Probashi

Probashi While there isn't a single..............

Bangladesh Probashi Unity (BPU) is likely a collective or alliance formed by Bangladeshi expatriates (probashis) to promote unity, welfare, and collaboration among the diaspora community worldwide.

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!মাইলস্টোনে দূ*র্ঘ'টনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থ...
22/07/2025

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!

মাইলস্টোনে দূ*র্ঘ'টনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।

ফা*য়া*র ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন, "এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা* রা যাবে"।

কিন্তু ছাত্র'টি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।

মৃ*তদে*হ দেখে ফা*য়া*র ব্রিগেডের অফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই। সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:

"আমি জানতাম তুমি আসবে"!
💔💙🤲 #সংগৃহীত

22/07/2025

গতকাল দুই লিটারের পানির দাম ৬০০টাকা, ২৫টাকার রিকশা ভাড়া ৩০০টাকা চেয়েছে!
অমানুষ!!

22/07/2025
একটা বোতাম চাপলেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরে যেতে পারতেন পরিবারে, জীবনের কাছে। নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তাঁর হাতে। ...
21/07/2025

একটা বোতাম চাপলেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরে যেতে পারতেন পরিবারে, জীবনের কাছে। নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তাঁর হাতে। জরুরি পরিস্থিতিতে বিমানের নিয়ন্ত্রণ সিট ত্যাগ করে প্যারাসুট নিয়ে নিজের প্রাণ রক্ষায় লাফ দেননি তিনি। বিধ্বস্ত হওয়ার আগে ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত।

তাঁর যে বিমানটি, সেটি ছিল পুরনো এক F-7। একটা যুদ্ধবিমান, যার জায়গা ২০২৫ সালের আকাশে থাকার কথা না। তবু সেটিই উড়ছিল— কারণ দুর্নীতি এখনও উড়ছে এই দেশের আকাশে, আর সেই দুর্নীতির ভার বইছে এই প্রজন্মের সাহসীরা।

তৌকির আকাশে মারা যাননি। তিনি মরে গিয়েছিলেন অনেক আগেই— যেদিন বাজেট চুরি হয়েছিল, যেদিন সিদ্ধান্ত হয়েছিল ১৯৭৬ সালের বাতিল বিমান দিয়েই চলবে আধুনিক যুগের প্রশিক্ষণ।

এই সিস্টেম তাঁর জন্য কিছুই রাখেনি— না কোনো নিরাপত্তা, না কোনো বিকল্প। রেখে গেছে কেবল ঝুঁকি, মরচে ধরা লোহা, আর এক তরুণ অফিসারের নিশ্চিত মৃত্যু।

উত্তরায় বিমান বিধ্বস্তের এই ভয়াবহ ঘটনায় শুধু তৌকির নন, প্রাণ হারিয়েছেন আরও অনেকে। তাঁদের সবার আত্মার মাগফিরাত কামনা করি।

আমরা গভীরভাবে শোকাহত। তাঁদের পরিবার-পরিজনের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।

আহত যারা হয়েছেন, আল্লাহ যেন তাঁদের দ্রুত সুস্থতা দান করেন।

আর যেন কোনো তরুণ তৌকিরকে,একটা মরচে ধরা বিমানের সঙ্গে জীবন বিসর্জন দিতে না হয়।

কারো যে কোন গ্রুপ এর রক্ত লাগলে নিচের নাম্বার গুলোতে যোগাযোগ করুন.... Uttara... (A+ve) Bloodরবিউল (A+) 01711319138লোপা (...
21/07/2025

কারো যে কোন গ্রুপ এর রক্ত লাগলে নিচের নাম্বার গুলোতে যোগাযোগ করুন....

Uttara...

(A+ve) Blood
রবিউল (A+) 01711319138
লোপা (A+) : 01623950085
তাহের (A+) : 01815349565
সোহান (A+) : 01670379248
মুনতাসির ১ (A+) :01673011499
মুনতাসির ২ (A+) : 01674030293
জুবায়ের (A+) : 01815385353
জিকু (A+) : 01839454294
জাবির (A+) : 01813676931
ফয়সাল (A+) : 01191251313
আশরাফুল (A+) : 01830030578
আকিদ (A+) : 01828581201
ইমরান (A+) : 01821838338
আকতার (A+) : 01829586388
নুরুল আবছার (A+) : 01835394574
মনির (A+) : 01839087337
আহসান (A+) : 01827056150
শিহাব (A+) : 01670885700
জাবেদ (A+) : 01857531053
ইমরান (A+) : 01876364078
Nasima (A+) : 01773891190
Monirul (A+) : 01989811958
Maruf (A+) : 01402322130
Rasel (A+) : 01810422195
Durjoy (A+) : 01730200012
Harun (A+) : 01724963572
Nishat (A+) : 01784083948
Mahedi (A+) : 01765474697
Nasir (A+) : 01747122655
Suhan (A+) : 01625563719
Mansura (A+) : 01955345261
Enaf (A+) : 01315176137

(B+ve) Blood
Yousuf (B+) : 01830659678
Shuvo (B+) :01671616761
Sabbir (B+) :01744476296
Muzakkir (B+) :01819358942
Masum ( B+) :01825374848
Mamun ( B+) :01674366351
Jiku ( B+) :01670373650
Jahangir (B+) :01729926444
Imon (B+) :01814240929
Faravi (B+) :01919417084
Delwar (B+) :01815535258
Babu (B+) :01814292525
Arman (B+) :01815545440
Rasel (B+) :01817700810
Jafori (B+) :01917663876
Sonjoy (B+) :01827285095
Arfin (B+) :01763817336
Milton (B+) :01674809396
Opu (B+) :01827770122
Atahar (B+) : 01815137420
আনোয়ার হোসেন (B+) : 01865001942
Monira Akter (B+) : 01701045389
Lobna (B+) : 01629798542
Fahima (B+) :01748102610
Rumi (B+) : 01911349631
Maruf (B+) : 01643849454
Sagor (B+) : 01866238063
Jafrul (B+) : 01923918552
Juboraj (B+) : 01717212502
Rishikash (B+) : 01726236379
Rayhan (B+) : 01844680254
Maruf (B+) :01608076152
Kawsar (B+) : 01752146224
Nipa (B+) : 01321994325
Polash (B+) :01317614536
Fahim (B+) : 01704738728
Forhad (B+) : 01646298208
Mahabub (B+) : 01861366822
Anwar (B+) : 01790042650
Sakil (B+) : 01764155065
Sohid (B+) : 01782420939
Ratu

ব্রেকিং নিউজ:রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুলের পাশে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণরত ফাইটার জেট বি...
21/07/2025

ব্রেকিং নিউজ:
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুলের পাশে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণরত ফাইটার জেট বিমান বিধ্বস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বহু হতাহতের আশংকা রয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল উপস্থিত হয়েছে।
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।
দয়া করে এলাকায় ভিড় না করে উদ্ধারকাজে সহযোগিতা করুন।

চিনতে পারছেন উনাকে। কোথায় আছে
21/07/2025

চিনতে পারছেন উনাকে। কোথায় আছে

মহান ইমাম শহীদ হাসান আল বান্না (র) এর নামে ছেলের নাম রাখেন তাঁর পিতা শহীদ ডা. ফয়েজ।মনে আছে লক্ষ্মীপুরের সেই জামায়াত নেতা...
20/07/2025

মহান ইমাম শহীদ হাসান আল বান্না (র) এর নামে ছেলের নাম রাখেন তাঁর পিতা শহীদ ডা. ফয়েজ।

মনে আছে লক্ষ্মীপুরের সেই জামায়াত নেতা ডা. ফয়েজের কথা?

র‍্যাব যাকে গুলি করে ছাদ থেকে লাথি দিয়ে নিচে ফেলে দিয়েছিল সেই শহীদ ডা. ফয়েজ উনার পিতা৷

রেমিট্যান্স বন্ধ হলে যে ১৭ বছরের সরকার ১ মাসও টিকতে পারেনি সেকথা কি এই মূখ মহিলার জানা আছে!!
17/07/2025

রেমিট্যান্স বন্ধ হলে যে ১৭ বছরের সরকার ১ মাসও টিকতে পারেনি সেকথা কি এই মূখ মহিলার জানা আছে!!

16/07/2025

গোপালগঞ্জ থেকে এপিসিতে ওঠানোর দায় আমিসহ কয়েকজনের

আর্মি যখন আমাদের রেস্কিউ করতে আসে তখন বাহিরে চলছে গুলি ও ককটেল হামলা। আর্মির সাফ কথা, তারা ফেস বাই ফেস সবাইকে এপিসিতে করে নিবে। তাদের অর্ডার। অন্যদিকে নাহিদ ও হাসনাত জানিয়ে দেয়, সবাই একত্রে যাবো এবং গাড়িতে। এগুলো নিয়ে প্রায় আধাঘন্টা দেনদরবার চলে। এরপর সবাই নিচে নামি।

তখন লেফটেন্যান্ট কর্নেল ও সামরিক কর্মকর্তা আমাকে জানান [যেহেতু আমিসহ কয়েকজন ওনাদের সঙ্গে কমিউনিকেশন রাখছিলাম] শীর্ষ নেতারা জাতীয় সম্পদ, সেহেতু অন্তত ওনাদের এপিসিতে দেন।

এই নিয়ে নিচেও অনেকক্ষণ ঝামেলা হয় এবং আমি ও ওয়াহিদ এক প্রকার জোর করে ওনাদের এপিসিতে তুলে দেই। সেখান থেকে আবারও নাহিদ ও হাসনাত নেমে যায়। সুঠাম দেহের হাসনাতকে ও নাহিদকে দ্বিতীয়বার ধস্তাধস্তি করেই এপিসিতে উঠাই।

বহর বের হওয়ার সঙ্গে সঙ্গে নাহিদ যে গাড়িটায় করে আসছিল ওইটাকে লক্ষ্য করে ককটেল, গুলি ও ইট-পাটকেল মারে। এতে অনেকগুলো গাড়ির গ্লাস ভেঙে যায় এবং অনেকে আহত হয়। অনেক আইনশৃঙ্খলা বাহিনীও আহত হন।

গোপালগঞ্জ শহর পার হওয়ার সঙ্গে সঙ্গেই ওনারা নেমে আবার যার যার গাড়িতে উঠেন। ততক্ষণে গুলি করা কমেছে। তবে ইটপাটকেল অব্যাহত ছিলো।

আমাদের বহরের একটা গালিতে গুলি লাগে এবং চাক্কা পাঞ্চার হয়ে যায়। দুইটা ঘাড়ি ঝাজড়া হয়ে যায়। প্রশাসনের ব্যাকাপ নিয়ে আর কিছু বললাম না। তারা মনে হয় শুরুতে চাইছিল হাসনাতরা মরে যাক।

অনেকেই দেখছি হাসিনার হামলাকে ছাপিয়ে এই এপিসিতে ওঠাকে গুরুত্ব দিচ্ছেন। কয়েক হাজার অস্ত্রধারীর সঙ্গে আমরা ৪টা ঘণ্টা টিকে ছিলাম সেটা আপনাদের চোখে পরলো না। এটা সত্যিই দু:খজনক।

আমার নেতাদের কাছে যেমন আমাদের জীবন গুরুত্বপূর্ণ, আমাদের কাছেও তাদের জীবন আমাদের জীবনের চেয়েও গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের নেতাদের মতো উন্নতমানের গাড়ি ও দুই ডজন সিকিউরিটি ফোর্স নিয়ে ঘুরি না। আমাদের নেতারা বহরে হাইস, নোয়াহ গাড়িতে আমাদের সঙ্গে চড়েন। যেগুলোতে সামান্য ইট পরলেও কাচ ভেঙে যায়।

আর সন্ত্রাসীদের মূল লক্ষ্য ছিল নাহিদ-আখতার-হাসনাতরা এটা তো সহজেই অনুমেয়। সুতরাং আমরা আমাদের নেতাদের জীবন বাঁচাতে যা দরকার সেটা করেছি।

আপনারা একটা সন্ত্রাসী বাহিনীকে ছাপিয়ে এপিসি নিয়ে পরে থাকবেন জানলে সবাই ওইখানেই মরে যেতাম।

ভালো থাকবেন আমাদের ওইসব বন্ধুরা।
আরিফুর রহমান তুহিন এর লেখা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ও গাড়িবহরে হা'ম'লা'র ঘটনায় পুলিশসহ যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের দ...
16/07/2025

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ও গাড়িবহরে হা'ম'লা'র ঘটনায় পুলিশসহ যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Probashi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share