SM Jolly

SM Jolly Alhamdulillah For Everything

খুব ভালো মানুষেরা এই সুন্দর পৃথিবীতে খুব বেশি দিন বাঁচে না। মহান আল্লাহ তাদের স্বল্প আয়ু নিয়ে পৃথিবীতে পাঠান।বরকতময় সক...
02/11/2025

খুব ভালো মানুষেরা
এই সুন্দর পৃথিবীতে
খুব বেশি দিন বাঁচে না।
মহান আল্লাহ তাদের স্বল্প আয়ু নিয়ে পৃথিবীতে পাঠান।

বরকতময় সকলের শুভেচ্ছা সকলকেই
আলহামদুলিল্লাহ।

@ SM Jolly

কঠিন বিপদে যখন  ধৈর্য ধরেন, তখন মহান আল্লাহ আপনার  জন্য অনেক কল্যাণের দরজা খুলে দিচ্ছেন।এবং  দুনিয়াতেই , এবং আখিরাতের অগ...
01/11/2025

কঠিন বিপদে যখন
ধৈর্য ধরেন, তখন মহান আল্লাহ
আপনার জন্য অনেক কল্যাণের দরজা খুলে দিচ্ছেন।
এবং
দুনিয়াতেই , এবং আখিরাতের অগণিত পুরস্কার দিবেন।।

মহান আল্লাহ আপনার সাথেই থাকেন যখন আপনি ধৈর্য ধরছেন"
আলহামদুলিল্লাহ।

@ SM Jolly

ছোট জীবনেকাউকে ঠকানোর চেয়ে ঠকে যাওয়া ভালো,কারনঠকে যাওয়া মানুষটার সাথেই মহান আল্লাহ থাকেন, মহান আল্লাহর আমাদের হেদায়েত দা...
01/11/2025

ছোট জীবনে
কাউকে ঠকানোর চেয়ে ঠকে যাওয়া ভালো,
কারন
ঠকে যাওয়া মানুষটার সাথেই মহান আল্লাহ থাকেন,

মহান আল্লাহর আমাদের হেদায়েত দান করুন।

@ SM Jolly

দোয়া কখনো নষ্ট হয় না;মহান আল্লাহ সঠিক সময়ে তা কবুল করেন। আলহামদুলিল্লাহ। @ SM Jolly
31/10/2025

দোয়া কখনো নষ্ট হয় না;
মহান আল্লাহ সঠিক সময়ে তা কবুল করেন।
আলহামদুলিল্লাহ।

@ SM Jolly

আলহামদুলিল্লাহপ্রতিটি দিনই এক একটি নিয়ামত,প্রতিটি রাতই মহান  আল্লাহর রহমত।আলহামদুলিল্লাহ। শুভ রাত্রি সকলকেই। মহান আল্লাহ...
30/10/2025

আলহামদুলিল্লাহ
প্রতিটি দিনই এক একটি নিয়ামত,
প্রতিটি রাতই মহান আল্লাহর রহমত।
আলহামদুলিল্লাহ।

শুভ রাত্রি সকলকেই।
মহান আল্লাহর আমাদের সকলকেই হেফাজতে রাখুন

SM Jolly

যে মানুষ গুলো সবাইকে খুশি রাখতে চায়.. এবং সবাই কে খুশি রাখতে গিয়ে নিজের শান্তি ও খুশি টা হারিয়ে ফেলে... এটাই জীবন....।  ...
30/10/2025

যে মানুষ গুলো
সবাইকে খুশি রাখতে চায়..
এবং সবাই কে খুশি রাখতে গিয়ে
নিজের শান্তি ও খুশি টা হারিয়ে ফেলে...
এটাই জীবন....।

মহান আল্লাহ ভালো মানুষগুলোকে ভালো রাখুন।

অসহায় ওদরিদ্র মানুষের ভালোবাসা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপারকারণ গরিব মানুষ ভালোবাসে অন্তর দিয়ে, আত্মা দিয়ে। তাদের ভালোবাস...
29/10/2025

অসহায় ও
দরিদ্র মানুষের ভালোবাসা পাওয়া
সত্যি ভাগ্যের ব্যাপার
কারণ
গরিব মানুষ ভালোবাসে অন্তর দিয়ে, আত্মা দিয়ে।
তাদের ভালোবাসায় স্বার্থ নেই,
আছে মন থেকে দোয়া।
আলহামদুলিল্লাহ।

মহান আল্লাহ দরিদ্র মানুষের পাশে থাকার তৌফিক দান করুন।

@ SM Jolly

নিজের মনকে আলোকিত করাজীবনে সবচেয়ে বড় প্রশান্তি..... আলহামদুলিল্লাহ।  অন্যকে সাহায্য করুন— দরিদ্র মানুষকে একটু আলোর পথ দে...
28/10/2025

নিজের মনকে আলোকিত করা
জীবনে সবচেয়ে বড় প্রশান্তি..... আলহামদুলিল্লাহ।

অন্যকে সাহায্য করুন—
দরিদ্র মানুষকে একটু আলোর পথ দেখান
কাউকে
কারো দুঃখ, কষ্টের সান্ত্বনা দিন,

অন্যের বিপদে সাহায্য করুন
অন্যের প্রশান্তির কারণ হয়ে উঠুন.....
দেখবেন আপনি মানসিক প্রশান্তিতে থাকবেন।

আর সবচেয়ে বড় রহমত...
আল্লাহ আপনাকে প্রশান্তি দিবেন।
এবং
দুনিয়া এবং আখেরাতে আপনার জন্য রহমত দান করবেন ইনশাআল্লাহ ।।

@ SM Jolly

কিছু কিছু আনন্দের স্মৃতি গুলো ধরে রাখুন যা আপনাকে অনেক দিন পরও খুব  বেশি আনন্দ দেবে...? আলহামদুলিল্লাহ।শুভ রাত্রি সকলকেই...
27/10/2025

কিছু কিছু
আনন্দের স্মৃতি গুলো
ধরে রাখুন যা আপনাকে
অনেক দিন পরও
খুব বেশি আনন্দ দেবে...?
আলহামদুলিল্লাহ।

শুভ রাত্রি সকলকেই
মহান আল্লাহর আমাদের সকলকেই হেফাজতে রাখুন।

@ SM Jolly

অদম্য ইচ্ছে নিয়েসামনে এগিয়ে যান হার না মেনে ইনশাআল্লাহ  সাফল্যের পথে মহান আল্লাহ রহমত দান করবেন। @  SM Jolly
27/10/2025

অদম্য ইচ্ছে নিয়ে
সামনে এগিয়ে যান
হার না মেনে

ইনশাআল্লাহ সাফল্যের পথে মহান আল্লাহ রহমত দান করবেন।

@ SM Jolly

যাঁরা দুঃসময়ে পাশে থাকে তাঁরাই প্রকৃত আপনজনশুভাকাঙ্ক্ষী...।  দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনে পরিশোধ করা যায় না।ম...
27/10/2025

যাঁরা দুঃসময়ে পাশে থাকে
তাঁরাই প্রকৃত আপনজন
শুভাকাঙ্ক্ষী...।
দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনে পরিশোধ করা যায় না।

মহান আল্লাহ এসব শুভাকাঙ্ক্ষী দের সব সময় পাশে রাখুন এবং রহমত দান করুন।

@ SM Jolly

কোন কিছু না জানলেও শেখার সাহস করাই হলোআত্নবিশ্বাসতাই  কঠিন সময়ে হাল ছেড়ে না, দিয়ে ধৈর্য্য ধরে সাহস করে শুরু করাই হলো  নি...
26/10/2025

কোন কিছু
না জানলেও শেখার সাহস করাই হলো
আত্নবিশ্বাস
তাই

কঠিন সময়ে
হাল ছেড়ে না, দিয়ে
ধৈর্য্য ধরে সাহস করে শুরু করাই হলো
নিজের উন্নতি দিকে এগিয়ে যাওয়া।

মহান আল্লাহর উপর ভরসা রাখুন আর আত্নবিশ্বাসের সাথে এগিয়ে যান
ইনশাআল্লাহ জীবনে জয়ী হবেন।

@ SM Jolly

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when SM Jolly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share