তামাপু

তামাপু Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from তামাপু, Publisher, Dhaka.

✅reciter
✅reader
✅book content creator
✅পাচমিশালি কন্টেন্ট ক্রিয়েটর
( আমি স্বর্ণ বা রুপা ব্যবসায়ী নই।বই ও ধাতু লাভার যেমন ধরেন- ( তামা,পিতল,সোনা,রুপা,প্লাটিনাম,প্যালাডিয়াম,রোডিয়াম)
তাই পারসোনাল এটাক করা থেকে বিরত থাকেন।ব্যবহারে বংশের পরিচয় দিন।ধন্যবাদ।

আমার শাশুড়ী   একমাত্র ছেলে আমার স্বামী। শাশুড়ী দুই মেয়ে এবং মেয়ের জামাইকে ঘর জামাই করে রাখছে।সাথে  শাশুড়ী মাকেও পালে। আম...
28/11/2025

আমার শাশুড়ী একমাত্র ছেলে আমার স্বামী। শাশুড়ী দুই মেয়ে এবং মেয়ের জামাইকে ঘর জামাই করে রাখছে।সাথে শাশুড়ী মাকেও পালে। আমি বিয়ে আগে থেকে জব করি ব্যাংকে,এবংকি লেখাপড়ার কারণে বাবার বাড়িতে থাকি। প্রতি সপ্তাহ দুজন ছুটি পেলে যাই।
আমি যে বাবার বাড়িতে থাকি,তাও ইনকামের সবটা স্বামীকে দেই।পরিবারকেও কিছুটা দেই।
স্বামী যদি কোনমতে শাশুড়ী থেকে হিসাব নেয়,তাদের মধ্যে জামেলা হলে,
বলে, আল্লাহ তারে খাবে, গাড়ি এ খাক, গাড়ি এ খাক।
অথচ,ইনকামের বেতনের চেয়ে ও অতিরিক্ত টাকা বাড়িতে দিয়ে অফিসে দেনা পড়ে থাকে।
ছেলে মায়ের, বোনের কষ্ট বুঝলেও মা কখনো বুজে না।
বরং কখনো জিজ্ঞেস করে না, ছেলে কেমন আছে, কি করে,কি অবস্থায় চলে।
অথচ,বেতনের বেলায় কান্নাকাটি , কত নাটক করে টাকা নেয়।

যাদের ছেলেরা মা পরিবার ভক্ত হয়,সেসব ছেলেদের মা বোন দেখতে পারে না।
আর যে সন্তানরা মা বাবা দেখভাল বা খোজ নেয় না।বিয়ের পর আলাদা হয়ে চলে যায়, সেসব বাবারা মা সন্তান ভক্ত হয়।
দূনিয়ার নীতিই আসল


#তামাপু #সোনারদামবৃদ্ধি #স্বর্ণ #সোনারদাম #বিনিয়োগের_আলোচনা #স্বর্ণবিক্রি #গহনাবিক্রি #সোনারগহনা #স্বর্ণ #রুপারদাম #রুপারবার #ফাইনসিলভার #চান্দিরুপা #সোনারগহনা #স্বর্ণবার #স্বর্ণকয়েন #গোলৃডবার #গোল্ডকয়েন #রুপারগহনা তামাপু

এক বোনের আক্ষেপ
পিক কালেক্টেড

আমার খালামনি তার সতেরো ভরি সোনা বিক্রি করে দিয়েছে স্বামীর জন্য।এখন স্বামী বিদেশ গিয়েছে আবার কিন্তু দু লাখ টাকা ভরিতে স্ত...
28/11/2025

আমার খালামনি তার সতেরো ভরি সোনা বিক্রি করে দিয়েছে স্বামীর জন্য।এখন স্বামী বিদেশ গিয়েছে আবার কিন্তু দু লাখ টাকা ভরিতে স্ত্রীকে দিবে নাকি দুই মেয়েকে?


#তামাপু #সোনারদামবৃদ্ধি #স্বর্ণ #সোনারদাম #বিনিয়োগের_আলোচনা #স্বর্ণবিক্রি #গহনাবিক্রি #সোনারগহনা #স্বর্ণ #রুপারদাম #রুপারবার #ফাইনসিলভার #চান্দিরুপা #সোনারগহনা #স্বর্ণবার #স্বর্ণকয়েন #গোলৃডবার #গোল্ডকয়েন #রুপারগহনা তামাপু
পিক কালেক্টেড

She is fire!এতো পারফেক্ট সবকিছু নব্বই দশকে আমার মাও এমন ভাবেই বউ সেজেছিলেন একদিন। ♥️♥️♥️
28/11/2025

She is fire!

এতো পারফেক্ট সবকিছু নব্বই দশকে আমার মাও এমন ভাবেই বউ সেজেছিলেন একদিন। ♥️♥️♥️

আমার পনেরো ভরি স্বর্ণ ছিলো সব সিঙ্গাপুরি স্বর্ণ সব গত দুই তারিখ ডাকাতি হয়ে গেছে।বাসায় এসে সব নিয়ে গেছে ডাকাত।আমার স্বামী...
28/11/2025

আমার পনেরো ভরি স্বর্ণ ছিলো সব সিঙ্গাপুরি স্বর্ণ সব গত দুই তারিখ ডাকাতি হয়ে গেছে।বাসায় এসে সব নিয়ে গেছে ডাকাত।আমার স্বামীর সব হালাল টাকা কতো কষ্ট করে করেছে এগুলা।এই শোক কাটাতে পারতেসিনা।এতো গুলা জিনিস সব শেষ।মানুষই মানুষের কতো বড় ক্ষতি করে।আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ধৈর্য দান করেন।

আমার পনেরো ভরি স্বর্ণ ছিলো সব সিঙ্গাপুরি স্বর্ণ সব গত দুই তারিখ ডাকাতি হয়ে গেছে।বাসায় এসে সব নিয়ে গেছে ডাকাত।আমার স্বামীর সব হালাল টাকা কতো কষ্ট করে করেছে এগুলা।এই শোক কাটাতে পারতেসিনা।এতো গুলা জিনিস সব শেষ।মানুষই মানুষের কতো বড় ক্ষতি করে।আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ধৈর্য দান করেন।


#তামাপু #সোনারদামবৃদ্ধি #স্বর্ণ #সোনারদাম #বিনিয়োগের_আলোচনা #স্বর্ণবিক্রি #গহনাবিক্রি #সোনারগহনা #স্বর্ণ #রুপারদাম #রুপারবার #ফাইনসিলভার #চান্দিরুপা #সোনারগহনা #স্বর্ণবার #স্বর্ণকয়েন #গোলৃডবার #গোল্ডকয়েন #রুপারগহনা তামাপু

এক বোনের আক্ষেপ
পিক কালেক্টেড

এমন লাল হয়ে গেলো কেন হঠাৎ আর কি সবুজ হবে না?
28/11/2025

এমন লাল হয়ে গেলো কেন হঠাৎ আর কি সবুজ হবে না?

কার কার জামাইদের কাছে গোল্ড চাইলেই আপনাদের খোটা দেয়?Coz আমার জামাই সেম! #তামাপু  #সোনারদামবৃদ্ধি          #স্বর্ণ  #সোনা...
27/11/2025

কার কার জামাইদের কাছে গোল্ড চাইলেই আপনাদের খোটা দেয়?
Coz আমার জামাই সেম!

#তামাপু #সোনারদামবৃদ্ধি #স্বর্ণ #সোনারদাম #বিনিয়োগের_আলোচনা #স্বর্ণবিক্রি #গহনাবিক্রি #সোনারগহনা #স্বর্ণ #রুপারদাম #রুপারবার #ফাইনসিলভার #চান্দিরুপা #সোনারগহ না #স্বর্ণবার #স্বর্ণকয়েন #গোল্ডবার #গোল্ডকয়েন #রুপারগহনা তামাপু

পিক কালেক্টেড

টাফনিল, আয়রন ট্যাবলেট, নাপা,সেকলো, এলাক্ট্রল, ভিটামিন এগুলা মনে হয় আমার নিত্য জীবনের সঙ্গী। এদের ছাড়া বাঁচার কথা কল্পনা ...
27/11/2025

টাফনিল, আয়রন ট্যাবলেট, নাপা,সেকলো, এলাক্ট্রল, ভিটামিন এগুলা মনে হয় আমার নিত্য জীবনের সঙ্গী। এদের ছাড়া বাঁচার কথা কল্পনা করতে পারিনা।এগুলারে জিনি তৈরি করছে আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।আপনাদের কার কার এসব ছাড়া চলেনা?

#তামাপু #সোনারদামবৃদ্ধি #স্বর্ণ #সোনারদাম #বিনিয়োগের_আলোচনা #স্বর্ণবিক্রি #গহনাবিক্রি #সোনারগহনা #স্বর্ণ #রুপারদাম #রুপারবার #ফাইনসিলভার #চান্দিরুপা #সোনারগহনা #স্বর্ণবার #স্বর্ণকয়েন #গোলৃডবার #গোল্ডকয়েন #রুপারগহনা তামাপু

ভূমিকম্পের সর্বশেষ ব্যক্তিগত প্রস্তুতি স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি স্বীকার করেছেন বড় ভূমিকম্পে সরকারের যে ভূমিকা থাকা উচি...
27/11/2025

ভূমিকম্পের সর্বশেষ ব্যক্তিগত প্রস্তুতি
স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি স্বীকার করেছেন বড় ভূমিকম্পে সরকারের যে ভূমিকা থাকা উচিত সেটার প্রস্তুতি নাই। উনি একজন শিক্ষিত ও সম্মানিত মানুষ। উনি অন্তত সাধারণ জনগণকে কোন আশার কথা বলেন নি। এতে করে নিজের রাস্তা নিজে দেখাই উত্তম -

- আপনার সম্পদের দলিল, ট্যাক্সের কাগজপত্র, সবকিছু ফাইলবন্দী করুন। সকল ডকুমেন্টস ফটোকপি করে আলাদা ফাইলে ভর্তি করুন।

- সঞ্চয়পত্র, বন্ড, আর্থিক ডকুমেন্টসের ছবি তুলে রাখুন। স্ক্যান করতে বাইরে নিবেন না। কম্পিউটারগুলিতে একটা কপি থেকে যায় বেশিরভাগ সময়, যা প্রতারণার জন্য ব্যবহার হতে পারে। টেলিগ্রাম, হোয়াটসআপে একটা পারিবারিক গ্রুপ তৈরী করে সবকিছু আপলোড করে রাখুন। পরিবারের সবাইকে এ ব্যাপারে জানিয়ে রাখুন, তারা যেন সতর্ক থাকে। গুগল ড্রাইভ, পেনড্রাইভ, সবখানে একটা সেট রেখে দিন। পরিবারের সবাই জানে তেমন একটা পাসওয়ার্ড প্রটেক্টেড রাখুন। জিপ ফাইল তৈরী করুন ভাইরাসের আক্রমণ মোকাবেলায়।

- একাডেমিক সনদের মূলকপিগুলি সব একসাথে রাখুন। এক সেট ফটোকপি রাখুন। সকল ফটোকপি আলাদা রাখুন।

- নগদ কিছু টাকা হাতে রেখে বাকি সব টাকা একাউন্টে রাখুন। যেন হাতে নগদ অর্থের চাপ না বাড়ে।

- সোনাদানা, রত্ন অলংকারের আলাদা বক্স থেকে বের করে পাতলা কাপড়ে পেঁচিয়ে এক জায়গায় রাখুন।

- কাগজের সকল ডকুমেন্টস বাজারের কাপড়ের ব্যাগে ভরে ১০-১৫ পিস সিলিকা রেখে মূল দরজার কাছাকাছি রাখুন আগামী কিছুদিন। সবকিছু বাজারের ব্যাগে রাখুন এবং স্যাঁতস্যাঁতে হওয়া থেকে রক্ষা করতে সিলিকা রাখুন। পরিবারের সবাইকে বলে রাখুন যে আগে বের হবে সে যেন একটা ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। দ্বায়িত্ব ভাগ করে রাখুন। সকল কাগজের ডকুমেন্টস ও নগদ অল্প অর্থ (১০-৫০ হাজার টাকার বেশি নয়) এক ব্যাগে বহন করুন। অলংকার আরেকটা ব্যাগে। কাগজের ব্যাগ সর্বোচ্চ ৫ কেজি ও অলংকারের ব্যাগ কাপড়সহ ২-৩ কেজির বেশি হবে না। কাগজের ব্যাগের উপরে কিছু রাখবেন না। দামি সম্পদ যে ব্যাগে থাকবে তার উপরে ন্যাকড়া জাতীয় কিছু রেখে দিতে পারেন। কারণ, ব্যাগ নিয়ে যখন বের হবেন দুষ্টলোকদের নজর থাকবে হাতের দিকে। সুযোগ বুঝে ছোঁ মারতে পারে।

* ব্যাগে একটা বাটন ফোন ফুল চার্জড করে সিমকার্ডসহ বন্ধ করে রেখে দিন। কেননা, জরুরী সময় ফোন খুঁজতে বেশি সময় অপচয় হতে পারে। কারণ আমরা থাকি ঢাকা, ফোন থাকে লন্ডন।

- যারা ফ্রিল্যান্সার রয়েছি তারা মোটামুটি দেশে প্রচলিত প্রায় সব ওয়ালেটে ডলার, টাকা রাখি। প্রতিটা ওয়ালেটে বাড়তি পরে থাকা অর্থ তুলে ফেলুন। অদরকারী টাকা ফেলে রাখা দরকার নাই। যেসব ডলার, টাকা গুরুত্ব বহন করে তার প্রতিটা ওয়ালেটের ইউজার নেইম, ই-মেইল, রিকোভারি মেইল, পাসওয়ার্ড, অর্থের পরিমাণ একটা ডায়েরীতে লিখে রাখুন। কোন কারণে আপনার অনুপস্থিতিতে যেন সেই অর্থের নাগাল পরিবারের অন্য সদস্যরা পেতে পারে। বাবা-মা, ভাই-বোনকে সম্পর্ক বুঝে ডায়েরীর ব্যাপারে জানিয়ে রাখুন।

* অল্প নগদ অর্থ হাতে রেখে বাকি অর্থ ব্যাংকে না রেখে বিকাশ, রকেট, উপায়, এ সমস্ত একাউন্টে রাখতে পারেন অথবা নিজের সুবিধামত জায়গাতে রাখুন।

* ব্যাংকের লকারে অর্থ-সম্পদ রাখতে যাবেন না। তাদের শর্তনামায় ম্যাগনেফাইং গ্লাস ছাড়া দেখা যায় না, এমন সাইজে লেখা থাকতে পারে, "অ্যাক্ট অব গড" এর ক্ষেত্রে তারা কোনকিছু ফেরত দিতে পারবে না। তখন আম-ছালা সব যাবে।

* বাজারের ব্যাগের পরিবর্তে একাডেমিক ব্যাগ ব্যবহার করতে পারেন। এতে হাত ফ্রি থাকবে। পিঠে চাপিয়ে দৌড়াতে পারবেন।

* নিজের আমল-ইবাদাতে আরো জোর দিন। এটা ছাড়া বাকি সব মূল্যহীন।

* আপনার যদি যাওয়ার মত অন্য জায়গা থাকে, যেখানে ভূমিকম্পে তেমন ভয় নাই তাহলে কিছুদিনের জন্য উল্লেখিত সম্পদগুলি সরিয়ে রাখতে পারেন। এতে জরুরী মুহুর্তে ব্যাগ টানার সমস্যাও থাকবে না।

যারা সচেতন থাকে, তারা নিরাপদ থাকে। জীবন-মৃত্যুর মালিক মহান আল্লাহ পাক, কিন্তু তিনি বলেছেন রোগের জন্য ওষুধ ব্যবহার করো, তাতেই রোগমুক্তি। বুজুর্গরা বলেন, আল্লাহর উপর বিশ্বাস রেখে কাজ করে যেতে হবে। যেকোন একটা বাদ গেলে লক্ষ্য সাধন হবে না।

দেশে যেভাবে একের পর এক ভূমিকম্প হচ্ছে তাতে বড় ভূমিকম্প হয়ে ভবন ধ্বসের পাশাপাশি ভবনের স্থায়িত্বতা দুর্বল হয়ে ভেঙ্গে পরার ঝুঁকিও তৈরী হচ্ছে। সচেতন থাকুন, সচেতন রাখুন। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন।

Mehedi Hasan

আবার সুনেহরা আপুর নতুন চমক আসছে রে!!sunehra tasnim
27/11/2025

আবার সুনেহরা আপুর নতুন চমক আসছে রে!!

sunehra tasnim

বোনরে আমার ননদ এমনই এক ননদ যে তার বড় ভাইকে অর্ডার করে।তার বড় ভাইও বাধ্যের মতো শোনে কারণ বোনকে কিছু বললে তার মা কষ্ট পাবে...
27/11/2025

বোনরে আমার ননদ এমনই এক ননদ যে তার বড় ভাইকে অর্ডার করে।তার বড় ভাইও বাধ্যের মতো শোনে কারণ বোনকে কিছু বললে তার মা কষ্ট পাবে।তাহলে বোঝেন আমাকে কেমন অর্ডার করতে পারে?এই মেয়ে এতো জ্বালায় বলার বাইরে আমাকে সব সময় ওর টুকিটাকি কাজ করে দিতে বলে।আমার অসুস্থ বাচ্চা নিয়ে আমি পারিনা সব সময় আমি পেরেশানিতে থাকি আর এই মেয়ের সব কথা শুনে চলতে হয়। তার ছেলের দুধ আনতে হয়। সব কিছু দিয়ে যেতে হয় তার সামনে।বাবু হওয়ার আগে বলতো এটা খাবো ওটা খাবো বানিয়ে দেন।এমনকি গোসল করে ভেজা টাওয়াল টা পর্যন্ত আমাকে দিয়ে নাড়াইতো। আমি বারান্দায় কাপড় মেললে ভেজা কাপড় সড়ায়া দিয়ে রুমে রেখে যায় পরে ও কাপড় নাড়ে। খুব বিপদে আছি কিছু বলতেও পারছিনা। তার বিয়ে হয়ে গেছে স্বামী আর্মি জব করে ওর শশুড় বাড়িতে যায়ও না।সেখানে সব সময় ঝগড়া করে জা শাশুড়ীর সাথে। সব সময় বাপের বাড়ি পরে থাকে।আবার লোকজন বেশি হলে আমার স্বামীকে রুম থেকে বের হয়ে যেতে বলে।সে এই রুমে ঘুমাবে তার স্বামী নিয়ে। অগত্যা আমরা ড্রয়িং রুমে থাকি।একে কিভাবে শায়েস্তা করা যায়।কিছু মুখের উপর বলতেও পারিনা কারণ আমার স্বামীর ইনকাম কম।অন্য ভাই গুলার ইনকাম ভালো তাদের বউদের তেল দেওয়া মাথায়ও তেল দিতে যায়।সারাক্ষন চামচামি করে ওদের।আমি অনেক অসহায় হয়ে পড়ছি দিন দিন মনে হয় পাগল হয়ে যাবো এদের বদমাইশিতে।

#তামাপু #সোনারদামবৃদ্ধি #স্বর্ণ #সোনারদাম #বিনিয়োগের_আলোচনা #স্বর্ণবিক্রি #গহনাবিক্রি #সোনারগহনা #স্বর্ণ #রুপারদাম #রুপারবার #ফাইনসিলভার #চান্দিরুপা #সোনারগহনা #স্বর্ণবার #স্বর্ণকয়েন #গোলৃডবার #গোল্ডকয়েন #রুপারগহনা তামাপু

এটার মানে কি একটু কেও বুঝায়া বলতে পারবেন ভাই?
27/11/2025

এটার মানে কি একটু কেও বুঝায়া বলতে পারবেন ভাই?

আমার জামাই কেমন শোনেন।এর কাছে কোন কিছু চাইলে দিবে সে যা চাইনা কেন দুই দিন দেরি হলেও বেশি দিবেই।১ মাস আগে কানের দুল বানায...
27/11/2025

আমার জামাই কেমন শোনেন।এর কাছে কোন কিছু চাইলে দিবে সে যা চাইনা কেন দুই দিন দেরি হলেও বেশি দিবেই।১ মাস আগে কানের দুল বানায়ে দিলো আমি ১ আনাই নিতে চাইছিলাম সে ২ আনাই দিলো।এখন হার বানাই চাইছি সেটাও দিবে‌ তো সে দিবে। আবার যখন তার অবাধ্য হয় তখন কথা শোনায়।বলে যে আমি বানাই দিছি আমার কথা শোনো না কেনো।পরতে পারবা না।এসব বলে।আমি যখন মন খারাপ করি তখন বলে বানায় দিছি কথা শুনলেই‌কি? তুমি আমারে বানায় দেও দিয়ে কথা শোনাও সারাদিন শুনবো। ওই বেডার লগে আমি পারিনা একটা জিনিস দেওয়ার আগে ১০০ বার আমাকে রাগাবে।১৯/২০ হলে বলবে এইযে দিতে চাইছিলাম আর দিবো না।আবার গোল্ড এর জিনিস যদি বলি‌ একটা ভেঙ্গে আরেকটা বানায় সে না করে বলে ভাঙ্গার দরকার নাই রেখে দাও যা লাগবে সামর্থ্য হলে তাই কিনে দিবো।

#তামাপু #সোনারদামবৃদ্ধি #স্বর্ণ #সোনারদাম #বিনিয়োগের_আলোচনা #স্বর্ণবিক্রি #গহনাবিক্রি #সোনারগহনা #স্বর্ণ #রুপারদাম #রুপারবার #ফাইনসিলভার #চান্দিরুপা #সোনারগহনা #স্বর্ণবার #স্বর্ণকয়েন #গোলৃডবার #গোল্ডকয়েন #রুপারগহনা তামাপু

এক বোনের আক্ষেপ
পিক কালেক্টেড

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when তামাপু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তামাপু:

Share

Category