22/09/2024
এখানে এ বোন ফ্রিল্যান্সিং কোর্সগুলো নিয়ে খন্ডন করেছেন যে, ফ্রিল্যান্সিং শেখানো প্রতিষ্ঠান গুলো শিখিয়ে দিবে ইনকাম করতে পারা না পারা সেটা আপনার আমার ব্যপার।
উনি ফ্রিল্যান্সিং কোর্সটাকে পড়াশোনা কোচিংয়ের সাথে তুলনা করেছেন।
।।।।।।
তাহলে চলুন আমরা আজকে বুঝার চেষ্টা করি আসলে মূল কাহিনীটা কি।
পড়াশোনা শেষ করে যদি আপনি খেতে খামারেও কাজ করেন, আপনাকে বলা হবে মাস্টারি দিয়া দেখো খেতের কাম করতাছে। খেতের কাম বল্লেও কিন্তু মাস্টারি দেওয়াটা শিকার করবে সবাই।
আর আপনি যদি ফ্রিল্যান্সিং করে, কোনো ইনকাম করতে না পারেন তাহলে আপনি যতোই ভালো এক্সপার্ট হন না কেনো, আপনাকে কেউ ফ্রিল্যান্সার বলবে না।
ফ্রিল্যান্সিং ট্রেনিংটা কে আপনি কোনো ভাবেই অন্য পড়াশোনার কোচিংয়ের সাথে তুলনা করতে পারেন না। কোচিং করানো হয় প্রাতিষ্ঠানিক দক্ষতাকে আরো বৃদ্ধি করার জন্য। কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনার কোন প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি করে দেওয়া হয়?
আরেকটা কম্লেইন এমন আছে যে, কোচিং করার পর যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্স না পাই তাহলে কিন্তু আমরা কোনোভাবেই কোচিং সেন্টার কে দায়ী করিনা। করবেন কিভাবে?
কোচিং সেন্টার গুলো যে সাবজেক্ট টাকে ধরে এটার মাস্টার বানিয়ে ছেড়ে দেয়। কত হার্ডভাবে এক্সাম নেয়। তাদের এক্সাম সিস্টেম কী এটা যে, বলে তোমাকে গনিত শিখিয়েছি এখন তুমি আমাদের গুগল রিভিউতে গিয়ে একটা রিভিউ দিয়ে এসো সাথে কিন্তু ৫ স্টার দিতে হবে😁। তাদের এক্সাম কী এমন যে, ৩ দিন সময় দিলাম তার মধ্যে একটা ৪/৫/৬/৭/৮/৯ মিনিটের একটা ভিডিও বানাবে, সেখানে বলবে যে আমরা কেমন ভাবে পড়াই🤣
দেখেন পড়াশোনার কোচিং আর ফ্রিল্যান্সিং কোচিং কোনোভাবেই একি বিষয় না। পড়াশোনা করার পর আমরা ফ্রিল্যান্সিং করতে আসি।
তাহলে আপনি পড়াশোনা না করে ফ্রিল্যান্সিং করেন দেখি। পারবেন?
ফ্রিল্যান্সিং করতে যাঁরা আসে সবাই শিক্ষিত পোলাপান। ।
এখন বলি মূল বিষয়টা কি। ফ্রিল্যান্সিং কোচিং হলো ক্যারিয়ার ডেভেলপমেন্ট কোর্স, সেখান থেকে বের হয়ে যদি সে নিজেকে একটা স্কিল এক্সপার্ট দাবি করতে না পারে বা ইনকাম করতে না পারে, তাহলে সেই প্রতিষ্ঠান তার সম্পুর্ণ দায়ভার নিতে হবে।
শুনেন! কেও এসে কখনোই ফ্রিল্যান্সিং ট্রেনিং আর এডুকেশন কোচিংকে এক পাল্লায় মাপবেন না। আর যদি আপনি বুদ্ধি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে কিছু করার নাই।