মিজান ফরাজি- Mizan farazi

মিজান ফরাজি- Mizan farazi খাটিঁ সরিষার তেল বিক্রি করা হয়
মোবাইল - 01921040895

10/08/2025

আমি সাংবাদিক মাসুদ কামাল বলছি, আমি হয়তো গ্রেফতার হতে পারি, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আমি নিরপেক্ষভাবে সারা জীবন কথা বলে যাব,

এ বাংলাদেশ এ বাংলাদেশের ইতিহাস যাকে নিয়ে লেখা সেই বঙ্গবন্ধুকে আমি কখনো অপমানিত হতে দেবো না,
আমি যদি গ্রেফতার হয়ে যাই আপনারা সবাই এই দেশের পক্ষ নিয়ে কথা বলবেন, এই বাংলাদেশ আমার আপনার সবার,
অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি করবো না।

09/08/2025

ইউনুসের প্রেস সচিব ১২টি সাফল্যের দাবি করেছেন—
১. গ্রামীণ ব্যাংক বিশ্ববিদ্যালয় নির্মাণের বিল পাস।
২. গ্রামীণ ব্যাংকের ৬৬৬ কোটি টাকা কর মওকুফ।
৩. স্বৈরশাসককে দেশ থেকে বিতাড়িত করা।
৪. ১৯৭১ সালের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে ভুল প্রমাণের চেষ্টা।
৫. আওয়ামী লীগ নেতা–কর্মীদের গ্রাম ও দেশ ছাড়া করা।
৬. গণপিটুনির মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা।
৭. চাঁদা না দিলে মৃত্যুর নিশ্চয়তা প্রদান।
৮. গ্রামীণ শক্তির মাধ্যমে বিদেশে শ্রমিক পাঠানো।
৯. মানবিক করিডোর চুক্তি বাস্তবায়ন।
১০. সেন্টমার্টিন দ্বীপ বন্ধ ঘোষণা ও আমেরিকান নৌবাহিনীর কাছে ইজারা।
১১. চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির কাছে লিজ দেওয়া।
১২. দেশের অর্থনৈতিক কাঠামো ধ্বংস (হাজার হাজার কারখানা বন্ধ করে দেওয়া)।

আমার ধারণা, ইউনুস সরকার এ রকম হাজারটিরও বেশি “সাফল্য” অর্জন করেছে। যাই হোক, যেহেতু প্রেস সচিব শফিক্কা ১২টির কথা বলেছেন, তাই এই ১২টিই তুলে ধরলাম।

এখন প্রশ্ন—এই ১২টির মধ্যে আপনার মতে কত নম্বর প্রাপ্য?
আপনার মতামত কমেন্ট বক্সে লিখুন।

09/08/2025
09/08/2025
07/08/2025

Address

Agargaon
Dhaka
1206

Website

Alerts

Be the first to know and let us send you an email when মিজান ফরাজি- Mizan farazi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share