28/10/2025
কম্পিউটার ব্যবহারকারীদের জন্য ৫০টি অসাধারণ Tips & Tricks নতুন ও অভিজ্ঞ—সবারই কাজে আসবে!
________________________________________
উইন্ডোজ টিপস (Windows Tips)
1. কম্পিউটার দ্রুত চালু করার উপায়
“Task Manager → Startup” এ গিয়ে অপ্রয়োজনীয় প্রোগ্রাম বন্ধ করুন।
এতে Windows অনেক দ্রুত Boot হবে।
2. ডেস্কটপ একদম ক্লিন রাখুন
Desktop-এ রাইট ক্লিক → View → Uncheck Show Desktop Icons।
একদম মিনিমাল, ক্লিন ও প্রফেশনাল লুক পাবেন।
3. ডার্ক মোড চালু করুন (চোখের আরাম)
Settings → Personalization → Colors → Choose your color → Dark।
দীর্ঘসময় কাজেও চোখে কম চাপ পড়ে।
4. স্ক্রিনের নির্দিষ্ট অংশ Screenshot নিন
Press Windows + Shift + S → যেই অংশ চান, সেটি সিলেক্ট করুন।
Screenshot Clipboard-এ চলে যাবে, সাথে সাথে Paste করতে পারবেন।
5. নোটিফিকেশন বন্ধ রাখুন (Focus Mode)
Settings → System → Focus Assist → Alarms only।
মনোযোগে কাজ করতে বিরক্তি ছাড়াই সময় কাটবে।
6. এক ক্লিকে সব উইন্ডো মিনিমাইজ করুন
Press Windows + D।
সব কিছু মিনিমাইজ হয়ে যাবে, আবার চাপলে আগের মতো ফিরবে।
7. Recycle Bin ছাড়াই Delete করুন
ফাইল সিলেক্ট করে Shift + Delete চাপুন।
ফাইল সরাসরি স্থায়ীভাবে মুছে যাবে — সাবধান থাকুন!
8. একসাথে অনেক ফাইল Rename করুন
সব ফাইল সিলেক্ট → F2 চাপুন → নাম লিখে Enter।
সব ফাইল ধারাবাহিকভাবে (name1, name2, name3...) Rename হবে।
9. ফাইল দ্রুত খুঁজুন (Smart Search)
File Explorer-এ লিখুন → kind:video বা date:today ইত্যাদি।
ফাইল খোঁজার সময় অনেক কমে যাবে।
10. Auto Login সেট করুন (পাসওয়ার্ড ছাড়াই)
Run খুলুন → netplwiz টাইপ করুন → “Users must enter password” আনচেক করুন।
প্রতিবার লগইনে পাসওয়ার্ড টাইপ করতে হবে না।
________________________________________
মাউস ও কার্সর ট্রিকস (Mouse & Cursor Tricks)
11. মাউসের স্পিড বাড়ান বা কমান
Control Panel → Mouse → Pointer Options → Adjust Pointer Speed.
নিজের সুবিধামতো সেন্সিটিভিটি ঠিক করুন।
12. কার্সর হারিয়ে গেলে সহজে খুঁজে পান
Control Panel → Mouse → Pointer Options → “Show location when Ctrl key is pressed” চালু করুন।
এরপর Ctrl চাপলেই কার্সর দেখা যাবে!
13. Right-click না করেই মেনু খুলুন
Shift + F10 চাপুন = Right Click এর বিকল্প।
মাউস নষ্ট থাকলেও দারুণ কার্যকর।
14. ডাবল ক্লিক ছাড়াই ফাইল ওপেন করুন
File Explorer → Options → “Single-click to open an item” সিলেক্ট করুন।
এতে মাউস ব্যবহারে সময় ও ক্লিক কমে যাবে।
15. মাউস স্ক্রল গতি পরিবর্তন করুন
Settings → Devices → Mouse → Adjust scroll speed.
স্ক্রলিং স্পিড বাড়িয়ে নিন সময় বাঁচাতে।
16. মাউস হুইল বোতাম দিয়ে নতুন ট্যাব খুলুন
যেকোনো লিংকে মাউস হুইল চাপলে সেটি নতুন ট্যাবে খুলবে।
ব্রাউজিং আরও দ্রুত ও স্মার্ট হবে।
17. ড্র্যাগ না করে ফাইল কপি বা মুভ করুন
ফাইল ড্র্যাগ করার সময় Ctrl চেপে রাখলে Copy হবে, আর Shift দিলে Move হবে।
খুব কাজে লাগে বড় ফাইল সরানোর সময়।
18. ডাবল ক্লিকে শব্দ, ট্রিপল ক্লিকে পুরো লাইন সিলেক্ট
Word বা Text ফাইলে এই কৌশল ব্যবহার করলে Copy–Paste অনেক দ্রুত হয়।
19. মাউস দিয়ে একাধিক টেক্সট অংশ সিলেক্ট করুন
Ctrl চেপে রেখে আলাদা আলাদা অংশ সিলেক্ট করুন।
একসাথে অনেক জায়গা থেকে টেক্সট কপি করা সম্ভব।
20. মাউসের কার্সর বড় করুন (দেখতে সহজ)
Settings → Accessibility → Mouse pointer → Size বড় করে দিন।
চোখের আরামের জন্য দারুণ উপযোগী।
________________________________________
কিবোর্ড টিপস (Keyboard Tips)
21. দ্রুত সব কিছু বন্ধ করুন
একসাথে সব উইন্ডো বন্ধ করতে Alt + F4 ব্যবহার করুন।
বিশেষ করে ল্যাগ হলে দারুণ কার্যকর।
22. টাস্ক ম্যানেজার খুলুন (Task Manager)
Ctrl + Shift + Esc → এখান থেকে হ্যাং প্রোগ্রাম বন্ধ করতে পারবেন।
23. একসাথে একাধিক প্রোগ্রামে কাজ করুন
Alt + Tab দিয়ে অ্যাপ পরিবর্তন করুন।
মাল্টিটাস্কিং আরও স্মার্ট হবে।
24. ডেস্কটপে দ্রুত ফিরে যান
Windows + D চাপলেই সব উইন্ডো মিনিমাইজ হয়ে ডেস্কটপ দেখা যাবে।
25. মাল্টিপল ডেস্কটপ তৈরি করুন
Windows + Ctrl + D → নতুন ভার্চুয়াল ডেস্কটপ তৈরি হবে।
কাজ আলাদা করে সাজিয়ে রাখতে পারবেন।
26. দ্রুত ক্যালকুলেটর খুলুন
শুধু Run (Windows + R) খুলে লিখুন calc → Enter।
হিসাব-নিকাশের জন্য দ্রুত উপায়।
27. Run দিয়ে যেকোনো প্রোগ্রাম চালু করুন
Windows + R → লিখুন যেমন: notepad, control, cmd, mspaint ইত্যাদি।
শর্টকাটে সময় বাঁচান!
28. Clipboard History দেখুন (Copy করা পুরনো টেক্সটগুলো)
Windows + V চাপুন → আগের কপি করা সব দেখাবে।
দারুণ হেল্পফুল কনটেন্ট কপি–পেস্টের সময়।
29. Caps Lock অন আছে কি না সহজে জানুন
অনেক কিবোর্ডে Light দেখায়, না থাকলে “On-screen Keyboard” দিয়ে চেক করুন।
30. কম্পিউটার রিস্টার্ট না করেই Explorer রিফ্রেশ করুন
Task Manager খুলে → “Windows Explorer”-এ রাইট ক্লিক → Restart.
হ্যাং ডেস্কটপ অনেক সময় ঠিক হয়ে যায়।