায়।

তবে আজকের যেই মাছ এসেছে এটা বাঘা আইড় মাছ,সচরাচর এটা পাওয়া যায়না,তাই আমরাও এটার অডার নেইনা।
তবে মাঝে মাঝে ব্যাটেবলে কোন ক্রেতার চাওয়া মিলে গেলে আমরা তা প্রসেস করে পাঠিয়ে দেই🥰
আলহামদুলিল্লাহ এখন ইলিশ ভালো পাচ্ছি,সাথে আছে ছোট মাছ।
আর এই সব মাছ পাচ্ছেন অগ্রিম কোন টাকা ছাড়াই।

রেগুলার আপডেট পেতে ফলো করুন Nahid's World-নাহিদ'স ওয়ার্ল্ড.

আগে মনে করতাম যারা ইন্টারনেটে একদম নতুন অথবা খুব একটা ইন্টারনেট সম্বন্ধে জ্ঞান রাখে না তারাই সাধারণত ইন্টারনেটে প্রতারণা...
20/08/2025

আগে মনে করতাম যারা ইন্টারনেটে একদম নতুন অথবা খুব একটা ইন্টারনেট সম্বন্ধে জ্ঞান রাখে না তারাই সাধারণত ইন্টারনেটে প্রতারণার ফাঁদে পড়ে। তবে খুব অবাক লাগলো আপনাদের মত একজন শিক্ষিত এবং আধুনিক মানুষ মিনিমাম কমনসেন্স না রেখেই একটা বাজে কমেন্ট করে ফেললেন,ইনবক্সে গালিগালাজ করলেন, বোঝার চেষ্টাও করলেন না আপনি যা বলছেন সেগুলো সঠিক কিনা , একটু অন্তত আমার ভ্যারিফাইড পেজ যাচাই করে নিতে পারতেন ।

আসল কথায় আসি, ইলিশের কেজি এখন ২৫০০৳,কিন্তু আপনি ৫০০৳ কেজিতে অফারে ইলিশ কিনতে গেসলেন...
গেছেন ঠিক আছে,কিন্তু আগে টাকাও দিলেন।

এবারে আপনি আমাকে বলুন তো, আপনি আসলে পেজ দেখে এই অডার করেছেন?
নিশ্চয়ই অনলাইনে কোন প্রতারক ব্যবসায়ের অ্যাড দেখে??
তাও বিশাল বড় অফার দেখে???
এক কথায় সস্তা পেয়ে বস্তা ভরতে গেসলেন???

আবার আমি ভিডিওতে সবসময় বলি আমি অগ্রিম এক টাকাও নেইনা তা।
কিন্তু তা শুনেন না।
ভ্যারিফাইড পেজ থেকে না কিনে, কিনেছেন তো চোর বাটপারের কাছ থেকে।
আমাদের ভিডিও গুলো বিভিন্ন সময়ে অসাদু ব্যবসায়ীরা পেজ থেকে ডাউনলোড করে নিয়ে নিজেদের মতো করে কাটছাট করে সেগুলো দিয়ে অ্যাড রান করে, তবে আমার বিশ্বাস ছিল এ ধরনের ভিডিও দেখে শুধুমাত্র ইন্টারনেটে একেবারে নতুন মানুষজন যাদের এ ব্যাপারে নূন্যতম জ্ঞান নাই তারাই প্রতারণার ফাঁদে পা দেয়।
। আরেকটা বিষয় এই ধরনের ৬০/৭০ % অফারে কখনো সম্ভব না ।
আশা করছি আমার প্রতি আপনার ভুল ধারণা থাকার কথা নয় এখন আর।
আমার একটাই পেজ Nahid's World-নাহিদ'স ওয়ার্ল্ড যা কখনো আগে টাকা নেয়না।

লেখা: নাহিদ

আম😋
20/08/2025

আম😋

25/02/2025

Daraz Baby Bike.com
📞 Daraz Baby Bike.com
📞 01814804569
🥀💥অফার অফার ৬৫% অফার ✅
👍👍মাএ ৩২০০৳ টাকা। এবং
💬 আর দেরি না করে এখনি অর্ডার করে দিন

👉 অর্ডার করতে চাইলে আপনার নাম ঠিকানা পার্সোনাল ফোন নাম্বার দিতে হবে এবং প্রোডাক্ট এর মূল্য থেকে ( ৫৫০৳ ) টাকা দিয়া অর্ডার কনফার্ম করতে হবে 👈

🏫🚖🚕প্রডাক্ট ডেলিভারি ম্যান বাসায় গিয়ে দিয়ে আসবে। ২৪ ঘন্টায় হোম ডেলিভারি দিয়ে থাকি। প্রডাক্ট সমস্যা থাকলে রিটার্ন দিতে পারবেন।

🙋‍♂️🙋‍♀️Name/নামঃ
👉 জেলা নামঃ-
👉থানার নামঃ-
👉গ্রাম/মহল্লাঃ-

অর্ডার কনফার্ম করতে অথবা বিস্তারিত জানতে কল করুন :
📞 01814804569

📦কোন সেট নিবেন তার ছবি বা স্ক্রিনশট দিন।
🥀💥অফার অফার ৬৫% অফার ✅
👍👍মাএ ৩২০০৳ টাকা। এবং
💬 আর দেরি না করে এখনি অর্ডার করে দিন

21/05/2024

Daraz Baby Bike.com
📞 Daraz Baby Bike.com
📞 01846551107
🥀💥অফার অফার ৬৫% অফার ✅
👍👍মাএ ৩২০০৳ টাকা। এবং
💬 আর দেরি না করে এখনি অর্ডার করে দিন

👉 অর্ডার করতে চাইলে আপনার নাম ঠিকানা পার্সোনাল ফোন নাম্বার দিতে হবে এবং প্রোডাক্ট এর মূল্য থেকে ( ৫৫০৳ ) টাকা দিয়া অর্ডার কনফার্ম করতে হবে 👈

🏫🚖🚕প্রডাক্ট ডেলিভারি ম্যান বাসায় গিয়ে দিয়ে আসবে। ২৪ ঘন্টায় হোম ডেলিভারি দিয়ে থাকি। প্রডাক্ট সমস্যা থাকলে রিটার্ন দিতে পারবেন।

🙋‍♂️🙋‍♀️Name/নামঃ
👉 জেলা নামঃ-
👉থানার নামঃ-
👉গ্রাম/মহল্লাঃ-

অর্ডার কনফার্ম করতে অথবা বিস্তারিত জানতে কল করুন :
📞 01846551107

📦কোন সেট নিবেন তার ছবি বা স্ক্রিনশট দিন।
🥀💥অফার অফার ৬৫% অফার ✅
👍👍মাএ ৩২০০৳ টাকা। এবং
💬 আর দেরি না করে এখনি অর্ডার করে দিন

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nahid's World-নাহিদ'স ওয়ার্ল্ড posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share