17/08/2025
📅 গত ১০ তারিখ রবিবার আমার শাশুড়ী এই দুনিয়ার সব মায়া ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন।
🌙 সেই রাতটা ছিল ভীষণ দীর্ঘ…
শুধু আল্লাহর নাম নিয়েই কেটেছে সময়।
মনে হচ্ছিল ভোর হলে আবার শুনব,
আমার শাশুড়ি ডাকছেন ফজরের নামাজের জন্য।
কিন্তু আজ সবকিছু অদ্ভুত নীরব…
এত বছর পর এই প্রথম ওনাকে ছাড়া আমি গ্রামের বাড়িতে।
বুকের ভেতরটা যেন শূন্য হয়ে আছে 💔
🤍 জীবনে খুব কম মানুষকেই এত নির্মল, এত ভালো পেয়েছি।
এই প্রজন্মে যেখানে দুঃসহ শাশুড়ির গল্পে কান ভরে যায়,
সেখানে আমি পেয়েছিলাম এক টুকরো মাটির মানুষকে—
যিনি ছিলেন আমার মায়ের মতোই স্নেহময়ী, ও ভালোবাসায় ভরা।
🕋 তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক ও পর্দাশীল।
যত অসুস্থই থাকুন না কেন,
এক ওয়াক্ত নামাজও বাদ দেননি।
প্রতিদিন ফজরের সময় সবাইকে ডাকতেন নামাজের জন্য।
🌿 আজ চারপাশে তাকালে শুধু তাঁরই স্মৃতি…
সবকিছুই যেন তাঁর ছোঁয়া মাখা।
কেমন যেন অসহায় লাগে চারপাশ তাকালে।
👩👦 আমি তাঁর একমাত্র ছেলের বউ…
মনে হয় কাঁধে অনেক দায়িত্ব এসে গেছে।
জানি না কতটুকু ঠিকভাবে পালন করতে পারব।
তবে যখনই সবাই বলে — “এই সংসার এখন তোমার”
মনটা ভারী হয়ে যায়।
কারণ প্রতিটা জিনিসে মায়ের হাতের ছাপ,
মায়ের অনেক কষ্ট আর অনেক শখ মিশে আছে সেখানে।
এতো সহজে নিজেকে মালিক বলতে মন সায় দেয় না… 😔
⏳ একদিন এই দুনিয়া ছেড়ে আমাদেরও চলে যেতে হবে।
দোয়া করি— আল্লাহ যেন আমার শাশুড়িকে
🌸 জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।
আর তাঁর সন্তান ও আপনজনদের
ধৈর্য ধারণ করার তাওফিক দেন।
🤲 সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন।