13/05/2025
হে মহাজন,
তুমি গরীবের কষ্ট বুঝলা না!
অসহায়ের চোখের পানির মূল্য একদিন চুকাতে হবে।
গরীব, হতদরিদ্র মানুষগুলো সবকিছুর বিনিময়ে, কেউ হয়তো কিস্তিতে রুটি রুজির মাধ্যম হিসাবে অটোরিক্সা কিনেছে।
আপনারা অটোরিকশা চলতে দিয়েছিলেন বলেই তারা চালিয়েছে। আজ হঠাৎ উ'চ্ছেদের নামে তাদের সর্বশেষ সম্বলটাকে দু'মড়ে মু'চড়ে দিলেন।একবারও ভাবলেন না যে কিভাবে চলবে সে --কিভাবে চলবে তাদের পরিবার!
-------
সৃষ্টিকর্তা সইবেনা এই জু'লু'ম!