02/11/2025
আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে এ দুনিয়াতে আমরা ক্ষণিকের জন্য এসেছি আবার চলেও যাবো চলতি পথে কত স্মৃতি কত মায়া আরো কত কি সঙ্গী ছিল আমাদের সাথে সবই একদিন ভুলে যাবে পরে রবে দুনিয়ার মাঝে আমার দাদা ফর দাদা এদেরকে বাদে দিলাম আমার সাথে চলাফেরা কত সঙ্গী দুনিয়া থেকে হারিয়ে গিয়েছে আমিও একদিন হারিয়ে যাবো হয়তো মনে রাখবে তোমরা দুদিন কিংবা চারদিন আস্তে আস্তে এভাবেই অস্তিত্ব নিমিষে মলিন হয়ে যাবে ভুলে যাবে সবাই তাই চিন্তা ভাবনা করতেছি দুনিয়াতে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখেন কোন চিন্তা টেনশন রাগ অভিমান খুবই কম করার চেষ্টা করবে ইনশাআল্লাহ