Fashion Mart

Fashion Mart Rafi Fashion Official

01/08/2025

Others vs me
wait for me 😑👍

01/08/2025

কামব্যাক💪🙂

28/07/2025

My heart and problem with my☺️💔

26/07/2025

টিপটিপ বৃষ্টি আর ঝড়োয়া বাতাসে এমন রাস্তায় দাড়িয়ে উপভোগ করাযে ব্যাপারটা
#প্রাকৃতিক🎋☘️

যতবার দেখি শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় বন্ধুত্ব হয়তো এমনি হয়💙❤️‍🩹
22/07/2025

যতবার দেখি শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় বন্ধুত্ব হয়তো এমনি হয়💙❤️‍🩹

আহ জ্বিবন ঘটনাস্থলে থাকা এক অভিভাবক সময় সংবাদকে জানান, তিনি তার ছেলেকে খুঁজে পাচ্ছেন না। তার সন্তানের বয়স, কোন শ্রেণিতে ...
21/07/2025

আহ জ্বিবন

ঘটনাস্থলে থাকা এক অভিভাবক সময় সংবাদকে জানান, তিনি তার ছেলেকে খুঁজে পাচ্ছেন না। তার সন্তানের বয়স, কোন শ্রেণিতে পড়ে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন...

21/07/2025

প্রিয় ছোট্ট বাবা জুনায়েত,
আমরা জানি তোমার অনেক কষ্ট হয়েছে। তোমার তো এত কষ্ট পাবার কথা না রে! তুমি স্কুলে গিয়েছো প্রতিদিনের মতোই। খেলবে সেখানে,ক্লাস করবে,বন্ধুদের সাথে টিফিন খাবে। এরপর বাসায় আসবে। আম্মু ভাত বেরে খাইয়ে দিবে। হোমওয়ার্কের জন্য বকাবকি করবে। তোমার এই বয়সে তো একটাই কষ্ট হওয়ার কথা বাবা। হোমওয়ার্কের কষ্ট!

We are sorry Junayet. We couldn’t make this country a better place for you.

আমাদের মাফ করে দিয়ো। আমরা সবাইও নিশ্চয়ই খুব তারাতারিই তোমার সাথে দেখা করতে পারবো!
আমাদের মাফ করে দিয়ো বাবা।

ইতি,
অভাগা দেশবাসী!
যাদের বুক থাপড়িয়ে কান্না করা ছাড়া কিচ্ছু করার নাই!

তানভির নাম, ছেলেটাকে বার্নে রাখা আছে। ও আমাদের ছেড়ে চলে গেছে। কেউ চিনে থাকলে ওর বাবা-মা কে কল দিবেন! খবরটা জানানো জরুরি।
21/07/2025

তানভির নাম, ছেলেটাকে বার্নে রাখা আছে। ও আমাদের ছেড়ে চলে গেছে।

কেউ চিনে থাকলে ওর বাবা-মা কে কল দিবেন! খবরটা জানানো জরুরি।

জীবন থেমে থাকেনি, আমিও না,যেভাবে চেয়েছিলাম, সেভাবে চলেনি কিছুই,তবু সময়ের স্রোতে ভেসে চলেছি অবিরাম।স্বপ্ন ছিল অনেক, কিন্ত...
19/07/2025

জীবন থেমে থাকেনি, আমিও না,
যেভাবে চেয়েছিলাম, সেভাবে চলেনি কিছুই,
তবু সময়ের স্রোতে ভেসে চলেছি অবিরাম।
স্বপ্ন ছিল অনেক, কিন্তু পূরণ হবার আগেই হারিয়ে গেছে পথে।
আর বড় হওয়ার স্বপ্ন?
তা তো সময়ের আগেই বাস্তব হয়ে গেলো, একগাদা দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে।
শান্তি চেয়েছিলাম,
খুব সামান্যই, কিন্তু জীবন দিয়েছে তার দ্বিগুণ অস্থিরতা। এভাবে সব কিছু হারিয়ে ফেলার নামই যদি বেঁচে থাকা হয়, তাহলে বলতে হয়- আমি এখনো বেঁচে আছি, শুধু নিজের মতো করে নয়।।😅

17/07/2025

ক্যাপশন!..😅❤️‍🩹👇
"তুমি ভেবো না! আমি পালিয়ে গিয়েছি- না, পালাইনি কোনোদিনই! শুধু তোমার কাছ থেকে ধীরে ধীরে নিজের সবটুকু ফিরিয়ে নিয়েছি।
যে কথাগুলো সহজে তোমায় বলতাম, সেগুলোকে আজকাল বুকের ভেতর তালাবদ্ধ করে রেখেছি! তোমাকে নিয়ে বোনা স্বপ্নগুলো এখন আর চোখে ভাসে না, সবকিছু গুটিয়ে নিয়েছি ভেতরের কোনো অন্ধকার কোণে!"
"এখন আর কারো সাথে গল্প করতে ভালো লাগে না, সব কথা কেমন যেন বোবা হয়ে যায় ঠোঁটে এসে। যে হাসিগুলো আগে তোমার জন্য ফোটাতাম, সেগুলো এখন কাগজে-কলমে লিখে রেখে দিই -বাতাসে আর উড়িয়ে দিই না!
ভালোবাসা বুঝি এভাবেই একদিন বোবা হয়ে যায় কারো কাছে হেরে গেলে!"
"আমি এখনো আগের মতোই! এক ফোঁটা ভালোবাসা নিয়ে বাঁচতে চাই, তোমার কাছে হেরে গিয়েও ফিরে আসিনি -শুধু নিজেকে আর কারো কাছে খুলে দেখানোর সাহসটা হারিয়ে ফেলেছি...!!"

Address

Dhaka Narayanganj
Dhaka
1400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fashion Mart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category