Jalal Uddin 2.0

Jalal Uddin 2.0 সত্য প্রকাশে আপোষহীন।

এখানে এ বোন ফ্রিল্যান্সিং কোর্সগুলো নিয়ে খন্ডন করেছেন যে, ফ্রিল্যান্সিং শেখানো প্রতিষ্ঠান গুলো শিখিয়ে দিবে ইনকাম করতে পা...
22/09/2024

এখানে এ বোন ফ্রিল্যান্সিং কোর্সগুলো নিয়ে খন্ডন করেছেন যে, ফ্রিল্যান্সিং শেখানো প্রতিষ্ঠান গুলো শিখিয়ে দিবে ইনকাম করতে পারা না পারা সেটা আপনার আমার ব্যপার।

উনি ফ্রিল্যান্সিং কোর্সটাকে পড়াশোনা কোচিংয়ের সাথে তুলনা করেছেন।
।।।।।।

তাহলে চলুন আমরা আজকে বুঝার চেষ্টা করি আসলে মূল কাহিনীটা কি।

পড়াশোনা শেষ করে যদি আপনি খেতে খামারেও কাজ করেন, আপনাকে বলা হবে মাস্টারি দিয়া দেখো খেতের কাম করতাছে। খেতের কাম বল্লেও কিন্তু মাস্টারি দেওয়াটা শিকার করবে সবাই।

আর আপনি যদি ফ্রিল্যান্সিং করে, কোনো ইনকাম করতে না পারেন তাহলে আপনি যতোই ভালো এক্সপার্ট হন না কেনো, আপনাকে কেউ ফ্রিল্যান্সার বলবে না।

ফ্রিল্যান্সিং ট্রেনিংটা কে আপনি কোনো ভাবেই অন্য পড়াশোনার কোচিংয়ের সাথে তুলনা করতে পারেন না। কোচিং করানো হয় প্রাতিষ্ঠানিক দক্ষতাকে আরো বৃদ্ধি করার জন্য। কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনার কোন প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি করে দেওয়া হয়?

আরেকটা কম্লেইন এমন আছে যে, কোচিং করার পর যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্স না পাই তাহলে কিন্তু আমরা কোনোভাবেই কোচিং সেন্টার কে দায়ী করিনা। করবেন কিভাবে?

কোচিং সেন্টার গুলো যে সাবজেক্ট টাকে ধরে এটার মাস্টার বানিয়ে ছেড়ে দেয়। কত হার্ডভাবে এক্সাম নেয়। তাদের এক্সাম সিস্টেম কী এটা যে, বলে তোমাকে গনিত শিখিয়েছি এখন তুমি আমাদের গুগল রিভিউতে গিয়ে একটা রিভিউ দিয়ে এসো সাথে কিন্তু ৫ স্টার দিতে হবে😁। তাদের এক্সাম কী এমন যে, ৩ দিন সময় দিলাম তার মধ্যে একটা ৪/৫/৬/৭/৮/৯ মিনিটের একটা ভিডিও বানাবে, সেখানে বলবে যে আমরা কেমন ভাবে পড়াই🤣

দেখেন পড়াশোনার কোচিং আর ফ্রিল্যান্সিং কোচিং কোনোভাবেই একি বিষয় না। পড়াশোনা করার পর আমরা ফ্রিল্যান্সিং করতে আসি।
তাহলে আপনি পড়াশোনা না করে ফ্রিল্যান্সিং করেন দেখি। পারবেন?

ফ্রিল্যান্সিং করতে যাঁরা আসে সবাই শিক্ষিত পোলাপান। ।

এখন বলি মূল বিষয়টা কি। ফ্রিল্যান্সিং কোচিং হলো ক্যারিয়ার ডেভেলপমেন্ট কোর্স, সেখান থেকে বের হয়ে যদি সে নিজেকে একটা স্কিল এক্সপার্ট দাবি করতে না পারে বা ইনকাম করতে না পারে, তাহলে সেই প্রতিষ্ঠান তার সম্পুর্ণ দায়ভার নিতে হবে।

শুনেন! কেও এসে কখনোই ফ্রিল্যান্সিং ট্রেনিং আর এডুকেশন কোচিংকে এক পাল্লায় মাপবেন না। আর যদি আপনি বুদ্ধি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে কিছু করার নাই।

আমার গত মাসের ইনকাম হলো ২,০৫০$ যার বাংলা টাকায় আসে ২ লাখ ৪৬ হাজার ৮২০ টাকা। এখন আপনাদেরকে আমি বলে দিয়েছি, লিখে দিয়েছি। ত...
20/09/2024

আমার গত মাসের ইনকাম হলো ২,০৫০$ যার বাংলা টাকায় আসে ২ লাখ ৪৬ হাজার ৮২০ টাকা।

এখন আপনাদেরকে আমি বলে দিয়েছি, লিখে দিয়েছি। তার দ্বার কী প্রমাণ করে যে, আসলেই আমি এই ইনকামটা করেছি? এখন তার সঠিক উত্তরটা আমি ছাড়া আর কেউ জানেনা। কেউ জানার অধিকারো রাখেনা। কারণ আমি ামার পার্সোনাল বিষয় কখন, কিভাবে, কাকে দেখাবো বা বলবো সেটা একান্ত আমার ব্যাক্তিগত বিষয়।

কিন্তু এই আর্নিং এর পোস্ট গুলো যদি হয় কোনো একটি দলকে Inspiration ( অনুপ্রাণিত) করা। তখন কিন্তু ঐ দলের ব্যাক্তিদের এটা একটা অধিকার হয়ে দাড়ায় যে, এই আর্নিং এর আসল প্রমাণ দেখা।

কারণ সে Motivate করে এই দলটির কাছে তার একটা উদেশ্য হাসিল করবে। যখন উদেশ্য হাসিলের বিষয় চলে আসে তখন ১০০% নিজেকে প্রমাণ করেই তারপর সেই উদ্দেশ্য হাসিলের জন্য মাঠে মানতে হবে। উদেশ্য হাসির করা খারাপ না।

কিন্তু সেটা না করে যদি কেউ, মুখের চাটুকারিতা করে, ধর্মের দোহাই দিয়ে, সময় উপযোগী লেবাসধারী হয়ে, একটা ডিজাইন অথবা লিখার মাধ্যমে দেখানো এগুলো কখনো নিজেকে ১০০% প্রমাণ করে না।

আমরা যখন টিচার, ডক্টর, ইন্জিনিয়ার সিলেক্ট করি তখন কিন্তু এমন কিছু দেখতে এবং জানতে চাই যা দ্বারা, সে-যে আসলেই আমার কাজটা বা সেবা টা করে দেওয়ার জন্য পারফেক্ট একজন মানুষ সেটা ক্লিয়ার হতে চাই।

এখন আপনাকে যদি একটা পোস্টার দিয়ে বলি এই দেখেন উনি একজন ক্যান্সার রোগের বিশেষজ্ঞ, দেখেন কত সুন্দর করে লিখা। একটা ভিডিও এে বল্লাম এই দেখেন উনি বিল্ডিং বানানো নিয়ে কত সুন্দর কথা বলছেন। আপনি কী এহুলো দেখেই তারে এক্সপার্ট দ্বরে নিবেন? না।

এখন কেউ কেউ বলতে পারেন যে, কেউ এক্সপার্ট না হলে ভিডিওতে এসে সেই বিষয়ে কথা বলবে কি করে? তার উত্তর হলো : উনিতো ভিডিওতে কথা বলছে সেটা আপনার আর আমার কাছে মনে হচ্ছে খুবি ভালো কথা কিন্তু উনিযে সেই কথা গুলো আসলেই সঠিক বলতেছে সেটা আপনি আর আমি ঙ।ডকীভাবে বুঝবো? আপনি আর আমি কি সেই বিষয়ে বিশেষজ্ঞ? না। তাই চাটুকার কথার জন্য যদিও মনে হয় সে এক্সপার্ট কিন্তু আসলেই সে এক্সপার্ট না।

এখন কথা হলো ফ্রিল্যান্সিং এ কিভাবে বুঝবো যে কে এক্সপার্ট আর কে না?

১. প্রথমে তার ইনকাম প্রুফ দেখবেন। কেনো দেখবেন? আপনি আসছেন মূলত ইনকাম করতে তার সাথে আপনার কিছু সময়, টাকা দেওয়ার বিনিময়ে। কিন্তু যদি দেখেন যে, সে ইনকাম করতে পারছে না তাহলে আপনি তার থেকে ১০০ হাত দূরে থাকবেন।

২. তার থেকে রিয়েল প্রমাণ দেখে নিবেন। ইন্টারন্যাশনাল ব্যাংক স্টেটমেন্ট।

৩. তারা বলতে পারে যে, আমাদের স্টুডেন্টদের প্রুফ দেখে নেন, তখন দেখবেন যে এমন একটা ডিজাইন এড করা। এটা কোনোভাবেই প্রমাণ করেনা তার ইনকাম।

৪. সে যদি এক্সপার্ট হয় তাহলে ক্লাইন্ট রিভিউ থাকবে সেগুলো দেখতে চাইবেন।

৫. যদি বলে আমি মার্কেট প্লেসে কাজ করিনা আমার এজেন্সি আছে, তাহলে তার ওয়েবসাইট দেখবেন এবং ইনকাম পিডিএফ

এই কথাগুলো নতুনদের কাছে আবেগি মনে হলেও পুরাতনদের কাছে একেকটা তিক্ত অভিজ্ঞতা।

সিরিজ আকারে লিখতেই থাকবো এগুলো নিয়ে মানা না মানা আপনাদের কাজ।

আল্লাহ আমাদেরকে ধোঁকাবাজদের হাত থেকে রক্ষা করুন।

19/09/2024

ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে অনেকেই প্রতারণার শিকার হন , তাই আমরা আপনাকে সতর্ক করতে উদ্ধেক হাতে নিয়েছি।

17/09/2024

আচ্ছা বাচ্চারা শুনো কয়েকটা কথা বলি। আওয়ামী কুত্তারা তাদের রাজত্ব কালে কত সত্য কে মিথ্যা আর মিথ্যা কে সত্য বলে চালিয়ে দিয়েছে তার সবকিছুই কিন্তু আমরা এখন জানতে পারতেছি তাই-না?

ঠিক যে-বা যারা এখন তাঁদের নিজেদের জন্য বা নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ঠিক তাদেরকে ফলো করছেন, সবি একদিন বের হবে ইনশাআল্লাহ।

আপনি-আমিতো জানি কতটুকু সত্য আর মিথ্যা তাই-না? সো লাফালাফি করে লাভ নাই। লাভ হবে যদি তওবা করে ফিরে আসেন। কিন্তু কুত্তার লেজ কী আর সোজা হয়?

সয়তান নিজেকে যত সেইভ মনে করে, সে ঠিক ততোটাই বিপদে থাকে। কত বড় বড় কুত্তার দলের ক্ষমতা দেখলাম ধুলোয় মিশে গেছে, আর তোমরাতো হলা চামচিকা।

বার বার ক্লিয়ার করছি যে, তোমাদের আপ ডাউনে আমাদের কোনো লাভ লস নাই, তবুও কেনো বিরুদ্ধে বলছি হয় ঠিক হবা আর না হয় ধ্বংস হয়ে যাবা।

এর বাহিরে তোমাদের আর কোনো রাস্তা খুলা নেই।

আসেন এক নজরে টাইমস আইটির সফলতা দেখে নেই।টাইমস আইটি ব্যাচ প্রথম দিকে 1724 ব্যাচ থেকে শুরু করে।1724 সিরিয়াল থেকে 1800 শেষ ...
13/09/2024

আসেন এক নজরে টাইমস আইটির সফলতা দেখে নেই।

টাইমস আইটি ব্যাচ প্রথম দিকে 1724 ব্যাচ থেকে শুরু করে।

1724 সিরিয়াল থেকে 1800 শেষ হলো = 76 ব্যাচ

তারপর 2200 সিরিয়াল থেকে 2364 রানিং = 164 ব্যাচ

সর্বমোট ব্যাচ= 240

প্রতি ব্যাচের ছাত্রছাত্রীদের সংখ্যা এভারেজে 35 জন

= 240*35 = 8400 জন স্টুডেন্ট।

এর মধ্যে সফতার হার ০.৫% ও হয় না। স্টুডেন্ট রানিং থাকা অবস্থায় ১০০/২০০ ডলার সফলতা না। প্রতি মাসে ৩০-৫০ হাজার টাকা ইনকাম করতে পারলে সফল বলা যায়।

এখন আসেন টাইমস আইটি ১.৫ বছর কোর্স মেয়াদ দেখিয়ে কি পরিমান টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে।

8400 জন স্টুডেন্ট 20,000 টাকা করে কোর্স ফি =

8400*20,000= 168,000,000 টাকা

কথায় - ১৬ কোটি ৮০ লাখ টাকা।

এভাবেই অনেকেই দিনের পর দিন জনসাধারণকে ডলারের লোভ দেখিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। তারা ফ্রিল্যান্সিং কোর্সের মাধ্যমে জনসাধারণের বেকারত্ব দূর করতে আসেনি, বরং নিজেদের বেকারত্ব দূর করতে আসছে।

11/09/2024

আমাদে উদেশ্য সমূহ :

© ফ্রিল্যান্সিং সেক্টরে অনিয়ম ও স্ক্যাম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি:
এই গ্রুপের মাধ্যমে আমরা ফ্রিল্যান্সিং সেক্টরে চলমান অনিয়ম ও স্ক্যাম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে চাই।

© দুর্বৃত্তদের বিরুদ্ধে তথ্য সরবরাহ:
গ্রুপের সদস্যরা যদি কোনও স্ক্যাম বা প্রতারণার সম্মুখীন হন, তাহলে তাদের অভিজ্ঞতা শেয়ার করতে উৎসাহিত করা।

© আইনি পরামর্শ প্রদান: গ্রুপের মাধ্যমে ফ্রিল্যান্সারদের আইনি পরামর্শ ও সহায়তা প্রদান করা।

© নির্ভরযোগ্য ও সঠিক তথ্য প্রদান: আমাদের লক্ষ্য হলো ফ্রিল্যান্সিং নিয়ে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রদান করা।

© শিক্ষামূলক সেমিনার ও কর্মশালা আয়োজন: গ্রুপের সদস্যদের জন্য বিভিন্ন শিক্ষা ও সচেতনতার সেমিনার ও কর্মশালা আয়োজন করা।

© স্ক্যাম চিহ্নিতকরণে সহায়তা: সম্ভাব্য স্ক্যাম ও প্রতারণা চিহ্নিত করতে সদস্যদের সহায়তা প্রদান করা।

© সতর্কতামূলক পোস্ট ও আপডেট
: নিয়মিতভাবে নতুন স্ক্যাম, প্রতারণা ও নিরাপত্তা বিষয়ক আপডেট প্রদান করা।

© ফ্রিল্যান্সারদের অধিকার রক্ষা: ফ্রিল্যান্সারদের অধিকারের বিষয়ে সচেতনতা ও সহায়তা প্রদান করা।

© মতামত ও আলোচনা: ফ্রিল্যান্সিং সেক্টরের সমস্যা নিয়ে মতামত ও আলোচনা করার প্ল্যাটফর্ম তৈরি করা।

© নিয়মিত রিপোর্ট ও অনুসন্ধান: বিভিন্ন স্ক্যাম ও অনিয়ম সম্পর্কে রিপোর্ট তৈরি করা ও অনুসন্ধান করা।

© অন্যদের সতর্ক করা: গ্রুপের সদস্যদের অন্যান্য সেক্টরের স্ক্যাম সম্পর্কে সতর্ক করা।

© যোগাযোগের মাধ্যমে সমাধান খোঁজা
: স্ক্যাম বা সমস্যার সম্মুখীন হলে গ্রুপের মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা করা।

© কমিউনিটি সাপোর্ট: গ্রুপের মাধ্যমে একে অপরকে সমর্থন ও সহায়তা প্রদান করা।

© ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের পর্যালোচনা: বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে পর্যালোচনা করা।

© আইনি পদক্ষেপের জন্য প্রস্তুতি: প্রয়োজনে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য প্রস্তুতি ও পরিকল্পনা তৈরি করা।

11/09/2024

চলবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ- প্রতিরুদ্ধ! যতদিন এ দেহে প্রান আছে। ইনশাআল্লাহ

Address

Dhaka
3010

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jalal Uddin 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share