Brothers Air

Brothers Air Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Brothers Air, Bashati Horizon, House-21, Flat/14, (A1 & A2), Road-17, Block-C, Banani C/A, Dhaka-1213, Dhaka.

ইউরোপ, মিডেল ইস্ট সহ অন্যান্য দেশের ওয়ার্ক পারমিট সংক্রান্ত সকল প্রকার তথ্য এবং পরামর্শ পেতে যুক্ত থাকুন আমাদের পেজে।
বিদেশে কাজের উদ্দেশ্যে যাওয়ার বিশ্বস্ত মাধ্যম ব্রাদার্স এয়ার 🇪🇺
যোগাযোগ:
01879210220 (হোয়াটসঅ্যাপ)
01886430390 (হোয়াটসঅ্যাপ)

17/07/2025
*কিরগিস্তান ওয়ার্ক পারমিট ভিসা:**কেন কিরগিস্তান সৌদি, দুবাই, ব্রুনাই, মালয়েশিয়া, কাতারের চেয়ে ভালো?*১) সৌদিতে এখন কাজের ...
03/05/2025

*কিরগিস্তান ওয়ার্ক পারমিট ভিসা:*

*কেন কিরগিস্তান সৌদি, দুবাই, ব্রুনাই, মালয়েশিয়া, কাতারের চেয়ে ভালো?*

১) সৌদিতে এখন কাজের অনেক সংকট। প্রায় সবই সাপ্লাই কোম্পানি। আকামা নিয়ে অনেক ঝামেলা।

অন্যদিকে কিরগিস্তানের ডিরেক্ট কোম্পানি ভিসা। পরের বছর আকামা কোম্পানি করে দেয়। কাজের কোনো সংকট নাই। বরং কাজ করার লোক পাওয়া যাচ্ছে না।

২) সৌদি বা এই ক্যাটাগিরির দেশে বেতন ১০০০-১২০০ রিয়াল বা বাংলা টাকায় ৩৫-৪০ হাজার। কিন্তু কিরগিস্তানের নূন্যতম বেতন ৪৫-৫৫ হাজার। তার সাথে থাকা ও খাওয়া দুইটাই একদম ফ্রি। এর মানে যা ইনকাম করবেন তাই-ই দেশে পাঠাতে পারবেন।

৩) সৌদি বা মালয়েশিয়াতে মেডিকেল, পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আলাদা টাকা লাগে + অনেক হয়রানি হওয়া লাগে। কিরগিস্তানে এসব কিচ্ছু লাগেনা না।

মাত্র ৩-৭ দিনে ভিসা পাওয়া যায়। ম্যান পাওয়ার করে ২১-২২ দিনে ফ্লাই করা পসিবল।

৪) ছবির মতো সুন্দর দেশ আর একদম ইউরোপের আবহাওয়া। ফল, মূল ও সবজি পানির মতো সস্তা।

৫) কিরগিস্তানের ভিসা ১০০০% গ্যারান্টি। কারন কোম্পানি এপ্রুভাল দিলেই ভিসা। মেডিকেল ও পুলিশ ক্লিয়ারেন্স এ আনফিট হবার ভয়ও নাই।

*কাজের ধরন:*
ক) সুইং অপারেটর
খ) কন্সট্রাকশন
গ) ফ্যাক্টরি জেনারেল ওয়ার্কার

প্রসেসিং টাইম: ২৮ দিন
ভিসা: ৩-১২ দিন
ম্যান পাওয়ার: ২-৫ দিন

*বেতন:*
ক) সুইং- ৫০-৬০ হাজার+ থাকা ও খাওয়া একদম ফ্রি। প্রডাকশন লাইনে বেতন ৬০-৯০ হাজার।

খ) ফ্যাক্টরি জেনারেল ওয়ার্কার- ৪৫-৫৫ হাজার+ থাকা ও খাওয়া ফ্রি

গ) কন্সট্রাকশন: ৫০-৬৫ হাজার+ থাকা ও খাওয়া ফ্রি

যোগাযোগ: 01910885341 (হোয়াটসঅ্যাপ)01617840673 (মোবাইল)
30/04/2025

যোগাযোগ: 01910885341 (হোয়াটসঅ্যাপ)

01617840673 (মোবাইল)

সৌদি আরব🇸🇦আগামী এক মে সকাল দশটায় সরাসরি ডেলিগেট ইন্টারভিউ হবে শুধুমাত্র ইন্টারভিউতে সিলেক্ট যাত্রীর ফাইল জমা নেওয়া হবে...
30/04/2025

সৌদি আরব🇸🇦

আগামী এক মে সকাল দশটায় সরাসরি ডেলিগেট ইন্টারভিউ হবে

শুধুমাত্র ইন্টারভিউতে সিলেক্ট যাত্রীর ফাইল জমা নেওয়া হবে

যারা উল্লেখিত কাজে অনভিজ্ঞ অথবা ফ্রেশার তারাও ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে

কোম্পানির সুযোগ সুবিধা:
থাকা-খাওয়া সম্পূর্ণ কোম্পানি বহন করবে

মেডিকেল চিকিৎসা কোম্পানি বহন করবে

আকামা দুই বছর নবায়নযোগ্য
কোম্পানি বহন করবে

দুই বছর পর কোম্পানির সাথে যুক্ত থাকলে নতুন করে কোম্পানি আকামা সম্পূর্ণ ফ্রিতে করে দিবে

সেলারি সর্বোচ্চ এক বছর এরমধ্যে বৃদ্ধি করা হবে

যোগাযোগ
01910885341 হোয়াটসঅ্যাপ

01617840673
মোবাইল

🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦*সৌদি আরব এর মক্কায় (হেরাম শরিফ,মিনা,আরাফাত)ক্লিনার পদে লোক নিয়াগ।*(যাওয়ার পর ১৫ দিনের মধ্যে ১ বছরের  ইকামা ...
28/04/2025

🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦
*সৌদি আরব এর মক্কায় (হেরাম শরিফ,মিনা,আরাফাত)ক্লিনার পদে লোক নিয়াগ।*
(যাওয়ার পর ১৫ দিনের মধ্যে ১ বছরের ইকামা এবং ব্যাংক কাড পাবে)।
*👉বেতন = ৮০০ রিয়াল বেসিক+ওভার টাইম।(এক্সট্রা ইনকাম রয়েছে)।*
*👉থাকা,ইকামা,ইন্সুরেন্স,চিকিৎসা, যাতায়াত কোম্পানি বহন করিবে।*

👉২ বছর পর পর ২ মাসের ছুটি এবং আসা যাওয়ার টিকিট কোম্পানি দিবে।
*ব্রি:দ্র: ১ মাসের মধ্যে ফ্লাইট করিতে হবে।*

28/04/2025

*মালয়েশিয়া থেকে রোমানিয়া স্টুডেন্ট ভিসা নিয়ে কিছু তথ্যঃ*

* আগামি সেপ্টেম্বর ইন্টেকের জন্য এডমিশনের শেষ সময়সীমা জুনের মধ্যভাগ পর্যন্ত।
* ⁠১ সপ্তাহ কার্যদিবসের মধ্যেই অফার লেটার ইস্যু করে থাকে কলেজ বা ইউনিভার্সিটি গুলো। যা শেনজেনের অন্যান্য দেশগুলোর ক্ষেত্রে অনেক লম্বা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়।
* ⁠ব্যাচেলরের জন্য IELTS স্কোর সর্বনিম্ন ৪.৫ হতে হবে। তবে সর্বনিম্ন স্কোর ৫ বা তারও বেশি হলে সেইফ জোনে থাকা যাবে।
* মাস্টার্স ও পিএইচডির জন্য IELTS স্কোর সর্বনিম্ন ৫.৫ হতে হবে। তবে সর্বনিম্ন স্কোর ৫.৫ বা তারও বেশি হলে সেইফ জোনে থাকা যাবে।⁠
* ⁠মূল কোর্সে জয়েন করার পূর্বে ল্যাংগুয়েজ স্কীল বাধ্যতামূলক।
* ⁠মিড বাজেটের ইউনিভার্সিটির বাৎসরিক টিউশন ফি ইউনিভার্সিটি ও কোর্সভেদে ২০০০ ইউরো থেকে ৪০০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে।
* ⁠অল্প সময়ে PR ও পাসপোর্টের জন্য এপ্লাই করার সুযোগ থাকে। সেই ক্ষেত্রে রোমানিয়ান ল্যাংগুয়েজ জানা থাকা আবশ্যক।
* ⁠রোমানিয়ায় বাসস্থান ও অন্যান্য আনুষাঙ্গিক খরচ তুলনামূলকভাবে অনেক কম। অনেকটা মালয়েশিয়ার মতই।
* ⁠মালয়েশিয়ায় অবস্থিত রোমানিয়ার এম্বাসি থেকে স্টুডেন্ট ভিসার রেশিও প্রায় ৮৫%-৯৫% পর্যন্ত উঠানামা করে।

*ধন্যবাদ*

28/04/2025

*“ডেনমার্কে আসার আগে অবশ্যই জানুন:*

*১ম পর্বঃ*
সম্পূর্ণ রিয়েলিটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি।” (চাকরি, খরচ, পরিবার, বাসা, ভার্সিটি, প্রস্তুতি সব কিছু নিয়ে রিয়েল এক্সপেরিয়েন্স)

*কিছু প্রশ্ন:*
* “ভাই, ডেনমার্কে আসলে কি কাজ পাওয়া যায়?”
* “বাসা পাওয়া কতটা কঠিন?”,
* “স্টুডেন্ট হয়ে টিকে থাকা যায় কি না?”,
* “পরিবার নিয়ে এলে কি বিপদ হবে?”

সবার মেসেজে আলাদা করে উত্তর দেওয়া সম্ভব হয় না।
তাদের জন্যই এই পোস্ট।

ইউরোপ মানেই সুখ-স্বপ্নের জীবন না! ডেনমার্কে এসে চট করে চাকরি, ফ্ল্যাট, আর সুখী সংসারের ছবি সব কিছু বাস্তব জীবনে অনেক কঠিন। তাই যারা নতুন আসতে চান বা পরিকল্পনা করছেন, তাদের জন্য এই লেখাটা।

একটা রিয়েল গাইডলাইন – চোখ খুলে দেওয়ার মতো।

*১.⁠ ⁠চাকরি পাওয়া:* শুরুতেই না বুঝলে ঝামেলা পাক্কা!

ডেনমার্কে কাজ পেতে ২-৩ মাস তো ন্যূনতম ধরে নিন, কারও কারও ৫-৬ মাসও লেগে যায়। আবার কারও কারও আসার পর পরই জব হয়ে যেতে পারে। ডিপেন্ড নিজের উপর। আপনি কতোটা গুরুত্ব দিয়ে, সোর্স জেনে বুঝে জব খুঁজতেছেন।

*আর এই সময়ে প্রতিমাসে খরচ:*
• বাসা ভাড়া: ৩৫০০ – ৫৫০০ DKK
• খাবার: ২০০০ – ২৫০০ DKK
• ট্রান্সপোর্ট, মোবাইল, সিপিআর, আনুষঙ্গিক: ২০০০ DKK (এখানে আরও বেশিও লাগতে, CPR এর একটা কাহিনী আছে)

*মোট খরচ:* ৭,৫০০ – ৯,০০০ DKK (প্রতি মাসে প্রায় দেড় লাখ বাংলাদেশি টাকা)। তিন মাসের বেকাপ না থাকলে জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে। তিন মাসের খরচ হিসাব করলে দাঁড়ায় ২৫,০০০ – ২৮,০০০ DKK (বাংলাদেশি টাকায় ৪-৫ লাখ)

*২.⁠ ⁠কিভাবে চাকরি খুঁজবেন? (প্র্যাকটিক্যাল টিপস).....*

অনলাইন জব সাইট:
• jobindex.dk – সবচেয়ে জনপ্রিয় সাইট
• jobnet.dk – সরকারি জব পোর্টাল (CPR লাগবে)
• workindenmark.dk – আন্তর্জাতিকদের জন্য
• studenterguiden.dk – স্টুডেন্টদের পার্টটাইম জব
• LinkedIn, Indeed.dk – প্রফেশনাল জবের জন্য

*অফলাইন কৌশল:*
• হাতে CV নিয়ে রেস্টুরেন্ট, দোকান, ক্যাফেতে দিয়ে আসুন
• পরিচিত কারও রেফারেন্সে চেষ্টা করুন
• ডেলিভারি সার্ভিসে (Wolt, Just Eat) অ্যাপ্লাই করুন

*সফল হতে যা দরকার:*
• ড্যানিশ স্টাইলের পেশাদার CV
• ইংরেজি কমিউনিকেশন স্কিল
• কোনো কাজকে ছোট না ভাবার মানসিকতা
• সোশ্যাল কানেকশন— মানুষের সাথে ভালো ব্যবহার করলে কাজ আসবেই।

*২য় পর্ব পরের পোস্টে আসবে....*

Address

Bashati Horizon, House-21, Flat/14, (A1 & A2), Road-17, Block-C, Banani C/A, Dhaka-1213
Dhaka
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Brothers Air posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share