Rakahlee- folklore Littlemag

  • Home
  • Rakahlee- folklore Littlemag

Rakahlee- folklore Littlemag Rakhali Little mag on folklore as seasonal issue. World'ds only 1 Postcard based paper. The smallest supplement in bangla or bengal and bangladesh.

Rakhal is a bangla word means Cowboy. Rakhali is a book of Folksong Of Jasim Uddin. This Rakhali is a folklore littlemag. Editor Jahangir Alam Shovon. Rakhali frist Published from Feni in 2005. Now it has pulblished from Dhaka after 2 Monthe based on Bangla 6 Season. It is the only one Postcard based Paper. Generally its size 3.5x5.5 inchs.

20/10/2024

১৪ এপ্রিল ১লা বৈশাখকে আন্তজাতিক লোকসাহিত্য দিবস ঘোষণা করা হোকভ

পায়ে হাঁটা পথের মধ্যে বিশ্বের দীর্ঘতম পথ এটা। যা দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে রাশিয়ার মাগাদান। এই পথ অতিক্রম করতে সমুদ্...
13/10/2024

পায়ে হাঁটা পথের মধ্যে বিশ্বের দীর্ঘতম পথ এটা। যা দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে রাশিয়ার মাগাদান। এই পথ অতিক্রম করতে সমুদ্র বা বড়ো নদী পড়ে না।
পথের মোট দূরত্ব ২১,৮০৮ কিমি। এই দীর্ঘ পথ পাড়ি দিতে সময় লাগবে ৪,৩১০ ঘণ্টা। সেজন্য ১৮৭ দিন বিরতিহীন ভাবে হাঁটতে হবে। অথবা, প্রতিদিন ৮ ঘণ্টা হাটলে সময় লাগবে ২৮০ দিন।
পথিমধ্যে পড়বে ১৭ টি দেশ। ছয়বার ঘড়ির কাঁটা বদল করতে হবে। এছাড়াও পথচারী সবগুলো ঋতুই দেখতে পারবেন।
এছাড়া পৃথিবীতে এক চক্কর দিতে হলে মোট ৪০ বার নদী পড়বে এবং পাড়ি দিতে হবে ২৪ দেশ।

পণ্য বর্জন কি অর্জনবিভিন্ন সময় একেকবার একেক দেশের পণ্য বর্জন করার আওয়াজ শুনি। আসলে এটা আমাদের দেশে কতটা কার্যকর? কথায় কথ...
27/03/2024

পণ্য বর্জন কি অর্জন
বিভিন্ন সময় একেকবার একেক দেশের পণ্য বর্জন করার আওয়াজ শুনি। আসলে এটা আমাদের দেশে কতটা কার্যকর? কথায় কথায় বিভিন্ন দেশের পণ্য বর্ঝনের কথা শুনলে একটা বিষয় প্রতিষ্ঠিত হয় যে, আমরা আসলে অন্যদের বিশাল বাজার। যদিও আমরা কোনো দেশের টাকা কিংবা ভিসা বর্জন করি না। কেন করি না, সেটা জানি না।
তবে পণ্য বর্জন একটা ভালো অস্ত্র। প্রাকযুদ্ধ ও উত্তরযুদ্ধের জন্য খারাপ না। বিশেষ করে যদি প্রতিপক্ষের সাথে অস্ত্র দিয়ে পেরে উঠা না যায় এবং পণ্য বর্জনের মাধ্যমে যদি সত্যিই কিছু করা যায়। যেমন সম্প্রতি ইসরাইলি পণ্য বর্জনে জর্দান মরক্কোসহ বেশ কিছু দেশে বেশ ভাল প্রভাব পড়েছে যা বাজার তথ্যে বেরিয়ে এসেছে।
বাংলাদেশে এ ধরনের উদ্যোগের প্রভাব নেই বললেই চলে।
ফেসবুকে কয়টা পোস্ট হলো এটা দেখে কখনো বোঝা যাবে না যে, পণ্য বর্জন কতটা সফল হলো এটা বোঝা যাবে বাজারের তথ্যের উপর। তাই যে জিনিস পারবনা সে জিনিস স্লোগান দিয়ে কি লাভ?
তাছাড়া যেকোনো কথায় পণ্য বর্জন কোনো ভাল উপায় হতে পারে না। বিশেষ করে যে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতে হবে তার ক্ষেত্রে কথায় কথায় এমনটা হাস্যকর। তবে অন্য কোনো উপায় না থাকলে এবং সত্যিকার অর্থে এর দ্বারা কোনো ছাপ সৃষ্টি করতে পারলে মন্দ হয়না।
সবচেয়ে বাজে ব্যাপার হলো, এগুলো মুখে আর ফেসবুকে যতটা হয়। বাস্তবে ততটা হয়না। তাছাড়া সিজনাল ও ইস্যুভিত্তিক পণ্য বর্জন কোনো কাজের কাজ নয়।
আপনি মাঝে মধ্যে পণ্য বর্জন না করে সারা জীবন যদি একটি নীতি অবলম্বন করেন এবং এই বিষয়ে জনমত গঠন করেন তা বেশ কার্যকর হবে। সেটা হলো, আপনি প্রতিজ্ঞা করুন যে পণ্য দে শী ও ভাল আছে তা বিদেশী কিনবো না। শুধুমাত্র যে বিদেশী পণ্য সেবা না নিলেই নয়, সেটাই নিব।
তাহলে দেশ বদলে যাবে। স্লোগান দিয়ে কেটে পড়লে কিছু হবে না।
যারা অমুকের পণ্য বর্জনের শত শত পোস্ট দেখে খুশিতে ডগমগ হয়েছেন। ব্যাপারটা আসলে ফেসবুকের খেলা। আপনি যে পোস্ট বেশী দেখেন ও পছন্দ করেন ফেসবুক আপনাকে সেটাই দেখাচ্ছে। বাস্তবতা ভিন্ন রয়েছে কিন্তু।
( দ্বিমত পোষন করাই নিজস্ব চিন্তার পরিচায়ক)

``যদি দেখার ইচ্ছে হয়- তোমার নিঠুর মনে লয়কালিন্দিরো ঘাটে আইসো দুপুরের সময়’’ কোন ঘাটে যেতে বলল?মোট ৪টি কালিন্দি পেলাম। ১। ...
23/02/2024

``যদি দেখার ইচ্ছে হয়- তোমার নিঠুর মনে লয়
কালিন্দিরো ঘাটে আইসো দুপুরের সময়’’ কোন ঘাটে যেতে বলল?
মোট ৪টি কালিন্দি পেলাম।
১। কালিন্দিকুঞ্জ- দিল্লী
২। কালিন্দি ঘাট- পশ্চিমবঙ্গ মেদিনিপুর
৩। কালিন্দি নদী- ইছামতির সাথে যুক্ত ভারতে অবস্থিত।
৪। কালিন্দি খেয়াঘাট- ঢাকারা কেরানীগঞ্জে, বুড়িগঙ্গার তীরে।
ছবি: কালিন্দি খেয়াঘাট ( কেরানীগঞ্জ থেকে খুব কাছে)
প্রশ্ন হলো কোন কালিন্দির ঘাটে যাব?

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Rakahlee- folklore Littlemag posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share