কালের তাগিদে ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানের শাহাবাগ প্রান্তের একাংশের প্রচলিত নাম হয়ে উঠেছে 'মোল্লা'। এর নামকরণের ইতিহাস সম্পর্কে আমরা এখনো কিছু জানতে পারিনি। তবে গবেষণা চলছে। আশাকরি, শিগগিরই এ বিষয়ক তথ্য হাজির করা হবে। এবার আসল প্রসঙ্গে যাই।
'মোল্লা' মূলত আড্ডাবাজদের আখড়া। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকার নানা বয়স, শ্রেনী ও পেশার মানুষ এসে মিলিত হয় এখানে। তবে এর অপর পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের
মাজার ও চারুকলা ইনিস্টিটিউট হওয়ার কারণেই হয়ত সৃজনশীল বা সৃজনশীলতা প্রিয় মানুষগুলোর আনাগোনা এখানে নিয়মিত। আর এর জেরে প্রতি নিয়ত অজস্র নতুন কবিতা, গান, গল্প বা স্বপ্ন ছোটাছুটি করে মোল্লার বাতাসে। আরো খাকে নানা গুজব, নাটক, তর্ক বা আলোচনা।
এর সাথে মাখামাখি হয়ে থাকে মোল্লাপ্রেমীদের আনন্দ উল্লাস আর হা-হুতাশের দীর্ঘশ্বাস। এসবের খবর নিয়েই সাজানো থাকবে বদন পুস্তকের এই পাতা। একই সাথে থাকবে ফটোফিচারসহ নানা আয়োজন।
With the flow of time, the name of a nook of Sohrawardi Uddan at Shahbag in Dhaka has customarily become MOLLA. Hopefully the gen will be presented to you soon. Now come to the point.. MOLLA is mainly a meeting place of expansive community.Everyday people of different community, age, profession and class come here to accumulate their thoughts. Since at the opposite side of the point National poet Kazi Nazrul Islam's shrine and Institute of Fine Arts are standed, creativie or creativity loving people often come here. And by its influence numerous poetry, music, stories and dreams flow in the air of Molla. Gossips, dramas, arguments or discussions are held also. Molla Booster's happiness, alacrity and afflictions are besmearing with these moments. This page of facebook will demonstrate these news and feeds. Various photo features and other provisions will be presented.