sadardoroja.com

sadardoroja.com আছে ভাবের তালা যে ঘরে....
বাঙলা ভাব ভাষার কাগজ

14/05/2024
বিশিষ্ট সুফি গবেষক ও সুলেখক রেজা মাহবুব চিশতী সাহেব এ ভববন্ধন ছেড়ে পরপারে যাত্রা করেছেন। পেশায় সরকারী কর্মকর্তা কিন্তু স...
10/04/2024

বিশিষ্ট সুফি গবেষক ও সুলেখক রেজা মাহবুব চিশতী সাহেব এ ভববন্ধন ছেড়ে পরপারে যাত্রা করেছেন। পেশায় সরকারী কর্মকর্তা কিন্তু সুফিবাদে প্রবল অনুরক্তি গবেষণাকর্মে তাঁকে দিয়েছে নিরন্তর নিষ্ঠার পরাকাষ্ঠা। তাঁর অনেকগুলো গবেষণা গ্রন্থ দেশের নানা প্রকাশনালয় থেকে প্রকাশিত হয়েছে।
লালন বিশ্বসংঘ থেকে প্রকাশিত হয়েছে তাঁর দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থ: ১. বেহেস্তের মহানায়ক হযরত ইমাম হোসাইন কেন কারবালায়?
২. সুফিবাদে বিকৃত সংস্কৃতির অনুপ্রবেশ
দেহের নশ্বরতা ছেড়ে চলে গেলেও সত্য মরেন না। চৈতন্যদেহের মরণ নেই। “কে বলে মানুষ মরে? আমি বুঝলাম না ব্যাপার। মানুষ মরিলে বলো বিচার হবে কার”?
কর্মই তাঁকে বাঁচিয়ে রাখবে।

তোমার চোখ বুলিয়ে আমার দুঃখকে উপেক্ষা করো না,এবং কোনও গল্প বুনো না, আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে,হে প্রিয়তমা, তুমি ...
08/11/2023

তোমার চোখ বুলিয়ে আমার দুঃখকে উপেক্ষা করো না,
এবং কোনও গল্প বুনো না, আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে,
হে প্রিয়তমা, তুমি কেন আমায় তোমার বুকে নিলে না।
বিচ্ছেদের রাত তোমার কালো চুলের মতো দীর্ঘ
অথচ আমাদের মিলনের দিন জীবনের মতো সংক্ষিপ্ত।
প্রিয়তমা, কেমন করে পার করব এমন অন্ধকার রাত
যদি তোমার মুখদর্শন না করতে পারি আমি?
তুমি তো সহসা কৌশল অবলম্বন করতে জানো
অথচ আমি ভুলেই গেছি এড়ানোর সব কলাকৌশল
কিন্তু তোমার মায়াবী চোখ আমার শান্ত মনকে কেড়ে নিয়েছে
কে গিয়ে আমার প্রিয়তমাকে এই বিচ্ছেদ ব্যথা জানাবে ?
ছিটকে পড়া এক বিভ্রান্ত জ্বলন্ত মোমবাতির মতো
রাতভর আমি প্রেমের আগুনে পুড়ে পুড়ে নিঃস্ব হই।
আমার ঘুমহীন চোখ, অস্থির দেহমন সত্তা
না তুমি আসো না আসে বহুদিন তোমার কোনো বার্তা।
দিনের সম্মানে আমি আমার প্রিয়জনের সাথে দেখা করতে চাই
যে আমাকে এতদিন প্রলুব্ধ করে তুলেছে ।
হে ‍খুসরো, অমি কিভাবে দীর্ঘকাল এ হৃদয়কে দমিয়ে রাখবো,
যদি আমি প্রিয়তমাকে প্রাণভরে এক পলক না দেখতে পাই?

সিংহের মতো দুর্দান্ত একটি হৃদয় না থাকলে তুমি প্রেমের রাস্তায় চলতে এসো না.......................হয়রত খাজা নিজাম উদ্দিন চি...
08/11/2023

সিংহের মতো দুর্দান্ত একটি হৃদয় না থাকলে তুমি প্রেমের রাস্তায় চলতে এসো না.......................হয়রত খাজা নিজাম উদ্দিন চিশতী

Found on Google from facebook.com

সিয়ামের যোগসাধনা ক্যাম্প 2022
05/04/2022

সিয়ামের যোগসাধনা ক্যাম্প 2022

Address

218 Elephant Road
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when sadardoroja.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to sadardoroja.com:

Share

Category