Chakri Bangla

Chakri Bangla Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chakri Bangla, News & Media Website, Dhaka.

বাংলাদেশে সর্বশেষ সরকারি, বেসরকারি, ব্যাংক ও এনজিও চাকরির খবর, পরীক্ষার নোটিশ ও ফলাফল পেতে চাকরি বাংলা আপনার বিশ্বস্ত সঙ্গী। বিসিএস ও ব্যাংক জবের প্রস্তুতি নিন আমাদের সাথে। আমাদের সম্পর্কে
"চাকরি বাংলা" প্লাটফর্মে আপনাকে আন্তরিকভাবে স্বাগতম! বাংলাদেশের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে আপনার বিশ্বস্ত সহযোগী হয়ে পাশে থাকাই আমাদের লক্ষ্য। আমরা জানি, সঠিক সময়ে সঠিক চাকরির তথ্য পাওয়া কতটা জরুরি। তাই আমরা

বাংলাদেশের সকল সরকারি, বেসরকারি, ব্যাংক, এবং এনজিও খাতের চাকরির সর্বশেষ বিজ্ঞপ্তি, পরীক্ষার নোটিশ, ফলাফল এবং সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে, নির্ভুলভাবে আপনার কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
আমাদের প্রধান উদ্দেশ্য হলো, চাকরিপ্রার্থীদের জন্য একটি সহজ, নির্ভরযোগ্য এবং কার্যকরী অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তারা একটিমাত্র স্থান থেকেই নিজেদের প্রয়োজন অনুযায়ী সকল চাকরির তথ্য খুঁজে নিতে পারবেন। আমরা কেবল চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করি না, বরং চাকরিপ্রার্থীদের স্বপ্ন পূরণের পথে প্রতিটি ধাপে সহায়তা করার জন্য প্রয়োজনীয় রিসোর্স ও দিকনির্দেশনা প্রদান করি।

আমরা কি ধরনের সেবা প্রদান করে থাকি
আমরা আপনার ক্যারিয়ার গড়ার সহায়ক হিসেবে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকি:

চাকরির সর্বশেষ খবর
সরকারি চাকরি: সকল সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞপ্তি, পরীক্ষার সময়সূচি ও ফলাফল।
বেসরকারি চাকরি: দেশের স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠান, প্রাইভেট কোম্পানি এবং বিভিন্ন সংস্থার চাকরির খবর।
ব্যাংক জব: সরকারি ও বেসরকারি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় তথ্য।
এনজিও চাকরি: দেশি ও বিদেশি উন্নয়নমূলক সংস্থা এবং ফাউন্ডেশনে ক্যারিয়ার গড়ার সুযোগ।
বিসিএস প্রস্তুতি কর্নার
বিসিএস প্রস্তুতি: বিসিএস পরীক্ষার জন্য বিষয়ভিত্তিক গভীর আলোচনা, গুরুত্বপূর্ণ নোটস এবং পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য কৌশল।
প্রশ্ন সমাধান ও বিশ্লেষণ: বিগত বছরের বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রশ্নের নির্ভুল সমাধান এবং বিস্তারিত ব্যাখ্যা।
মডেল টেস্ট: পরীক্ষার হলের প্রস্তুতির জন্য বিসিএস পরীক্ষার অনুরূপ মডেল টেস্ট, যা আপনাকে সময় ব্যবস্থাপনায় দক্ষ করে তুলবে।
ক্যারিয়ার ডেভেলপমেন্ট
ক্যারিয়ার পরামর্শ: আকর্ষণীয় সিভি তৈরি, ইন্টারভিউ কৌশল এবং ক্যারিয়ার গঠনের প্রতিটি ধাপে বিশেষজ্ঞদের মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা।
"চাকরি বাংলা" শুধু একটি চাকরির খবর প্রকাশের মাধ্যম নয়, এটি আপনার ক্যারিয়ার গড়ার স্বপ্নযাত্রার একনিষ্ঠ সঙ্গী। আমাদের সাথে যুক্ত থেকে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করুন।

প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক:
মো: রায়হান খান ২০২৪ সালের মার্চ মাসের ২২ তারিখে চাকরি বাংলা প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি একজন প্রযুক্তি বিশেষজ্ঞ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ স্নাতক সম্পন্ন করেছেন। উনার দীর্ঘদিন যাবত বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি মূলত কাজ করে থাকেন বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য কনটেন্ট তৈরি এবং কিভাবে চাকরি প্রার্থীরা চাকরির পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করবেন।

আমাদের সেবা সমূহ বিস্তারিত;
সরকারি চাকরি
বেসরকারি চাকরি
ব্যাংক জব
এনজিও
বিসিএস প্রস্তুতি
বিসিএস প্রশ্ন সমাধান
বিসিএস মডেল টেস্ট
ক্যারিয়ার পরামর্শ
চাকরি বাংলা
বাংলাদেশে সর্বশেষ এবং নির্ভরযোগ্য চাকরির খবর, বিজ্ঞপ্তি ও চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য "চাকরি বাংলা" আপনার বিশ্বস্ত ঠিকানা। আমাদের মূল উদ্দেশ্য হলো, বাংলাদেশের সকল প্রকার সরকারি, বেসরকারি, ব্যাংক এবং এনজিও খাতের চাকরি সংশ্লিষ্ট সকল সংবাদ উপস্থাপন করা।

Make 2026 the year you finally sign that Appointment Letter! ✍️📄 No more waiting. Whether it's a Govt job, Bank job, or ...
31/12/2025

Make 2026 the year you finally sign that Appointment Letter! ✍️📄

No more waiting. Whether it's a Govt job, Bank job, or Private sector—your dream career is closer than you think. Stay prepared, stay updated, and let's conquer your goals together this year.

Happy New Year! Let’s get you hired! 💼🇧🇩

Thanks,
Raihan Khan
Founder
Chakri Bangla

মহান বিজয় দিবস উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব বীর শহীদদের, যাদের আত্মত্য...
15/12/2025

মহান বিজয় দিবস উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব বীর শহীদদের, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ।

Raihan Khan
Founder
Chakri Bangla

🔴 ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক প্রার্থীদের জন্য দুর্দান্ত সুযোগ! ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের (BSCS) ...
06/12/2025

🔴 ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক প্রার্থীদের জন্য দুর্দান্ত সুযোগ! ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের (BSCS) তত্ত্বাবধানে ৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে "অফিসার (ক্যাশ)" পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর ১২৪/২০২৫ অনুসারে, সমন্বিত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মোট ৮৫২টি শূন্য পদ পূরণ করা হবে।

🔴 একনজরে চাকরির তথ্য
✅ পদের নাম: অফিসার (ক্যাশ)।
✅ জব আইডি (Job ID): ২৫১০৩
✅ মোট পদসংখ্যা: ৮৫২ টি।
✅ বেতন স্কেল: ১৬,০০০ - ৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০) + অন্যান্য সুবিধা।
✅ আবেদনের মাধ্যম: বাংলাদেশ ব্যাংক ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইট।
✅ আবেদনের শেষ তারিখ: ০৭ ডিসেম্বর, ২০২৫

বিস্তারিত পড়ুন: Chakri Bangla

🔴 ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক প্রার্থীদের জন্য দুর্দান্ত সুযোগ! ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের (BSCS) ...
06/12/2025

🔴 ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক প্রার্থীদের জন্য দুর্দান্ত সুযোগ! ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের (BSCS) তত্ত্বাবধানে ৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে "অফিসার (ক্যাশ)" পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর ১২৪/২০২৫ অনুসারে, সমন্বিত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মোট ৮৫২টি শূন্য পদ পূরণ করা হবে।

🔴 একনজরে চাকরির তথ্য
✅ পদের নাম: অফিসার (ক্যাশ)।
✅ জব আইডি (Job ID): ২৫১০৩
✅ মোট পদসংখ্যা: ৮৫২ টি।
✅ বেতন স্কেল: ১৬,০০০ - ৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০) + অন্যান্য সুবিধা।
✅ আবেদনের মাধ্যম: বাংলাদেশ ব্যাংক ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইট।
✅ আবেদনের শেষ তারিখ: ০৭ ডিসেম্বর, ২০২৫



বিস্তারিত পড়ুন:

১০টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (সাধারণ) পদে ১৮৮০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকার্স সি...

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) ৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫ এর আবেদনপত্র পূরণ (BPSC Form-1), ফি জমাদান এবং ছবি ও স্বাক্ষর...
04/12/2025

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) ৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫ এর আবেদনপত্র পূরণ (BPSC Form-1), ফি জমাদান এবং ছবি ও স্বাক্ষর আপলোড সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা জারি করেছে। ২৭ পৃষ্ঠার এই নির্দেশিকায় ফরম পূরণের প্রতিটি ধাপ, বিষয় কোড (Subject Code) এবং গ্রেডিং পদ্ধতির বিস্তারিত উল্লেখ করা হয়েছে। আবেদনকারীদের সুবিধার্থে এর সারাংশ নিচে তুলে ধরা হলো।

বিস্তারিত পড়ুন: https://chakribangla.com/job-news/news-1020.html

৫০তম বিসিএস এর আবেদন ফরম পূরণ, ছবি সাইজ, বিষয় কোড এবং পেমেন্ট পদ্ধতির বিস্তারিত নির্দেশিকা।

ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক প্রার্থীদের জন্য দুর্দান্ত সুযোগ! ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের (BSCS) তত...
02/12/2025

ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক প্রার্থীদের জন্য দুর্দান্ত সুযোগ! ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের (BSCS) তত্ত্বাবধানে ৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে "অফিসার (ক্যাশ)" পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর ১২৪/২০২৫ অনুসারে, সমন্বিত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মোট ৮৫২টি শূন্য পদ পূরণ করা হবে।

বিস্তারিত পড়ুন: https://chakribangla.com/job-circulars/circular-govt-bank-officer-cash-115.html

৭টি সরকারি ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে ৮৫২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।

🔴 আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর, ২০২৫ বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক প্রার্থীদের জন্য বিশাল সুখবর! ...
29/11/2025

🔴 আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর, ২০২৫
বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক প্রার্থীদের জন্য বিশাল সুখবর! ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের (BSCS) তত্ত্বাবধানে ১০টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে "অফিসার (সাধারণ)" পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর ১১৫/২০২৫ অনুসারে, সমন্বিত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মোট ১,৮৮০টি শূন্য পদ পূরণ করা হবে।

🔴 একনজরে চাকরির তথ্য:
✅ পদের নাম: অফিসার (সাধারণ)।
✅ জব আইডি (Job ID): ২৫১০২।
✅ মোট পদসংখ্যা: ১,৮৮০ টি।
✅ বেতন স্কেল: ১৬,০০০ - ৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০) + অন্যান্য সুবিধা।
✅ আবেদনের মাধ্যম: বাংলাদেশ ব্যাংক ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইট।



বিস্তারিত পড়ুন প্রথম কমেন্টে: Chakri Bangla

লাখ লাখ চাকরিপ্রার্থীর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) ৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫ এর বিজ্ঞপ্...
27/11/2025

লাখ লাখ চাকরিপ্রার্থীর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) ৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবারের বিসিএসটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এতে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২,১৫৫টি পদে নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ হাতে সময় খুবই কম। এই স্বল্প সময়ে বিশাল সিলেবাস শেষ করে নিজেকে প্রস্তুত করতে হলে প্রয়োজন সুপরিকল্পিত ও কৌশলী প্রস্তুতি।

✅ কিভাবে প্রস্তুতি নিবেন? (ধাপে ধাপে গাইডলাইন)
বিসিএস প্রিলিমিনারি একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা। এখানে মেধার চেয়ে কৌশলী হওয়া বেশি জরুরি। চাকরি বাংলার পক্ষ থেকে আপনাদের জন্য থাকছে ৪-ধাপের বিশেষ প্রস্তুতি গাইডলাইন:

✅ ধাপ ১: সিলেবাস সম্পর্কে স্বচ্ছ ধারণা নিন
অন্ধের মতো সব পড়ার চেয়ে কী পড়তে হবে আর কী বাদ দিতে হবে, তা জানা বেশি জরুরি। বিসিএস প্রিলিমিনারির ২০০ নম্বরের সিলেবাসটি বিশাল। প্রথমেই সিলেবাসটি ডাউনলোড করুন এবং বিষয়ভিত্তিক নম্বর বণ্টন ভালো করে দেখে নিন।

✅ ধাপ ২: বিষয়ভিত্তিক প্রস্তুতি শুরু করুন
বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান—প্রতিটি বিষয়ের জন্য আলাদা কৌশল অবলম্বন করুন। আমাদের ওয়েবসাইটে প্রতিটি বিষয়ের ওপর আলাদা মডিউল ও স্টাডি গাইডলাইন দেওয়া আছে। প্রতিদিন রুটিন করে অন্তত ২-৩টি বিষয় পড়ুন।

✅ ধাপ ৩: বিগত বছরের প্রশ্ন সমাধান করুন (মাস্ট টু ডু)
বিসিএস পরীক্ষায় প্রায় ৩০-৪০% প্রশ্ন বিগত বছরের প্রশ্ন থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রিপিট হয়। এছাড়া বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করলে প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে ধারণা পাওয়া যায়। ১০ম থেকে ৪৯তম বিসিএস পর্যন্ত সকল প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান করুন।

✅ ধাপ ৪: মডেল টেস্ট ও টাইম ম্যানেজমেন্ট
৫০তম বিসিএসে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। তাই নেগেটিভ মার্কিং কমিয়ে আনা এবং ২০০টি প্রশ্নের জন্য ২ ঘণ্টা সময় ম্যানেজ করা শিখতে হবে। এর জন্য নিয়মিত মডেল টেস্ট দেওয়ার বিকল্প নেই।



বিস্তারিত পড়ুন প্রথম কমেন্টে: Chakri Bangla

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় মানবিক ও উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশ (CARE Bangladesh) তাদের "জাগরণ" প্রকল্পের জন্য জনবল...
27/11/2025

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় মানবিক ও উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশ (CARE Bangladesh) তাদের "জাগরণ" প্রকল্পের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসওএস চিলড্রেনস ভিলেজ ওয়ার্ল্ডওয়াইড (CVW)-এর অর্থায়নে পরিচালিত এই প্রকল্পে 'ইয়ুথ মোবিলাইজার' পদে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।



বিস্তারিত পড়ুন প্রথম কমেন্টে: Chakri Bangla

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) ২৬ নভেম্বর ২০২৫ তারিখে ৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫ এর পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ...
26/11/2025

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) ২৬ নভেম্বর ২০২৫ তারিখে ৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫ এর পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবারের বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১,৭৬০ জন এবং নন-ক্যাডার পদে ৩৯৫ জনসহ সর্বমোট ২,১৫৫ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ০৪ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের বিন্যাস (ক্যাডার ও নন-ক্যাডার)
৫০তম বিসিএসে পদের বিস্তারিত বিন্যাস নিচে দেওয়া হলো:

ক. সাধারণ ক্যাডার (জেনারেল)
বিসিএস (প্রশাসন): ২০০ টি
বিসিএস (পুলিশ): ৫০ টি
বিসিএস (পররাষ্ট্র): ১৫ টি
বিসিএস (কর): ৫৭ টি
বিসিএস (আনসার): ১৩ টি
বিসিএস (নিরীক্ষা ও হিসাব): ০৪ টি
অন্যান্য সাধারণ ক্যাডার: ১১৩ টি
মোট সাধারণ ক্যাডার: ৪৫২ টি
খ. প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডার
বিসিএস (স্বাস্থ্য) সহকারী সার্জন: ৬৫০ টি
বিসিএস (কৃষি): ১২০ টি
বিসিএস (বন): ১২ টি
বিসিএস (গণপূর্ত) সিভিল/ইলেকট্রিক্যাল: ৩৩ + ৩ = ৩৬ টি
বিসিএস (রেলওয়ে প্রকৌশল): ১৫ টি
অন্যান্য টেকনিক্যাল পদ: ২৮৯ টি
মোট প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডার: ১,১২২ টি
গ. শিক্ষা ক্যাডার (সরকারি কলেজ ও অন্যান্য)
সাধারণ শিক্ষা (সরকারি কলেজ): ১৩৯ টি
সরকারি মাদ্রাসা-ই-আলিয়া: ০৪ টি
কারিগরি শিক্ষা (পলিটেকনিক): ২১ টি
মোট শিক্ষা ক্যাডার: ১৬৪ টি
✅ সর্বমোট ক্যাডার পদ: ১,৭৬০ টি

ঘ. নন-ক্যাডার পদ (গ্রেড ৯-১২)
এই বিসিএস বিজ্ঞপ্তির মাধ্যমে ৩৯৫টি নন-ক্যাডার পদেও সুপারিশ করা হবে।

৯ম গ্রেড: ০৬ টি
১০ম গ্রেড: ৭১ টি
১১তম গ্রেড: ৪২ টি
১২তম গ্রেড: ২৭৬ টি
মোট নন-ক্যাডার পদ: ৩৯৫ টি



বিস্তারিত পড়ুন প্রথম কমেন্টে: Chakri Bangla

আন্তর্জাতিক খ্রিস্টান মানবিক সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (World Vision Bangladesh) তাদের কক্সবাজার (উখিয়া) অফিসের জন...
26/11/2025

আন্তর্জাতিক খ্রিস্টান মানবিক সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (World Vision Bangladesh) তাদের কক্সবাজার (উখিয়া) অফিসের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রোহিঙ্গা শরণার্থী শিবিরে শিশু সুরক্ষা, পুষ্টি এবং জীবিকা প্রকল্পে কাজ করার জন্য 'জেন্ডার ও ডিসএবিলিটি ইনক্লুশন অফিসার' পদে নিয়োগ দেওয়া হবে। এই পদে শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন।



বিস্তারিত পড়ুন প্রথম কমেন্টে:

বিশ্বের বৃহত্তম স্বেচ্ছাসেবক সংস্থা রেড ক্রস ও রেড ক্রিসেন্ট মুভমেন্টের অংশ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) তাদের...
26/11/2025

বিশ্বের বৃহত্তম স্বেচ্ছাসেবক সংস্থা রেড ক্রস ও রেড ক্রিসেন্ট মুভমেন্টের অংশ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) তাদের "MACP Responsive Grant Project"-এর জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। খুলনা ও বাগেরহাটে কাজ করার জন্য 'প্রজেক্ট অফিসার' পদে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হচ্ছে।



বিস্তারিত পড়ুন প্রথম কমেন্টে:

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Chakri Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share