Krishnokoli

Krishnokoli Singer, Songwriter, Art activist Verified

15/10/2025

সেলিব্রেটিদের সামাজিক ও মানবিক দায় থাকে না, মন খারাপের কারনে দ্বায়িত্বরতদের প্রশ্ন করে না, তাতে শো কমে, PR খারাপ হয়। যদি থাকে তাইলে ওই (.....)টা সেলিব্রেটিই না

29/09/2025

বরং এটাও হতে পারতো, এত ছোটো দেশ, এত বৈচিত্র্যময় ভাষা, জাতি, ধর্ম, সুর, চিত্র, চিন্তা, কৃষি, কৃষ্টি, পোশাক, খাদ্য ও আনন্দ উদযাপনের সকল উপকরণ নিয়ে আরো গর্বিত আরো সুন্দর আরো প্রাণবন্ত!

26/09/2025

সুরকে না হারাবার তীব্রতার স্বপ্ন

24/09/2025
কত কি করারঘর দোর মোছবারসুঁই-সুতো, হাঁড়ি-কড়াই, আচার-বীজে, লেপে-কম্বলে,পর্দার ঝুলে রোদের মায়া মাখিয়ে আগলে রাখা সংসারখুঁজে ...
24/09/2025

কত কি করার
ঘর দোর মোছবার
সুঁই-সুতো, হাঁড়ি-কড়াই,
আচার-বীজে, লেপে-কম্বলে,
পর্দার ঝুলে রোদের মায়া মাখিয়ে
আগলে রাখা সংসার
খুঁজে পাওয়া পুরোনো শাড়ির পাড়
বাঁধন ছেঁড়া কুলোর দুধার
শহুরে উনুনে ভাবনার বুননে সাজে বার বার
কখনো একার কখনো সকলের
সাধের সংসার

বাংলাদেশি মনআহা অতি উচাটনআজ শুভ মহালয়া
21/09/2025

বাংলাদেশি মন
আহা অতি উচাটন
আজ শুভ মহালয়া

২০ বছর হলো মা, কেমন লাগে ওপর থেকে দেখতে পৃথিবী। আকাশে অনেক খুজি তোমাকে মাগো।
17/09/2025

২০ বছর হলো মা, কেমন লাগে ওপর থেকে দেখতে পৃথিবী। আকাশে অনেক খুজি তোমাকে মাগো।

My bad band members are busy with very serious job 😏
09/09/2025

My bad band members are busy with very serious job 😏

কিছুই তো বদলালো না, মাঝখানে আমাদের কে যায়, আর কে....?
04/09/2025

কিছুই তো বদলালো না, মাঝখানে আমাদের কে যায়, আর কে....?

ত্বকীর জন্য...ত্বকী, ২০১৩ সালের ৬ মার্চ ঘর থেকে বেরিয়ে নারায়ণগঞ্জের শীতলক্ষায় বস্তা বন্দি শিশু ত্বকী লাশ হয়ে ভেসে .....

04/09/2025

Thanks to Dhaka Sessions..

28/08/2025

গুনটানা টান ঘুইচ্চা গেছে, বইসাছি পাছায়

গতসন্ধ্যায় মেয়ে আর আমি কাছেই নির্বাচন কমিশনের রাস্তায় ফুচকা খেতে বেরিয়েছিলাম। বিকেল থেকেই সঙ্গীত কলেজের সামনে থেকে নির্বাচন কমিশনের মোড় পর্যন্ত খাবার দাবার, ছোট ব্যাবসায়ীদের কাপড়, ঘর সাজানোর জিনিস, গৃহস্থালির হাঁড়ি কড়াই, সুঁই-সুতো, জুতো, মালা-ফিতে, শাক-সবজী, ফল-ফুল সহ হরেক দোকান ভ্যানে, টেবিলে, কার্ট নামক একধরনের ভ্যানে মেলার মতো বসে যায়। এক বয়স্ক দম্পতি কেক বানিয়ে টেবিলে সাজিয়ে বসেন, অনেক নারীরা দিনভর সংসারের কাজ সেরে নিজের কাপড়ের বা প্রসাধনীর দোকান সাজিয়ে বসেন। মাঝে মাঝে উচ্ছেদ চলে, চাঁদা বা ক্ষমতা হস্তান্তর প্রেক্ষিতে, আবার বসে ধীরে।
কদিন ধরে আমার খুব ফুচকা আর রাজ কচুরি নামক ইয়া ধামসা এক ফুচকা খেতে মন উচাটন বা craving হচ্ছিল, সাধারণত আমরা পাড়ার মোড়ের থেকে আনিয়ে ঘরে খাই, কিন্তু সেখানে রাজ কচুরি হয় না। যাহোক খুঁজে পেতে একটা কম ভীড় ও কিছুটা ফাঁকা ফুচকার দোকানে বসে, দোকানি তরুন তন্ময়কে ফুচকা ও রাজ কচুরি দিতে বলি, কিন্তু ও এখনো পরিপক্ব হয়ে ওঠেনি, তাই বার কয়েক বিট নুন, বোম্বাই মরিচ, চটপটির বিশেষ মসলা চেয়ে নিয়েও ঠিক মনপুত হলো না, তবুও ওকে আশ্বাস দিলাম আর কোথায় গিয়ে খেলে আরো ভালো শিখবে জানিয়ে, মাটির ভাতের হাঁড়ি কিনে, শাক বেচুনি এক বুড়ি খালার কাছে হাঁড়িটা রান্নার আগে কিভাবে প্রস্তুত করবো জেনে ঘরে ফিরলাম।
সকালে মেয়ে ঘুম ভাঙলে খেতে বসে বল্লে, "কাল ফুচকাটা lost project হলো",আমিও, "হ্যাঁরে মনটা ভরলোই না", এমনিতেই আমি নিতান্ত জরুরি কাজ নেহাৎ রোজগারের ব্যাপার না থাকলে বেরই হই না, মাঝে কিছুদিন বেরোতো হয়েছিলো আমি তো ভীষণ রাজনৈতিক সচেতন তাই, পরে দেখলাম সবাই ভীষণ খাবি খাচ্ছে, আমার অত পোষায় না, তাই সটকে ঘরে দোর এঁটে দিলাম। হঠাৎ মেয়ে বল্লো, মোড়ের ওষুধের দোকানীর নাম করে, এ পাড়ায় সকলে তাকে মনির ডাক্তার বলে চেনে, ভীষণ দরদী, অপূর্ব ধৈর্য ও মিষ্টি ব্যাবহার, যদিও ডাক্তারের এসিস্ট্যান্ট থাকায়, প্রেসার মাপা, ডায়াবেটিস চেক, বাড়ি বাড়ি গিয়ে ইনজেকশন দেওয়া, নেবুলাইস করানো এবং হত দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা করে, "মা, মনির ডাক্তারের পাশে সবসময় ভ্রু কুঁচকে থাকে যে ফুচকাওয়ালা?" আমি বল্লাম, "যারটা আনিয়ে খাই?" মেয়ে, " হ্যাঁ হ্যাঁ উনিই, জানো মনির ডাক্তারের পাশে ছোট্ট একটা বসার জায়গা করেছেন, এখন বসে ব্যাচেন, বসেও খাওয়া যায়"। এ পাড়ায় আমি এগারো বছর, ঈদ বা কোরোনা ছাড়া তাঁকে টুলের ওপর এ্যালোমোনিয়ামের বিশাল গামলায় ফুচকার সরঞ্জামাদি সাজিয়ে ঠাঁয় দাঁড়িয়েই বেঁচতে দেখেছি, মেয়ে নাকি একদিন জিজ্ঞেসই করে ফেলেছিলো ওঁর কিসের দুঃখ বা অসুবিধে। মেয়ের কথা শেষ হতেই হেমাঙ্গ বিশ্বাসের গাওয়া "সেলাম চাচা, সেলাম তোমার পায়, আরে বড় নাওয়ের মাঝি মোরে বানাইছে আল্লায়, গুন টানা টান ঘুইচ্চা গেছে বইসাছি পাছায়" গানটা বুকে মোচড় দিয়ে বেজে উঠলো, আবেগে কেঁদেই ফেল্লাম। অবশ্য আমার মা আমাকে ওয়াসার ফুটো ট্যাংকি বলতেন। কিন্তু তাঁর দোকানে গিয়ে বসে এবার খেতে হবে, সে যতই ছোট জায়গা হোক। ভালো থেকো পৃথিবী, ভালো থেকো ভালোবাসা, আবেগ, মমতা।

আমাদের ব্যান্ডের পেইজ, যুক্ত থাকুন
20/08/2025

আমাদের ব্যান্ডের পেইজ, যুক্ত থাকুন

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Krishnokoli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category