28/04/2025
*“ডেনমার্কে আসার আগে অবশ্যই জানুন:*
*১ম পর্বঃ*
সম্পূর্ণ রিয়েলিটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি।” (চাকরি, খরচ, পরিবার, বাসা, ভার্সিটি, প্রস্তুতি সব কিছু নিয়ে রিয়েল এক্সপেরিয়েন্স)
*কিছু প্রশ্ন:*
* “ভাই, ডেনমার্কে আসলে কি কাজ পাওয়া যায়?”
* “বাসা পাওয়া কতটা কঠিন?”,
* “স্টুডেন্ট হয়ে টিকে থাকা যায় কি না?”,
* “পরিবার নিয়ে এলে কি বিপদ হবে?”
সবার মেসেজে আলাদা করে উত্তর দেওয়া সম্ভব হয় না।
তাদের জন্যই এই পোস্ট।
ইউরোপ মানেই সুখ-স্বপ্নের জীবন না! ডেনমার্কে এসে চট করে চাকরি, ফ্ল্যাট, আর সুখী সংসারের ছবি সব কিছু বাস্তব জীবনে অনেক কঠিন। তাই যারা নতুন আসতে চান বা পরিকল্পনা করছেন, তাদের জন্য এই লেখাটা।
একটা রিয়েল গাইডলাইন – চোখ খুলে দেওয়ার মতো।
*১. চাকরি পাওয়া:* শুরুতেই না বুঝলে ঝামেলা পাক্কা!
ডেনমার্কে কাজ পেতে ২-৩ মাস তো ন্যূনতম ধরে নিন, কারও কারও ৫-৬ মাসও লেগে যায়। আবার কারও কারও আসার পর পরই জব হয়ে যেতে পারে। ডিপেন্ড নিজের উপর। আপনি কতোটা গুরুত্ব দিয়ে, সোর্স জেনে বুঝে জব খুঁজতেছেন।
*আর এই সময়ে প্রতিমাসে খরচ:*
• বাসা ভাড়া: ৩৫০০ – ৫৫০০ DKK
• খাবার: ২০০০ – ২৫০০ DKK
• ট্রান্সপোর্ট, মোবাইল, সিপিআর, আনুষঙ্গিক: ২০০০ DKK (এখানে আরও বেশিও লাগতে, CPR এর একটা কাহিনী আছে)
*মোট খরচ:* ৭,৫০০ – ৯,০০০ DKK (প্রতি মাসে প্রায় দেড় লাখ বাংলাদেশি টাকা)। তিন মাসের বেকাপ না থাকলে জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে। তিন মাসের খরচ হিসাব করলে দাঁড়ায় ২৫,০০০ – ২৮,০০০ DKK (বাংলাদেশি টাকায় ৪-৫ লাখ)
*২. কিভাবে চাকরি খুঁজবেন? (প্র্যাকটিক্যাল টিপস).....*
অনলাইন জব সাইট:
• jobindex.dk – সবচেয়ে জনপ্রিয় সাইট
• jobnet.dk – সরকারি জব পোর্টাল (CPR লাগবে)
• workindenmark.dk – আন্তর্জাতিকদের জন্য
• studenterguiden.dk – স্টুডেন্টদের পার্টটাইম জব
• LinkedIn, Indeed.dk – প্রফেশনাল জবের জন্য
*অফলাইন কৌশল:*
• হাতে CV নিয়ে রেস্টুরেন্ট, দোকান, ক্যাফেতে দিয়ে আসুন
• পরিচিত কারও রেফারেন্সে চেষ্টা করুন
• ডেলিভারি সার্ভিসে (Wolt, Just Eat) অ্যাপ্লাই করুন
*সফল হতে যা দরকার:*
• ড্যানিশ স্টাইলের পেশাদার CV
• ইংরেজি কমিউনিকেশন স্কিল
• কোনো কাজকে ছোট না ভাবার মানসিকতা
• সোশ্যাল কানেকশন— মানুষের সাথে ভালো ব্যবহার করলে কাজ আসবেই।
*২য় পর্ব পরের পোস্টে আসবে....*