19/06/2025
চাঁদ দেখবার আহ্লাদ শেষ হবার নয়, Before Moon যুক্তির ইতিহাস Arko Sumon বলে, কাজটা খুব খারাপ করেছেন, Kafil Ahmed যতটা মন খারাপ করেছেন, তারচেয়েও চাঁদের মন খারাপ।
এত ইতিহাস বা বিজ্ঞান তো আমাদের বুকে গুলি বিঁধতে বাঁধা দেয়নি! "ভালোবাসা" একটা চরম অনুভূতি, রাষ্ট্র নীতি, "কেন" সে অনুভূতির ছোঁয়াই পায়নি?
অনেক চেষ্টা করেও হাসি মুখ দেখলাম না, ভারি বেজার(আমার Interpret) মুখো মেঘ, আষাঢ়টা প্রেম প্রেম ভাঁজ ভঙ্গি করেন। এতটা প্রাপ্তি বা অপ্রাপ্তি কি কোনো দ্রাঘিমাংশ অক্ষাংশের?
কি ভীষণ চাওয়া, শরীর নয়, বস্তু নয়, সুখ বা দুঃখ নয়, শুধু হাসিতে মিলিত হওয়া!
আরো সকল শব্দের সাথে হারিয়ে বা লুকিয়ে বা মিশে যাওয়া....