JS Cozy Nest

JS Cozy Nest "Sharing the joys of everyday life—
home decor,🏫 cooking,🍲 photography 📸 my daily lifestyl and daily vlogs❤️🫰
(53)

আল্লাহ বলেনঃ“নিশ্চয়ই তুমি যাকে ভালোবাস তাকে হেদায়াত দিতে পারবে না; বরং আল্লাহ যাকে চান তাকেই হেদায়াত দেন। আর তিনিই ভা...
25/08/2025

আল্লাহ বলেনঃ
“নিশ্চয়ই তুমি যাকে ভালোবাস তাকে হেদায়াত দিতে পারবে না; বরং আল্লাহ যাকে চান তাকেই হেদায়াত দেন। আর তিনিই ভালো জানেন কে হেদায়াত পাওয়ার যোগ্য।”
— [সূরা কাসাস 28:56]🌸

এই আয়াতটি নাজিল হয়েছিল হযরত রাসূলুল্লাহ ﷺ-এর প্রিয় চাচা আবু তালিবকে নিয়ে। তিনি জীবনের শেষ পর্যন্ত নবীজিকে সাহায্য করলেও ইসলাম কবুল করেননি। নবীজি ﷺ তার জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া কারো হেদায়াত হয় না।🌿🌸

আলহামদুলিল্লাহ-সকল প্রশংসা আল্লাহর জন্য!

এক কাপ চায়ের গল্প🌿☕🌸
23/08/2025

এক কাপ চায়ের গল্প🌿☕🌸

"আল্লাহর সৃষ্টি যত দেখি, ততই তাঁর মহিমায় মুগ্ধ হই। 🌿✨""আল্লাহর সৃষ্টি দেখে যদি আমরা তাঁর মহত্ত্ব না বুঝি, তবে সৌন্দর্যের...
22/08/2025

"আল্লাহর সৃষ্টি যত দেখি, ততই তাঁর মহিমায় মুগ্ধ হই। 🌿✨"

"আল্লাহর সৃষ্টি দেখে যদি আমরা তাঁর মহত্ত্ব না বুঝি, তবে সৌন্দর্যের আসল মানে হারিয়ে যায়। 🌿"

"হে আল্লাহ 🌸 যে সুখ আমাকে তোমার পথ থেকে দূরে সরিয়ে দেয়, সেই সুখ আমাকে দিওনা। কারণ, যে সুখ তোমার থেকে দূরে করে দেয়—সেই সু...
21/08/2025

"হে আল্লাহ 🌸 যে সুখ আমাকে তোমার পথ থেকে দূরে সরিয়ে দেয়, সেই সুখ আমাকে দিওনা। কারণ, যে সুখ তোমার থেকে দূরে করে দেয়—সেই সুখের চেয়ে কষ্টই আমার কাছে উত্তম। 🌿❤️

📅 গত ১০ তারিখ রবিবার আমার শাশুড়ী এই দুনিয়ার সব মায়া ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন।🌙 সেই রাতটা ছিল ভীষণ দীর্ঘ…শুধু আল্লা...
17/08/2025

📅 গত ১০ তারিখ রবিবার আমার শাশুড়ী এই দুনিয়ার সব মায়া ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন।

🌙 সেই রাতটা ছিল ভীষণ দীর্ঘ…
শুধু আল্লাহর নাম নিয়েই কেটেছে সময়।
মনে হচ্ছিল ভোর হলে আবার শুনব,
আমার শাশুড়ি ডাকছেন ফজরের নামাজের জন্য।
কিন্তু আজ সবকিছু অদ্ভুত নীরব…
এত বছর পর এই প্রথম ওনাকে ছাড়া আমি গ্রামের বাড়িতে।
বুকের ভেতরটা যেন শূন্য হয়ে আছে 💔

🤍 জীবনে খুব কম মানুষকেই এত নির্মল, এত ভালো পেয়েছি।
এই প্রজন্মে যেখানে দুঃসহ শাশুড়ির গল্পে কান ভরে যায়,
সেখানে আমি পেয়েছিলাম এক টুকরো মাটির মানুষকে—
যিনি ছিলেন আমার মায়ের মতোই স্নেহময়ী, ও ভালোবাসায় ভরা।

🕋 তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক ও পর্দাশীল।
যত অসুস্থই থাকুন না কেন,
এক ওয়াক্ত নামাজও বাদ দেননি।
প্রতিদিন ফজরের সময় সবাইকে ডাকতেন নামাজের জন্য।

🌿 আজ চারপাশে তাকালে শুধু তাঁরই স্মৃতি…
সবকিছুই যেন তাঁর ছোঁয়া মাখা।
কেমন যেন অসহায় লাগে চারপাশ তাকালে।

👩‍👦 আমি তাঁর একমাত্র ছেলের বউ…
মনে হয় কাঁধে অনেক দায়িত্ব এসে গেছে।
জানি না কতটুকু ঠিকভাবে পালন করতে পারব।
তবে যখনই সবাই বলে — “এই সংসার এখন তোমার”
মনটা ভারী হয়ে যায়।
কারণ প্রতিটা জিনিসে মায়ের হাতের ছাপ,
মায়ের অনেক কষ্ট আর অনেক শখ মিশে আছে সেখানে।
এতো সহজে নিজেকে মালিক বলতে মন সায় দেয় না… 😔

⏳ একদিন এই দুনিয়া ছেড়ে আমাদেরও চলে যেতে হবে।
দোয়া করি— আল্লাহ যেন আমার শাশুড়িকে
🌸 জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।
আর তাঁর সন্তান ও আপনজনদের
ধৈর্য ধারণ করার তাওফিক দেন।

🤲 সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন।


" এই দেশে  বৌয়ের পোস্টে জামাইরা রিঅ্যাক্ট দেয় না…😆 আমার কিন্তু এসব নিয়ে মাথাব্যথা নেই। 🤷‍♀️জামাই যখন সন্ধ্যায় বাসায় আসে,...
08/08/2025

" এই দেশে বৌয়ের পোস্টে জামাইরা রিঅ্যাক্ট দেয় না…😆 আমার কিন্তু এসব নিয়ে মাথাব্যথা নেই। 🤷‍♀️
জামাই যখন সন্ধ্যায় বাসায় আসে, ওর ফোনটা নিয়ে আমি নিজেই লাইক-কমেন্ট করে দিই!" 💁‍♀️📱❤️

Same space, different stories — My Bedroom in 5 Different Looks🌼🌸🌿
07/08/2025

Same space, different stories — My Bedroom in 5 Different Looks🌼🌸🌿

Woooo cute🤗🌼🌺
06/08/2025

Woooo cute🤗🌼🌺

"Home decor content" নিয়ে কাজ করে এমন বিপদে পরছি যে, একদিনও গরম গরম চা খেতে পারি না। 😒💔কখনো দ্বিতীয়বার গরম করে খেতে হয়, ...
03/08/2025

"Home decor content" নিয়ে কাজ করে এমন বিপদে পরছি যে,
একদিনও গরম গরম চা খেতে পারি না। 😒💔
কখনো দ্বিতীয়বার গরম করে খেতে হয়, 😑❤️

আর না হয় আলসেমির কারণে চায়ের দামে শরবত খেয়ে নিই!"😑🥀

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when JS Cozy Nest posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share