গনধোলাই

গনধোলাই বিঃদ্রঃ লেখা পাঠান ইনবক্স এ যদি কিছু বলার থাকে।
ধন্যবাদ 💙🙌

বিঃদ্রঃ :- ইনবক্সে লেখা চাচ্ছি আপনাদের নিকট থেকে । আপনাদের পদচারণায় মুখরিত হোক বিজ্ঞাপণ মুক্ত @[369499246474241:] পেজ ।

লেখা পাঠান ইনবক্সে এ। অবশ্যই বাংলায়। লেখা পোস্ট করার মত হলে পোস্ট করা হবে।
@[369499246474241:]
আমাদের পেইজের ফ্যান বাড়াতে সাহায্য করুন। সবাই '+' কেটে দিয়ে

@+[369499246474241:] এই কোডটি নিজের ওয়ালে পোস্ট করুন।

ক্রিকেটার তানজিম সাকিব যখন বলেছিলো- 'ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাইহোক, নিজের সন্তানের...
10/07/2025

ক্রিকেটার তানজিম সাকিব যখন বলেছিলো- 'ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাইহোক, নিজের সন্তানের জন্য একজন লজ্জাশীলা মা দিতে পারবেন না'। তখন আপনাদের অনুভূতি উতলে উতলে পড়েছিল। বয়কট তানজিন সাকিব বলে বলে টাইমলাইন ফাটিয়ে দিয়েছিলেন। তা, এখন কেমন অনুভব করছেন?

আজতো, হিসাববিজ্ঞানের হিসেব মেলানোর ভিডিও দেখলেন। কাল কেমিস্ট্রি ও বায়োলজি ক্লাসের ভিডিও'ও আসবে। বৃষ্টির দিন, আসুক আর ভাসুক...

09/07/2025

বেকাররা হচ্ছে এই দেশে ব্যাবসার অন্যতম লাভজনক প্রোডাক্ট।

সরকারি চাকুরী?। নিয়োগ হবে ৫ টা। এপ্লাই করে ২ লাখ। এপ্লাই ফি ৩০০! কোটি কোটি টাকার বানিজ্য। দেখা যায় অনেক সময় গোপনে টাকা পয়সার বিনিময়ে নিয়োগ অলরেডি ফাইনাল। তারপরেও ফরমালিটি মেনটেইন করতে সার্কুলার দেয়৷ বছরে কোটি কোটি টাকা পরিক্ষা ফি পকেটে ভরে।

প্রাইভেট জব? অমুক বড় ভাই, তমুক বড় ভাই। সিভি নিয়ে ঘুরায়। শেষমেশ দেখা যায় কিছু চা পানি নাস্তার টাকা না দিলে চাকুরী হচ্ছে না। এইচ আর ডিপার্টমেন্ট। নিজেদের পরিচিত সিভিগুলো বেছে নিবে। চা নাস্তার খরচ দিলেই হয়ে যাবে চাকুরী।

ভাবছেন ফেয়ার নিয়োগে চাকুরী করবেন। এপ্লাই করবেন কই? বিডি জবস? তারাও সিস্টেম করেছে সাবস্ক্রাইব করতে হবে। মাসে মাসে টাকা দিবেন। তা না হলে সিভি ভিউ হবে না। কখনো কখনো তারা নিজেরাই ফেইক নিয়োগ বিজ্ঞপ্তি তৈরি করে। আপনাকে আকর্ষন করার জন্য। ১০০ এপ্লাই করবেন। ভিউ হবে ২ টা। কেউ ডাকবেও না।

মেয়ে হয়েছেন? দেখতে শুনতে আকর্ষনীয় নয়? ফাইন। সিভি দিয়ে বিমান বানিয়ে আকাশে উড়িয়ে দেন। আপনার চাকুরী হবে না।

আবার দেখতে শুনতে আকর্ষনীয় হলে আরও বিপদ। শুয়া শুয়ির অফার চলবে। সরাসরি অথবা আকারে ইঙ্গিতে। না শুলে চাকুরী নাই।

অমুক তমুককে টাকা দিবেন। বলবে দুবাই পাঠাবে। ইতালি পাঠাবে। তারপর জাহাজের তেলের ড্রামে করে পাড়ী দিবেন মৃত্যুর উদ্দেশ্যে!

রাস্তাঘাটে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। গেলে দেখবেন। একদম চাকুরী হাতে নিয়ে বসে আছে। আজকেই প্রায় জয়েন করিয়ে ফেলে। শুধু একটাই শর্ত! ট্রেনিং বাবদ কিছু টাকা দিতে হবে। টাকা দিবেন। অমুক দিনে বিসমিল্লাহ বলে জয়েন করতে যাবেন। গিয়ে দেখবেন আর অফিস ই নাই।

সবাই জানে সে বেকার। তার একটা চাকুরী লাগবেই লাগবে। না খেয়ে মরছে। এখন যা চাইবে তাই দিবে। এই যে মানুষগুলো জীবন যুদ্ধ করছে। একটু খেয়ে পড়ে বাঁচার জন্য হন্নে হয়ে শুন্য পকেটে ঘুরছে, এই মানুষগুলোর বেকারত্বের সুযোগ নিয়ে যে ব্ল্যাক মেইলিং অথবা টাউট বিজনেস করে যাচ্ছেন, আপনারা কি আদৌ ভালো আছেন এই পাপের টাকায়?

09/07/2025

“বড়ই আফসোসের বিষয় যে—অনেক মানুষ জনসম্মুখে সুন্দর আচরণ প্রদর্শন করে, অথচ নিজের পরিবারের সঙ্গে তারা সে আচরণ করে না।”

08/07/2025

পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে মানবতা, উদারতা আর ভালোবাসা!
পাল্লা দিয়ে বাড়ছে শুধু পরনিন্দা, হিংসা, অহংকার আর লোভ।

08/07/2025

সবার তো তাদের বাপ-দাদারা ক্যারিয়ার গুছিয়ে রেখে যায় না। তাই গুছাতে সময় লাগে। এজন্য খোচাখুচি না করে পাশে থাকতে শিখুন। 🖤💫

05/07/2025

সবার তো তাদের বাপ-দাদারা ক্যারিয়ার গুছিয়ে রেখে যায় না। তাই গুছাতে সময় লাগে। এজন্য খোচাখুচি না করে পাশে থাকতে শিখুন।

জীবন কতো ক্ষণস্থায়ী....Diogo jota💔 গতকালকেও তার মার্কেট ভ্যালু ছিল ৪০ মিলিয়ন ইউরো।টাকার অঙ্কে কত জানেন? প্রায় ৫৭৫ কোটি ...
04/07/2025

জীবন কতো ক্ষণস্থায়ী....

Diogo jota💔
গতকালকেও তার মার্কেট ভ্যালু ছিল ৪০ মিলিয়ন ইউরো।

টাকার অঙ্কে কত জানেন? প্রায় ৫৭৫ কোটি টাকা!

আর আজকে?

শূণ্য।

দুনিয়া কতটা ক্ষণস্থায়ী। মৃ-ত্যু আমাদের কত সন্নিকটে। টাকা, খ্যাতি কোন কিছুই আমাদের মৃ-ত্যু থেকে বাঁচাতে পারবে না।

ডিয়েগো জোটার বয়স মাত্র ২৮। খেলেছেন ইউরোপের সেরা সব ক্লাবে। রোনালদোর পর্তুগালের হয়েও নেমেছেন মাঠে। দিনকয়েক আগে সেরেছেন বিয়ে।

কিন্তু এখন সে শুধু মানুষের স্মৃতিতেই। অর্থ, খ্যাতির কোন মানে আর নেই।

আমাদেরও একদিন এভাবে চলে যেতে হবে। বয়স কম হলেই অনেকদিন বাঁচবো এই ধারণাতো ধোঁকা মাত্র

03/07/2025

টাকা শুধু কাগজ নয়, এটা আয়না। যেটায় প্রতিফলিত হয় মানুষের আসল চেহারা!

01/07/2025

মাঝে মাঝে চিন্তা করি কি হবে আমার..?
যদি রবের অবাধ্যতায় কাটানো রুহটা হঠাৎ চলে যায়..!😔

30/06/2025

" কারো সফলতায় আপনার রিজিক থেকে একটুও কমবেনা।
তাই হিংসা ত্যাগ করা উচিত।”

The age of 15, 16, 17, 18, 19, 20, 21, 22 and 23 isn't easy. You lose friends, you make mistakes, you fall, you fail, yo...
29/06/2025

The age of 15, 16, 17, 18, 19, 20, 21, 22 and 23 isn't easy. You lose friends, you make mistakes, you fall, you fail, you realise things, you hit reality, you lose yourself but in the end you find yourself and you become stronger In Shaa'Allah..
Alhamdulillah for everything.✨
Alhamdulillah Ala'kulli Hal: 🌸

29/06/2025

তাহাজ্জুদ পড়ে চেয়েছেন আর আল্লাহ তা দিয়েছেন! এরকম গল্প শুনতে চাই! ❤️

Address

Dhaka

Telephone

+8801742706143

Website

Alerts

Be the first to know and let us send you an email when গনধোলাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গনধোলাই:

Share