ভ্রমন সঙ্গী - Travel Friend

ভ্রমন সঙ্গী - Travel Friend Dear friend we are a traveler in our global World. So if you want to traveling please join us.

Good Morning Everyone       ゚  ゚          💙  💙️
31/08/2025

Good Morning Everyone
゚ ゚ 💙 💙️

ভয়াবহ ভাইরাস জ্বর ছড়িয়ে পড়ছে — সতর্ক হোন, সচেতন থাকুন!এই মুহূর্তে একটি নতুন ধরনের ভাইরাস জ্বর চারদিকে ছড়িয়ে পড়েছে। এ...
15/08/2025

ভয়াবহ ভাইরাস জ্বর ছড়িয়ে পড়ছে — সতর্ক হোন, সচেতন থাকুন!

এই মুহূর্তে একটি নতুন ধরনের ভাইরাস জ্বর চারদিকে ছড়িয়ে পড়েছে। এটি ডেংগু বা চিকুনগুনিয়া না হলেও এর লক্ষণগুলো বেশ ভয়াবহ, এবং অনেকেই আক্রান্ত হচ্ছেন—বিশেষ করে শিশুরা।

বাবা-মায়েদের জন্য বার্তা: যদি আপনার সন্তান এই জ্বরে আক্রান্ত হয়, প্রথমেই মানসিকভাবে ভেঙে পড়বেন না। কারণ আপনার শক্তিই আপনার সন্তানের সাহস। আপনি সুস্থ থাকলে সেবা ভালোভাবে করতে পারবেন।

অসুস্থ শিশুর সেবা করতে হলে তাদের নিয়মিত স্বাস্থ্যকর খাবার দিতে হবে, কারণ খাবারের বিকল্প কোনো ওষুধ নেই।

তারা খাবার খেতে না চাইলে জোর করবেন না, অল্প অল্প করে বারবার দিন।
বমি করলে বমির ওষুধ দিয়ে সেটা নিয়ন্ত্রণ করুন।

ভাইরাস জ্বরের সাধারণ লক্ষণ:

হঠাৎ করে জ্বর (১০৩°–১০৪°F)
শরীরের বিভিন্ন অংশে প্রচণ্ড ব্যথা (মাথা, চোখ, পিঠ, জয়েন্ট)
মাথা ঘোরা, দুর্বল লাগা
রক্তচাপ কমে যাওয়া
জ্বর চলে যাওয়ার পরও দীর্ঘ সময় ধরে শরীর দুর্বল থাকছে

কি করবেন? করণীয় ও পরামর্শ:

খাবারে যা রাখবেন:

ভিটামিন সি: মাল্টা, কমলা, পেয়ারা, আমলকি জিঙ্ক ও অ্যান্টিঅক্সিডেন্ট: কলা, পাকা পেঁপে, ডিমের কুসুম
প্রোটিন: সিদ্ধ ডিম, চিকেন স্যুপ, ডাল, খিচুড়ি, মাছ
প্রচুর পানি পান করুন (দিনে অন্তত ৩ লিটার) – স্যালাইন বা লেবুর শরবত খেতে পারেন
চিনি পরিহার করুন

ব্যথা ও জ্বর কমাতে:

ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল
গরম পানির সেঁক বা ম্যাসাজ
আদা, তুলসি, মধু দিয়ে হালকা গরম পানীয়

জ্বরের পর শরীর ব্যথা কমাতে:

গরম পানিতে লবণ মিশিয়ে শরীর মুছানো
হালকা স্ট্রেচিং বা ধীরে হাঁটা
ম্যাগনেসিয়াম যুক্ত খাবার: কলা, ভেজানো বাদাম
নারকেল তেল বা পুদিনার তেল দিয়ে হালকা মালিশ

যখন চিকিৎসকের শরণাপন্ন হবেন:
বারবার জ্বর আসছে,
রক্তচাপ খুব কমে যাচ্ছে,
খাওয়া বন্ধ করে দিয়েছে বা অজ্ঞান ভাব,
হৃদস্পন্দনে অস্বাভাবিকতা

মনে রাখবেন:
জ্বর কমে গেলেও শরীর সম্পূর্ণরূপে দুর্বল হয়ে পড়ে। তাই পর্যাপ্ত বিশ্রাম, ভালো খাবার ও প্রচুর পানি–এই তিনটাই দ্রুত সেরে ওঠার মূলমন্ত্র।©

আপনজন বা আশেপাশে কেউ আক্রান্ত হলে এই পোস্টটি শেয়ার করে তাকে সচেতন করুন।

ইনি নাকি বাংলাদেশের সেরা ফ্যাশন ডিরেক্টর হিসাবে এ্যওয়ার্ড পেয়েছেন 😳😳😳ক্যামনে ভাই???কারা দেয় এই এ্যওয়ার্ড???কিসের ভিত্তিত...
29/07/2025

ইনি নাকি বাংলাদেশের সেরা ফ্যাশন ডিরেক্টর হিসাবে এ্যওয়ার্ড পেয়েছেন 😳😳😳
ক্যামনে ভাই???
কারা দেয় এই এ্যওয়ার্ড???
কিসের ভিত্তিতে দেয়???
কারা সিলেকশন করে এদের???
ওনার গেটআপ নিয়ে আর না বলি।।।
সৃষ্টিকর্তা প্রদত্ত প্রতিটি মানুষ সুন্দর, কিন্তু যারা নিজেরা নিজেদের সুন্দর বানানোর কথা বলে উদ্ভট সাজে, তাদের নিয়ে কিছু বলার নাই।
゚ #বাঙালিয়ানা ゚ #highlightsシ゚

"পথ ভাবে আমি দেব' রথ ভাবে আমিমূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তৰ্যামী।"
09/07/2025

"পথ ভাবে আমি দেব' রথ ভাবে আমি
মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তৰ্যামী।"

03/07/2025

সকালের বৃষ্টি 🌧️
শুভ সকাল

☁ মেঘের মায়ায়       আলো ছায়ায়        শুভ সন্ধ্যা
01/07/2025

☁ মেঘের মায়ায়
আলো ছায়ায়
শুভ সন্ধ্যা

29/06/2025

দুষ্টুমি

শুভ সন্ধ্যা
24/06/2025

শুভ সন্ধ্যা

06/06/2025

"তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়ামিনকুম"

""পবিত্র ঈদ সকলের জন্য বয়ে আনুক অনাবিল সুখ-শান্তি ও সমৃদ্ধি""

'আপনাকে ও আপনার পরিবারের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন'

""""""""""ঈদ মোবারক""""""""

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ভ্রমন সঙ্গী - Travel Friend posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share