27/11/2025
ভূমিকম্পের সর্বশেষ ব্যক্তিগত প্রস্তুতি
স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি স্বীকার করেছেন বড় ভূমিকম্পে সরকারের যে ভূমিকা থাকা উচিত সেটার প্রস্তুতি নাই। উনি একজন শিক্ষিত ও সম্মানিত মানুষ। উনি অন্তত সাধারণ জনগণকে কোন আশার কথা বলেন নি। এতে করে নিজের রাস্তা নিজে দেখাই উত্তম -
- আপনার সম্পদের দলিল, ট্যাক্সের কাগজপত্র, সবকিছু ফাইলবন্দী করুন। সকল ডকুমেন্টস ফটোকপি করে আলাদা ফাইলে ভর্তি করুন।
- সঞ্চয়পত্র, বন্ড, আর্থিক ডকুমেন্টসের ছবি তুলে রাখুন। স্ক্যান করতে বাইরে নিবেন না। কম্পিউটারগুলিতে একটা কপি থেকে যায় বেশিরভাগ সময়, যা প্রতারণার জন্য ব্যবহার হতে পারে। টেলিগ্রাম, হোয়াটসআপে একটা পারিবারিক গ্রুপ তৈরী করে সবকিছু আপলোড করে রাখুন। পরিবারের সবাইকে এ ব্যাপারে জানিয়ে রাখুন, তারা যেন সতর্ক থাকে। গুগল ড্রাইভ, পেনড্রাইভ, সবখানে একটা সেট রেখে দিন। পরিবারের সবাই জানে তেমন একটা পাসওয়ার্ড প্রটেক্টেড রাখুন। জিপ ফাইল তৈরী করুন ভাইরাসের আক্রমণ মোকাবেলায়।
- একাডেমিক সনদের মূলকপিগুলি সব একসাথে রাখুন। এক সেট ফটোকপি রাখুন। সকল ফটোকপি আলাদা রাখুন।
- নগদ কিছু টাকা হাতে রেখে বাকি সব টাকা একাউন্টে রাখুন। যেন হাতে নগদ অর্থের চাপ না বাড়ে।
- সোনাদানা, রত্ন অলংকারের আলাদা বক্স থেকে বের করে পাতলা কাপড়ে পেঁচিয়ে এক জায়গায় রাখুন।
- কাগজের সকল ডকুমেন্টস বাজারের কাপড়ের ব্যাগে ভরে ১০-১৫ পিস সিলিকা রেখে মূল দরজার কাছাকাছি রাখুন আগামী কিছুদিন। সবকিছু বাজারের ব্যাগে রাখুন এবং স্যাঁতস্যাঁতে হওয়া থেকে রক্ষা করতে সিলিকা রাখুন। পরিবারের সবাইকে বলে রাখুন যে আগে বের হবে সে যেন একটা ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। দ্বায়িত্ব ভাগ করে রাখুন। সকল কাগজের ডকুমেন্টস ও নগদ অল্প অর্থ (১০-৫০ হাজার টাকার বেশি নয়) এক ব্যাগে বহন করুন। অলংকার আরেকটা ব্যাগে। কাগজের ব্যাগ সর্বোচ্চ ৫ কেজি ও অলংকারের ব্যাগ কাপড়সহ ২-৩ কেজির বেশি হবে না। কাগজের ব্যাগের উপরে কিছু রাখবেন না। দামি সম্পদ যে ব্যাগে থাকবে তার উপরে ন্যাকড়া জাতীয় কিছু রেখে দিতে পারেন। কারণ, ব্যাগ নিয়ে যখন বের হবেন দুষ্টলোকদের নজর থাকবে হাতের দিকে। সুযোগ বুঝে ছোঁ মারতে পারে।
* ব্যাগে একটা বাটন ফোন ফুল চার্জড করে সিমকার্ডসহ বন্ধ করে রেখে দিন। কেননা, জরুরী সময় ফোন খুঁজতে বেশি সময় অপচয় হতে পারে। কারণ আমরা থাকি ঢাকা, ফোন থাকে লন্ডন।
- যারা ফ্রিল্যান্সার রয়েছি তারা মোটামুটি দেশে প্রচলিত প্রায় সব ওয়ালেটে ডলার, টাকা রাখি। প্রতিটা ওয়ালেটে বাড়তি পরে থাকা অর্থ তুলে ফেলুন। অদরকারী টাকা ফেলে রাখা দরকার নাই। যেসব ডলার, টাকা গুরুত্ব বহন করে তার প্রতিটা ওয়ালেটের ইউজার নেইম, ই-মেইল, রিকোভারি মেইল, পাসওয়ার্ড, অর্থের পরিমাণ একটা ডায়েরীতে লিখে রাখুন। কোন কারণে আপনার অনুপস্থিতিতে যেন সেই অর্থের নাগাল পরিবারের অন্য সদস্যরা পেতে পারে। বাবা-মা, ভাই-বোনকে সম্পর্ক বুঝে ডায়েরীর ব্যাপারে জানিয়ে রাখুন।
* অল্প নগদ অর্থ হাতে রেখে বাকি অর্থ ব্যাংকে না রেখে বিকাশ, রকেট, উপায়, এ সমস্ত একাউন্টে রাখতে পারেন অথবা নিজের সুবিধামত জায়গাতে রাখুন।
* ব্যাংকের লকারে অর্থ-সম্পদ রাখতে যাবেন না। তাদের শর্তনামায় ম্যাগনেফাইং গ্লাস ছাড়া দেখা যায় না, এমন সাইজে লেখা থাকতে পারে, "অ্যাক্ট অব গড" এর ক্ষেত্রে তারা কোনকিছু ফেরত দিতে পারবে না। তখন আম-ছালা সব যাবে।
* বাজারের ব্যাগের পরিবর্তে একাডেমিক ব্যাগ ব্যবহার করতে পারেন। এতে হাত ফ্রি থাকবে। পিঠে চাপিয়ে দৌড়াতে পারবেন।
* নিজের আমল-ইবাদাতে আরো জোর দিন। এটা ছাড়া বাকি সব মূল্যহীন।
* আপনার যদি যাওয়ার মত অন্য জায়গা থাকে, যেখানে ভূমিকম্পে তেমন ভয় নাই তাহলে কিছুদিনের জন্য উল্লেখিত সম্পদগুলি সরিয়ে রাখতে পারেন। এতে জরুরী মুহুর্তে ব্যাগ টানার সমস্যাও থাকবে না।
যারা সচেতন থাকে, তারা নিরাপদ থাকে। জীবন-মৃত্যুর মালিক মহান আল্লাহ পাক, কিন্তু তিনি বলেছেন রোগের জন্য ওষুধ ব্যবহার করো, তাতেই রোগমুক্তি। বুজুর্গরা বলেন, আল্লাহর উপর বিশ্বাস রেখে কাজ করে যেতে হবে। যেকোন একটা বাদ গেলে লক্ষ্য সাধন হবে না।
দেশে যেভাবে একের পর এক ভূমিকম্প হচ্ছে তাতে বড় ভূমিকম্প হয়ে ভবন ধ্বসের পাশাপাশি ভবনের স্থায়িত্বতা দুর্বল হয়ে ভেঙ্গে পরার ঝুঁকিও তৈরী হচ্ছে। সচেতন থাকুন, সচেতন রাখুন। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন।
Mehedi Hasan